Breaking




Sunday 14 April 2024

General Science Questions Answers in Bengali PDF | জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর

General Science Questions Answers in Bengali PDF | জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর

General Science Questions and Answers in Bengali || জেনারেল সাইন্স SAQ প্রশ্ন উত্তর
General Science Questions and Answers in Bengali || জেনারেল সাইন্স SAQ প্রশ্ন উত্তর 
নমস্কার বন্ধুরা,
আমরা আজ তোমাদের সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF-টি খুব সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করছি। আজকের প্রশ্ন গুলি আগত পুলিশ, ICDS, FOOD SI সহ অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। কারণ আমরা মাধ্যমিক লেবেলের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বেছে বেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাতে তোমাদের উক্ত পরীক্ষা গুলির ক্ষেত্রে কাজে আসবে।
অতএব আরি দেরি না করে অবিলম্বে প্রশ্ন উত্তর গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং প্রচুর পরিমানে বন্ধুদের শেয়ার করো। 

সাধারণ বিজ্ঞান SAQ প্রশ্ন উত্তর

০১. মৌলের প্রথম পারমানবিক গঠনের ধারণা কে দেন ? 
Ans :: জন ডাল্টন

০২. 1 ফ্যাদম কত ফুটের সমান ? 
Ans :: ৬ ফুট

০৩. ধাতুকে সরু তারে পরিণত করতে পারার ক্ষমতাকে কী বলা হয় ? 
Ans :: প্রসারণক্ষম

০৪. পুরুষ হরমোন টেস্টোস্টেরন কোথায় সংশ্লেষিত হয় ? 
Ans :: টেস্টিস

০৫. আমের ভোজ্য অংশ কোনটি ? 
Ans :: মেসোকার্প

০৬. বিউফোর্ট স্কেলের সর্বোচ্চ মাত্রা কত থাকে ? 
Ans :: ১৩

০৭. অ্যাসিড কোনো ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করলে কী কী বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় ? 
Ans :: নুন, জল

০৮. দুটি অসম ভরের বস্তু X , Y এর ভরবেগ একই এবং তাদের ভরের অনুপাত 1:2 তাদের গতিশক্তির অনুপাত হল ?
Ans :: 2:1

০৯. একটি বস্তুর উপর কার্য করা হবে যদি বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর সরণ এর মধ্যবর্তী কোণ হয় ?
Ans :: 0⁰

১০. একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা ?
Ans :: 100%

১১. একটি নততল এর দৈর্ঘ্য 20 মিটার এবং উচ্চতা 4 মিটার নততল এর যান্ত্রিক সুবিধা কত ?
Ans :: 5

১২. কোন শ্রেণীর লিভার এর সব সময় যান্ত্রিক সুবিধা পাওয়া যায় ?
Ans :: দবিতীয় শ্রেণীর 

১৩. জাহাজের ক্যাপস্টান হল ?
Ans :: চক্র ও অক্ষদন্ড 

১৪. শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ?
Ans :: খব বেশি এবং সুনির্দিষ্ট 

১৫. আলো হলো একটি ?
Ans :: তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 

১৬. মেট্রিক সিস্টেমের উদ্ভাবক কে ? 
Ans :: জন উইলকিন্স

১৭.  কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় ?
Ans :: কযাথোড রশ্মি 

১৮. লাল আলো ও নীল আলোর তুলনা করে বলা যায় ?
Ans :: লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি

১৯. শব্দতরঙ্গ হলো ?
Ans :: অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ

২০. আলট্রাসনোগ্রাফি বিষয়টি কোন ধরনের তরঙ্গের সঙ্গে সম্পর্কিত ?
Ans :: শব্দোত্তর তরঙ্গ 

২১. শূন্যস্থানে শব্দের বেগ কত ?
Ans :: 330 m/s

২২. পরিবাহীতে আধান বাহক হল ?
Ans :: ইলেকট্রন 

২৩. কোনো একটি নিৰ্দিষ্ট বস্তু নিৰ্দিষ্ট দিকে 1 মিটার গেলে এবং তার উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে, কার্য কত হবে ? 
Ans :: 1 জুল

২৪. S.I তে রোধাঙ্কের একক হল ?
Ans :: ওহম × মিটার 

২৫. একটি ঋজু পরিবাহীর রোধ নির্ভর করে না ওর ?
Ans :: পরস্থচ্ছেদের আকারের ওপর 

২৬. তড়িৎচালক বল সূচিত করে ?
Ans :: একক আধান স্থানান্তরিত হওয়ার জন্য উৎপন্ন শক্তি

২৭. ত্রু টিহীন পরিমাপের জন্য ভোল্টমিটারের রোধ হওয়া উচিত ?
Ans :: খব বেশি 

২৮. ওহমের সূত্র প্রযোজ্য হয় যখন পরিবাহীর উষ্ণতা ?
Ans :: ধরুবক থাকে

২৯. ধাতব পৃষ্ঠ থেকে নিঃসৃত ফটোইলেকট্রন গুলি ?
Ans :: শন্য থেকে শুরু করে সর্বোচ্চ গতিবেগ এর মধ্যে এদের বেগ থাকে

৩০. সূর্য এবং নক্ষত্র গুলিতে অবিরত প্রচন্ড শক্তির সৃষ্টি হয় কারণ ?
Ans :: নিউক্লিয় সংযোজন হয় 

৩১. মেথিলেটেড স্পিরিট এর মূল উপাদান হলো ?
Ans :: ইথানল  

৩২. কাঁচা ফল পাকাতে কি ব্যবহৃত হয় ?
Ans :: ইথিলিন

৩৩. একটি তুলাকে সুবেদী তোলা বলা হয় যখন ?
Ans :: তলাদন্ডের বাহু দীর্ঘ ,হালকা এবং ভারকেন্দ্র আলম্বের নিচে যতটা সম্ভব কাছে হয়।

৩৪. চাঁদে কোন বস্তুর ওজন 2 কিলোগ্রাম ভার হলে ভূপৃষ্ঠে বস্তুর ওজন হবে ?
Ans :: 12 কিলোগ্রাম ভার

৩৫. পৃথিবীর কেন্দ্র থেকে r দূরে অভিকর্ষজ ত্বরণের মান হবে ? (r > পৃথিবীর ব্যাসার্ধ)
Ans :: g ∞¹/r²

৩৬. g_ এর মান CGS পদ্ধতিতে ?
Ans :: 9.8 মিটার- সেকেন্ড ²

৩৭. S.I তে অভিকর্ষের একক হল ?
Ans :: নিউটন 

৩৮. কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ?
Ans :: গলন 

৩৯. কোন পদার্থটি কে খোলা অবস্থায় রেখে দিলে সেটি সরাসরি বাষ্পে পরিণত হবে ?
Ans :: কর্পূর

৪০. কঠিন পদার্থ তরলে পরিণত হলে কি হয় ?
Ans :: পদার্থ ভেদে আয়তন বাড়াতে বা কমাতে পারে

৪১. যে কোন পদার্থের অবস্থানের সময় পদার্থের তাপমাত্রা ?
Ans :: একই থাকে 

৪২. কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা Z নিউট্রন সংখ্যা N এবং ভর সংখ্যা A হলে নিচের কোন সম্পর্কটি সঠিক ?
Ans :: N=A-Z

৪৩. পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো ?
Ans :: K² L⁸ M⁸ N¹

৪৪. n কক্ষপথের সর্বাধিক যতসংখ্যক ইলেকট্রন থাকতে পারে তা হল ?
Ans :: 2n²

৪৫. মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান 5 হলে ওই কক্ষপথের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা ?
Ans :: 32 এর বেশি হয় না 

৪৬. প্রোটনের ভর ইলেকট্রনের ভরের ?
Ans :: 1837 গুণ 

৪৭. 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধ বৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে A থেকে B বিন্দু পর্যন্ত যায়, বস্তুটির গড় বেগ কত ?
Ans :: 2 মিটার/সেকেন্ড

৪৮. একজন দৌড়বাজ R ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্রাক একবার পূর্ণ পরিক্রমার জন্য সময় নেয় 40 সেকেন্ড, 2 মিনিট 20 সেকেন্ড পরে তার সরন হবে ?
Ans :: 2R

৫০. বলের সংজ্ঞা পাওয়া যায় ?
Ans :: পরথম সূত্র থেকে 

৫১. একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলেও কিছুক্ষণ পাখা ঘোরে কারণ ?
Ans :: গতি জড়তা 

৫২. সুষম গতি বেগে চলন্ত একটি বস্তুর উপর ?
Ans :: একটি নিটবল ক্রিয়া করে 

৫৩. নিউটনের দ্বিতীয় গতিসূত্র পরিমাপ করে কোন টির ?
Ans :: বল 

৫৪. বলের সিজিএস একক 1 মিলিগ্রাম ভরের উপর কাজ করলে উৎপন্ন ত্বরণের মান হবে ?
Ans :: 10 সেমি/ সেকেন্ড²

৫৫. 20 গ্রাম ভরের একটি বস্তু 0.5 মিটার দূরত্ব নিচে পড়ল, যদি g এর মান 10 মিটার/ সেকেন্ড² হয়, তাহলে বস্তুর স্থিতিশক্তি হ্রাস হবে ?
Ans :: 100 জুল 

৫৬. m ও 4m ভরের দুটি বস্তুর রৈখিক ভরবেগের অনুপাত 2:1 , তাদের গতিশক্তির অনুপাত হল ?
Ans :: 16:1

৫৭. ঝিনুকের রেচন অঙ্গের নাম কী ? 
Ans :: কেবারের অঙ্গ

৫৮. হর্স পাওয়ার - কীসের একক ? 
Ans :: ক্ষমতা

৫৯. ধ্বংস এবং ক্ষয় নিয়ে চর্চাকে কী বলা হয় ? 
Ans :: জেরাটোলজি

৬০. আইসোবারদের নিম্নের কোনটি একই সংখ্যক বর্তমান ? 
Ans :: নিউক্লিয়ন

৬১. জাইরো কম্পাসের সাহায্যে কি পরিমাপ করা যায় ? 
Ans :: জাহাজের দিক নির্নয়

৬২. আধুনিক পর্যায় সারণী __ এর উপর প্রতিষ্ঠিত ? 
Ans :: পারমানবিক সংখ্য
জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর PDF আকারে পেতে নীচেক Download Now-লেখায় ক্লিক করো।

File Details ::

File Name:  জেনারেল সাইন্স প্রশ্ন উত্তর 

File Format:  PDF

No. of Pages:  06

File Size:  904 KB


No comments:

Post a Comment