Biology Questions Answers in Bengali PDF || জীববিদ্যা প্রশ্ন ও উত্তর
![]() |
Biology Questions Answers in Bengali PDF || জীববিদ্যা প্রশ্ন ও উত্তর |
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে Biology Questions Answers in Bengali PDF-টি দিচ্ছি। তোমরা অতি অবশ্যই এই প্রশ্ন গুলি খুবি মনোযোগ সহকারে মুখস্থ করে নাও, কারন প্রায় প্রতিটি পরীক্ষাতেই জীববিদ্যা থেকে অনেক প্রশ্ন থাকে। তাই তোমাদের সেই প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিজে যাবার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে বেছে বেছে এই প্রশ্ন গুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি।
জীববিদ্যা SAQ প্রশ্ন ও উত্তর
❏ কান্ডের কোষ প্রাচীরের আবরণকে কি বলে ?
Ans :: এপিডার্মিস
❏ মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়ের নাম কি ?
Ans :: ফিমার
❏ কোন প্রাণীকে ‘জলজ রেশম’ বলা হয় ?
Ans :: স্পাইরোগাইরা
❏ মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি জল শোষিত হয় ?
Ans :: কোলন
❏ কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
Ans :: গরু
❏ ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ?
Ans :: ক্যালসিফেরল
❏ কোন ভিটামিন মুত্রের সঙ্গে নির্গত হয় ?
Ans :: ভিটামিন সি
❏ স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত ?
Ans :: বারো জোড়া
❏ প্যাটেলা কিসের সঙ্গে যুক্ত ?
Ans :: হাঁটু
❏ রক্ত ও লসিকার মধ্যে প্রধান পার্থক্যটি কি ?
Ans :: লসিকাতে লোহিত রক্ত কণিকার অনুপস্থিতি
❏ কোন প্রাণীদের দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় ?
Ans :: পেরিপ্লানেটা
❏ তিমির শ্বাস অঙ্গের নাম কি ?
Ans :: ফুসফুস
❏ কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
Ans :: ইলেকট্রন পরিবহন
❏ ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?
Ans :: ডারমাটাইটিস
❏ ব্যাকটিরিওফাজ কি ?
Ans :: একটি ভাইরাস
❏ বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন ?
Ans :: গ্রেগর জোহান মেন্ডেল
❏ কোন রোগের কারণে গরু–ছাগলের বন্ধ্যাত্ব হয় ?
Ans :: বাঙ্গস রোগ
❏ সবচেয়ে বিষাক্ত রেচন পদার্থের নাম কি ?
Ans :: অ্যামোনিয়া
❏ একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম কি ?
Ans :: জিব্বারেলিন
❏ কোন হরমোনের অভাবে মধুমেয় রোগ হয় ?
Ans :: ইনসুলিন
❏ এইডস কোন ভাইরাসের জন্য হয়
Ans :: HIV
❏ মাশরুম নামে পরিচিত কোনটি ?
Ans :: এগারিকাস
❏ ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?
Ans :: নদী
❏ নাইট্রোজেন বেস কয় ধরনের ?
Ans :: ২ ধরনের
❏ Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?
Ans :: মৌমাছি
❏ রক্তে PH এর মান কত?
Ans ::৭.৪
❏ মেডুলা কিসের অংশ?
Ans :: মস্তিষ্কের
❏ ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?
Ans :: ৩টি
❏ E.Coli মানবদেহের কোথায় থাকে?
Ans :: অন্ত্রে
❏ কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?
Ans :: ১৯২৭
❏ জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
Ans :: শুশুক
❏ যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
Ans :: প্যাথজেনিক
❏ কোনো পরিবহন তন্ত্র নেই-
Ans :: ছত্রাকের
❏ চিংড়ির চাষকে কি বলে?
Ans :: Prawn culture
❏ মাছের প্রাকৃতিক খাবার হল-
Ans :: প্লাংকটন
❏ কলকাসুন্দা কি?
Ans :: উপগুল্ম
❏ হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস ?
Ans :: SARS
❏ টায়ালিন কি পরিপাক করে?
Ans :: শর্করা
❏ বিলিরুবিন কোথায় থাকে?
Ans :: প্লীহায়
❏ জন্ডিসে আক্রান্ত হয় –
Ans :: যকৃত
❏ কোন উপাদানটির অভাবে গাছের সাদা মুকুল রোগটি ঘটে ?
Ans :: জিঙ্ক
❏ কোনটি ইউকারপিক ছত্রাক ?
Ans :: ফিউসেরিয়াম
❏ প্রতিমিনিটে মানুষরে স্বাসহার কত ?
Ans :: ১৪-১৬ বার
❏ পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে -
Ans :: লসিকানালী
❏ যে হরমোনটি রক্তে Ca এর মাত্রা নিয়ন্ত্রণ করে সেটি হলো ?
Ans :: প্যারাথাইরয়েড
❏ কোন প্রাণীতে রমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
Ans :: গরু
❏ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো ?
Ans :: থাইরয়েড
❏ AIDS/HIV ভাইরাস এক প্রকার -
Ans :: RNA ভাইরাস
❏ কোন হরমোনটি রক্তস্থিত গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ?
Ans :: ইনসুলিন
❏ ব্যাঙের মুখ্য রেচন পদার্থ কী ?
Ans :: ইউরিয়া
❏ ADH এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়—
Ans :: ডায়াবেটিস ইনসিপিডাস
❏ কোন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুইটারী দ্বারা নিয়ন্ত্রিত নয় ?
Ans :: অ্যাড্রিনাল মেডুলা
❏ দুধের বর্ণ সাদা হওয়ার কারণ কী ?
Ans :: কেসিন
❏ কোন ভিটামিনে অ্যাসিল CoA ডিহাইড্রোজিনেস প্রথেটিক গ্রুপ যুক্ত থাকে ?
Ans :: রাইবোফ্লেভিন
❏ ভেসেল বা ট্রাকিয়া বিহীন একটি উদ্ভিদ হল—
Ans :: পাইন
❏ গরুর গর্ভধারণকাল কত দিন ?
Ans :: ২৪০ দিন
❏ মানুষের স্বাভাবিক রক্ত -
Ans :: ক্ষারীয়
❏ কোন রোগের জন্য BCG ভ্যাকসিন ব্যবহার করা হয় ?
Ans :: যক্ষ্মা
❏ সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
Ans :: ছাল
❏ রাতকানা রোগ কোন ভিটামিনটির অভাবে হয় ?
Ans :: ভিটামিন A
❏ মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে, মানুষের মৃত্যু ঘটবে ?
Ans :: 5.0 %
❏ ঘ্রাণ অনুভূতি গৃহীত কীসের দ্বারা ?
Ans :: অলফ্যাকটরি লোব দ্বারা
❏ ত্বকে রঙের কারণ কোনটি ?
Ans :: মেলানিন
❏ বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে বলা হয়—
Ans :: প্রেসবাইয়াপিয়া
❏ ভাইরাস ঘটিত কোন রোগটি দেহের অনাক্রমতা নষ্ট করে দেয় ?
Ans :: এইডস
❏ কুইনাইন কি ?
Ans :: উপক্ষার
❏ রক্তে অধিকমাত্রায় ইউরিক এসিড উপস্থিত হলে যে রোগটি হয় ?
Ans :: গেঁটেবাত
❏ কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?
Ans :: বৃক্ক
❏ ATP সংশ্লেষ হয় মাইটোকনড্রিয়ার ?
Ans :: ম্যাট্রিক্স এ
❏ মধ্যচ্ছদা সাহায্য করে ?
Ans :: শ্বসনে
❏ লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় ?
Ans :: অস্থিমজ্জা
❏ আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় ?
Ans :: ইনসুলিন
❏ স্টেরয়েড হরমোন পাওয়া যায় কি থেকে ?
Ans :: কোলেস্টেরল
❏ একটি কোয়ান্টোজোম এ ক্লোরোফিল অনুর সংখ্যা কত ?
Ans :: 200 থেকে 250
❏ ত্বকের রং কিসের উপর নির্ভর করে ?
Ans :: মেলানিন
❏ মানব শরীরে কোষের সংখ্যা কয়টি ?
Ans :: ৭৫ ট্রিলিয়ন
❏ ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি ?
Ans :: কাইটিন
❏ কিসের অভাবে পাতা হলুদ হয়ে যায় ?
Ans :: নাইট্রোজেন
❏ ডায়ারিয়া হয় কিসের কারণে ?
Ans :: রোটা ভাইরাসের
❏ কোন খাদ্যে প্রোটিন বেশি ?
Ans :: শুটকি মাছ, মসুর ডাল ইত্যাদি
❏ মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়ের নাম কি ?
Ans :: ফিমার
❏ ঝিনুকের রক্তে কি নেই ?
Ans :: হিমোগ্লোবিন
❏ উদ্ভিদের গৌণ পুষ্টি কয়টি ?
Ans :: ৭টি
File Details ::
File Name: জীববিদ্যা SAQ প্রশ্ন ও উত্তর
File Format: PDF
No. of Pages: 05
File Size: 638 KB
No comments:
Post a Comment