Breaking




Saturday, 1 June 2024

গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Important General Science Questions Answers PDF

গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর
গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর
সুপ্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য আমরা খুবি জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF আকারে শেয়ার করছি। তোমরা অবশ্যই প্রশ্ন গুলি খুবি মনোযোগ সহকারে পড়ো এবং PDF-টি সংগ্রহ করে নাও। 
কারন তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো তোমরা অবশ্যই এটা ভালোভাবে জানো যে সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য জেনারেল সাইন্স-এর প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ একটি টপিক। তাই তোমাদের এখন প্রধান কাজ হবে এই প্রশ্ন এবং এই টপিকটিকে ভালোভাবে প্র্যাকটিস করা। 

গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

 কোন ব্যক্তির জন্ম দিবস উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয় ?
Ans :: সুভাষচন্দ্র বসু

❐ রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
Ans :: দেবেন্দ্রনাথ ঠাকুর

❐ সাগা দাওয়া উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
Ans :: সিকিম

❐ ভারতে জিএসটি কবে চালু হয় ?
Ans :: ১লা জুলাই ২০১৭ সালে

❐ মানব শরীরে অটোজোমের সংখ্যা কত ?
Ans :: ২২ জোড়া

❐ সিন্ধু দর্শন উৎসব কোথায় পালিত হয় ?
Ans :: লাদাখে

❐ চৌরিচৌরা ঘটনা কবে হয়েছিল ?
Ans :: ৪ঠা ফেব্রুয়ারি ১৯২২ সালে

❐ মেঘালয়ের গারো উপজাতিরা কোন উৎসব পালন করে ?
Ans :: ওয়ানগালা

❐ ১২ নং থেকে ৩৫ নং অনুচ্ছেদ সংবিধানের কোন অধ্যায়ে বর্ণিত আছে ?
Ans :: তৃতীয় অধ্যায়ে

❐ পঞ্চায়েতি রাজ ভারতের কোন অধ্যায়ে রয়েছে ?
Ans :: নবম অধ্যায়ে

❐ Regional Rural Bank Act কবে কার্যকর হয় ?
Ans :: ১৯৭৬ সালে

❐ ধাতুর সঙ্গে জল মেশালে কোনটি পাওয়া যাবে ?
Ans :: ক্ষার

❐ ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত ?
Ans :: ঝাড়খণ্ড

❐ ইস্ট এর প্রয়োগ কোথায় করা হয় ?
Ans :: অ্যালকোহল তৈরি করতে

❐ অ্যালকোহলের সঙ্গে NaCl মিশ্রিত করলে কোনটি পাওয়া যাবে ?
Ans :: হাইড্রোজেন

❐ নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম ও শেষ মৌল কোনটি ?
Ans :: হাইড্রোজেন ও থোরিয়াম

❐ গাছের গ্যাসীয় বর্জ্য কীসের মাধ্যমে নির্গত হয় ?
Ans :: পাতার স্টোমাটার মাধ্যমে

❐ অটল পেনশন যোজনার সর্বোচ্চ বয়সসীমা কত ?
Ans :: ৬০ বছর

❐ ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোথায় খোলা হয়েছে ?
Ans :: লখনউ, উত্তরপ্রদেশ

❐ মৌলিক কর্তব্য কোন কমিটির রিপোর্ট অনুসারে তৈরি হয়েছে ?
Ans :: সরণ সিং কমিটি

❐ মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয় ?
Ans :: জানুয়ারি

❐ ব্লিচিং পাউডার কোন গ্যাস দিয়ে তৈরি করা হয় ?
Ans :: ক্লোরিন

❐ অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি ?
Ans :: বক্সাইট

❐ মহেন্দ্র গিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?
Ans :: ওড়িশা

 ভারতীয় টাকার নোট ছাপানোর অধিকার কার আছে ?
Ans :: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

❐ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে লাইসেন্স ব্যবস্থা চালু হয় ?
Ans :: দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

❐ গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন ?
Ans :: বোধগয়া

❐ ইন্দিরা গান্ধি কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন করেছিলেন ?
Ans :: ১৯৬৬ সালে

❐ কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি ?
Ans :: Na2Co3,10H2O.

❐ অনুচ্ছেদ ৫৩ অনুযায়ী সভার নির্বাহী ক্ষমতা কার থাকে ?
Ans :: রাষ্ট্রপতি

❐ ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান কে ?
Ans :: রাষ্ট্রপতি

❐ হাইড্রোজেনের অপসারণকে কি বলা হয় ?
Ans :: জারণ

 ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
Ans :: কে. সি. নিয়োগী

❐ সবচেয়ে ছোট দ্বীপ কোন নদীতে রয়েছে ?
Ans :: ব্রহ্মপুত্র (উমানন্দ দ্বীপ)

❐ কর্ক কোষে কোন তরল পাওয়া যায় ?
Ans :: সুবেরিন

❐ গান্ধিজি কোন আইনের বিরুদ্ধে ১৯১৯ সালে সর্বভারতীয় আন্দোলনের ডাক দেন ?
Ans :: রাওলাট আইন

❐ ১০০০তম ODI ম্যাচ ভারত কোন দেশের সঙ্গে খেলেছে ?
Ans :: ওয়েস্ট ইন্ডিজ

❐ বিশ্বে সর্বাধিক মূল্যবান ভারতীয় বীমা ব্র্যান্ড হিসাবে LIC এর অবস্থান কত ?
Ans :: দশম

❐ ১৮১৩ সালে কোন আইন চালু করা হয় ?
Ans :: চার্টার অ্যাক্ট বা সনদ আইন

❐ ২০২১ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রী কাকে বানানো হয়েছিল ?
Ans :: গিরিরাজ সিংহ

❐ কোন প্রাণীর অযৌন জনন দেখা যায় ?
Ans :: হাইড্রা
সাধারণ বিজ্ঞান প্রশ্নের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  620 KB


No comments:

Post a Comment