Breaking




Wednesday, 20 August 2025

জিকে প্র্যাকটিস সেট 2025 PDF - WBP Constable | WBSSC Group C & D

জিকে প্র্যাকটিস সেট 2025 PDF - WBP Constable | WBSSC Group C & D

GK Practice Set 2025 in Bengali PDF
GK Practice Set 2025 in Bengali PDF
হ্যালো বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি GK Practice Set 2025 in Bengali PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে ৮০টি বাছাই করা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর। আজকের দেওয়া প্রশ্ন উত্তর গুলি আগত WBP Constable, SI, WBSSC Group C & D সহ আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে।
তাই তোমরা দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে।

জিকে প্র্যাকটিস সেট 2025

01.শোষক কাগজের মধ্যে কালি শোষণের কারণ কী?
A) ব্যাপন
B) কৈশিক ক্রিয়া
C) শোষণ
D) সান্দ্রতা

02.ভারতের প্রথম সম্পূর্ণ সৌর শক্তি চালিত স্বাস্থ্য কেন্দ্র কোথায় অবস্থিত?
A) ছত্রিশগড়
B) রাজস্থান
C) কেরালা
D) কর্নাটক

03.নিম্নলিখিত কোন নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত?
A) কৃষ্ণা
B) গোদাবরী
C) মহানদী
D) কাবেরী

04.ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি রাজ্যসংঘ?
A) অনুচ্ছেদ ১
B) অনুচ্ছেদ ৩
C) অনুচ্ছেদ ৭
D) অনুচ্ছেদ ১০

05."লাইফ ডিভাইন" বইটি কে লিখেছেন?
A) অরবিন্দ ঘোষ
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) স্বামী বিবেকানন্দ
D) শ্রী রামকৃষ্ণ

06.ভারতের কোন রাজ্যটি "মসলার বাগান" নামে পরিচিত?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) কেরালা
D) অন্ধ্রপ্রদেশ

07.নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?
A) তেল বীজ উৎপাদন
B) দুগ্ধ উৎপাদন
C) মৎস্য উৎপাদন
D) খাদ্যশস্য উৎপাদন

08.হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান কোনটি?
A) ধোলাভিরা
B) রাখিগাড়ি
C) হরপ্পা
D) মহেঞ্জোদারো

09.বোরো ধান ভারতের কোন ঋতুতে চাষ করা হয়?
A) শীতকাল
B) বর্ষাকাল
C) গ্রীষ্মকাল
D) শরৎকাল

10.বিখ্যাত "নাদিয়ার শাহ" কত সালে ভারত আক্রমণ করেন?
A) ১৭৩৯
B) ১৭৪০
C) ১৭৪১
D) ১৭৪২

11.ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রাবার উৎপাদন হয়?
A) তামিলনাড়ু
B) কেরালা
C) কর্ণাটক
D) আসাম

12.ভারতীয় সংবিধানের কোন অংশকে "ভারতের ম্যাগনা কার্টা" বলা হয়?
A) মৌলিক অধিকার
B) নির্দেশমূলক নীতি
C) মৌলিক কর্তব্য
D) প্রস্তাবনা

13.কোন মুঘল সম্রাট "আলেমগীর" নামে পরিচিত ছিলেন?
A) আকবর
B) শাহজাহান
C) জাহাঙ্গীর
D) ঔরঙ্গজেব

14.প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক জিতেছিলেন?
A) পি.টি. উষা
B) কর্ণম মালেশ্বরী
C) সানিয়া মির্জা
D) মেরি কম

15.নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ?
A) চিল্কা হ্রদ
B) সম্বর হ্রদ
C) পুলিকট হ্রদ
D) লোকটাক হ্রদ

16.কোথায় গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল?
A) বোধগয়া
B) সারনাথ
C) লুম্বিনী
D) কুশিনগর

17.কোন ভারতীয় রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম?
A) গুজরাট
B) মহারাষ্ট্র
C) অন্ধ্রপ্রদেশ
D) তামিলনাড়ু

18.কিসের অভাবে মানব শরীরে অ্যানিমিয়া (AnemiA) হয়?
A) ক্যালসিয়াম
B) লোহা
C) ভিটামিন এ
D) ভিটামিন সি

19.আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার নাম কী ছিল?
 A) জাবত
 B) দাহসালা
 C) মনসবদারি
 D) জাগিরদারি

20.কোনটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান?
A) হেমিস ন্যাশনাল পার্ক
B) জিম করবেট ন্যাশনাল পার্ক
C) কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক
D) সুন্দরবন ন্যাশনাল পার্ক

21.ভারতের কোন রাজ্যে প্রথম সৌর শক্তি চালিত ট্রেন চালু হয়?
A) কেরালা
B) তামিলনাড়ু
C) মহারাষ্ট্র
D) রাজস্থান

22.ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
A) কলকাতা
B) বোম্বাই
C) মাদ্রাজ
D) পুনে

23.কোন গ্যাসকে "হাস্য গ্যাস" বলা হয়?
A) নাইট্রাস অক্সাইড
B) কার্বন ডাই অক্সাইড
C) মিথেন
D) নাইট্রোজেন

24.ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত?
A) ত্রিপুরা
B) মেঘালয়
C) মণিপুর
D) আসাম

25.ভারতবর্ষে প্রথম সুতাকল কোথায় স্থাপিত হয়েছিল?
A) হাওড়া
B) শ্রীরামপুর
C) কলকাতা
D) ঘুসুরি

26.বিখ্যাত "বিখ্যাত সাঁচি স্তূপ" কোন রাজ্যে অবস্থিত?
A) মধ্য প্রদেশ
B) উত্তর প্রদেশ
C) বিহার
D) মহারাষ্ট্র

27.ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি?
A) ঝরিয়া
B) রাণীগঞ্জ
C) তালচের
D) বোকারো

28. হীরক কোন মৌলের একটি রূপ?
A) কার্বন
B) সিলিকন
C) বোরন
D) অ্যালুমিনিয়াম

29.কোন মুঘল সম্রাট "জিন্দা পীর" নামে পরিচিত ছিলেন?
A) আকবর
B) শাহজাহান
C) জাহাঙ্গীর
D) ঔরঙ্গজেব

30.ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদন হয়?
A) কেরালা
B) কর্ণাটক
C) তামিলনাড়ু
D) অন্ধ্রপ্রদেশ

31.ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে "সংসদে অর্থ বিল" সম্পর্কে বলা হয়েছে?
A) অনুচ্ছেদ ১১০
B) অনুচ্ছেদ ১২০
C) অনুচ্ছেদ ১৩০
D) অনুচ্ছেদ ১৪০

32."রাজতরঙ্গিনী" বইটি কে লিখেছেন?
A) কালিদাস
B) জয়দেব
C) কলহন
D) বিশাখাদত্ত

33.কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক?
A) NH 27
B) NH 44
C) NH 48
D) NH 53

34.কোন গ্যাস বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
A) অক্সিজেন
B) নাইট্রোজেন
C) আর্গন
D) কার্বন ডাই অক্সাইড

35.কিসের মধ্যে "সাদা কয়লা" বলতে কাকে বোঝানো হয়?
A) জলবিদ্যুৎ
B) তাপবিদ্যুৎ
C) সৌরশক্তি
D) পারমাণবিক শক্তি

36.মহাত্মা গান্ধী কখন ডান্ডি মার্চ শুরু করেন?
A) ১৯৩০
B) ১৯৩১
C) ১৯৩২
D) ১৯৩৩

37.পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি কোনটি?
A) রাণীগঞ্জ
B) আসানসোল
C) ঝরিয়া
D) দুর্গাপুর

38.দুধে কোন ভিটামিন থাকে না?
A) ভিটামিন A
B) ভিটামিন B
C) ভিটামিন C
D) ভিটামিন D

39.কোন মুঘল সম্রাট "আদিল শাহ" নামে পরিচিত ছিলেন?
A) আকবর
B) শাহজাহান
C) জাহাঙ্গীর
D) ঔরঙ্গজেব

40.কোনটি ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ?
A) চিল্কা হ্রদ
B) সম্বর হ্রদ
C) পুলিকট হ্রদ
D) লোকটাক হ্রদ

41.ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা (National Emergency) জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে?
A) অনুচ্ছেদ ৩৫০
B) অনুচ্ছেদ ৩৫২
C) অনুচ্ছেদ ৩৬০
D) অনুচ্ছেদ ৩৭২

42."অর্থশাস্ত্র" বইটি কে লিখেছেন?
A) কৌটিল্য
B) কালিদাস
C) বিশাখাদত্ত
D) অশ্বঘোষ

43.কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল?
A) ইন্দিরা গান্ধী খাল
B) যমুনা খাল
C) সারদা খাল
D) গঙ্গা খাল

44.কোন নদীর তীরে মহেঞ্জোদারো অবস্থিত ছিল?
A) রবি
B) সিন্ধু
C) শতদ্রু
D) লুনি

45.কোন রাজ্যকে "ভারতের রুটির ঝুড়ি" (Breadbasket of IndiA) বলা হয়?
A) পাঞ্জাব
B) উত্তর প্রদেশ
C) হরিয়ানা
D) পশ্চিমবঙ্গ

46.মহাত্মা গান্ধী কখন চৌরি-চৌরা ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
A) ১৯২০
B) ১৯২১
C) ১৯২২
D) ১৯২৩

47.ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি রাবার উৎপাদন হয়?
A) তামিলনাড়ু
B) কেরালা
C) কর্ণাটক
D) আসাম

48.ভারতীয় সংবিধানের কোন অংশকে "ভারতের ম্যাগনা কার্টা" বলা হয়?
A) মৌলিক অধিকার
B) নির্দেশমূলক নীতি
C) মৌলিক কর্তব্য
D) প্রস্তাবনা

49.হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত ছিল?
A) কালিবঙ্গন
B) লোথাল
C) রূপার
D) বনওয়ালি

50.কাকে "ফাদার অফ দ্য ইন্ডিয়ান রেঁনেসা" বলা হয়?
A) রাজা রামমোহন রায়
B) স্বামী দয়ানন্দ সরস্বতী
C) স্বামী বিবেকানন্দ
D) অরবিন্দ ঘোষ

51.অর্থ কমিশন (Finance Commission) গঠনের কথা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
A) অনুচ্ছেদ ২৫০
B) অনুচ্ছেদ ২৮০
C) অনুচ্ছেদ ৩০০
D) অনুচ্ছেদ ৩৫০

52.বিখ্যাত "খাজুরাহো" মন্দির কোন রাজ্যে অবস্থিত?
A) উত্তর প্রদেশ
B) মধ্য প্রদেশ
C) রাজস্থান
D) বিহার

53.‘গান্ধী ইরউইন চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়েছিল?
A) 1929 খ্রিস্টাব্দে
B) 1930 খ্রিস্টাব্দে
C) 1931 খ্রিস্টাব্দে
D) 1932 খ্রিস্টাব্দে

54.মৌলিক অধিকারসমূহ ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত?
A) অংশ – II
B) অংশ – III
C) অংশ – IV
D) অংশ – V

55.‘অপরেশন ব্লু স্টার’ কোন স্থানে পরিচালিত হয়েছিল?
A) অমৃতসর
B) চন্ডীগড়
C) লখনৌ
D) দিল্লি

56.“গীতাঞ্জলি” কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান?
A) 1911
B) 1913
C) 1915
D) 1917

57.ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
A) জওহরলাল নেহরু
B) বি.আর. আম্বেদকর
C) ভি.কে. কৃষ্ণ মেনন
D) ডঃ রাজেন্দ্র প্রসাদ

58.“Divide and Rule” নীতি প্রথম চালু করেন কোন গভর্নর জেনারেল?
A) লর্ড কার্জন
B) লর্ড ডালহৌসি
C) লর্ড মিন্টো
D) লর্ড ক্যানিং

59.‘শকাব্দ’ কোন শাসকের সময় গণনা শুরু হয়?
A) চন্দ্রগুপ্ত মউর্য
B) অশোক
C) কণিষ্ক
D) সমুদ্রগুপ্ত

60.ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
A) সরোজিনী নাইডু
B) ইন্দিরা গান্ধী
C) বিজয়া লক্ষ্মী পন্ডিত
D) পদ্মজা নাইডু

61.বাংলার নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
A) রাজা রামমোহন রায়
B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) দীনবন্ধু মিত্র
D) হেনরি ডিরোজিও

62.‘মহাযান’ ও ‘হীনযান’ কোন ধর্মের শাখা?
A) হিন্দু ধর্ম
B) জৈন ধর্ম
C) বৌদ্ধ ধর্ম
D) শিখ ধর্ম

63.‘চলচ্চিত্রের জনক’ নামে পরিচিত কে?
A) সত্যজিৎ রায়
B) দাদা সাহেব ফালকে
C) ঋত্বিক ঘটক
D) মৃণাল সেন

64.‘অমৃতবাজার পত্রিকা’ প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়েছিল?
A) বাংলা
B) ইংরেজি
C) উর্দু
D) সংস্কৃত

65.ভারতের সংবিধানের ‘প্রীম্বল’ কোন দেশ থেকে অনুপ্রাণিত?
A) আমেরিকা
B) ইংল্যান্ড
C) ফ্রান্স
D) জাপান

66.বাংলার প্রথম নবাব কে ছিলেন?
A) সিরাজউদ্দৌলা
B) আলীবর্দী খাঁ
C) মুর্শিদ কুলি খাঁ
D) শুজাউদ্দিন

67.“তত্ত্ববোধিনী পত্রিকা” কে প্রকাশ করেছিলেন?
A) কেশবচন্দ্র সেন
B) দেবেন্দ্রনাথ ঠাকুর
C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D) রাজা রামমোহন রায়

68.কোন মৌলিক অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের জন্য সীমাবদ্ধ?
A) সমতার অধিকার
B) স্বাধীনতার অধিকার
C) সাংবিধানিক প্রতিকার অধিকার
D) সাংস্কৃতিক ও শিক্ষা অধিকার

69.‘ডাক্কার বয়কট’ আন্দোলনের নেতৃত্ব দেন কে?
A) সুভাষচন্দ্র বসু
B) বাল গঙ্গাধর তিলক
C) লালা লাজপত রায়
D) চিত্তরঞ্জন দাশ

70.“পূরবের উইলিয়াম শেক্সপিয়ার” বলা হয় কাকে?
A) কালীদাস
B) ভাস
C) বাণভট্ট
D) বিষ্ণু শর্মা

71.‘সুদর্শন লেক’ কার শাসনকালে নির্মিত হয়?
A) চন্দ্রগুপ্ত মউর্য
B) অশোক
C) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
D) স্কন্দগুপ্ত

72.ভূপেন হাজারিকা কোন রাজ্যের সঙ্গে যুক্ত?
A) পশ্চিমবঙ্গ
B) আসাম
C) ত্রিপুরা
D) মণিপুর

73.‘মিত্রমেলা’ গোপন সমিতির প্রতিষ্ঠাতা কে?
A) সাভারকর
B) চিত্তরঞ্জন দাশ
C) বিপ্লবী খুদিরাম বসু
D) প্রফুল্ল চাকি

74.কোন সালে ‘সোয়াইন ফ্লু’ বিশ্বে মহামারি হিসেবে ঘোষণা করা হয়?
A) 2005
B) 2009
C) 2012
D) 2015

75.ভারতের জাতীয় সঙ্গীত কোন দিনে সরকারি ভাবে স্বীকৃতি পায়?
A) 15 আগস্ট 1947
B) 26 জানুয়ারি 1950
C) 24 জানুয়ারি 1950
D) 26 নভেম্বর 1949

76.‘ইন্ডিগো বিদ্রোহ’ কোন সালে সংঘটিত হয়?
A) 1855
B) 1857
C) 1859
D) 1861

77.“ডিসকভারি অফ ইন্ডিয়া” গ্রন্থের রচয়িতা কে?
A) মহাত্মা গান্ধী
B) জওহরলাল নেহরু
C) সুভাষচন্দ্র বসু
D) বি.আর. আম্বেদকর

78.নালন্দা বিশ্ববিদ্যালয় কোন শাসকের সময় ধ্বংস হয়?
A) কুতুবুদ্দিন আইবক
B) মুহাম্মদ বিন তুঘলক
C) বখতিয়ার খিলজি
D) আলাউদ্দিন খিলজি

79.“মানচিত্র নির্মাণের জনক” নামে খ্যাত কে?
A) টলেমি
B) হিপারকাস
C) এরিস্টটল
D) কলম্বাস

80.ভারতীয় সংবিধানের ১০ম তফসিলে কোন বিষয় অন্তর্ভুক্ত?
A) মৌলিক কর্তব্য
B) পঞ্চায়েত ব্যবস্থা
C) দলত্যাগ আইন
D) রাষ্ট্রপতির ক্ষমতা

81.‘চন্দ্রশেখর আজাদ’ এর আসল নাম কী?
A) আজাদ সিং
B) চন্দ্রশেখর তিওয়ারি
C) চন্দ্রশেখর সিং
D) শ্রীকান্ত আজাদ

82.ভারতের জাতীয় আয় প্রথম কবে হিসেব করা হয়?
A) 1930 সালে (দাদাভাই নওরোজি প্রথম প্রাথমিক হিসেব দেন)
B) 1940 সালে
C) 1947 সালে
D) 1950 সালে

জিকে প্র্যাকটিস সেট 2025 PDF
জিকে প্র্যাকটিস সেট 2025 PDF
জিকে প্র্যাকটিস সেট 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: জিকে প্র্যাকটিস সেট 2025

File Format:  PDF

No. of Pages:  08

File Size:  320 KB

Download Link : Click Here to Download 


আরও পড়ুনগুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

No comments:

Post a Comment