ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি সমুহ তালিকা PDF || List of tribes of different states of India In Bengali PDF
ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি সমুহ তালিকা |
নমস্কার,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা রাজ্য ভিত্তিক উপজাতিদের নাম গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করলাম। তাই তোমরা অবশ্যই নীচে দেওয়া তালিকাটি দেখে নাও এবং PDF টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো। এই টপিকটি একটি অন্যতম টপিক সমস্ত রকম চাকরির পরীক্ষার জন্য, তাই আর দেরি নয় তাড়াতাড়ি দেখে নাও-
ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি সমুহ তালিকা
উপজাতি | রাজ্য |
---|---|
ভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বিরহর, মাহালী, মালপাহাড়িয়া | পশ্চিমবঙ্গ |
ভুটিয়া, চাকমা, গারো, কুকি, লুসাই | ত্রিপুরা |
খাসি, মিকির, চুটিয়া, চাকমা, অবর, বোরা, কাচারি | আসাম |
খোন্ড, জুয়াং, কান্ধ | ওড়িশা |
গারো, খাসি, জয়ন্তিয়া, হামার | মেঘালয় |
কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান | কেরালা |
কুকি, লেপচা, মুঘ, মেইথেই | মণিপুর |
মিজো, লুসাই, মিরাশ, হিমারস, রালটেস | মিজোরাম |
খাস, থারু, ভুইয়া, কোল | উত্তরাখণ্ড |
লেপচা, ওয়াংচু | সিকিম |
গাদ্দি, গুজ্জর, খাস | হিমাচল প্রদেশ |
ভিল, মিনা, কাথোরিয়া, গাথালি, বৈগা, বানজারা, বাইকা | রাজস্থান |
খাস, থারু, ভুইয়া, কোল | উত্তরপ্রদেশ |
চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা | অন্ধ্রপ্রদেশ |
কোল, ভিল, গোণ্ড, মুরিয়া, বৈগা | ছত্তিশগড় |
আপাতানি, সিংফো, মিসমি, ডাফলা, মিরি, খামতি | অরুণাচল প্রদেশ |
চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা | তেলেঙ্গানা |
টোডা, কোটা, বাদাগা, কুরুম্বা | তামিলনাড়ু |
ভিল, পাটেলিয়া, বামচা | গুজরাট |
খোন্ড, ভুঞ্জিয়া | মহারাষ্ট্র |
অঙ্গামি, লোথা, কন্যাক, সিমা, সাংটম, নাগা | নাগাল্যান্ড |
কোল, ভিল, গোণ্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া | মধ্যপ্রদেশ |
সাঁওতাল, পাহাড়িয়া, মুন্ডা, হো, বিরহর, ওরাঁও | ঝাড়খণ্ড |
ওঙ্গি, জারোয়া, সোমপেন, সেন্টিনেলিজ | আন্দামান ও নিকোবর |
গাদ্দি, গুজ্জর, বাকারওয়াল, ডোগরা | জম্মু ও কাশ্মীর |
মিনিকয়, মালাচেরি | লাক্ষাদ্বীপ |
সিদ্দি, ধোদিয়া | গোয়া |
ইডসা, আরিয়ান | কর্ণাটক |
ওরাঁও | বিহার |
সান্সি | পাঞ্জাব |
ভারতের বিভিন্ন উপজাতি তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি সমুহ
File Format: PDF
No. of Pages: 02
File Size: 195 KB
No comments:
Post a Comment