Breaking




Sunday 14 April 2024

কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট PDF | Kolkata Police Practice Set PDF

কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট PDF | Kolkata Police Practice Set PDF

কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট PDF
কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট PDF
ডিয়ার কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
আমরা আজকে তোমাদের জন্য শেয়ার করছি Kolkata Police Constable Prelims Practice Set || কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট এই পোস্টটি। আমরা প্রায় অনেক দিন পর এই প্র্যাকটিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারনা তোমরা অনেকদিন থেকেই প্র্যাকটিস সেটের জন্য অনেক SMS, Phone Call, Mail করে জানাচ্ছো। তোমাদেরকে অপেক্ষা করানোর জন্য আমরা ক্ষমা প্রার্থী। 
আমরা আজকে যে প্র্যাকটিস সেটটি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটি অনেকটাই কাজে আসবে বলে আশা করা যায়। কেনোনা আমারা যে সমস্থ প্রশ্ন গুলি এই প্র্যাকটিস সেটের মধ্যে দিয়েছি সেই প্রশ্ন গুলি সিলেবাস ভিত্তিকতো বটেই তার পাশাপাশি প্রশ্ন গুলি বেছে বেছে নেওয়া। সেটা তোমরা প্রশ্ন গুলি দেখলেই বুঝতে পারবে। 
তাই তোমরা অবশ্যই নীচের দেওয়া প্রশ্ন গুলি দেখে নাও এবং প্র্যাকটিস সেটের PDF-টি সংগ্রহ করে প্র্যাকটিস করা শুরু করে দাও। কারন খুব শীঘ্রই এই পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করে দেবে। তাই তোমাদের আগে থেকে নিজেকে এই পরীক্ষার জন্য সঠিক ভাবে প্রস্তুত করে চলা। তার জন্যই আমাদের এই ছোট্টো প্রচেষ্টা। 
[বিঃ দ্রঃ- প্র্যাকটিস সেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আরও প্র্যাকটিস সেট প্রয়োজন হলে সেটাও জানাবে]

কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট

০১. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
🅐 জম্মু ও কাশ্মীর
🅑 হিমাচল প্রদেশ
🅒 অরুণাচল প্রদেশ
🅓 মণিপুর 


০২. ভারতের প্রতিবেশী দেশ মোট কয়টি ?
🅐 ৬ টি
🅑 ৮ টি
🅒 ৫ টি
🅓 ৭ টি 


০৩. গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
🅐 লৌহ
🅑 কয়লা 
🅒 বক্সাইট
🅓 পেট্রোলিয়াম


০৪. ‘যুক্ত সার্বভৌম বাংলা’ র একজন প্রবক্তা কে ছিলেন ?
🅐 এইচ.এস. সুরাওয়ার্দি 
🅑 শ্যামাপ্রসাদ মুখার্জী
🅒 মৌলানা আবুল কালাম আজাদ
🅓 উপরের কেহই নন


০৫. ভিয়েতনামের রাজধানী কোথায় ?
🅐 হ্যানয় 
🅑 সানা
🅒 ব্যাঙ্কক
🅓 সিওল


০৬. ভাঙ্গড় নামে পরিচিত কোনটি ?
🅐 প্রাচীন পলি মৃত্তিকা
🅑 পার্বত্য মৃত্তিকা
🅒 নবীন পলি মৃত্তিকা 
🅓 ল্যাটেরাইট মৃত্তিকা


০৭. উলূগ খাঁ এর আসল নাম কি ?
🅐 হর্ষবর্ধন
🅑 বিন্দুসার
🅒 ইলতুতমিস
🅓 গিয়াসউদ্দিন বলবন 


০৮. বিন্ধ্য অধিপতি নামে কে পরিচিত ?
🅐 অশোক
🅑 প্রথম সাতকর্ণী 
🅒 শিমুক
🅓 যোগ্যশ্রী সাতকর্ণী


০৯. ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল-
🅐 ২০১১ সালে 
🅑 ১৯৯১ সালে 
🅒 ২০০৫ সালে 
🅓 ২০০১ সালে


১০. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
🅐 আবুল কালাম আজা
🅑 ডঃ আম্বেদকর 
🅒 ডঃ রাজেন্দ্রপ্রসাদ
🅓 রাজাগোপালাচারী


১১. ১৯৪২ সালে আজাদ হিন্দ বাহিনী তে কত হাজার সৈন্য যোগদান করেন ?
🅐 ২০ হাজার
🅑 ৩০ হাজার
🅒 ৪০ হাজার
🅓 ৫০ হাজার 


১২. বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায় ?
🅐 কেরল উপকূলে
🅑 তামিলনাড়ু উপকূলে 
🅒 কঙ্কন উপকূলে
🅓 গুজরাট উপকূলে


১৩. ভারত রাষ্ট্র ব্যবস্থা হল -
🅐 গণতান্ত্রিক 
🅑 একনায়কতান্ত্রিক
🅒 সামরিক
🅓 উপরের কোনটিই নয়


১৪. বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
🅐 দুদুমিয়াঁ
🅑 তিতুমীর
🅒 হাজী শরিয়াতুল্লা
🅓 সঈদ আহমেদ 


১৫. বিতর্কিত বেদান্ত অ্যাlলুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত ?
🅐 মহারাষ্ট্রে
🅑 উড়িষ্যায় 
🅒 ঝাড়খন্ডে
🅓 বিহারে


১৬. কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ?
🅐 লর্ড ওয়েলেসলী 
🅑 লর্ড কর্ণওয়ালিশ
🅒 লর্ড ডালহৌসি
🅓 জন শোর


১৭. রবীন্দ্রনাথের কোন উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
🅐 চোখের বালি
🅑 চতুরঙ্গ
🅒 চার অধ্যায় 
🅓 ঘরে বাইরে


১৮. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?
🅐 ছোটনাগপুর 
🅑 সিংভূম
🅒 সাতারা
🅓 খন্দেশ


১৯. কোন ঘোষণার মাধ্যমে ব্রিটিশ ভারতের দাসপ্রথা বন্ধ হয় ?
🅐 ১৭৮৯ অ্যাক্ট
🅑 ১৭৬৯ অ্যাক্ট 
🅒 ১৭৯১ অ্যাক্ট
🅓 ১৭৭৯ অ্যাক্ট


২০. চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন ?
🅐 ১২১১ সালে 
🅑 ১২২১ সালে 
🅒 ১৩৯৯ সালে 
🅓 ১৫২৬ সালে


২১. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
🅐 চোখের বালি
🅑 ঘরে বাইরে 
🅒 চতুরঙ্গ
🅓 চার অধ্যায়


২২. রাজা রামমোহন রায় যে পত্রিকার প্রতিষ্ঠা ও সম্পাদন করেছেন তার নাম কি ?
🅐 দি ভারত মিহির
🅑 সিরাত উল আকবর 
🅒 দি ক্যালকাটা গেজেট
🅓 হরিজন


২৩. কে লিখেছিলেন ‘ইন্ডিয়া উইনস ফ্রীডম’ ?
🅐 জওহরলাল নেহেরু
🅑 মৌলানা আবুল কালাম আজাদ 
🅒 সর্দার প্যাটেল
🅓 এম.এ. জিন্না


২৪. কে বলেছিলেন "সব লাল হো জায়গা" ?
🅐 গুরু গোবিন্দ সিং
🅑 অজিত সিং
🅒 তেগ বাহাদুর
🅓 রঞ্জিত সিং 


২৫. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
🅐 ১৮২৯ সালে
🅑 ১৮৩৩ সালে 
🅒 ১৮৫৬ সালে 
🅓 ১৮৯০ সালে


২৬. ভারতে প্রথম চটকল স্থাপিত কোন সালে ?
🅐 ১৯২০ সালে 
🅑 ১৮৫০ সালে 
🅒 ১৮০০ সালে 
🅓 ১৭৭৫ সালে


২৭. একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?
🅐 ইলেকট্রন
🅑 প্রোটন
🅒 ডিউটেরন
🅓 আলফা কণা 


২৮. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
🅐 লর্ড মাউন্টব্যাটেন
🅑 লর্ড ক্যানিং
🅒 আবুল কালাম আজাদ
🅓 চক্রবর্তী রাজাগোপালাচারী 


২৯. ম্যনডি প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
🅐 হিমাচল প্রদেশ 
🅑 তামিলনাড়ু
🅒 কেরালা
🅓 কর্ণাটক


৩০. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
🅐 লোথাল
🅑 হরপ্পা
🅒 মহেঞ্জোদারো 
🅓 কালিবঙ্গান


৩১. জনসংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ কোনটি ?
🅐 মধ্যপ্রদেশ
🅑 মহারাষ্ট্র
🅒 উত্তর প্রদেশ 
🅓 রাজস্থান


৩২. স্বাধীন ভারতের প্রথম মুখ্য বিচারপতি কে ছিলেন ?
🅐 হরিলাল জে কানিয়া 
🅑 এম পতঞ্জলি শাস্ত্রী
🅒 বিজন কুমার মুখার্জি
🅓 অমল কুমার সরকার


৩৩. পশুদের জন্য ভারতের প্রথম করোনা ভ্যাকসিনটির নাম কী ?
🅐 ANOCOVAX 
🅑 ANOSHIELD
🅒 ANICOVAX
🅓 ANIMALSHIELD


৩৪. সম্প্রতি রাহুল শ্রীবাস্তব ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন ?
🅐 ৭৩ তম
🅑 ৭৪ তম 
🅒 ৭৫ তম
🅓 ৭২ তম


৩৫. লোকমান্য নামে খ্যাত কে ?
🅐 বিপিন পাল
🅑 ব্রহ্মবান্ধব উপপাধ্যায়
🅒 বালগঙ্গাধর তিলক 
🅓 এদের কেউ নয়


৩৬. সম্প্রতি "Blue Duke" কোন রাজ্যের State Butterfly হিসেবে ঘোষিত হলো ?
🅐 মেঘালয়
🅑 সিকিম 
🅒 অরুণাচল প্রদেশ
🅓 নাগাল্যান্ড


৩৭. ভারতের কয়লা প্রধানত -
🅐 বিটুমিনাস 
🅑 লিগনাইট
🅒 পিট
🅓 এনথ্রাসাইট


৩৮. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৪.৪০% থেকে বাড়িয়ে কত করলো ?
🅐 ৪.৯০ % 
🅑 ৪.৮১ %
🅒 ৪.৭০ %
🅓 ৪.৫০ %


৩৯. কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার মিথালি রাজ ?
🅐 আন্তর্জাতিক ক্রিকেট 
🅑 দেশীয় ক্রিকেট
🅒 উভয়ই
🅓 কোনোটিই নয়


৪০. ফ্রান্সে অনুষ্ঠিত Para Shooting World Cup-এ কিসের মেডেল জিতলো ভারতের অভনী লেখারা ?
🅐 সোনা 
🅑 তামা
🅒 ব্রোঞ্জ
🅓 রূপো


৪১. সঠিক বিকল্পটি লেখ : B : 16 :: D : ?
🅐 ১২০
🅑 ১৫০
🅒 ২৫৬ 
🅓 ২০০


৪২. শিলা এবং বেলা তাদের অফিস থেকে যাত্রা শুরু করে একে অপরের বিপরীতে ১০ কিমি গেল, শিলা তারপর বাম দিকে বেঁকে ১০ কিমি গেল এবং বেলা ডান দিকে বেঁকে ১০ কিমি,এখন তারা পরস্পর থেকে কত দূরে রয়েছে ?
🅐 ৫ কিমি
🅑 ৮ কিমি
🅒 ১০ কিমি
🅓 ২০ কিমি 


৪৩. Crime : Punishment :: Honesty : ?
🅐 Award
🅑 Recognition
🅒 Reward 
🅓 Pride


৪৪. সঠিক বিকল্প টি লেখ : পার্লামেন্ট : গ্রেট ব্রিটেন :: কংগ্রেস : ?
🅐 জাপান
🅑 ভারত
🅒 নেদারল্যান্ড
🅓 আমেরিকা যুক্তরাষ্ট্র 


৪৫. নিম্নের কোনটি অন্য গুলির থেকে আলাদা ?
🅐 স্কুল 
🅑 প্রিন্সিপাল
🅒 টিচার
🅓 স্টুডেন্ট


৪৬. নিম্নের কোনটি অন্য গুলির থেকে আলাদা ?
🅐 স্নুকার
🅑 টেবিল টেনিস
🅒 ব্যাডমিন্টন 
🅓 বিলিয়ার্ডস


৪৭. সঠিক বিকল্প কোনটি : AKU : ? :: CMW : DNX ?
🅐 BGL
🅑 BLO
🅒 BGQ
🅓 BLV 


৪৮. সিরিজ টি সম্পূর্ণ করো : a __ bba __ bba __ bb
🅐 aab
🅑 abb
🅒 bbb 
🅓 bba


৪৯. সুজনকে দেখিয়ে শম্পা বলল। "তার বোন হয় আমার মায়ের একমাত্র কন্যা।" সুজনের সাথে শম্পার সম্পর্ক কি ?
🅐 কন্যা
🅑 মা
🅒 বোন 
🅓 বোনঝি


৫০. A, B এর বাবা; C, A এর ভাই; F, B এর বোন। যদি M, A এর বাবা হন, তাহলে F এবং C এর সম্পর্ক নির্ণয় করো।
🅐 কন্যা ও বাবা
🅑 স্বামী ও স্ত্রী
🅒 ভাই ও বোন
🅓 ভাইঝি ও কাকা 


৫১. একজন ব্যক্তি ৩ কিমি উত্তরে হাঁটার পর বাঁদিকে ঘুরে ২ কিমি হাঁটেন। পুনরায় বাঁদিকে ঘুরে আবার ৩ কিমি হাঁটেন। তারপর তিনি ডানদিকে ঘুরে সোজা হাঁটতে লাগলেন। তিনি এখন কোন দিকে হাঁটছেন ?
🅐 দক্ষিণ
🅑 পূর্ব
🅒 পশ্চিম 
🅓 উত্তর


৫২. সঠিক বিকল্পটি লেখ : ১৬ : ৫৬ :: ৩২ : ?
🅐 ৯৬
🅑 ১১২ 
🅒 ১২৬
🅓 ১২৮


৫৩. শূন্যস্থান পূরণ : ২৪, ২৫, ২৭, ___, ৩৯, ৫৫
🅐 ২৯
🅑 ৩১ 
🅒 ৩৩
🅓 ৩৫


৫৪. রাধা সুনিতার থেকে ছোট, কিন্তু রিতার থেকে বড়,রিতা গীতার থেকে বড়,শ্যাম রিতার থেকে বড় কিন্তু রাধার থেকে ছোট তবে সবথেকে ছোট কে ?
🅐 রিতা
🅑 সুনিতা
🅒 শ্যাম
🅓 গীতা 


৫৫. শূন্যস্থান পূরণ করো : S, V, Y, B, __ ?
🅐 C
🅑 D
🅒 E 
🅓 G


৫৬. CABLE কে যদি XZYOV লেখা হয় তবে YZXP এর কোড কি হবে ?
🅐 BABY
🅑 BACK 
🅒 CELL
🅓 BELL


৫৭. A, B এর থেকে লম্বা এবং C, D এর থেকে লম্বা ,যদি B, C এর থেকে বেঁটে না হয় তবে সবথেকে লম্বা কে ?
🅐 B
🅑 A 
🅒 D
🅓 C


৫৮. এক ব্যক্তি পূর্ব দিকে ৭ কিমি গিয়ে দক্ষিণ দিকে ২ কিমি গেল, তারপর সে বাম দিকে বেঁকে ১ কিমি গেল,শেষে আবার বাম দিকে বেঁকে ১৭ কিমি গেল, শুরুর বিন্দু থেকে কত দূরে এখন সে রয়েছে ?
🅐 ১৭ কিমি 
🅑 ১৮ কিমি
🅒 ২০ কিমি
🅓 ২৭ কিমি


৫৯. ৭১০ টাকা A , B এবং C –এর মধ্যে এমন ভাবে ভাগ অরা হলো যাতে A , B অপেক্ষা ৪০ টাকা বেশি পায় এবং C , A অপেক্ষা ৩০ টাকা বেশি পায় । C এর প্রাপ্ত টাকার পরিমাণ কত ?
🅐 ১৩৫ টাকা
🅑 ২৭০ টাকা 
🅒 ২৩৫ টাকা
🅓 ৩০০ টাকা


৬০. * স্থানে কোন অঙ্ক বসালে ৯৪১*৫৭৯৬৪২ সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য হবে ?
🅐 ৭
🅑 ৪
🅒 ৯ 
🅓 ০


৬১. সিরিজ সম্পূর্ণ করো : ৪, ১০, ২২, ৪৬, ___ ?
🅐 ৬৬
🅑 ৭৬
🅒 ৫৬
🅓 ৯৪ 


৬২. ১২ : ২০ :: * : ২৫, সঠিক সংখ্যা নির্বাচন করো
🅐 ১৬
🅑 ২৪
🅒 ১৮
🅓 ১৫ 


৬৩. সিরিজ সম্পূর্ণ করো : B২E, D৬H, F১৪K, H৩০N, ?
🅐 K৬২P
🅑 K৫০P
🅒 J৫০Q
🅓 J৬২Q 


৬৪. x * y = x² + y² - xy হলে (৬ * ১৩) = ?
🅐 ১০৯
🅑 ১২৭ 
🅒 ২২০
🅓 ২০৫


৬৫. একটি সংখ্যার সঙ্গে ৩ যোগ করে যোগফলকে ৪ দ্বারা গুন করা হল, এবং গুনফলকে ৫ দ্বারা ভাগ করাতে ভাগফল ৭ ও অবশিষ্ট ১ হল, ওই সংখ্যাটি -
🅐 ৯
🅑 ৮
🅒 ৬ 
🅓 ২১


৬৬. x + y + z= 0 এবং xyz = 1 হলে x³ + y³ + z³ = ?
🅐 ১
🅑 ২
🅒 ৩ 
🅓 ০


৬৭. Haemoglobin : Iron :: Chlorophyll : ?
🅐 Calcium
🅑 Copper
🅒 Magnesium 
🅓 Cobalt


৬৮. A:B =২ : ৩, B:C = ৪ : ৫, C:D = ৬ : ৭ হলে A:D = ?
🅐 ১৮ : ৩৫
🅑 ১৮ : ১৫
🅒 ১৬ : ৩৫ 
🅓 ১৬ : ১৫


৬৯. কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় ৮৫ রান করলে তার রানের গড় পূর্বের ১৬ বারের রানের গড় অপেক্ষা ৩ বাড়ল। ১৭ বার খেলার পর তার রানের গড় কি হল ?
🅐 ৩১
🅑 ৩৯
🅒 ৩৭ 
🅓 ৩৩


৭০. যদি DRIVER = ১২, PEDESTRIAN = ২০, ACCIDENT = ১৬ হয়, তবে CAR = ?
🅐 ১০
🅑 ৩
🅒 ৬ 
🅓 ৮


৭১. নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন ?
🅐 ম্যালেরিয়া
🅑 প্লেগ
🅒 ডেঙ্গু
🅓 টিটেনাস 


৭২. A,B, C, D, E ও F একটি বৃত্তে ভিতরদিকে মুখ করে বসে আছে । B আছে D ও C এর মাঝে, A আছে E ও C এর মাঝে । F, D এর ডান দিকে অবস্থিত হলে, A ও F এর মাঝে কে রয়েছে ?
🅐 B
🅑 C
🅒 D
🅓 E 


৭৩. মেয়েদের একটি সারিতে, কাম্য বাম দিক থেকে পঞ্চম এবং প্রীতি ডানদিক থেকে ষষ্ঠ স্থানে আছে । তারা নিজেরা নিজেদের স্থান পরিবর্তন করলো, এখন কাম্য বাম দিক থেকে 13 তম স্থানে থাকলে, প্রীতি ডান দিক থেকে কততম স্থানে আছে ?
🅐 7 ম
🅑 11 তম
🅒 14 তম 
🅓 18 তম


৭৪. কোনো নিৰ্দিষ্ট পদ্ধতিতে MIRACLE এর কোড NKUEHRL লেখা হলে, GAMBLE কে কোন কোডে লেখা হবে ?
🅐 JDOCMF
🅑 CLEMNK
🅒 HCPFQK 
🅓 AELGMN


৭৫. নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন ?
🅐 গ্যালন 
🅑 টন
🅒 কুইন্টাল
🅓 কিলোগ্রাম


৭৬. সিরিজ সম্পূর্ণ করো : 2807, 1400, 697, 346, 171, 84, 41, ?
🅐 22
🅑 19
🅒 20 
🅓 21


৭৬. 13457 : 20 :: 56789 : ?
🅐 30
🅑 45
🅒 35 
🅓 25


৭৭. সিরিজ সম্পূর্ণ করো : 81, 192, 375, ? , 1029
🅐 684
🅑 486
🅒 648 
🅓 468


৭৮. নিম্নের কোনটি বাকিদের থেকে ভিন্ন ?
🅐 পিয়ানো 
🅑 টাইপরাইটার
🅒 কম্পিউটার
🅓 ক্যালকুলেটর


৭৯. দীপক হলো সুশান্তের ভাই । রিনা হলো অতুলের বোন, সুশান্ত হলো রিনার পুত্র । তবে দীপক, রিনার কে হয় ?
🅐 পুত্র 
🅑 ভাই
🅒 ভাইপো
🅓 বাবা


৮০. এখন সময় 9 টা, এখন যদি ঘন্টার কাঁটা টি দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে থাকে তবে মিনিটের কাঁটাটি কোন দিকে মুখ আছে ?
🅐 উত্তর
🅑 উত্তর-পূর্ব
🅒 উত্তর-পশ্চিম 
🅓 পূর্ব


৮১. যদি Eraser কে box বলা হয়, box কে বলা হয় pencil, pencil কে বলা হয় sharpener এবং sharpener কে লেখা হয় bag তবে একটা বাচ্চা কি দিয়ে লেখে ?
🅐 Eraser
🅑 Box
🅒 Pencil
🅓 Sharpener 


৮২. সিরিজ সম্পূর্ণ করো : 3/5, 1.4, 11/5, ? , 19/5, 4.6
🅐 14/5
🅑 3.2
🅒 16/5
🅓 2.6 


৮৩. সিরিজ সম্পূর্ণ করো : 3, 4, 12, 45, 196, ?
🅐 800
🅑 1005 
🅒 996
🅓 995


৮৪. 1984 সালের স্বাধীনতা দিবস মঙ্গলবার পালিত হলে, কোন বছর আবার একইদিনে পালিত হবে ?
🅐 1990 সালে 
🅑 1991 সালে
🅒 1992 সালে
🅓 1993 সালে


৮৫. সিরিজ সম্পূর্ণ করো : 3, 15, 35, 63, 99, ?
🅐 141
🅑 143 
🅒 151
🅓 169


৮৬. নিম্নের কোনটি অন্যদের থেকে ভিন্ন ?
🅐 462
🅑 297
🅒 674 
🅓 891


৮৭. সঠিক চিহ্ন বসাও : 12 * 3 * 4 * 8 * 0
🅐 -,+,+,=
🅑 ÷,+,÷,=
🅒 -,-,-,=
🅓 ÷,+,-,= 


৮৮. নিম্নের সংখ্যা জোড়টি ভিন্ন ?
🅐 66 - 56 
🅑 101 - 90
🅒 41 - 30
🅓 33 - 22


৮৯. TRADITIONAL - শব্দ টির অক্ষর দিয়ে নিম্নের কোন শব্দ টি তৈরি করা যাবে ?
🅐 NATION
🅑 RADIO 
🅒 ANIMAL
🅓 DIRTY


৯০. নিম্নের কোনটি বেমানানান ?
🅐 হাতি 
🅑 সিংহ
🅒 বাঘ
🅓 ভাল্লুক


৯১. সিরিজ সম্পূর্ণ করো : 2, 10, 26, 50, ?
🅐 74
🅑 50
🅒 78
🅓 82 


৯২. যদি A = 1, LATE = 38 হয় তবে REBUT = ?
🅐 65
🅑 66 
🅒 64
🅓 67


৯৩. সঠিক অর্থবহ ক্রম অনুযায়ী সাজাও : (1) গেটওয়ে অফ ইন্ডিয়া (2) ওয়ার্ল্ড (3) মুম্বাই (4) ইন্ডিয়া (5) মহারাষ্ট্র ?
🅐 2,4,5,1,3
🅑 4,2,5,3,1
🅒 2,4,5,3,1 
🅓 4,2,5,1,3


৯৪. ছুতোর মিস্ত্রি : আসবাবপত্র :: ?
🅐 বই : লেখক
🅑 ম্যাগাজিন : সম্পাদক
🅒 রাঁধুনি : স্যুপ 
🅓 বাঁধ : ইঞ্জিনিয়ার


৯৫. একটি সারিতে 42 জন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে । নেহা ডান দিক থেকে 16 তম স্থানে দাঁড়িয়ে আছে, বিনিতা বাম দিকে থেকে 26 তম স্থানে দাঁড়িয়ে, যদি মঙ্গল নেহার ডান দিকের সপ্তম স্থানে দাঁড়িয়ে থাকে তবে সারির বাম দিক থেকে মঙ্গলের স্থান কত ?
🅐 34 তম 
🅑 33 তম
🅒 35 তম
🅓 32 তম


৯৬. সিরিজ সম্পূর্ণ করো : ZBJ, YCK, XDL, ?
🅐 VMW
🅑 WDM
🅒 WEM 
🅓 WFM


৯৭. বিবৃতি : কিছু আকাশ হলো বৃষ্টি (Some skies are rain), কিছু বৃষ্টি হলো তারা (Some rain are stars), সব তারা হলো গ্রহ (All stars are planets), সব গ্রহ হলো মেঘ (All planets are clouds) | 
সিদ্ধান্ত : (I) কিছু মেঘ হলো বৃষ্টি (Some clouds are rain)), (II) কিছু গ্রহ হলো আকাশ (Some planets are skies) (III) কিছু গ্রহ হলো বৃষ্টি (Some planets are rain)
🅐 শুধু (I) ও (II) সত্য
🅑 শুধু (I) ও (III) সত্য 
🅒 শুধু (II) ও (III) সত্য
🅓 I, II, III সত্য


৯৮. কৌস্তভ 3 কিমি পূর্বদিকে হাঁটার পরে ডান দিকে বেঁকে আরো 4 কিমি গেল । শুরু থেকে এখন সে কতদূরে আছে ?
🅐 3 কিমি
🅑 5 কিমি 
🅒 4 কিমি
🅓 7 কিমি


৯৯. 17 : ? :: 145 : 195
🅐 42
🅑 35 
🅒 30
🅓 24


১০০. 80 জনের ছাত্র-ছাত্রীর মধ্যে, মায়াঙ্ক ডান দিক থেকে 13 তম এবং রিতু বামদিক থেকে 18 তম স্থানে রয়েছে । এখন তাদের দুজনের মাঝে কতজন আছে ?
🅐 49 
🅑 48
🅒 38
🅓 50


কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট

File Format:  PDF

No. of Pages:  13

File Size:  377 KB 


No comments:

Post a Comment