Breaking




Saturday 4 November 2023

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০১

Food SI Practice Set 2023 || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০১

ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০১
ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০১
সুপ্রিয় বন্ধুরা,
তোমারা যারা ২০২৩ সালের ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করেছো, তোমরা হয়তো অনেকেই দেখেছো কয়েক দিন আগে একটি প্র্যাকটিস সেট বই তোমাদের জন্য শেয়ার করেছি হয়তো অনেকে পেয়েছো অনেকে পাওনি যারা পাওনি অবশ্যই বইটি সংগ্রহ করে নাও। তোমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতিকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমরা ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০১ এই পোস্টই নিয়ে হাজির হয়েছি। যে সেটটি খুবই সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি, তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে সেটটি প্র্যাকটিস করা শুরু করে দাও। 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

০১. হলুদ ও নীল রং মিশ্রিত করলে কি রং তৈরি হয় ? 
[A] সাদা 
[B] লাল 
[C] সবুজ 
[D] কমলা

০২. পুরুষ বিভাগে Ballon d’Or Award 2023 জিতলেন কে ?
[A] লিওনেল মেসি 
[B] ক্রিস্টিয়ানো রোনাল্ডো
[C] নেইমার
[D] কেউই নন

০৩. রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়েছিল ? 
[A] ১৯৯০ সালে
[B] ১৯৯১ সালে 
[C] ১৯৯৩ সালে 
[D] ১৯৯৫ সালে 

০৪. নিম্নের কোন দেশ গুলি G-7 এর অন্তর্ভুক্ত ?
[A] ফ্রান্স, আমেরিকা, জার্মানি, স্পেন
[B] যুক্তরাজ্য, অষ্ট্রিয়া, জার্মানি, ইতালি
[C] কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি 
[D] আমেরিকা, ফ্রান্স, জাপান, চীন

০৫. Global Teacher Prize 2023 পাচ্ছেন পশ্চিমবঙ্গের কোন শিক্ষক ?
[A] দীপ নারায়ণ নায়েক 
[B] মনিরুল হোসেন
[C] কৃষ্ণেন্দু পাঠক
[D] শঙ্খ দাস

০৬. Para Asian Games 2023-এ ভারত মোট কয়টি মেডেল জিতলো ?
[A] ৮৯ টি
[B] ১০১ টি
[C] ১১১ টি 
[D] ১০৯ টি

০৭. ভারতের কোন রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যাবস্থা চালু হয়নি ? 
[A] গোয়া 
[B] ত্রিপুরা 
[C] কেরালা 
[D] নাগাল্যান্ড 

০৮. ১ ফ্যাদম = কত ফুট ? 
[A] ৫ ফুট 
[B] ৬ ফুট 
[C] ৫.৪ ফুট 
[D] ৬.৩ ফুট 

০৯. ২০১১ সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যা কত ?
[A] ১০২৮ মিলিয়ন 
[B] ৩২৮৭ মিলিয়ন 
[C] ৩১৮২ মিলিয়ন 
[D] ১২১০ মিলিয়ন 

১০. ভারতের কত টাকার নোটে ইলোরা গুহার ছবি আছে ? (নতুন)
[A] ১০ টাকা 
[B] ২০ টাকা 
[C] ৫০ টাকা 
[D] ২০০০ টাকা

১১. ৭০০ টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাগাভাগি করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল,যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত?
[A] ৩০০ টাকা
[B] ৫০০ টাকা
[C] ৪০০ টাকা 
[D] ২০০ টাকা

১২. কমলের কাছে মোট ১৬০ টি চকলেট রয়েছে, কমল সেখান থেকে ৫% রবিকে, ১৫% ছবিকে এবং এক চতুর্থাংশ কবিকে দিলেন তাহলে কমলের কাছে বর্তমানে কতগুলো চকলেট রয়েছে ?
[A] ৭৮
[B] ৬৯
[C] ৮৮ 
[D] ৭৯

১৩. A ও B এর বর্তমান বয়সের অনুপাত ৪ : ৫ , ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৬ হলে B এর বর্তমান বয়স কত ?
[A] ১৫ বছর
[B] ২০ বছর
[C] ২৫ বছর 
[D] ৩০ বছর

১৪. একটি কাজ A ১০ দিনে, B ১২ দিনে এবং C ১৫ দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার ২ দিন পরে A ও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে C চলে যায়, কাজটি শেষ করতে কতদিন লেগেছিল ?
[A] ৬৭/৯
[B] ৬৬/৮
[C] ৬৫/৭
[D] ৬৪/৯ 

১৫. একটি সংখ্যাকে ১০% কমানো হলে, সংখ্যাটি হয় ৩০,তবে প্রকৃত সংখ্যা টি কত ?
[A] ৩৫
[B] ১০০/৩ 
[C] ৬৭/২
[D] ৪০

১৬. কটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য , প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১২ মিটার, ৯ মিটার এবং ৮ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে ?
[A] ১৬ মিটার
[B] ১৭ মিটার 
[C] ১৫ মিটার
[D] ২০ মিটার

১৭. সুনন্দ বিক্রয়মূল্যের ওপর ২৫% লাভ করলো, এর ফলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হলো ?
[A] ১০০/৩% 
[B] ২০%
[C] ২৫%
[D] ৩০%

১৮. দুইজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে, একজন প্রার্থী যে মোট ভোটের ৪০% ভোট পেল সে ১৫০০০ ভোটে পরাজিত হল। বিজয়ী প্রার্থী কত সংখ্যক ভোট পেয়েছে ?
[A] ৬০০০
[B] ১০০০০
[C] ২২৫০০
[D] ৪৫০০০ 

১৯. সুদ ৩ মাস অন্তর দেওয়া হলে, বার্ষিক ২০% হারে ১৬০০০ টাকার ৯ মাসের সুদ কত হবে ?
[A] ২৫২০
[B] ২৫২৪
[C] ২৫২২ 
[D] ২৫১৮

২০. একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব ৮ ঘন্টা ৪৮ মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদুরত্ব ৪ ঘন্টায় অতিক্রম করে।  নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত ?
[A] ৩ : ২
[B] ৫ : ৩
[C] ৮ : ৩ 
[D] ৩ : ১


Food SI Practice Set
 
PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর মিনি প্র্যাকটিস সেট পর্ব-০১

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  241 KB



No comments:

Post a Comment