Breaking




Saturday 13 April 2024

নৌকা ও স্রোত অঙ্ক করার শর্টকাট টেকনিক PDF || Shortcut Techniques for Drawing Boats and Streams PDF

নৌকা ও স্রোত অঙ্ক করার শর্টকাট টেকনিক PDF || Shortcut Techniques for Drawing Boats and Streams PDF

নৌকা ও স্রোত অঙ্ক করার শর্টকাট টেকনিক PDF
নৌকা ও স্রোত অঙ্ক করার শর্টকাট টেকনিক PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি গণিত বিষয়ের একটি অন্যতম টপিকের পোস্ট নিয়ে। যে পোস্টটি তোমাদের সকল চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। আমরা আজকে শেয়ার করছি নৌকা ও স্রোত সংক্রান্ত অঙ্ক করার শর্টকাট টেকনিক PDF এই পোস্টটি। আমরা সকলেই জানি যে,যে সমস্থ চাকরীর পরীক্ষা গুলিতে অঙ্ক বিষয়টি আছে। সেই অঙ্ক বিষয়ের মধ্যেই এই নৌকা ও স্রোত সংক্রান্ত অঙ্ক থাকেই,কারন অঙ্ক বিষয়ের এই অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি নৌকা ও স্রোত অঙ্কের শর্টকাট টেকনিক এই পোস্টটি। কেনোনা এই সমস্থ অঙ্ক যত শর্টকাট টেকনিক ফল করে করেব তত তোমাদের ক্ষেত্রে সুবিধা তাই আমরা আজকের এই পোস্টটি শেয়ার করলাম।
তাই চলো আর দেরি না করে জেনে নাওয়া যাক নৌকা ও স্রোত অঙ্কের শর্টকাট টেকনিক পদ্ধতি গুলি। 

নৌকা ও স্রোত অঙ্কের শর্টকাট টেকনিক

আমরা সকলেই জানি যে নৌকা ও স্রোত সংক্রান্ত অঙ্ক গুলি ৪ রকম ভাবে পরীক্ষায় আসে, তাই আমরা সেই ৪ রকম ভাবেই অঙ্কের শর্টকাট গুলি নীচে খুব সুন্দর ভাবে আলোচনা করলাম-

নিয়ম-১: নৌকার গতি স্রোতের অনুকূলে ঘণ্টায় ১০ কি.মি এবং স্রোতের প্রতিকূলে ২ কি.মি।  স্রোতের বেগ কত ? 

শর্টকাট : স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)\২
= (১০-২)\২
= ৪ কি.মি.

নিয়ম-২: একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ৮ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ৪ কি.মি.।  নৌকার বেগ কত ?

শর্টকাট : নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ + স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)\২
= (৮ + ৪)\২
= ৬ কি. মি.

নিয়ম-৩: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.।  নদীপথে ৪৫ কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে ?

উত্তর : স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১০+৫) = ১৫ কি.মি.
         স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১০-৫) = ৫ কি.মি.

শর্টকাট : মোট সময় = [(মোট দূরত্ব\অনুকুলে বেগ) + (মোট দূরত্ব \প্রতিকুলে বেগ)]
= [(৪৫\১৫) + (৪৫\৫)]
= ৩ + ৯
= ১২ ঘণ্টা

নিয়ম-৪: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘণ্টায় ৫ কি. মি. যায় এবং ৪ ঘণ্টায় প্রথম অবস্থানে ফিরে আসে।  তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড় বেগ কত ? 

শর্টকাট : গড় গতিবেগ = (মোট দূরত্ব\মোট সময়)
= (৫+৫)\(২+৪)
= ৫\৩ মাইল
নৌকা ও স্রোত অঙ্কের শর্টকাট টেকনিক PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: নৌকা ও স্রোত অঙ্কের শর্টকাট টেকনিক

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  125 KB


No comments:

Post a Comment