Breaking




Monday 15 April 2024

সুদকষা অঙ্ক সমাধানের শর্টকাট টেকনিক PDF | Simple and Compound Interest Shortcut Techniques PDF

সুদকষা অঙ্ক সমাধানের শর্টকাট টেকনিক PDF | Simple and Compound Interest Shortcut Techniques PDF

সুদকষা অঙ্ক সমাধানের শর্টকাট টেকনিক
সুদকষা অঙ্ক সমাধানের শর্টকাট টেকনিক 
নমস্কার বন্ধুরা,
আমরা যারা বিভিন্ন রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের সেই পরীক্ষার প্রস্তুতির জন্য অঙ্ক বিষয়ের জন্য একটু বেশি করে সময় দিতে হচ্ছে কারন অঙ্ক গুলি কষে তারপর উত্তর করতে হচ্ছে। আমরা সেই অঙ্ক কষার জন্য যাতে অনেকটা সময় কম লাগে তার জন্য নিয়ে হাজির হয়েছি, সুদের অঙ্ক করার শর্টকাট টেকনিকা PDF এই পোস্টটি নিয়ে। 
যে PDF-টির মধ্যে আমরা সুদ অঙ্কের যে সমস্থ টেকনিক গুলি আছে সেই সমস্থ টেকনিক গুলি খুব সহজ এবং সুন্দর ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাতে তোমাদের অনেক রকম ভাবে সুবিধা হয়। তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের ৯টি শর্টকাট টেকনিক খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি ভাললেগে মনে হয় তোমাদের এটা কাজে আসবে অবশ্যই সুদকষা অঙ্ক করার শর্টকাট টেকনিক PDF সংগ্রহ করে নেবে আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেনা। 

সুদকষা অঙ্ক সমাধানের ৯টি শর্টকাট টেকনিক

টেকনিক-১ : যখন মূলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন
সুদ বা মুনাফা = (মুলধন x সময় x সুদেরহার) / ১০০

প্রশ্ন : ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত ?
সমাধান : সুদ বা মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০ = ১১৪ টাকা

টেকনিক-২ : যখন সুদ, মূলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)

প্রশ্ন : ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে ?
সমাধান : সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫) = ৪ বছর

টেকনিক-৩ : যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০

প্রশ্ন : বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে ?
সমাধান : সময় = (২– ১) /১০ x ১০০ = ১০ বছর

টেকনিক-৪ : যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০

প্রশ্ন : সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে ?
সমাধান : সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০ = ২৫%

টেকনিক-৫ : যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)

প্রশ্ন : শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে ?
সমাধান : সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫) = ৭ টাকা

টেকনিক-৬ : যখন দুটি আসল এবং দুটি সময়ের সুদ দেওয়া থাকে তখন
সুদের হার = (মোট সুদ x ১০০)/ {(১ম মূলধন x ১ম সময়) + (২য় মূলধন x ২য় সময়) }

প্রশ্ন : সরল হার সুদে ২০০ টাকার ৫ বছরের সুদ ও ৫০০ টাকার ৬ বছরের সুদ মোট ৩২০ টাকা হলে সুদের হার কত ?
সমাধান : সুদের হার = (৩২০x ১০০)÷{(২০০ x ৫) + (৫০০ x৬) } = ৮ টাকা

টেকনিক-৭ : যখন সুদের হার, সময় এবং সুদে- মূলে উল্লেখ থাকে
মূলধন বা আসল = (১০০ x সুদআসল) ÷{১০০ + (সময় x সুদের হার)}

প্রশ্ন : বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরের সুদে- আসলে ১০৩৬ টাকা হবে ?
সমাধান : মূলধন বা আসল = (১০০ x ১০৩৬) ÷{১০০ + (৬ x ৪৮)} = ৭০০ টাকা

টেকনিক-৮ : যখন সুদ, সময় এবং সুদের হার উল্লেখ থাকবে
মূলধন = (সুদ x ১০০)÷(সময় x সুদের হার)

প্রশ্ন : শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে কত টাকার ৬ বছরের সুদ ৮৪ টাকা হবে ?
সমাধান : মূলধন = (৮৪ x ১০০)÷(৬x ৪) = ৩৫০ টাকা

টেকনিক-৯ : যখন দুটি সুদের হার থাকে এবং সুদের হার ও আয় কমে যায় তখন
আসল = হ্রাসকৃত আয় x ১০০ ÷ {(১ম সুদেরহার – ২য় সুদের হার) xসময়}

প্রশ্ন : সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় এক ব্যাক্তির বাতসরিক আয় ২০ টাকা কমে গেল। তার আসলের পরিমাণ কত ?
সমাধান : আসল = ২০ x ১০০ ÷{(৬ – ৪) x১ = ১০০০ টাকা

সুদের অঙ্ক করার শর্টকাট টেকনিকা PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: সুদকষা অঙ্ক সমাধানের শর্টকাট টেকনিক

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  125 KB 


No comments:

Post a Comment