Kolkata Police Constable Preliminary Practice PDF || কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্রাকটিস সেট
![]() |
কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্রাকটিস সেট |
ডিয়ার কলকাতা পুলিশ পরীক্ষার্থী,
আমরা আজকে উক্ত পরীক্ষার জন্য একটি খুবি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তোমাদের জন্য শেয়ার করছি। আজকের সেই গুরুত্বপূর্ণ পোস্টটি হল, কলকাতা পুলিশ কনস্টেবল প্রাকটিস সেট PDF। যে প্র্যাকটিস সেটটিতে উক্ত পরীক্ষার জন্য স্পেশাল ১০০টি প্রশ্ন, যে প্রশ্ন গুলি বিগত বছরের প্রশ্নপত্র থেকে বেছে বেছে নেওয়া।তাই তোমরা কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে প্র্যাকটিস সেটি প্র্যাকটিস করে শুরু করে দাও।
আজকের প্র্যাকটিস সেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট কারন আমরা কেবলমাত্র এই পরীক্ষার জন্য স্পেশাল স্পেশাল প্রশ্ন গুলি বেছে বেছে নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য বানিয়েছি। তাই তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটটি খুব ভালো ভাবে প্র্যাকটিস করে নাও। কারন তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই।
প্রশ্নাবলী
০১. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
🅐 মাইক্রো তরঙ্গ
🅑 X-রশ্মি
🅒 অতিবেগুনী রশ্মি
🅓 অবলোহিত রশ্মি
০২. "উচ্চতাজনিত ভয়"-কে বলা হয়-
🅐 অ্যাক্রোফোবিয়া
🅑 অ্যাংলোফোবিয়া
🅒 আরগোফোবিয়া
🅓 অ্যাগোরাফোবিয়া
০৩. সাইখম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত ?
🅐 সাঁতার
🅑 বক্সিং
🅒 ভারোত্তোলন
🅓 জিমন্যাসটিক
০৪. NABARD (নাবাড) প্রতিষ্ঠানটি জড়িত –
🅐 গ্রামের উন্নয়নে
🅑 শহরের উন্নয়নে
🅒 শিল্পের উন্নয়নে
🅓 রেলের উন্নয়নে
০৫. নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় ?
🅐 ১০০ টাকা
🅑 ৫০০ টাকা
🅒 ২০০০ টাকা
🅓 ১ টাকা
০৬. পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে, উপরাষ্ট্রপতি রাস্ত্রপতিরুপে কাজ চালাতে পারেন –
🅐 ৬ মাস
🅑 ৩ মাস
🅒 ১ বছর
🅓 ৫ বছর
০৭. কোন CPMF/CAPF ইন্দ-চীন সীমান্ত পাহারা দেয় ?
🅐 SSB
🅑 BSF
🅒 ITBP
🅓 CRPF
০৮. নিম্নের কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশধিত হয়েছিলো ?
🅐 ৪২তম সংশোধন
🅑 ৪৪তম সংশোধন
🅒 ৫৬তম সংশোধন
🅓 এটি কখনোই সংশোধিত হয়নি
০৯. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল –
🅐 বোম্বে হাইকোর্ট
🅑 মাদ্রাজ হাইকোর্ট
🅒 কলকাতা হাইকোর্ট
🅓 এলাহাবাদ হাইকোর্ট
১০. কিংবদন্তী টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল কোন দেশার নাগরিক ?
🅐 ইংল্যান্ড
🅑 স্পেন
🅒 অস্ট্রিয়া
🅓 বেলজিয়াম
১১. নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনীর মহড়া "Varuna 2018"-তে অংশগ্রহন করেছিল ?
🅐 ভারত ও বাংলাদেশ
🅑 ভারত ও ইজরায়েল
🅒 ভারত ও শ্রীলঙ্কা
🅓 ভারত ও ফ্রান্স
১২. গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়, তা হল –
🅐 সমতল দর্পণ
🅑 গোলাকার অবতল দর্পণ
🅒 গোলাকার উত্তল দর্পণ
🅓 অধিবৃত্তাকার অবতল দর্পণ
১৩. জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হল –
🅐 পেট্রোলজি
🅑 প্যালিওনোটোলজি
🅒 প্যলিওবটানি
🅓 আর্কিওলজি
১৪. নিম্নের কোন ব্যাক্তি "দীন-ই-ইলাহী"-র সদস্য ছিলেন ?
🅐 তানসেন
🅑 টেডরমল
🅒 রাজা মানসিং
🅓 রাজা বীরবল
১৫. কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি 'হেরিটেজ সাইট' ঘোষণা করা হয় ?
🅐 ১৯৮৯ সালে
🅑 ১৯৯৯ সালে
🅒 ১৯৬৯ সালে
🅓 ১৯৭৯ সালে
১৬. "সানরাইজ ইন্ডাস্ট্রি" বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায় ?
🅐 নির্মাণ শিল্প
🅑 পেট্রোকেমিক্যাল শিল্প
🅒 পরিবহণ শিল্প
🅓 কম্পিউটার শিল্প
১৭. হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত ?
🅐 মহত্মা গান্ধী
🅑 লালবাহাদুর শাস্ত্রী
🅒 পণ্ডিত জওহরলাল নেহেরু
🅓 সর্দার বল্লভভাই প্যাটেল
১৮. নিম্নের কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে ?
🅐 বুধ
🅑 শুক্র
🅒 শনি
🅓 বৃহস্পতি
১৯. যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয়,তবে তার দ্বারা নিম্মলিখিত কোনটি অনুমান করা যায় ?
🅐 পরিস্কার আবহাওয়ার সম্ভবনা
🅑 ঝড়ের সম্ভবনা
🅒 রৌদ্র ঝলমলে আবহাওয়ার সম্ভবনা
🅓 বৃষ্টির সম্ববনা
২০. কোন দিনটি "আন্তর্জাতিক যোগ দিবস" রূপে পালিত হয় ?
🅐 ৩১শে মে
🅑 ২১শে মে
🅒 ১লা জুলাই
🅓 ১লা ডিসেম্বর
২১. মানবশরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না ?
🅐 মস্তিস্ক
🅑 ধমনী
🅒 কৌশিক
🅓 শিরা
২২. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের সংশোধন করা যায় ?
🅐 অনুছেদ-৩৬০
🅑 অনুছেদ-৩৬২
🅒 অনুছেদ-৩৬৮
🅓 অনুছেদ-৩৭০
২৩. নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি ?
🅐 আক্রা
🅑 ক্যানবেরা
🅒 আসলো
🅓 দামাস্কাস
২৪. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিলো ?
🅐 তামিলনাড়ু
🅑 অন্ধ্রপ্রদেশ
🅒 কর্ণাটক
🅓 পশ্চিমবঙ্গ
২৫. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় ?
🅐 কেরালা
🅑 কর্ণাটক
🅒 অন্ধ্রপ্রদেশ
🅓 তামিলনাড়ু
২৬. কোন খেলার সাথে "ফর্মুলা-1" যুক্ত ?
🅐 মোটর রেসিং
🅑 ক্রিকেট
🅒 আইস হকি
🅓 পোলো
২৭. "ধূমকেতু" কার ছদ্মনাম ছিল ?
🅐 সত্যজিৎ রায়
🅑 কাজি নজরুল ইসলাম
🅒 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
🅓 সুনীল গঙ্গোপাধ্যায়
২৮. রোগ সংক্রামণকারী পতঙ্গদের বলা হয় –
🅐 ভেক্টর
🅑 ড্রোনস
🅒 ট্রান্সমিটার
🅓 কন্ডাকটর
২৯. ইলেকট্রন সংখ্যা যা L কক্ষপথে নির্ধারণ করা যায় :
🅐 2
🅑 8
🅒 18
🅓 32
৩০. গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে পৌছায় এই সময়ে ?
🅐 1-5 ই জুন
🅑 5-10 ই জুন
🅒 10-20 জুন
🅓 15-20 জুন
৩১. জম্মু-কাশ্মীরের প্রথম Milk Village হিসাবে নামাঙ্কিত হলো কোন গ্রামটি ?
🅐 ইন্দ্রি
🅑 বাকর
🅒 জেরী হ্যামলেট
🅓 আলোরা
৩২. প্রথম ভারতীয় হিসাবে ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন ফলোয়ার্স অর্জন করলো কে ?
🅐 বিরাট কোহলি
🅑 অক্ষয় কুমার
🅒 এম.এস. ধোনি
🅓 প্রিয়াঙ্কা চোপড়া
৩৩. সম্প্রতি "Blue Duke" কোন রাজ্যের State Butterfly হিসেবে ঘোষিত হলো ?
🅐 মেঘালয়
🅑 নাগাল্যান্ড
🅒 সিকিম
🅓 অরুণাচল প্রদেশ
৩৪. দেবনাম উপাধিতে ভূষিত হন কে ?
🅐 অশোক
🅑 চন্দ্রগুপ্ত
🅒 হর্ষবর্ধন
🅓 কণিষ্ক
৩৫. মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন ?
🅐 বেনজিন
🅑 তড়িৎ চুম্বকত্ব
🅒 তড়িৎ আবেশ
🅓 কোনটাই নয়
৩৬. সম্প্রতি প্রয়াত অঞ্জলী পন্নুসামি কে ছিলেন ?
🅐 অভিনেত্রী
🅑 রাজনীতিবিদ
🅒 লেখিকা
🅓 স্বাধীনতা সংগ্রামী
৩৭. পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি ?
🅐 2145
🅑 1617
🅒 3300
🅓 2272
৩৮. লুভর মিউজিয়াম - কোথায় অবস্থিত ?
🅐 অস্ট্রেলিয়া
🅑 জাপান
🅒 প্যারিস
🅓 সুইডেন
৩৯. Top 10 chefs in the World তালিকায় স্থান পেলেন ভারতের কোন শেফ ?
🅐 সঞ্জীব কাপুর
🅑 বিকাশ খান্না
🅒 উভয়ই
🅓 কেউই নন
৪০. পানামা জঙ্গলে আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাঙটির নামকরণ কোন পরিবেশ কর্মীর নামে করা হয়েছে ?
🅐 মালালা ইউসুফজাই
🅑 গ্রেটা থানবার্গ
🅒 রাচেল কারসন
🅓 দিশা রবি
৪১. TU98 : UV97; JK93 : KL92; PQ73 : ?
🅐 73RS
🅑 72RS
🅒 RS73
🅓 QR72
৪২. একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোকের ছবি দেখিয়ে বললেন এই ভদ্রলোকের স্ত্রী হলেন আমার শাশুড়ির একমাত্র পুত্র বধু তবে ভদ্রলোকটি ভদ্র মহিলার সাথে কীভাবে সম্পর্কিত ?
🅐 মা ছেলে
🅑 স্বামী-স্ত্রী
🅒 ভাই বোন
🅓 কোনটাই নয়
৪৩. ভিন্ন শব্দটি খুঁজে বের করো ?
🅐 বর্গক্ষেত্র
🅑 পরাবৃত্ত
🅒 অধিবৃত্ত
🅓 বৃত্ত
৪৪. টেলিভিশন : জন বেয়ার্ড : : টেলিফোন : ?
🅐 জেমস ওয়াট
🅑 রন্টজেন
🅒 গ্যালিলিও
🅓 গ্রাহাম বেল
৪৫. রিয়া যদি প্রিয়া এর বোন হয়,প্রিয়া যদি তাপস এর কন্যা এবং তাপস যদি বাসন্তির এর স্বামী হয়,তবে বাসন্তি, প্রিয়ার এর কে হয় ?
🅐 বাবা
🅑 মা
🅒 ভাই
🅓 বোন
৪৬. PENCIL : NEPLIC : : IRASER : ?
🅐 IRARES
🅑 ARISER
🅒 ARIRES
🅓 RISARE
৪৭. MOBILE কে যদি লেখা হয় ZAMSUM, তবে TUMOR কে কি লেখা হবে ?
🅐 HGYAD
🅑 GGXYA
🅒 IHZBE
🅓 BRAIN
৪৮. অর্থপূর্ণ ক্রমে সাজাও : (1) ফুসফুস (2) নাসারন্ধ্র (3) শ্বাসনালী (4) রক্ত
🅐 1,2,3,4
🅑 2,3,1,4
🅒 1,3,4,2
🅓 4,3,2,1
৪৯. MOBILE -এর সংকেত ZAMSUM হলে, ওই ভাষা অনুযায়ী TUMOR -এর সংকেত কি হবে ?
🅐 HGYAD
🅑 GGXYA
🅒 IHZBE
🅓 BRAIN
৫০. পাম্পি প্রথমে 25 কিমি উত্তরে গেলেন, তারপর 50 কিমি বাঁদিকে গেলেন এবং পুনরায় 50 কিমি দক্ষিণে যাওয়ার পর শেষে 50 কিমি ডানদিকে গেলেন।বর্তমানে তিনি শুরুর জায়গা থেকে কোনদিকে রয়েছেন ?
🅐 দক্ষিণ-পশ্চিম
🅑 উত্তর-পূর্ব
🅒 পশ্চিম-পূর্ব
🅓 দক্ষিণ-পূর্ব
৫১. Mirror: Reflection : : Water: ?
🅐 Conduction
🅑 Immersion
🅒 Evaporation
🅓 Refraction
৫২. যদি GO = 32 ও SHE = 49 হয়, তবে SOME = ?
🅐 62
🅑 60
🅒 56
🅓 66
৫৩. শূন্যস্থানে কি বসবে : 21, 23, 27, 33, __ ?
🅐 37
🅑 41
🅒 43
🅓 49
৫৪. BAD কে যদি লেখা হয় 214, তবে SAD কে কি লেখা হয় ?
🅐 1924
🅑 1914
🅒 314
🅓 614
৫৫. ঠিক উত্তর নির্বাচন করো : 8 : 512 :: 6 : ?
🅐 1256
🅑 36
🅒 108
🅓 216
৫৬. অপরাধ : কোট :: রোগ : ? - প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে ?
🅐 ডাক্তার
🅑 হসপিটাল
🅒 ওষুধ
🅓 চিকিৎসা
৫৭. ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে দেবজ্যোতি বললো,"তার বাবা হল আমার মায়ের একমাত্র পুত্র।" এটি কার ছবি ?
🅐 দেবজ্যোতি
🅑 দেবজ্যোতি ভাই
🅒 দেবজ্যোতি পুত্র
🅓 দেবজ্যোতি বাবা
৫৮. পঞ্চতন্ত্র : বিষ্ণুগুপ্ত : : সূর্যসিদ্ধান্ত : ?
🅐 সুশ্রুত
🅑 বাৎস্যায়ন
🅒 সমুদ্রগুপ্ত
🅓 আর্যভট্ট
৫৯. অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলোর সঠিক ক্রম কি হবে নির্ণয় করো: [1] Counter [2] Courier [3] Courage [4] Counsel [5] Country
🅐 4,1,2,3,5
🅑 4,1,5,3,2
🅒 5,1,4,2,3
🅓 5,4,2,1,3
৬০. SUNDAY = 18 , MONSOON = 21 , YEAR = 12 তাহলে THURSDAY = কত ?
🅐 98
🅑 105
🅒 24
🅓 কোনটাই নয়
৬১. 4 জন বালক একটি সারিতে বসেছে।মানু, ঘণ্টি - এর পাশে বসেছে, কিন্তু ঘণ্টি, রকির এর পাশে বসে নি।যদি রকি,ফুলু- এর পাশে না বসে, তবে ফুলি এর পাশে কে বসেছে ?
🅐 ঘণ্টি
🅑 মানু
🅒 মানু এবং ঘণ্টি
🅓 কেউই না
৬২. অর্থপূর্ণ ক্রমে সাজাও : (1) ফুসফুস (2) নাসারন্ধ্র (3) শ্বাসনালী (4) রক্ত
🅐 1,2,3,4
🅑 2,3,1,4
🅒 1,3,4,2
🅓 4,3,2,1
৬৩. SOFT -এর সংকেত RTNPEGSU হলে, HARD -এর সংকেত কি হবে ?
🅐 GIZBQSCE
🅑 GZIBSQCE
🅒 GJZCQTCF
🅓 HIABRSDE
৬৪. Doll, Dear, Dry, Drinks, Dust এখানে কোন Word অন্যদের চেয়ে আলাদা ?
🅐 Dear
🅑 Dry
🅒 Drinks
🅓 Dust
৬৫. রাহুল এবং রাকেশ দুই ভাই, রেনুকা এবং সুস্মিতা দুই বোন,রাহুল এর পুত্র সুস্মিতার এর ভাই হলে রাকেশ এবং রেনুকা এর মধ্যে সম্পর্ক কি ?
🅐 বাবা
🅑 কাকা
🅒 ভাই
🅓 ঠাকুরদা
৬৬. সৌরভ জন্ম তারিখ হল 6 মার্চ 1993,যদি সেই বছর শুক্রবার দিন স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে থাকে তাহলে পার্থর জন্মদিন কি বার ছিল ?
🅐 বুধবার
🅑 বৃহস্পতিবার
🅒 শুক্রবার
🅓 শনিবার
৬৭. একটি ভাষাতে যদি 123 মানে "bright little boy" হয় এবং 145 মানে "tall big boy" হয় এবং 637 মানে "beautiful Little Flower" হয় ,তাহলে bright শব্দটির অক্ষর কে চিহ্নিত করে ?
🅐 1
🅑 2
🅒 3
🅓 4
৬৮. 29 জনের একটি সারিতে সাহেব 17 নম্বরে বামদিক থেকে এবং সুজন 17 নম্বরে ডানদিক থেকে থাকলে, সাহেব এবং সুজনের মধ্যে কতজন অবস্থিত ?
🅐 3
🅑 5
🅒 6
🅓 8
৬৯. APGL, CQIM, ERKN, ?
🅐 FOLS
🅑 FSOK
🅒 FSLO
🅓 GSMO
৭০. দি "FISH" কে "EHRG" আকারে প্রকাশ করা হয়, তাহলে "JUNGLE" কে কি আকারে প্রকাশ করা হবে ?
🅐 ITMFKD
🅑 ITNFKD
🅒 KVOHMF
🅓 TIMFKD
৭১. ১৫ জন ক্ষেতমজুর ৫ দিনে ১৮ বিঘা জমি চাষ করতে পারেন। যদি ১০ জন ক্ষেতমজুর ১০ দিন কাজ করেন, তবে কত চাষ করতে পারেন ?
🅐 ২৪ বিঘা
🅑 ২৬ বিঘা
🅒 ৪৮ বিঘা
🅓 ১৫ বিঘা
৭২. ১৭৫ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে থাকা এক ব্যাক্তিকে ১৮ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির ঘণ্টায় গতিবেগ কত ?
🅐 ২৫ কিমি
🅑 ৩৫ কিমি
🅒 ৩৬ কিমি
🅓 এদের কোনোটিই নয়
৭৩. কোনো বিশ্রাম ছাড়াই রাস্মিকা ঘণ্টায় ১২ কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রামসহ ঘণ্টায় ৮ কিমি গড় গতিবেগে গেলে,রাস্মিকা ঘণ্টায় কত মিটার যায় ?
🅐 ১০ মিটার
🅑 ১৮ মিটায়
🅒 ২০ মিটার
🅓 ২৫ মিটার
৭৪. ৫টা ও ৬টার মধ্যে কোন সময়ে ঘড়ির মিনিট এবং কাঁটা একসঙ্গে মিলিত হবে ?
🅐 ৫টা ৪৭ মিনিট
🅑 ৫টা ৩৭ মিনিট
🅒 ৫টা ২১ মিনিট
🅓 ৫টা ২৭ মিনিট
৭৫. একটি কারখানায় মেশিনের মুল্য ১১% হ্রাসপ্রাপ্ত হয়।মেশিনটির বর্তমান মুল্য ১১০০০০ টাকা হলে ২ বছর পর কত হবে ?
🅐 ৮৮২৩৯ টাকা
🅑 ৯০০০০ টাকা
🅒 ১০০০০ টাকা
🅓 ৮৭১৩১ টাকা
৭৬. কোনো শহরের জনসংখ্যা ৩০০০০ জন। প্রথম বছরে বৃদ্ধি পায় ১০%, দ্বিতীয় বছরে হ্রাস পায় ২০% এবং তৃতীয় বছরে বৃদ্ধি পায় ৩০% তাহলে তিন বছর পর জনসংখ্যা কত হবে ?
🅐 ৩২৪৫০ জন
🅑 ৩৪৩২০ জন
🅒 ৩৩৩০০ জন
🅓 ৩৫৩২০ জন
৭৭. X জন লোক X গুন কাজ করতে পারে X দিনে তাহলে Y জন লোক Y গুন কাজ করতে পারে কতদিনে ?
🅐 X2Y দিনে
🅑 X দিনে
🅒 Y দিনে
🅓 XY দিনে
৭৮. ৭২ লিটার ঠাণ্ডা পানীয়তে সিরাপ ও জলের অনুপাত ৭ : ২, তাতে এর কত জল মেশালে সিরাপ ও জলের অনুপাত ৪ : ৩ হবে ?
🅐 ২৬ লিটার
🅑 ২২ লিটার
🅒 ১৯ লিটার
🅓 ২৮ লিটার
৭৯. একটি পাত্রে ৩৬ লিটার জল আছে। তা থেকে ৩ লিটার জল তুলে ৩ লিটার দুধ মেশানো হল,ওই মিশ্রণের থেকে আরও ৩ লিটার মিশ্রন তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশালে শেষ মিশ্রনে জল ও দুধের অনুপাত কত দাঁড়াবে ?
🅐 ২১ : ২৫
🅑 ১২১ : ২৫
🅒 ১২১ : ২৩
🅓 ১২০ : ৬১
৮০. কোনো একটি স্কুলের পাঁচটি শ্রেণীর ( ১ম থেকে ৫ম ) গড় সংখ্যা হয় ২৯। যদি প্রথম তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গড় সংখ্যা হয় ৩০ তবে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর মোট কতজন পরাশুনা করে ?
🅐 ৫২ জন
🅑 ৫৬ জন
🅒 ৫৫ জন
🅓 ৪৫ জন
৮১. ১১ টি গরুর মধ্যে ৪০২৫ টাকা দামের ১টি গরুর বদলে ১টি ঘোড়া কেনা হল।এতে যদি তাদের গড় মুল্য ৪২৫ টাকা বাড়ে,তবে ঘোড়াটির ক্রয়মুল্য কত ?
🅐 ৮৫০০ টাকা
🅑 ৮৯০০ টাকা
🅒 ৯০০০ টাকা
🅓 ৮৭০০ টাকা
৮২. কোনো পরিবারের পিতা ও মাতার বয়সের গড় ৩৫ বৎসর কিন্তু পিতা মাতা ও তাদের একমাত্র পুত্রের বয়সের গড় ২৭ বৎসর,পুত্রের বয়স কত ?
🅐 ৯ বৎসর
🅑 ১৫ বৎসর
🅒 ১৬ বৎসর
🅓 ১১ বৎসর
৮৩. ১৫টি সংখ্যার গড় ২৯।প্রথম ৮টি সংখ্যার গড় ২৫ এবং শেষ ৮টি সংখ্যার গড় ৩৫ তাহলে অষ্টম সংখ্যাটি কত ?
🅐 ৪২
🅑 ৪৫
🅒 ৪৭
🅓 ৪৯
৮৪. রাম চরণ ৩ কিমি/ঘণ্টা গতিতে স্কুল যায় এবং ২ কিমি/ঘণ্টা গতিতে স্কুল থেকে ফিরে আসে।স্কুল যাওয়াতে তার সময় লাগে মোট ৫ ঘণ্টা,বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব কত ছিল ?
🅐 ৬ কিমি
🅑 ৭ কিমি
🅒 ৮ কিমি
🅓 ৯ কিমি
৮৫. একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকুলে ১০০ কিমি যায় ৪ ঘণ্টায় এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসে ৫ ঘণ্টায়,স্রোতের গতিবেগ কত ?
🅐 ২ কিমি/ঘণ্টা
🅑 ৩ কিমি/ঘণ্টা
🅒 ৪ কিমি/ঘণ্টা
🅓 ২.৫ কিমি/ঘণ্টা
৮৬. স্রোতের গতিবেগ ২.৫ কিমি/ঘণ্টা এবং অনুকূলের গতিবেগ ১৫ কিমি/ঘণ্টা হলে, স্রোতের প্রতিকূলে গতিবেগ কত ?
🅐 ৮ কিমি/ঘণ্টা
🅑 ৯ কিমি/ঘণ্টা
🅒 ১০ কিমি/ঘণ্টা
🅓 ১১ কিমি/ঘণ্টা
৮৭. ১৯৭৯ সালের ১২ই জানুয়ারি কি বার হবে ?
🅐 সোমবার
🅑 মঙ্গলবার
🅒 বুধবার
🅓 শুক্রবার
৮৮. একটি ৩৬৫ পৃষ্ঠার বই-এর পৃষ্ঠা সংখ্যা লিখতে মোট কতগুলি অঙ্কের প্রয়োজন হবে ?
🅐 ৯৮৭
🅑 ৭৮৭
🅒 ৩৮৭
🅓 ৩৬৫
৮৯. ক্ষুদ্রতম কোন সংখ্যা ৮৯৫৮ এর সাথে যোগ করতে হবে যাতে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
🅐 ৬৯
🅑 ৬৭
🅒 ৭৭
🅓 ৭৯
৯০. ১১টি সংখ্যার গড় সংখ্যা ১০.৯ , যদি প্রথম ছয়টির গড় সংখ্যা ১০.৫ এবং শেষের ছয়টির গড় সংখ্যা ১১.৪ হয়,তবে মাঝের সংখ্যাটি কত ?
🅐 ১০.৫
🅑 ১০.৯
🅒 ১১.৫
🅓 ১৪.২
৯১. ছয়টি ঘণ্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে ২, ৪,৬,৮,১০ এবং ১২ সেকেন্ড ব্যবধানে বাজে,৩০ মিনিটে তারা এক সাথে কতবার বাজবে ?
🅐 ৯
🅑 ১০
🅒 ১৫
🅓 ১৬
৯২. দুটি সংখ্যার যোগফল ২৫ এবং তাদের অন্তর ১৩। সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন।
🅐 ৩১৫
🅑 ১১৪
🅒 ১০৪
🅓 ৩২৫
৯৩. তিনটি সংখ্যার অনুপাত ৫ : ৭ : ১২ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে ৫০ বেশি,সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করো।
🅐 ১১৮
🅑 ১২০
🅒 ১২৫
🅓 ১৩২
৯৪. কিছু টাকা বার্ষিক ৫% সরল সুদের হারে কত বছরে তিনগুণ হবে ?
🅐 ৪০ বছরে
🅑 ৩০ বছরে
🅒 ২০ বছরে
🅓 ৬০ বছরে
৯৫. কোনো ঘড়ি আয়নায় ১২:৪০ দেখালে, প্রকৃত সময় হল -
🅐 ১১:২০
🅑 ১০:১০
🅒 ৮:৫০
🅓 ১২:৪০
৯৬. একটি ক্রিকেট খেলায় প্রথম ১০ ওভারে রানের গড় ছিল ৩:২। ২৮২ রান তুলতে হলে বাকি ৪০ ওভারে রানের গড় কত হবে ?
🅐 ৬.৭৫
🅑 ৬.৫
🅒 ৬.২৫
🅓 ৭
৯৭. বাবার বয়স মেয়ের ৪ গুণ। যদি ৫ বছর পরে তার বয়স মেয়ের বয়সের ৩ গুণ হয়, তবে আরো ৫ বছর পরে,তিনি তার মেয়ের বয়সের কতগুণ হবেন ?
🅐 ২ গুণ
🅑 ৩ গুণ
🅒 ১.৫ গুন
🅓 ২.৫ গুন
৯৮. ৪৫ কিমি/ ঘন্টা বেগে গতিশীল ১৩০ মিটার লম্বা একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে,সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করুন।
🅐 ২৪৫ মিটার
🅑 ২২৫ মিটার
🅒 ২০০ মিটার
🅓 ২৫০ মিটার
৯৯. ৮ ঘণ্টা করে কাজ করে ১৫ জন পুরুষের ২১ দিন সময় লাগে একটি কাজ সম্পন্ন করতে। ৬ ঘণ্টা করে কাজ করলে ২১ জন মহিলার সেই কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে, যদি ৩ জন মহিলা ২ জন পুরুষের সমান কাজ করে ?
🅐 ২০
🅑 ৩০
🅒 ১৮
🅓 ২৫
১০০. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১২ এবং পার্থক্য ৬। দুই অঙ্কবিশিষ্ট সংখ্যাটি কত ?
🅐 ৭৫
🅑 ৯৩
🅒 ৬০
🅓 ৮৪
❐ তোমরা সময় নষ্ট না করে, হাতে সময় নিয়ে Kolkata Police Constable Preliminary Practice set-টি সমগ্রহ করে প্র্যাকটিস করতে শুরু করে দাও।
File Details ::
File Name: কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্রাকটিস সেট
Part: 01
File Format: PDF
No. of Pages: 14
File Size: 2 MB
No comments:
Post a Comment