Food SI Practice Set Book PDF || Food SI প্র্যাকটিস সেট বই PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি যে ২০২৩-এর WBPSC-এর মাধ্যমে Food SI পদে নিয়োগের বিজ্ঞপ্তি আগের মাসে প্রকাশিত হয়েছে এবং যার আবেদন পর্ব ২০শে সেপ্টেম্বর শেষ হয়ে গেছে অর্থাৎ অফিশিয়াল কাজ কর্ম শেষ হয়ে গেছে এই পদে চাকরীর জন্য, এবার বাকি শুধু জোরকদমে প্রস্তুতি নেওয়া। যেটা ইতিমধ্যে অনেকে শুরু করে দিয়েছো।
তোমরা যারা এই পদে আবেদন করেছো তোমরা হয়তো সকলেই জানো যে, এই পরীক্ষার সিলেবাস একদম সীমিত অর্থাৎ অনেক গুলি বিষয় নেই আছে শুধু ৫০টি জেনারেল স্টাডিজ এবং ৫০টি পার্টিগণিত এই দুটি বিষয়ের মাধ্যমেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তোমরা যারা এই পদের জন্য আবেদন করেছো তোমরা হয়তো অনেকে ইতিমধ্যে ভালো ভালো বিভিন্ন বই কিনে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছো এবং অনেকে এখনও প্রস্তুতি নেওয়া শুরু করনি। তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি - 8 Food SI Practice Set Book PDF || 8 ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট বই PDF এই দারুন গুরুত্বপূর্ণ পোস্টটি নিয়ে। যে বইটির মধ্যে থাকছে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী মোট ৪০০টি জেনারেল স্টাডিজ মডেল প্রশ্ন এবং ৪০০টি গণিত মডেল প্রশ্ন, যে প্রশ্ন গুলি আমরা তোমাদের খুব ভালোভাবে এবং অনেকবার করে প্র্যাকটিস করতে বলবো।
বইটি সংগ্রহ করে প্র্যাকটিস করার আগে বইটির সম্পর্কে আমাদের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি সেই কথা গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং নিজেকে এবং বন্ধুদের বিভিন্ন রকম প্রতারনা
থেকে দূরে রাখো-
বইটির সম্পর্কে আমাদের কিছু কথা
❐ এই বইটি আপানাদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে শেয়ার করলাম। অনেকেই আছে যারা অর্থের অভাবে বই কিনতে না পারার জন্য ঠিকমতো প্রস্তুতি নিতে পারে না এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেনা। তাই তাদের কথা ভেবেই আমাদের এই ছোট্ট উদ্যোগ।
❐ আমরা যথেষ্ট যত্ন সহকারে প্রশ্নোত্তরগুলি প্রস্তুত করেছি, কিন্তু তা স্বত্বেও যদি কোন প্রশ্নের উত্তর ভুল থাকে বা কোন বানান ভুল থাকে সেটি আমাদের অনিচ্ছাকৃত আর তার জন্য আমরা ভীষণভাবে ক্ষমাপ্রার্থী।
❐ আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ এই বইটি আপনারা আপনার বন্ধুদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করে দেবেন,যাতে করে আপনার মতো তারাও এই বইটির সাহায্য পায়।
❐ এছাড়াও আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট, প্রশ্নপত্র প্রভৃতি দিয়ে থাকি। সেগুলি খুব সহজে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারেন।
গুরুত্বপূর্ণ ঘোষণা- আমাদের দেওয়া প্র্যাকটিস সেট,বই, জিকে প্রশ্ন উত্তর, প্রশ্নপত্র ইত্যাদি সমস্ত কিছু আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে থাকি। কিন্তু কিছুজন আমাদের নোটসগুলি অর্থের বিনিময়ে বিক্রি করছে, তাদের সঙ্গে আমাদের কোনোরকম সম্পর্ক নেই। তাই তোমরা এই বিষয়টি নিয়ে সচেতন থাকবে।
❐ আপনারা যদি আমাদের আর্থিক ভাবে সাহায্য করতে চান, তাহলে বইটির কভার পেজে QR Code এবং UPI id দেওয়া আছে সেখানে সাহায্য করতে পারো।
❐ আমাদের দেওয়া সমস্থ আপডেট বিনামূল্যে এবং সবার প্রথম পাওয়ার জন্য অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন-
টেলিগ্রাম চ্যানেল লিংক- Sohojogita :: সহযোগীতা
Food SI প্র্যাকটিস সেট বই PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: Food SI প্র্যাকটিস সেট বই
File Format: PDF
No. of Pages: 67
File Size: 10 MB
No comments:
Post a Comment