Breaking




Saturday, 16 August 2025

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF – ২০২৫ [মোট প্রশ্ন: ৮৫টি]

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF – ২০২৫ ||West Bengal Police Constable Practice Set 2025 PDF

WB Police Constable Practice Set PDF
WB Police Constable Practice Set PDF
হ্যালো বন্ধুরা,
তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের আজকে শেয়ার করছি, WB Police Constable Practice Set PDF এই পোস্টটি। যে সেটটি তোমরা প্র্যাকটিস করলে আশা করছি নিজেকে সঠিক ভাবে যাচাই করতে পারবে, তোমাদের প্রস্তুতি লেভেল কতটা বাড়াতে হবে এবং প্রস্তুতির পদ্ধতি পরিবর্তন করতে হবে নাকি।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমরা এই সেটটির মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ ২৫টি, ইংলিশ ১০টি, গণিত ২৫টি, রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস ২৫টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। তাই তোমরা কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের প্রশ্ন উত্তর গুলি প্র্যাকটিস করে নাও- 

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট

Part A: General Studies (25 Questions)

01. ২০২৪ সালে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
a) জাপান
b) ভারত
c) ব্রাজিল
d) দক্ষিণ আফ্রিকা

02. ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান উৎক্ষেপণকারী সংস্থা কোনটি?
a) স্কাইরুট অ্যারোস্পেস
b) ইসরো
c) রিলায়েন্স স্পেস
d) টাটা অ্যারোস্পেস

03. ভারতের পরিকল্পনা কমিশন কে প্রতিস্থাপন করে কোন প্রতিষ্ঠান তৈরি করা হয়?
a) নীতি আয়োগ
b) রাজ্য অর্থ কমিশন
c) অর্থনৈতিক পরিষদ
d) ফিসকাল কমিশন

04. "গীতাঞ্জলি" কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান?
a) ১৯১১
b) ১৯১৩
c) ১৯১৫
d) ১৯২১

05. ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ কোন রাজ্যের বিশেষ মর্যাদার সাথে যুক্ত ছিল?
a) নাগাল্যান্ড
b) কাশ্মীর
c) মণিপুর
d) অরুণাচল

06. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
a) সরোজিনী নাইডু
b) ইন্দিরা গান্ধী
c) বিজয়া লক্ষ্মী পণ্ডিত
d) প্রতিভা পাটিল

07. ভারতের সবচেয়ে দীর্ঘ নদী সেতু (রোড-ব্রিজ) কোনটি?
a) ভূপেন হাজারিকা সেতু
b) মহাত্মা গান্ধী সেতু
c) কোলাবা সেতু
d) বন্দ্রা-ওয়ার্লি সি লিঙ্ক

08. ভারতের প্রথম আইপিএল জয়ী দল কোনটি?
a) রাজস্থান রয়্যালস
b) চেন্নাই সুপার কিংস
c) কলকাতা নাইট রাইডার্স
d) মুম্বাই ইন্ডিয়ান্স

09. ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেন কে?
a) রঘুরাম রাজন
b) দাদাভাই নওরোজি
c) মনমোহন সিং
d) অমর্ত্য সেন

10. অজন্তা গুহাচিত্র কোন ধর্মের সাথে যুক্ত?
a) হিন্দু
b) বৌদ্ধ
c) জৈন
d) ইসলাম

11. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
a) মায়াবতী
b) শীলা দীক্ষিত
c) সুচেতা কৃপলানি
d) জয়ললিতা

12. ব্লু-রেভলিউশন সম্পর্কিত—
a) দুধ উৎপাদন
b) মাছ চাষ
c) বিদ্যুৎ উৎপাদন
d) কম্পিউটার প্রযুক্তি

13. ভারতের সংবিধানে মোট কতটি সূচি (Schedule) রয়েছে?
a) ১০
b) ১২
c) ১৪
d) ৮

14. অশোক স্তম্ভ (Lion Capital of Ashoka) কোথায় অবস্থিত?
a) আমরাবতী
b) বারাণসী
c) সারণাথ
d) নালন্দা

15. "পদ্ম বিভূষণ" পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
a) সাহসিকতা
b) ক্রীড়া
c) সমাজসেবা/শিল্প/বিজ্ঞান সহ বহুক্ষেত্রে
d) শুধুমাত্র সাহিত্য

16. ভারতের জাতীয় সঙ্গীত "জন গণ মন" প্রথম কোথায় গাওয়া হয়েছিল?
a) কলকাতা সেশন (1911)
b) দিল্লি সেশন (1920)
c) বোম্বে সেশন (1927)
d) লাহোর সেশন (1930)

17. ভারতের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
a) বি. এন. রাও
b) ড. রাজেন্দ্র প্রসাদ
c) ড. বি. আর. আম্বেদকর
d) সরদার বল্লভভাই প্যাটেল

18. ভারতের প্রথম অস্কার জয়ী সংগীত পরিচালক কে?
a) ইলাইয়ারাজা
b) এ. আর. রহমান
c) শচীন দেব বর্মন
d) আর. ডি. বর্মন

19. কম্পিউটারের জনক (Father of Computer) কাকে বলা হয়?
a) চার্লস ব্যাবেজ
b) অ্যালান টিউরিং
c) স্টিভ জবস
d) বিল গেটস

20. ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন?
a) রাকেশ শর্মা
b) কাল্পনা চাওলা
c) সুনীতা উইলিয়ামস
d) বিক্রম সারাভাই

21. ভারতের সংবিধানের মূল উৎস কোন দেশ থেকে সর্বাধিক প্রভাবিত?
a) আমেরিকা
b) ব্রিটেন
c) ফ্রান্স
d) আয়ারল্যান্ড

22. ভারতের প্রথম রাজ্য যা সম্পূর্ণভাবে শিক্ষিত (100% literacy) হয়েছে কোনটি?
a) কেরালা
b) ত্রিপুরা
c) গোয়া
d) পাঞ্জাব

23. "মালগুডি ডেজ" উপন্যাস কার লেখা?
a) আর. কে. নারায়ণ
b) মুল্করাজ আনন্দ
c) খুশবন্ত সিং
d) অমর্ত্য সেন

24. ভারতের প্রথম ফিচার ফিল্ম (Full-length movie) কোনটি?
a) রাজা হরিশচন্দ্র
b) আলম আরা
c) দেবদাস
d) কিসান কান্যা

25. UNESCO World Heritage Site "সুন্দরবন" কোন কোন রাজ্যে বিস্তৃত?
a) পশ্চিমবঙ্গ ও বিহার
b) পশ্চিমবঙ্গ ও ওড়িশা
c) পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ
d) পশ্চিমবঙ্গ ও আসাম

Part B: English (10 Questions)

26. Choose the correct synonym of the word Brave.
a) Coward
b) Courageous
c) Weak
d) Shy

27. Fill in the blank: He is very good ___ mathematics.
a) in
b) with
c) at
d) on

28. Choose the correctly spelt word:
a) Environmant
b) Environment
c) Envaironment
d) Envoronment

29. Antonym of the word Rich is –
a) Wealthy
b) Poor
c) Miser
d) Noble

30. Correct Passive form: "They are playing football."
a) Football is played by them.
b) Football is being played by them.
c) Football played by them.
d) Football has been played by them.

31. Choose the correct article: He is ___ honest man.
a) a
b) an
c) the
d) none

32. Change into Indirect Speech: He said, "I am tired."
a) He said that he was tired.
b) He says he is tired.
c) He said he is tired.
d) He told that he is tired.

33. Find the correct preposition: The book is ___ the table.
a) in
b) on
c) at
d) by

34. Opposite gender of Queen is –
a) Princess
b) Duchess
c) King
d) Prince

35. Correct plural of Child is –
a) Childs
b) Childes
c) Children
d) Childrens
 
Part C: Mathematics (25 Questions)

36. 729 এর ঘনমূল কত?
a) 7
b) 8
c) 9
d) 11

37. যদি 12 × 15 = 180 হয়, তবে 180 ÷ 15 = ?
a) 10
b) 11
c) 12
d) 13

38. 2/5 এর দশমিক রূপ কী?
a) 0.2
b) 0.25
c) 0.4
d) 0.45

39. একটি ট্রেন 60 কিমি/ঘন্টা বেগে চলে। 180 কিমি যেতে কত সময় লাগবে?
a) 2 ঘণ্টা
b) 2.5 ঘণ্টা
c) 3 ঘণ্টা
d) 3.5 ঘণ্টা

40. 15% of 200 কত?
a) 20
b) 25
c) 30
d) 35

41. সরল সুদ: মূলধন ₹1000, সুদের হার 10% বার্ষিক, সময় 2 বছর। সুদ কত?
a) 150
b) 180
c) 200
d) 220

42. একটি ত্রিভুজের কোণের সমষ্টি কত ডিগ্রি?
a) 90°
b) 120°
c) 150°
d) 180°

43. পাইথাগোরাসের উপপাদ্য অনুসারে: যদি একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলি 3 ও 4 হয় তবে অতিভুজ কত?
a) 5
b) 6
c) 7
d) 8

44. √144 এর মান কত?
a) 10
b) 11
c) 12
d) 14

45. 2, 4, 8, 16, ?
a) 18
b) 24
c) 30
d) 32

46. 25% of 640 কত?
a) 120
b) 140
c) 150
d) 160

47. যদি 3x = 12 হয়, তবে x = ?
a) 2
b) 3
c) 4
d) 5

48. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12m ও প্রস্থ 8m হলে ক্ষেত্রফল কত?
a) 80
b) 86
c) 92
d) 96

49. 0.75 কে ভগ্নাংশে রূপান্তর করলে কত হয়?
a) 3/2
b) 3/4
c) 4/5
d) 5/6

50. 1 কেজি = ? গ্রাম
a) 10 g
b) 100 g
c) 500 g
d) 1000 g

51. গড় = (5 + 10 + 15 + 20)/4 = ?
a) 10
b) 12.5
c) 15
d) 20

52. একটি গাড়ি 60 কিমি 1 ঘণ্টায় অতিক্রম করলে, তার গতি কত?
a) 30 কিমি/ঘণ্টা
b) 40 কিমি/ঘণ্টা
c) 50 কিমি/ঘণ্টা
d) 60 কিমি/ঘণ্টা

53. 45 ÷ 0.5 = ?
a) 80
b) 85
c) 90
d) 95

54. 15 : 25 = ? : 5
a) 2
b) 3
c) 4
d) 5

55. একটি বর্গক্ষেত্রের বাহু 10m হলে ক্ষেত্রফল কত?
a) 50 m²
b) 100 m²
c) 120 m²
d) 150 m²

56. 20% এর ভগ্নাংশ রূপ কী?
a) 1/2
b) 1/3
c) 1/4
d) 1/5

57. 2 ঘণ্টায় 120 কিমি অতিক্রম করলে গতি কত কিমি/ঘণ্টা?
a) 40
b) 50
c) 60
d) 70

58. সরলীকরণ: 150 ÷ (5 × 3) = ?
a) 8
b) 9
c) 10
d) 11

59. LCM of 12 and 18 কত?
a) 24
b) 36
c) 48
d) 54

60. 15² = ?
a) 200
b) 210
c) 220
d) 225
Part D: General Intelligence (Reasoning – 25 Questions)

61. যদি A = 1, B = 2, C = 3 … Z = 26 হয় তবে CAT = ?
a) 24
b) 27
c) 29
d) 41

62. সিরিজ: 2, 4, 8, 16, ?
a) 24
b) 30
c) 32
d) 36

63. 125, 64, 27, ? , 1
a) 9
b) 8
c) 7
d) 6

64. "Hospital : Doctor :: School : ?"
a) Teacher
b) Student
c) Book
d) Principal

65. Find the odd one out:
a) Dog
b) Cat
c) Cow
d) Chair

66. যদি SOUTH লেখা হয় "TLVUI" তাহলে NORTH লেখা হবে?
a) OPSUI
b) OQTVI
c) PQSUJ
d) OQTVJ

67. সিরিজ: A, C, E, G, ?
a) H
b) I
c) J
d) K

68. 12 : 144 :: 8 : ?
a) 32
b) 40
c) 56
d) 64

69. যদি 2 = 6, 3 = 12, 4 = 20 তবে 5 = ?
a) 25
b) 30
c) 35
d) 40

70. ODD one out:
a) 2-4
b) 3-9
c) 4-16
d) 5-20

71. একটি আয়তক্ষেত্র কেটে ২টি ত্রিভুজ করা যায়। একইভাবে একটি বর্গক্ষেত্র কেটে সর্বোচ্চ কতটি সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে?
a) 2
b) 4
c) 6
d) 8

72. 6, 11, 21, 36, ?
a) 45
b) 51
c) 56
d) 61

73. "Finger : Hand :: Toe : ?"
a) Head
b) Foot
c) Leg
d) Nail

74. একটি আয়নায় ঘড়ির কাঁটা 4:15 দেখালে আসল সময় কত হবে?
a) 7:45
b) 8:45
c) 9:45
d) 7:15

75. সিরিজ: 3, 9, 27, ?
a) 54
b) 72
c) 81
d) 90

76. যদি "DELHI" → "EDIH L" হয় তবে "KOLKATA" → ?
a) OKKATAL
b) OKLATAK
c) OKTAKAL
d) ATKALOK

77. Blood Relation: যদি A, B-এর মা, B হল C-এর বোন, তবে A, C-এর কে?
a) দিদি
b) মা
c) বোন
d) কাকিমা

78. Paper : Pen :: Blackboard : ?
a) Teacher
b) Chalk
c) Student
d) School

79. 7, 14, 28, 56, ?
a) 84
b) 100
c) 112
d) 128

80. Odd one out:
a) January
b) March
c) May
d) Sunday

81. 15 + 25 = 40, 25 + 35 = 60, তবে 35 + 45 = ?
a) 70
b) 75
c) 80
d) 85

82. যদি "MONDAY" → "NQPCBZ" হয়, তবে "SUNDAY" → ?
a) TVPCBZ
b) TVOBDZ
c) TVPCAY
d) TVOBAY

83. 2, 5, 10, 17, 26, ?
a) 34
b) 35
c) 36
d) 37

84. Cow : Calf :: Cat : ?
a) Pup
b) Kitten
c) Cub
d) Kid

85. ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বললো, "তার বাবা হল আমার মায়ের একমাত্র পুত্র।" এটি কার ছবি?
a) অনিলের বাবা
b) অনিলের পুত্র 
c) অনিল
d) অনিলের ভাই

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন


Practice Set Download Link:   Click Here to Download

Answer Key Download Link:  Click Here to Download 


আরও পড়ুনপশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বিগত সালের প্রশ্নপত্র

আরও পড়ুনWest Bengal Police Constable Mock Test 2024

No comments:

Post a Comment