Kolkata Police Constable Prelims Practice Set Episode - 02 || কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট
ডিয়ার
কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
তোমাদেরকে আজকে আমরা শেয়ার করছি, Kolkata Police Constable Practice Set এই পোস্টটি। যে পোস্টটিতে আমরা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ৪০টি জিকে, ৩০টি রিজনিং এবং ৩০টি অঙ্ক বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন দেওয়া আছে। যে প্রশ্ন গুলি তোমাদের এই পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে, তাই তোমরা অবশ্যই এই প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করো।
কারন খুব শীঘ্রই এই পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি ঘোষণা বের হবে, তাই আগে থেকে নিজেক এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিৎ যাতে কোনো রকম সমস্যায় না পরতে হয় প্রস্তুতি নেবার ক্ষেত্রে।
বিঃ দ্রঃ- আমরা এই প্র্যাকটিস সেটটি সম্পূর্ণ আলাদা ভাবে তোমাদের জন্য বানানো হয়েছে, যাতে তোমাদের একটা আলাদা রকমের অভিজ্ঞতা এবং নিজেক আরও শক্তিশালী ভাবে নিজেকে প্রস্তুত করে তুলতে পারো।
নমুনা প্রশ্ন উত্তর
০১. প্রদত্ত বিকল্প গুলির মধ্যে যেটি অন্য ধরনের সেটিকে নির্বাচন করো ?
ⓐ বর্ষপঞ্জি
ⓑ তারিখ
ⓒ মাছ
ⓓ বছর
০২. একটি নৌকা স্রোতের অনুকূলে 54 কিলোমিটার/ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 18 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। যদি স্রোতের গতিবেগ 18কিলোমিটার/ঘন্টা হয়, তবে জলে নৌকার গতিবেগ কত ?
ⓐ 28 কিলোমিটার/ঘন্টা
ⓑ 32 কিলোমিটার/ঘন্টা
ⓒ 27 কিলোমিটার/ঘন্টা
ⓓ 36 কিলোমিটার/ঘন্টা
০৩. মহামান্য নামে কে খ্যাত ?
ⓐ বালগঙ্গাধর তিলক
ⓑ পন্ডিত মদনমোহন মালব্য
ⓒ জয় প্রকাশ নারায়ন
ⓓ শেখ মুজিবুর রহমান
০৪. ছয় অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5,7,12 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3,5,10 ও 13 অবশিষ্ট থাকে ?
ⓐ 999590
ⓑ 999598
ⓒ 999630
ⓓ 999624
০৫. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ⓐ বি জি তিলক
ⓑ যতীন দাস
ⓒ লালা লাজপত রায়
ⓓ আনন্দমোহন বসু
০৬. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত ?
ⓐ লোকোমোটিভ শিল্প
ⓑ জাহাজ তৈরি
ⓒ তৈল ক্ষেত্র
ⓓ স্টিল প্লান্ট
০৭. একটি দেওয়ালে টাঙানো ঘড়ির সময় 4.25 মিনিট, ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো দর্পনে কি সময় দেখাবে ?
ⓐ 8.35
ⓑ 7.25
ⓒ 7.35
ⓓ 8.25
০৮. AB, DC, EF, HG, IJ, LK, ?
ⓐ LM
ⓑ NM
ⓒ MN
ⓓ ML
০৯. প্যাগোডার দেশ কাকে বলা হয় ?
ⓐ মায়ানমার
ⓑ ভারত
ⓒ তিব্বত
ⓓ জাপান
১০. গুরু নানক কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন ?
ⓐ বাবর
ⓑ হুমায়ুন
ⓒ আকবর
ⓓ ঔরঙ্গজেব
১১. বিধবা বিবাহ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
ⓐ 1871 সালে
ⓑ 1872 সালে
ⓒ 1873 সালে
ⓓ 1874 সালে
১২. সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন ?
ⓐ লর্ড ক্যানিং
ⓑ লর্ড বেন্টিঙ্ক
ⓒ ওয়ারেন হেস্টিংস
ⓓ লর্ড কর্নওয়ালিস
১৩. ব্রাহ্মনন্দ নামে কাকে ডাকা হত ?
ⓐ দেবেন্দ্রনাথ ঠাকুরকে
ⓑ রাজা রামমোহন রায়কে
ⓒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
ⓓ কেশব চন্দ্র সেনকে
১৪. সম্পাদক : পত্রিকা
ⓐ উপন্যাস : লেখক
ⓑ কবিতা : কবি
ⓒ খাট : ছুতোর
ⓓ পরিচালক : সিনেমা
১৫. এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যস্থলে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেন। তবে 18 কিলোমিটার দূরত্বে যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে ?
ⓐ 2 ঘন্টা
ⓑ 5 ঘণ্টা
ⓒ 10 ঘন্টা 42 মিনিট
ⓓ 4 ঘন্টা 42 মিনিট
১৬. মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে ?
ⓐ হিমোগ্লোবিন
ⓑ লোহিত কণিকা
ⓒ শ্বেত কণিকা
ⓓ লসিকা
১৭. দুর্ভিক্ষের চিত্র এঁকে বিখ্যাত হয়েছিলেন কে ?
ⓐ সোমনাথ হোর
ⓑ দেবীপ্রসাদ রায়চৌধুরী
ⓒ রামকিঙ্কর বেইজ
ⓓ জয়নুল আবেদিন
১৮. একটি সংখ্যা কে 25% কমালে হয় 225, কত শতাংশ বাড়ালে সংখ্যা টি হবে 375 ?
ⓐ 25%
ⓑ 30%
ⓒ 35%
ⓓ 75%
১৯. বেমানান টি খুঁজে বের করো ?
ⓐ 12,50,194
ⓑ 8,15,79
ⓒ 9,20,101
ⓓ 10,12,110
২০. একটি রেডিওর দাম প্রতি বছর 5% করে বাড়ে । বর্তমানে রেডিওটির দাম 750 টাকা হলে 2 বছর পর রেডিওটির দাম কত হবে ?
ⓐ 756.87 টাকা
ⓑ 826.87 টাকা
ⓒ 926.87 টাকা
ⓓ 1001 টাকা
২১. সুরেশের বোন হয় রামের স্ত্রী । রনির ভাই হল রাম এবং রামের বাবা হলো মধু। শীতল হলো রামের ঠাকুমা। রিমা হল শীতলের পুত্রবধূ। রোহিত হল রনির ভাইয়ের পুত্র। রোহিত, সুরেশের কে হয় ?
ⓐ শ্যালক
ⓑ পুত্র
ⓒ ভাই
ⓓ ভাগ্নে
২২. প্রদত্ত বিকল্প গুলির মধ্যে যেটি অন্য ধরনের সেটিকে নির্বাচন করো ?
ⓐ পায়জামা
ⓑ কোট
ⓒ ব্লাউজ
ⓓ সুয়েটার
২৩. কয়াল বলতে বোঝায় ?
ⓐ লবণাক্ত জলাভূমি
ⓑ একটি পর্বত শৃঙ্গ
ⓒ পাহাড়ের ঢাল
ⓓ স্বাদু জলের জলাভূমি
২৪. ক্ষুদ্রতম কোন সংখ্যা 8958 এর সাথে যোগ করতে হবে যাতে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
ⓐ 69
ⓑ 67
ⓒ 77
ⓓ 79
২৫. প্রোটন : রাদারফোর্ড : : নিউট্রন : ?
ⓐ স্যাডউইক
ⓑ কুলম্ব
ⓒ বোর
ⓓ ওয়েবার
২৬. যদি A : B = 2 : 3, B : C = 4 : 5 তবে A : B : C = ?
ⓐ 2:3:5
ⓑ 5:4:6
ⓒ 6:4:5
ⓓ 8:12:15
২৭. বিজয়ঘাট : লাল বাহাদুর শাস্ত্রী : : শান্তিবন : ?
ⓐ জওহরলাল নেহরু
ⓑ জগজীবন রাম
ⓒ মোরারজি দেশাই
ⓓ ইন্দিরা গান্ধী
২৮. কোনো এক বছরে এক ব্যক্তির মাসিক গড় আয় 3400 টাকা, প্রথম 8 মাসের গড় আয় 3160 টাকা এবং শেষ 5 মাসের গড় আয় 4120 টাকা হলে অষ্টম মাসে তার উপায় কত ?
ⓐ 3160
ⓑ 5080
ⓒ 5180
ⓓ 5520
২৯. বারদৌলি সত্যাগ্রহ এর নেতা কে ছিলেন ?
ⓐ মহাত্মা গান্ধী
ⓑ জওহরলাল নেহেরু
ⓒ বল্লভভাই প্যাটেল
ⓓ সরোজিনী নাইডু
৩০. ভ্রান্তিবিলাস বইটির লেখক কে ?
ⓐ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ⓑ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ⓒ মানিক বন্দ্যোপাধ্যায়
ⓓ গিরিশচন্দ্র সেন
৩১. রান ও ধান্দ কোন রাজ্যে দেখা যায় ?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ হিমাচলপ্রদেশ
ⓓ রাজস্থান
৩২. দুটি সংখ্যার অনুপাত 4 : 5, প্রথমটিকে 20% বাড়ানো হলো এবং দ্বিতীয়টিকে 20% কমানো হলো তবে বর্তমান অনুপাত কত ?
ⓐ 4:5
ⓑ 5:4
ⓒ 5:6
ⓓ 6:5
৩৩. ভারতের শাসন ব্যবস্থা কিরূপ ?
ⓐ আধা যুক্তরাষ্ট্রীয়
ⓑ পুঁজিবাদী
ⓒ যুক্তরাষ্ট্রীয়
ⓓ সামন্ততান্ত্রিক
৩৪. সঞ্চয়ক ব্যাটারি তে কোন ধাতু ব্যবহার করা হয় ?
ⓐ সিসা
ⓑ তামা
ⓒ অ্যালুমিনিয়াম
ⓓ রুপো
৩৫. একজন ফুল বিক্রেতা 8 টাকা প্রতি ডজন হিসেবে 360টি গোলাপ কেনে, সে প্রতিটি গোলাপ 1 টাকা দরে বিক্রি করলে কত টাকা লাভ হবে ?
ⓐ 100 টাকা
ⓑ 120 টাকা
ⓒ 130 টাকা
ⓓ 150 টাকা
৩৬. কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে। যদি 2 জন লোক কাজে যোগ না দেয় কাজটি শেষ করতে আরও 10 দিন বেশি লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল ?
ⓐ 15
ⓑ 17
ⓒ 16
ⓓ 12
৩৭. "যুবনাশ্ব" কার ছদ্মনাম ?
ⓐ মনীশ ঘটক
ⓑ অখিল নিয়োগী
ⓒ দুলাল মুখোপাধ্যায়
ⓓ নিখিল সরকার
৩৮. একটি খামারে কিছু মুরগি ও ছাগল আছে। তাদের মাথা সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলি মুরগি ও ছাগল আছে ?
ⓐ 40,60
ⓑ 60,40
ⓒ 45,55
ⓓ 55,45
৩৯. ইন্দিরা ঠাকুরণ চরিত্রটি কোথায় পাওয়া যায় ?
ⓐ পথের পাঁচালী
ⓑ আরণ্যক
ⓒ দেবযানী
ⓓ ইছামতী
৪০. PENCIL : NEPLIC : : IRASER : ?
ⓐ IRARES
ⓑ ARIRES
ⓒ RISARE
ⓓ ARISER
৪১. যদি কোন আসল জটিল সুদে 3 বছরে সুদে-আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত ?
ⓐ 100%
ⓑ 150%
ⓒ 75%
ⓓ 200%
৪২. কিসের জন্য জহরলাল নেহেরু পুরস্কার প্রদত্ত হয় ?
ⓐ সাহিত্য সাধনা
ⓑ সমাজসেবা
ⓒ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা
ⓓ সরকারি চাকুরি
৪৩. Around the World in Eighty Days- কার লেখা ?
ⓐ উইলিয়াম শেক্সপিয়ার
ⓑ জুলে ভের্ন
ⓒ রিচার্ড অ্যাটেনবরো
ⓓ আবুল ফজল
৪৪. ইয়াং-সি-কিয়াং : চিন : : আমাজন : ?
ⓐ দক্ষিণ আমেরিকা
ⓑ মার্কিন যুক্তরাষ্ট্র
ⓒ রাশিয়া
ⓓ আফ্রিকা
৪৫. 1,6,15,____,45,66,91
ⓐ 27
ⓑ 28
ⓒ 29
ⓓ 30
৪৬. 11টি সংখ্যার গড় সংখ্যা 10.9 , যদি প্রথম ছয়টির গড় সংখ্যা 10.5 এবং শেষের ছয়টির গড় সংখ্যা 11.4 হয়।তবে মাঝের সংখ্যাটি কত ?
ⓐ 10.5
ⓑ 10.9
ⓒ 11.5
ⓓ 14.2
৪৭. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস চরমপন্থী ও নরমপন্থী দুভাগে বিভক্ত হয়ে যায়?
ⓐ 1905 বারানসি
ⓑ 1906 কলকাতা
ⓒ 1907 সুরাট
ⓓ 1908 মাদ্রাজ
৪৮. পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2 হলে, 5 বছর পরে ওই অনুপাত 8:3 হয়। পুত্রের বর্তমান বয়স কত ?
ⓐ 8 বছর
ⓑ 10 বছর
ⓒ 12 বছর
ⓓ 14 বছর
৪৯. সঠিক ক্রম টি লেখ : (1) নিয়োগপত্র (2) যোগদান (3) আবেদন (4) ইন্টারভিউ (5) বিজ্ঞাপন ?
ⓐ 5,3,1,4,2
ⓑ 3,1,5,4,2
ⓒ 5,3,4,1,2
ⓓ 3,5,4,1,2
৫০. বুদ্ধ চরিতের লেখক কে ছিলেন ?
ⓐ বুদ্ধ ঘোষ
ⓑ পাণিনি
ⓒ অশ্বঘোষ
ⓓ নাগার্জুন
৫১. ২০২১ সালের কোপা আমেরিকা ফুটবলে চ্যাম্পিয়ন হল ছিল কোন দেশ ?
ⓐ ব্রাজিল
ⓑ আর্জেন্টিনা
ⓒ কলম্বিয়া
ⓓ পেরু
৫২. A,B ও C একটি যৌথ ব্যবসা 14400 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লভাংশের A 1250 টাকা, B 2500 টাকা এবং C 3750 টাকা পায়। তবে C কত বিনিয়োগ করেছিল ?
ⓐ 2400 টাকা
ⓑ 4800 টাকা
ⓒ 7200 টাকা
ⓓ 9600 টাকা
৫৩. G যদি ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র হয় এবং ABC ত্রিভুজের ক্ষেত্রফল = 48 বর্গসেমি হলে ত্রিভুজ GBC এর ক্ষেত্রফল কত ?
ⓐ 8 বর্গসেমি
ⓑ 16 বর্গসেমি
ⓒ 24 বর্গসেমি
ⓓ 32 বর্গসেমি
৫৪. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
ⓐ 1797 সালে
ⓑ 1791 সালে
ⓒ 1757 সালে
ⓓ 1707 সালে
৫৫. যোগফল নির্নয় করো : 1+2+3+4+___+998+999+1000
ⓐ 5050
ⓑ 500500
ⓒ 55000
ⓓ 550000
৫৬. 10 বছর পর রামের স্ত্রী ও পুত্র 3:2 অনুপাতে ভাগ পাবে এই শর্তে এক ব্যক্তি বার্ষিক 14% সরল সুদের হারে সরকারি ঋণপত্র ক্রয় করেন। মেয়াদ শেষে তার পুত্র যদি 6720 টাকা পায় তবে তিনি কত টাকার ঋণপত্র কিনেছিলেন ?
ⓐ 4000 টাকা
ⓑ 5000 টাকা
ⓒ 6000 টাকা
ⓓ 7000 টাকা
৫৭. A,B,C,D এবং F একটি গোল টেবিলে বসে আছে। A, E এবং F এর মধ্যে বসে আছে। E, D এর বিপরীতে এবং C, E এর পাশে নেই,তাহলে B এর বিপরীতে কে আছে?
ⓐ C
ⓑ D
ⓒ F
ⓓ কোনটি নয়
৫৮. ঘণ্টায় 54 কিলোমিটার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে ?
ⓐ 9 সেকেন্ড
ⓑ 12 সেকেন্ড
ⓒ 13 সেকেন্ড
ⓓ 15 সেকেন্ড
৫৯. অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের আমলে ঘটে ?
ⓐ গুপ্ত বংশ
ⓑ কুষাণ বংশ
ⓒ সাতবাহন বংশ
ⓓ মৌর্য বংশ
৬০. প্রদত্ত বিকল্প গুলির মধ্যে যেটি অন্য ধরনের সেটিকে নির্বাচন করো ?
ⓐ মা
ⓑ বোন
ⓒ বন্ধু
ⓓ ভাই
৬১. কত সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সূচনা করেন ?
ⓐ ২০১৫ সালে
ⓑ ২০১৬ সালে
ⓒ ২০১৭ সালে
ⓓ ২০১৮ সালে
৬২. একজন ক্রিকেটারের নবম ইনিংস পর্যন্ত রানের গড় 27.5, দশম ইনিংসে সে কত রান করলে নতুন গড় 30 হবে ?
ⓐ 49.2
ⓑ 52.5
ⓒ 54.25
ⓓ 60.2
৬৩. অরুণোদয় পত্রিকাটির সম্পাদক কে ?
ⓐ জেমস অগস্টাস হিকি
ⓑ রেভারেন্ড লালবিহারী দে
ⓒ মহম্মদ আলী
ⓓ শিবনাথ শাস্ত্রী
৬৪. ১.৮ সালে কোন সংগঠনটি রূপান্তরিত হয়ে ব্রাহ্মসমাজ হয়েছিল ?
ⓐ প্রার্থনা সমাজ
ⓑ আর্য সভা
ⓒ হৃদয়সভা
ⓓ আত্মীয় সভা
৬৫. উদারনৈতিক ভাইসরয় নামে কে পরিচিত ?
ⓐ চার্লস মেটাকাফ
ⓑ লর্ড ডাফরিন
ⓒ লর্ড রিপন
ⓓ লর্ড লিটন
৬৬. "সার্বভৌম" শব্দের অর্থ কি ?
ⓐ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মুক্ত
ⓑ আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণমুক্ত
ⓒ বৈদেশিক নিয়ন্ত্রণমুক্ত
ⓓ কোনটাই নয়
৬৭. 24 মিটার লম্বা ও 16 মিটার চওড়া মাঠের ভেতরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত ?
ⓐ 144 বর্গমিটার
ⓑ 154 বর্গমিটার
ⓒ 164 বর্গমিটার
ⓓ 200 বর্গমিটার
৬৮. সাতটি নারকেল গাছে যথাক্রমে 62, 75, 68, 70, 83, 74 ও 65টি নারকেল ফলেছে। গাছগুলিতে গড়ে কতগুলি নারকেল ফলেছে ?
ⓐ 68 টি
ⓑ 70 টি
ⓒ 71 টি
ⓓ 75 টি
৬৯. 0,2,8,14,____,34
ⓐ 24
ⓑ 59
ⓒ 43
ⓓ 50
৭০. COMPANIONATE শব্দটির মধ্যে যদি প্রথম ও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অক্ষরটি এরূপে অন্যান্য অক্ষর গুলি পরস্পর জায়গা বদল করে তবে যে নতুন অক্ষর গুচ্ছ টি তৈরি হবে তার ডান দিক থেকে পঞ্চম অক্ষরটি কি হবে ?
ⓐ A
ⓑ N
ⓒ I
ⓓ O
৭১. ভুলটি চিহ্নিত করো:0,1,3,6,10,15,21,28,37,45.
ⓐ 37
ⓑ 6
ⓒ 45
ⓓ 28
৭২. বর্গক্ষেত্রের একটি বাহুকে 25% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে ?
ⓐ 125%
ⓑ 50%
ⓒ 56.25%
ⓓ 53.75%
৭৩. গোলাপি শহর : জয়পুর : : উৎসবের শহর : ?
ⓐ কলকাতা
ⓑ বেনারস
ⓒ মাদুরাই
ⓓ বিশাখাপত্তনম
৭৪. কে "মৎস্য সেতু" নামক অ্যাপটির চালনা করলো ভারতের সামুদ্রিক মাছ চাষীদের জন্য ?
ⓐ রাজনাথ সিং
ⓑ গিরিরাজ সিং
ⓒ অমিত শাহ
ⓓ নীতিন গরকরি
৭৫. A হল C এর বাবা যার ছেলে D, E হল F এর মা যার ভাই D। তবে A ও E এর মধ্যে সম্পর্ক কি ?
ⓐ ভাই
ⓑ শশুর
ⓒ বাবা
ⓓ দাদু
৭৬. অরণ্যের অধিকার কার লেখা ?
ⓐ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ⓑ নীরদ সি চৌধুরী
ⓒ মহাশ্বেতা দেবী
ⓓ এদের মধ্যে কেউ নন
৭৭. কুনিক : অজাতশত্রু : : প্রিয়দর্শী : ?
ⓐ বিম্বিসার
ⓑ অশোক
ⓒ চন্দ্রগুপ্ত মৌর্য
ⓓ বিন্দুসার
৭৮. BG, AH, DE, ?
ⓐ AD
ⓑ KN
ⓒ AI
ⓓ CF
৭৯. বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয় শিল্পী শম্ভু মিত্র কোন সালে ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন ?
ⓐ 1976 সালে
ⓑ 1978 সালে
ⓒ 1980 সালে
ⓓ 1982 সালে
৮০. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 5% হ্রাস করা হলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে ?
ⓐ 5% বৃদ্ধি
ⓑ 5.5% বৃদ্ধি
ⓒ 5% হ্রাস
ⓓ 4.5% বৃদ্ধি
৮১. শেক্সপিয়ারের কোন নাটকে ডেনমার্কের যুবরাজকে পাই ?
ⓐ হ্যামলেট
ⓑ জুলিয়াস সিজার
ⓒ ওথেলো
ⓓ ম্যাকবেথ
৮২.প্রদত্ত বিকল্প গুলির মধ্যে যেটি অন্য ধরনের সেটিকে নির্বাচন করো ?
ⓐ কানপুর
ⓑ মথুরা
ⓒ হরিদ্বার
ⓓ এলাহাবাদ
৮৩. প্রদত্ত বিকল্প গুলির মধ্যে যেটি অন্য ধরনের সেটিকে নির্বাচন করো ?
ⓐ নীল
ⓑ আমাজন
ⓒ নায়াগ্রা
ⓓ ভালগা
৮৪. হিটলার : জার্মানি
ⓐ শেক্সপিয়ার : ইংল্যান্ড
ⓑ মুসোলিনি : ইতালি
ⓒ তুলসীদাস : ভারত
ⓓ বরিস ইয়েলৎসিন : রাশিয়া
৮৫. একটি ছাগল বিক্রয় করে 10% ক্ষতি হলো। আরোও 9 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে শতকরা 12½% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত ছিল ?
ⓐ 30 টাকা
ⓑ 40 টাকা
ⓒ 50 টাকা
ⓓ 80 টাকা
৮৬. টেলিভিশন : জন বেয়ার্ড : : টেলিফোন : ?
ⓐ জেমস ওয়াট
ⓑ রন্টজেন
ⓒ গ্যালিলিও
ⓓ গ্রাহাম বেল
৮৭. জিন হল-
ⓐ নিদ্রা বৃদ্ধিকারক ওষুধ
ⓑ এক ধরনের ভিটামিন
ⓒ বংশগতির একক
ⓓ এক ধরনের রক্ত কণিকা
৮৮. দুটি সংখ্যার অনুপাত 3 : 4, যদি তাদের লসাগু 84 হয় তবে বড় সংখ্যাটি কত ?
ⓐ 21
ⓑ 24
ⓒ 28
ⓓ 84
৮৯. EBC, IFC, OJK, ?
ⓐ UMN
ⓑ DPQ
ⓒ MTC
ⓓ PSX
৯০. কেন্দ্রীয় ব্যাঙ্কের অতিরিক্ত ট্রান্সফারের দিক থেকে ভারতের স্থান কত ?
ⓐ প্রথম
ⓑ দ্বিতীয়
ⓒ তৃতীয়
ⓓ চতুর্থ
৯১. রাম বাড়ি থেকে বের হয়ে সাইকেলে করে 10 কিমি উত্তর দিকে গেল, তারপর বামদিকে ঘুরে 8 কিমি গেল এবং তারপর দক্ষিণ দিকে আরো 10 কিমি গেল, সবশেষে সে বাড়ির দিকে সরাসরি চলতে শুরু করলো, এখন সে কোন দিকে সাইকেল চালাচ্ছে ?
ⓐ দক্ষিণ
ⓑ দক্ষিণ-পূর্ব
ⓒ পূর্ব
ⓓ উত্তর-পূর্ব
৯২. তিনটি পরপর অযুগ্ম স্বাভাবিক সংখ্যার যোগফল 87, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
ⓐ 29
ⓑ 31
ⓒ 23
ⓓ 27
৯৩. AC, FH, KM, PR, ?
ⓐ UW
ⓑ VW
ⓒ UX
ⓓ TV
৯৪. একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখেন। 4 বছর পর জানতে পারলেন তার টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তিনি আসল টাকার 6/25 অংশ সুদ হিসেবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন ?
ⓐ 250 টাকা
ⓑ 350 টাকা
ⓒ 450 টাকা
ⓓ 555 টাকা
৯৫. একটি খালি চৌবাচ্চায় একটি নল দ্বারা 1 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 40 মিনিটে পূর্ণ হয়। খালি অবস্থায় চৌবাচ্চাটির দুটি নল একসঙ্গে খুলে দিলে কত মিনিটে এর তিন-চতুর্থাংশ পূর্ণ হয় ?
ⓐ 15 মিনিট
ⓑ 18 মিনিট
ⓒ 20 মিনিট
ⓓ 25 মিনিট
৯৬. মহাবিদ্রোহের জগদেশপুর কেন্দ্রের নেতা কে ছিলেন ?
ⓐ লিয়াকত আলী
ⓑ অমর সিং
ⓒ আজিমুল্লাহ খান
ⓓ মঙ্গল পান্ডে
৯৭. সত্যাশোধক সমাজ কে স্থাপন করেছিলেন ?
ⓐ জ্যোতিবা ফুলে
ⓑ আম্বেদকর
ⓒ স্বামী বিবেকানন্দ
ⓓ মহাত্মা গান্ধি
৯৮. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
ⓐ আর্যভট্ট
ⓑ ভাস্কর
ⓒ রোহিণী
ⓓ অ্যাপোলো
৯৯. ক্রয় : বিক্রয়
ⓐ পাহাড় : পর্বত
ⓑ দেওয়া : নেওয়া
ⓒ নদী : সাগর
ⓓ রোগী : ডাক্তার
No comments:
Post a Comment