Breaking




Monday, 8 September 2025

ভারতের বিভিন্ন সামরিক অপারেশন তালিকা PDF | 2025-এর আপডেট

ভারতের বিভিন্ন সামরিক অপারেশন তালিকা PDF || ভারতের গুরুত্বপূর্ণ সেনা অপারেশন PDF

ভারতের বিভিন্ন সামরিক অপারেশন তালিকা PDF ।। List of important military operations in India
ভারতের বিভিন্ন সামরিক অপারেশন তালিকা PDF ।। List of important military operations in India
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি  ভারতীয়সেনা নৌ, এবং বিমান বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় নানা ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। এই PDF-টিতে আমরা ভারতের উল্লেখযোগ্য সামরিক অপারেশনগুলোর সংক্ষিপ্ত বিবরণ, তার সময়কাল, এবং প্রভাব তুলে ধরেছি। এখানে যুদ্ধকালীন ও শান্তিপ্রতিষ্ঠার জন্য করা অপারেশন, দু’দেশীয় সীমান্ত সংঘাত, এবং অভ্যন্তরীণ সুরক্ষা অভিযানের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

তাই আমাদের দেওয়া ভারতের সামরিক অপারেশন তালিকা PDF এই পোস্টটি তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে রাখবে যাতে এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলি খুবই সহজে উত্তর দিতে পারো। 
কেননা,রাজ্য এবং কেন্দ্র স্তরের বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই টপিকটিতে প্রশ্ন এসেই থাকে।

ভারতের বিভিন্ন সামরিক অপারেশন তালিকা


✤ অপারেশন ➺ সিন্ধু
✤ স্থান ➺ ইরান
✤ সাল ➺ ২০২৫
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ২০২৫ সালের ইরান-ইসরায়েল সংঘর্ষের মধ্যে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া।

✤ অপারেশন ➺ সিন্দুর
✤ স্থান ➺ পাক অধিকৃত কাশ্মীর/পাকিস্তান
✤ সাল ➺ ২০২৫
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ২০২৫ সালের পহেলগাম হামলার প্রতিশোধ নিতে, যাতে ২৬ জন বেসামরিক লোক নিহত হয়েছিল।

✤ অপারেশন গঙ্গা
✤ স্থান ➺ ইউক্রেন
✤ সাল ➺ ২০২২
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ইউক্রেন থেকে ভারতীয় ছাত্র ছাত্রী দের ফিরিয়ে আনার মিশন।

✤ অপারেশন ➺ দেবীশক্তি
✤ স্থান ➺ আফগানিস্তান
✤ সাল ➺ ২০২১
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ আফগানিস্তান থেকে অত্যাচারিত হিন্দু ও শিখদের উদ্ধার করার জন্য এই অভিযান।

✤ অপারেশন ➺ বন্দেভারত
✤ স্থান ➺  -----
✤ সাল ➺ ২০২০
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ কোভিড-১৯ এর সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার মিশন।

✤ অপারেশন ➺ ভ্যানিলা
✤ স্থান ➺ মাদাগাস্কার
✤ সাল ➺ ২০২০
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ঘূর্ণিঝড়ের কারণে বিধ্বস্ত মাদাগাস্কারকে সাহায্য করার মিশন।

✤ অপারেশন ➺ সংকল্প
✤ স্থান ➺ পারস্য উপসাগর ও ওমান উপসাগর
✤ সাল ➺ ২০১৯
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ পারস্য উপসাগর ও ওমান উপসাগর অঞ্চলে ভারতীয় পণ্যবাহী জাহাজগুলির সুরক্ষা প্রদান করা।

✤ অপারেশন ➺ বন্দর
✤ স্থান ➺ বালাকোট
✤ সাল ➺ ২০১৯
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ পুলওয়ামায় সন্ত্রাসী আত্মঘাতী বোমা হামলার জবাবে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোট, চাকোথি, মুজাফরবাদে এই অপারেশন চালায়।

✤ অপারেশন ➺ সইয়োগ
✤ স্থান ➺ কেরালা
✤ সাল ➺ ২০১৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ কেরালায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের উদ্ধার করতে এই অপারেশন চালায়।

✤ অপারেশন ➺ নিস্তার
✤ স্থান ➺ ইয়েমেনের দ্বীপ
✤ সাল ➺ ২০১৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ঘূর্ণিঝড় কবলিত ইয়েমেনের দ্বীপ সকোত্রা থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার মিশন।

✤ অপারেশন ➺ ইন্সানিয়ৎ
✤ স্থান ➺ বাংলাদেশ
✤ সাল ➺ ২০১৭
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য প্রদান করা।

✤ অপারেশন ➺ সার্জিকাল স্ট্রাইক
✤ স্থান ➺ LoC
✤ সাল ➺ ২০১৬
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ উরি হামলার পর পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের LoC বরাবর পাকিস্তানের চরমপন্থী বাহিনীর বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী এই অভিযান চালায়।

✤ অপারেশন ➺ সংকটমোচন
✤ স্থান ➺ দক্ষিণ সুদান
✤ সাল ➺ ২০১৬
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ চলাকালীন ভারতীয়সহ অন্যান্য বিদেশীদের নিরাপদ স্থানে সরানো।

✤ অপারেশন ➺ মৈত্রী
✤ স্থান ➺ নেপাল
✤ সাল ➺ ২০১৫
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ নেপাল থেকে ভূমিকম্প কবলিতদের উদ্ধারের এই অভিযান।

✤ অপারেশন ➺ সূর্য-হোপ
✤ স্থান ➺ উত্তরাখণ্ড
✤ সাল ➺ ২০১৩
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রিনাথ ও অন্যান্য বন্যা কবলিত এলাকায় মানুষদের উদ্ধার করতে এই অভিযান।

✤ অপারেশন ➺ রাহাত
✤ স্থান ➺ ইয়েমেন
✤ সাল ➺ ২০১৩
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ইয়েমেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য।

✤ অপারেশন ➺ সাইক্লোন
✤ স্থান ➺ মুম্বাই
✤ সাল ➺ ২০০৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ন্যাশনাল সিকিউরিটি গার্ড মুম্বাইয়ে নরিম্যান পয়েন্টে সন্ত্রাসবাদীদের খোঁজে এই অপারেশন চালায়।

✤ অপারেশন ➺ ব্ল্যাক টর্নেডো
✤ স্থান  মুম্বাই
✤ সাল ➺ ২০০৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ন্যাশনাল সিকিউরিটি গার্ড মুম্বাইয়ে তাজ হোটেলে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের খোঁজে এই অপারেশন চালায়।

✤ অপারেশন ➺ সুকুন
✤ স্থান ➺ লেবানন
✤ সাল ➺ ২০০৬
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ লেবানন যুদ্ধের সময় ভারতীয় জাতীয়তাবাদীদের সরানো।

✤ অপারেশন ➺ গুডউইল
✤ স্থান ➺ জম্মু-কাশ্মীর
✤ সাল ➺ ২০০৫
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ জম্মু ও কাশ্মীরে মানব কল্যানে এই অভিযান।

✤ অপারেশন ➺ পরাক্রম
✤ স্থান ➺ ইন্দো-পাক বর্ডার
✤ সাল ➺ ২০০১
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ ভারতীয় সংসদে জঙ্গী আক্রমণ হলে প্রতিক্রিয়া স্বরূপ ভারত-পাক সীমান্তে সেনাবাহিনী এই অভিযান চালায়।

✤ অপারেশন ➺ সফেদ সাগর
✤ স্থান ➺ কার্গিল
✤ সাল ➺ ১৯৯৯
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ কার্গিল যুদ্ধের সময় LoC থেকে পাকিস্তান সেনাবাহিনীকে বিতারিত করার জন্য ভারতীয় বায়ুসেনাবাহিনী এই অভিযান চালায়।

✤ অপারেশন ➺ বিজয় ২
✤ স্থান ➺ কার্গিল
✤ সাল ➺ ১৯৯৯
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ কার্গিল যুদ্ধে অনুপ্রবেশকারীদের কার্গিল সেক্টর থেকে ফেরত পাঠানোর জন্য।

✤ অপারেশন ➺ ক্যাকটাস
✤ স্থান ➺ শ্রীলঙ্কা
✤ সাল ➺ ১৯৮৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ মালদ্বীপে তামিল জাতীয়তাবাদীদের ভাড়াটে বাহিনীকে বহিষ্কারের জন্য এই অভিযান।

✤ অপারেশন ➺ চেকমেট
✤ স্থান ➺ শ্রীলঙ্কা
✤ সাল ➺ ১৯৮৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ শ্রীলঙ্কায় বাদামারচি অঞ্চলে LTTE–এর বিরুদ্ধে এই অপারেশন।

✤ অপারেশন ➺ ত্রিশূল
✤ স্থান ➺ শ্রীলঙ্কা
✤ সাল ➺ ১৯৮৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ উত্তর শ্রীলঙ্কায় LTTE–এর বিরুদ্ধে বিরাটের IPKE এই অপারেশন চালায়।

✤ অপারেশন ➺ বিরাট
✤ স্থান ➺ শ্রীলঙ্কা
✤ সাল ➺ ১৯৮৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ উত্তর শ্রীলঙ্কায় LTTE–এর বিরুদ্ধে IPKE এই অপারেশন চালায়।

✤ অপারেশন ➺ পবন
✤ স্থান ➺ শ্রীলঙ্কা
✤ সাল ➺ ১৯৮৭
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ শ্রীলঙ্কা LTTE–এর হাত থেকে জাফনা অঞ্চলকে মুক্ত করতে।

✤ অপারেশন ➺ মেঘদূত
✤ স্থান ➺ সিয়াচেন
✤ সাল ➺ ১৯৮৪
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ সিয়াচেন হিমবাহের উপর ভারতীয় বিমানবাহিনীর অভিযান।

✤ অপারেশন ➺ ব্লুস্টার
✤ স্থান ➺ পাঞ্জাব
✤ সাল ➺ ১৯৮৪
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ শিখ বিচ্ছিন্নতাবাদীদের অমৃতসরের স্বর্ণমন্দির থেকে অপসারণ করতে।

✤ অপারেশন ➺ পাইথন
✤ স্থান ➺ করাচি
✤ সাল ➺ ১৯৭১
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ পশ্চিম পাকিস্তানে করাচিতে ভারতীয় নৌবাহিনীর আক্রমণ।

✤ অপারেশন ➺ বিজয় ১
✤ স্থান ➺ দমন ও দিও, অঞ্জিদ্বীপ, গোয়া
✤ সাল ➺ ১৯৬১
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ পর্তুগিজ ঔপনিবেশিকদের হাত থেকে গোয়া, দমন ও দিউ এবং অঞ্জিদ্বীপকে মুক্ত করার জন্য।

✤ অপারেশন ➺ পোলো
✤ স্থান ➺ হায়দ্রাবাদ
✤ সাল ➺ সাল ১৯৪৮
✤ প্রাসঙ্গিক তথ্য ➺ হায়দ্রাবাদে নিজামের স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো।

ভারতের সামরিক অপারেশন : প্রশ্ন ও উত্তর

  প্রশ্নঃ ‘অপারেশন বিজয়’ কোন যুদ্ধের সঙ্গে যুক্ত?
উঃ 1999 সালের কারগিল যুদ্ধ

প্রশ্নঃ ‘অপারেশন মেঘদূত’ কোন অঞ্চলের দখল নেওয়ার জন্য পরিচালিত হয়েছিল?
উঃ সিয়াচেন হিমবাহ (1984)

প্রশ্নঃ 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত কোন সামরিক অপারেশন পরিচালনা করেছিল?
উঃ অপারেশন ট্রাইডেন্ট ও অপারেশন জ্যাকপট

প্রশ্নঃ ‘অপারেশন ব্লু স্টার’ কোথায় সংঘটিত হয়েছিল?
উঃ অমৃতসরের স্বর্ণমন্দিরে (1984)

প্রশ্নঃ পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দমন করার জন্য 2016 সালে পরিচালিত সীমান্তপার অভিযান কোন নামে পরিচিত?
উঃ সার্জিক্যাল স্ট্রাইক (অপারেশন)

প্রশ্নঃ 2019 সালে পুলওয়ামা হামলার প্রতিশোধে ভারত কোন অপারেশন চালায়?
উঃ বালাকোট এয়ারস্ট্রাইক (অপারেশন বান্দা সিং বাহাদুর)

প্রশ্নঃ হায়দরাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে কোন অপারেশন পরিচালিত হয়েছিল?
উঃ অপারেশন পোলো (1948)

প্রশ্নঃ গোয়া দখল অভিযান কোন নামে পরিচিত?
উঃ অপারেশন বিজয় (1961)

প্রশ্নঃ 1971 সালে পাকিস্তানি নৌবাহিনীকে চূর্ণ করার জন্য ভারতীয় নৌবাহিনী যে অভিযান চালায় তার নাম কী?
উঃ অপারেশন ট্রাইডেন্ট

প্রশ্নঃ 1965 সালের ইন্দো-পাক যুদ্ধে কোন সামরিক অভিযান গুরুত্বপূর্ণ ছিল?
উঃ অপারেশন গ্র্যান্ড স্ল্যাম ও অপারেশন জিব্রাল্টার

প্রশ্নঃ শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়েছিল কোন অপারেশনে?
উঃ অপারেশন পবন (1987)

প্রশ্নঃ পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সরানোর জন্য 1947 সালে কোন সামরিক অভিযান চালানো হয়?
উঃ অপারেশন গুলমার্গ

প্রশ্নঃ 1971 সালের যুদ্ধে মিজোরাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতীয় সেনার অভিযানটির নাম কী?
উঃ অপারেশন জ্যাকপট

প্রশ্নঃ শ্রীলঙ্কায় LTTE-এর বিরুদ্ধে ভারতীয় সেনা অভিযান কোন নামে পরিচিত?
উঃ অপারেশন পবন

প্রশ্নঃ 1965 সালে পাকিস্তান সেনার ‘অপারেশন জিব্রাল্টার’-এর মোকাবিলায় ভারত কোন অভিযান চালায়?
উঃ অপারেশন গ্র্যান্ড স্ল্যাম

প্রশ্নঃ 1988 সালে মালদ্বীপে অভ্যুত্থান ঠেকাতে ভারত যে অভিযান চালায় তার নাম কী?
উঃ অপারেশন ক্যাকটাস

প্রশ্নঃ 1999 সালের কারগিল যুদ্ধে ভারতীয় বায়ুসেনার অভিযান কোন নামে পরিচিত?
উঃ অপারেশন সাফেদ সাগর

প্রশ্নঃ মিজোরামের বিদ্রোহ দমনে ভারতীয় সেনা কোন অভিযান চালায়?
উঃ অপারেশন বজরঙ (1990)

প্রশ্নঃ অসমের উলফা বিদ্রোহ দমনে কোন অপারেশন চালানো হয়েছিল?
উঃ অপারেশন বজরঙ ও অপারেশন রাইনো

প্রশ্নঃ 1948 সালে পাকিস্তানি কাবাইলি হামলার মোকাবিলায় ভারতীয় সেনার অভিযান কোনটি?
উঃ অপারেশন গুলমার্গ

প্রশ্নঃ কাশ্মীরে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় সেনা 2001 সালে কোন অভিযান চালায়?
উঃ অপারেশন পরাক্রম

প্রশ্নঃ কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে 2017 সালে সেনাবাহিনী যে অভিযান চালায় তার নাম কী?
উঃ অপারেশন অল আউট

প্রশ্নঃ 2004 সালে অন্ধ্রপ্রদেশে নকশাল দমনে কোন অপারেশন পরিচালিত হয়েছিল?
উঃ অপারেশন গ্রিন হান্ট

প্রশ্নঃ উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির বিরুদ্ধে 2015 সালে ভারত কোন অভিযান চালায়?
 উঃ মায়ানমার সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক

প্রশ্নঃ 1987 সালে শ্রীলঙ্কায় শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার সময় ভারতীয় নৌবাহিনীর অপারেশনের নাম কী ছিল?
উঃ অপারেশন পবন ও অপারেশন পবিত্র

ভারতের বিভিন্ন সামরিক অপারেশন PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  ভারতের বিভিন্ন সামরিক অপারেশন

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  235 KB


No comments:

Post a Comment