Breaking




Sunday 16 October 2022

ঐতিহাসিক পত্রিকা ও সম্পাদক তালিকা PDF || Founder of News Papers in India

বিভিন্ন পত্রিকা ও সম্পাদক তালিকা PDF || ব্রিটিশ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও সম্পাদক PDF

ঐতিহাসিক পত্রিকা ও সম্পাদক তালিকা PDF
ঐতিহাসিক পত্রিকা ও সম্পাদক তালিকা PDF
হ্যালো বন্ধুরা ....
বন্ধু আজ তোমাদের ভারতের বিভিন্ন পত্রিকা ও সম্পাদক তালিকা PDF -এর PDF টি দিচ্ছি। তোমরা অবশ্যই এই পোস্টটি ভালো করে মন দিয়ে পড়বে যাতে তোমাদের পরীক্ষায় আসা এই টপিকটি প্রশ্ন গুলির উত্তর দিতে না আটকায়।
          বন্ধু তোমরা প্রথমে নীচে দেওয়া তালিকাটি মুখস্থ করে নেবে তারপর অফলাইনে পড়ার জন্য PDF -টি সংগ্রহ নাও।

ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তার প্রতিষ্ঠাতা তালিকা

💊 "বেঙ্গল গেজেট" এর সম্পাদক কে ছিলেন ?
জেমস অগাস্টাস হিকি ১৭৮০ সালে

💊 "দিগদর্শন" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ মার্সম্যান, ১৮১৮ সালে।

💊 "হরিজন" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ গান্ধীজি, ১৯৩২ সালে।

💊 "নবজীবন" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ গান্ধীজি, ১৯২৯ সালে।

💊 "ইন্ডিয়ান অপিনিয়ন" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ গান্ধীজি, ১৯০৩ সালে।

💊 ''দ্য বেঙ্গলী' এর সম্পাদক কে ছিলেন ?
⟿ সুরেন্দ্রনাথ ব্যানার্জী, ১৮৭৯ সালে।

💊 "সংবাদ কৌমুদী" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ রাজা রামমোহন রায়, ১৮১৯ সালে।

💊 "মিরাট-উল-আকবর" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ রাজা রামমোহন রায়, ১৮২২ সালে।

💊 "অমৃতবাজার পত্রিকা" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ, ১৮৬৮ সালে।

💊 "ইন্ডিয়ান মিরর" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ দেবেন্দ্রনাথ ঠাকুর, ১৮৬২ সালে।

💊 "হিন্দু প্যাট্রিয়ট" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ গিরিশচন্দ্র ঘোষ, ১৮৯২ সালে।

💊 "সমাচার চন্দ্রিকা" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, ১৮২২ সালে।

💊 "সঞ্জীবনী" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ কৃষ্ণকুমার মিত্র, ১৯০৫ সালে।

💊 "যুগান্তর" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ বারীন্দ্র কুমার ঘোষ, ১৯০৬ সালে।

💊 "তত্ত্ববোধিনী" পত্রিকা এর সম্পাদক কে ছিলেন ?
⟿ অক্ষয়কুমার দত্ত, ১৮৪৩ সালে।

💊 "সমাচার দর্পণ" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ মার্শম্যান।

💊 "বন্দে মাতরম" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ বিপিনচন্দ্র পাল, ১৯০৫ সালে।

💊 "কেশরী" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ বাল গঙ্গাধর পাল, ১৮৮১ সালে।

💊 "স্টেটসম্যান" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ রবার্ট নাইট, ১৮৭৫ সালে।

💊 "মূকনায়ক" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ বি.আর.আম্বেদকর, ১৯২০ সালে।

💊 "ইন্ডিপেন্ডেন্ট" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ মতিলাল নেহেরু, ১৯১৯ সালে।

💊 "পাঞ্জাবী" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ লালা লাজপত রায়।

💊 "দ্য লিডার" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ মদন মোহন মালব্য।

💊 "নিউ ইন্ডিয়া" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ অ্যানি বেসান্ত।

💊 "কমন উইল" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ অ্যানি বেসান্ত, ১৯১৪ সালে।

💊 "হিন্দুস্থান টাইমস" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ সুন্দর সিং লয়ালপুরী, ১৯২৪ সালে।

💊 "প্রবুদ্ধ ভারত" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ স্বামী বিবেকানন্দ, ১৮৯৬ সালে।

💊 "আল হিলাল" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ আবুল কালাম আজাদ, ১৯১২ সালে।

💊 "দীন মিত্র" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ মুকুন্দরাও পাতিল।

💊 "ফ্রি হিন্দুস্থান" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ তারকনাথ দাস, ১৯৩৬ সালে।

💊 "দ্য ইনকিলাব" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ আব্দুল হামিদ আনসারী।

💊 "বোম্বে ক্রনিকল" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ ফিরোজ শাহ মেহতা, ১৯১০ সালে।

💊 "ভয়েস অফ ইন্ডিয়া" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ দাদাভাই নৌরজী।

💊 "দ্য হিতবাদ" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ গোপালকৃষ্ণ গোখলে।

💊 "বঙ্গদর্শন" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ১৮৭২ সালে।

💊 "তাজিব উল আখলাক" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ স্যার সৈয়দ আহমেদ খাঁ, ১৮৭১ সালে।

💊 "প্রতাপ" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ গনেশ শংকর বিদ্যার্থী, ১৯১৩ সালে।

💊 "কমরেড" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ মৌলানা মোহাম্মদ আলী, ১৯১১ সালে।

💊 "সন্ধ্যা" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ ব্রহ্মব্রান্ধব উপাধ্যায়, ১৯০৪ সালে।

💊 "শুদ্রক" এর সম্পাদক কে ছিলেন ?
⟿ গোপাল কৃষ্ণ গোখলে, ১৮৮৮ সালে।
পত্রিকা ও সম্পাদকের PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ঐতিহাসিক পত্রিকা ও সম্পাদক 

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  221 KB


No comments:

Post a Comment