WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট PDF | WBSSC Group C Practice Set - 02 in Bengali PDF
হ্যালো বন্ধুরা,
তোমাদেরকে আজকে দিচ্ছি WBSSC Group C [Clerk] Practice Set in Bengali PDF এই পোস্টটি। যে পোস্টটির থাকছে সম্পূর্ণ সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নের ধরন অনুযায়ী -
- সাধারণজ্ঞান- ১৫টি
- কারেন্ট অ্যাফেয়ার্স- ১৫টি
- ইংরেজি- ১৫টি
- পাটি গণিত- ১৫টি
এই সকল বিষয় গুলি থেকে বাছাই করা প্রশ্ন উত্তর সমূহ, তাই বন্ধুরা আর সময় নষ্ট নাকরে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও এবং নিজেক প্রস্তুতির এক ধাপ আগিয়ে নিয়ে যাও-
WBSSC Group C Practice Set - 02
✦ Part – A : General Knowledge (15 Questions)
01. ভারতের সংবিধান প্রণয়ন সমাপ্ত হয় কোন তারিখে?
A) ২৬ জানুয়ারি ১৯৫০
B) ১৫ আগস্ট ১৯৪৭
C) ২৬ নভেম্বর ১৯৪৯
D) ৯ ডিসেম্বর ১৯৪৬
02. "গীতাঞ্জলি" গ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান?
A) ১৯০৫
B) ১৯১৩
C) ১৯২১
D) ১৯৩০
03. ভারতের কোন রাজ্যে প্রথম তেল আবিষ্কৃত হয়?
A) আসাম
B) গুজরাট
C) মহারাষ্ট্র
D) রাজস্থান
04. সামরিক আদালতকে কি বলা হয়?
A) হাইকোর্ট
B) কোর্ট মার্শাল
C) ট্রাইব্যুনাল
D) সুপ্রিম কোর্ট
05. পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি অংশ কোন গ্যাস দ্বারা গঠিত?
A) অক্সিজেন
B) আর্গন
C) কার্বন-ডাই-অক্সাইড
D) নাইট্রোজেন
06. ভারতের "হোয়াইট রেভোলিউশন" এর জনক কে?
A) এম. এস. স্বামীনাথন
B) ভার্ঘিস কুরিয়েন
C) ড. রাজেন্দ্র সিং
D) নরম্যান বোরলগ
07. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) গোল্ডা মেয়ার
B) সিরিমাভো বন্দারনায়েকে
C) মার্গারেট থ্যাচার
D) ইন্দিরা গান্ধী
08. ‘Indian Civil Services’ (ICS)-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A) লর্ড কার্জন
B) লর্ড ডালহৌসি
C) লর্ড কর্নওয়ালিস
D) লর্ড রিপন
09. ভারতের কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা রয়েছে?
A) মহারাষ্ট্র
B) উত্তর প্রদেশ
C) পশ্চিমবঙ্গ
D) বিহার
10. জাতিসংঘের অফিসিয়াল ভাষার সংখ্যা কত?
A) ৪টি
B) ৫টি
C) ৬টি
D) ৭টি
11. ‘হার্ভার্ড ইউনিভার্সিটি’ কোন দেশে অবস্থিত?
A) যুক্তরাজ্য
B) যুক্তরাষ্ট্র
C) জার্মানি
D) ফ্রান্স
12. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের বিধান রয়েছে?
A) অনুচ্ছেদ ৬১
B) অনুচ্ছেদ ৩৫৬
C) অনুচ্ছেদ ৭২
D) অনুচ্ছেদ ৩৭০
13."World Trade Organization (WTO)" এর সদর দপ্তর কোথায়?
A) নিউইয়র্ক
B) জেনেভা
C) ব্রাসেলস
D) প্যারিস
14. ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন?
A) করুণা গোস্বামী
B) কিরণ বেদী
C) প্রতিভা পাটিল
D) অরুণা রায়
15. "Silicon Valley" কোন রাজ্যে অবস্থিত?
A) নিউইয়র্ক
B) ফ্লোরিডা
C) টেক্সাস
D) ক্যালিফোর্নিয়া
✦ Part – B : Current Affairs (15 Questions)
16. ২০২৫ সালে ভারতীয় সেনার নতুন Chief of Army Staff (COAS) কে হয়েছেন?
A) জেনারেল মনোজ পাণ্ডে
B) জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
C) লেফটেন্যান্ট জেনারেল অরুণ সাহানি
D) লেফটেন্যান্ট জেনারেল রাজ শর্মা
17. ২০২৪ সালে অনুষ্ঠিত G20 Summit কোথায় হয়েছিল?
A) নয়াদিল্লি
B) রোম
C) রিও ডি জেনেইরো
D) ইস্তাম্বুল
18. ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কোন দল সর্বাধিক আসন পেয়েছে?
A) কংগ্রেস
B) ভারতীয় জনতা পার্টি (BJP)
C) তৃণমূল কংগ্রেস
D) সমাজবাদী পার্টি
19. ২০২৪ সালে ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে গ্যাগানযান মিশনে নির্বাচিত হয়েছেন কে?
A) কাল্পনা চাওলা
B) সুনীতা উইলিয়ামস
C) প্রতিভা লাল
D) রুচিরা কৌর
20. ২০২৪ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A) টোকিও
B) প্যারিস
C) লস এঞ্জেলেস
D) বেইজিং
21. ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন?
A) নাদিয়া মুরাদ
B) ড. ডেনিস মুকওয়েগ
C) নিলুফার সাবাহ
D) জাসমিন আজিজ
22. ২০২৪ সালের ভারত রত্ন কাকে দেওয়া হয়েছে?
A) শচীন তেন্ডুলকর
B) লালকৃষ্ণ আডবাণী
C) মুলায়ম সিং যাদব (মরণোত্তর)
D) B) এবং C) উভয়ই
23. ২০২৪ সালে চন্দ্রযান-৩ কোন সাফল্য অর্জন করে?
A) প্রথমবার মঙ্গলে অবতরণ
B) প্রথমবার সূর্য অধ্যয়ন
C) চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ
D) বৃহস্পতির উপগ্রহ অনুসন্ধান
24. ২০২৪ সালের ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে কে ছিলেন সর্বাধিক রান সংগ্রাহক?
A) বিরাট কোহলি
B) রোহিত শর্মা
C) যশস্বী জয়সওয়াল
D) জো রুট
25. ২০২৪ সালে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কে হয়েছেন?
A) সি.ভি আনন্দ বোস
B) জগদীপ ধনখড়
C) অরুণ গোয়েল
D) জাস্টিস পি. সি. ঘোষ
26. ২০২৪ সালের ইউনিয়ন বাজেট কে উপস্থাপন করেছেন?
A) অমিত শাহ
B) নির্মলা সীতারামন
C) পীযূষ গোয়েল
D) অরুণ জেটলি
27. ২০২৪ সালে ICC T20 World Cup কোন দেশ জিতেছে?
A) ভারত
B) ইংল্যান্ড
C) অস্ট্রেলিয়া
D) ওয়েস্ট ইন্ডিজ
28. ২০২৪ সালে বিশ্ব পরিবেশ দিবস-এর থিম কী ছিল?
A) "Beat Plastic Pollution"
B) "Ecosystem Restoration"
C) "Land Restoration, Desertification and Drought Resilience"
D) "One Earth, One Future"
29. ২০২৪ সালের মিস ইউনিভার্স খেতাব কে জিতেছেন?
A) রিচা শর্মা
B) শেতাফানিয়া ভেগা (নিকারাগুয়া)
C) আন্দ্রেয়া মেজা
D) হেনা সান্দু
30. ২০২৪ সালে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায় স্থাপিত হচ্ছে?
A) গুজরাট (ধোলেরা)
B) তেলেঙ্গানা
C) কর্ণাটক
D) মহারাষ্ট্র
✦ Part – C : English (15 Questions)
31. Choose the correct synonym of “Ambiguous”:
(A) Clear
(B) Vague
(C) Simple
(D) Definite
32. Identify the correctly spelt word:
(A) Accomodation
(B) Acommodation
(C) Accommodation
(D) Acomodation
33. Fill in the blank:
He has been living in Kolkata ____ 2010.
(A) since
(B) for
(C) from
(D) till
34. Antonym of “Optimistic”:
(A) Cheerful
(B) Hopeful
(C) Pessimistic
(D) Bright
35. Passive form of: “She is reading a book.”
(A) A book was read by her.
(B) A book is being read by her.
(C) A book has been read by her.
(D) A book will be read by her.
36. Choose the correct idiom:
“To cry over spilt milk” means—
(A) To waste money
(B) To regret over past
(C) To quarrel with others
(D) To work hard
37. One word substitution:
“A person who knows everything”—
(A) Omnivorous
(B) Omnipotent
(C) Omniscient
(D) Omnipresent
38. Correct tense form:
By next year, I ____ my degree.
(A) complete
(B) will completed
(C) will have completed
(D) completed
39. Choose the correct indirect speech:
She said, “I am tired.”
(A) She said that she is tired.
(B) She said that she was tired.
(C) She said that I was tired.
(D) She said that she tired.
40. Synonym of “Abundant”:
(A) Rare
(B) Scarce
(C) Plentiful
(D) Small
41. Antonym of “Permanent”:
(A) Eternal
(B) Temporary
(C) Fixed
(D) Long-lasting
42. Fill in the blank:
She prefers tea ____ coffee.
(A) than
(B) over
(C) for
(D) to
43. Correct article usage:
He is ____ honest man.
(A) a
(B) an
(C) the
(D) none
44. Idiom: “To hit the nail on the head” means—
(A) To guess
(B) To do exactly the right thing
(C) To quarrel
(D) To confuse
45. Correct Preposition:
He is married ____ my cousin.
(A) by
(B) with
(C) to
(D) of
✦ Part – D : Arithmetic (15 Questions)
46. 625 এর বর্গমূল কত?
(A) 20
(B) 25
(C) 30
(D) 35
47. একটি সংখ্যার 25% = 80 হলে সংখ্যাটি কত?
(A) 240
(B) 300
(C) 320
(D) 400
48. দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 8 হলে সংখ্যাদুটি কী?
(A) 20,12
(B) 22,18
(C) 24,16
(D) 28,12
49. 12, 18 এবং 24 এর LCM কত?
(A) 72
(B) 144
(C) 36
(D) 48
50. 3/5 of 250 = ?
(A) 100
(B) 125
(C) 150
(D) 175
51. 5, 10, 20, 40, ? সিরিজের পরবর্তী সংখ্যা কত?
(A) 60
(B) 70
(C) 80
(D) 90
52. 8 জন মানুষ 12 দিনে একটি কাজ করে। 4 জন মানুষ সেই কাজ করতে কত দিন লাগবে?
(A) 24
(B) 36
(C) 48
(D) 12
53. একটি দ্রব্যের ক্রয়মূল্য 120 টাকা, বিক্রয়মূল্য 150 টাকা। লাভের শতাংশ কত?
(A) 15%
(B) 20%
(C) 25%
(D) 30%
54. 2 ঘন্টায় একটি ট্রেন 120 কিমি অতিক্রম করে। তার গতিবেগ কত?
(A) 50 কিমি/ঘণ্টা
(B) 55 কিমি/ঘণ্টা
(C) 60 কিমি/ঘণ্টা
(D) 65 কিমি/ঘণ্টা
55. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 মি এবং প্রস্থ 15 মি। এর ক্ষেত্রফল কত?
(A) 250
(B) 300
(C) 350
(D) 300
56. 1/3 + 1/6 + 1/9 = ?
(A) 11/18
(B) 13/18
(C) 14/18
(D) 15/18
57. সরল সুদে 2 বছরে 500 টাকার উপর 10% হারে সুদ কত হবে?
(A) 100
(B) 110
(C) 120
(D) 150
58. 0.75 × 0.6 = ?
(A) 0.35
(B) 0.40
(C) 0.45
(D) 0.50
59. একটি ত্রিভুজের বাহু তিনটি 6cm, 8cm, 10cm হলে, এটি কোন ধরনের ত্রিভুজ?
(A) সমবাহু
(B) সমদ্বিবাহু
(C) সমকোণী
(D) স্থূলকোণী
60. 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত?
(A) 1220
(B) 1245
(C) 1275
(D) 1300
WBSSC Group C Practice Set - 02 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
Practice Set Link: | Click Here to Download |
Answer Key Link: | Click Here to Download |
আরও পড়ুন- WBSSC গ্রুপ C ক্লার্ক সিলেবাস 2025
আরও পড়ুন- WBSSC গ্রুপ সি 2017 প্রশ্নপত্র
আরও পড়ুন- WBSSC GK প্রশ্ন উত্তর
No comments:
Post a Comment