Breaking




Sunday, 16 November 2025

ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিদের পরিচিত নাম তালিকা PDF || List of popular names of famous personalities of India

বিখ্যাত ব্যাক্তিবর্গের জনপ্রিয় নাম তালিকা PDF || List of popular names of famous personalities of India

ভারতের বিখ্যাত ব্যাক্তিবর্গের জনপ্রিয় নাম তালিকা PDF
ভারতের বিখ্যাত ব্যাক্তিবর্গের জনপ্রিয় নাম তালিকা PDF
ভারত শুধু ইতিহাসেই নয়, তার প্রতিটি যুগে এমন কিছু মহান ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, যাদের অবদান দেশের অগ্রগতি, সমাজ সংস্কার, বিজ্ঞান, সাহিত্য, ক্রীড়া ও রাজনীতিতে বিশেষ ভূমিকা রেখেছে। অনেকেই তাদের প্রকৃত নামের পাশাপাশি জনপ্রিয় উপাধি বা ডাকনামে আরও বেশি পরিচিত—যেমন “বাপু”, “নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া”, “মিসাইল ম্যান”, “ব্যারন অফ ক্রিকেট” ইত্যাদি। এসব জনপ্রিয় নামের পেছনে থাকে তাদের অবদান, ব্যক্তিত্ব বা সমাজে রেখে যাওয়া ছাপের এক বিশেষ গল্প।

এই পোস্টে আমরা ভারতের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের জনপ্রিয় নাম (Nicknames/Popular Titles) ও তার কারণ সহজ ভাষায় তুলে ধরব, যা আপনার সাধারণ জ্ঞান প্রস্তুতি, চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং ব্যক্তিগত জ্ঞান বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক হবে।

ভারতের বিখ্যাত ব্যাক্তিবর্গের জনপ্রিয় নাম তালিকা

জনপ্রিয় নামআসল নাম
বাপু/বাপুজী/ফাদার অব দ্য নেশন/জাতির জনক/মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী
কবিগুরু/বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
ভারতের সেক্সপীয়ার কালিদাস
আদিকবিবাল্মীকি
বেঙ্গল টাইগারবিপিন চন্দ্র পাল
বুদ্ধ/এশিয়ার আলোগৌতম বুদ্ধ
চাচা/পণ্ডিতজীজওহরলাল নেহেরু
দেশবন্ধুচিত্তরঞ্জন দাস
শান্তির মানুষলাল বাহাদুর শাস্ত্রী
প্রিয়দর্শিনী/ভারতের লৌহমানবীইন্দিরা গান্ধী
হকির যাদুকরধ্যানচাঁদ
ভারতের ম্যাকিয়াভেলিচানক্য
লোকমান্য/মারাঠার সিংহবাল গঙ্গাধর তিলক
হরিয়ানা হারিকেনকপিল দেব
ম্যান অব ডেসটিনিনেপলিয়ন বেনাপার্ট
লৌহ মানব/ভারতের বিসমার্কসর্দার বল্লভভাই প্যাটেল
ভারতের নেপোলিয়ন/ কবিরাজ/লিচ্ছবি দৌহিত্রসমুদ্র গুপ্ত
নেতাজীসুভাষচন্দ্র বসু
ভারতের নাইটিংগেলসরোজিনী নাইডু
পাঞ্জাব কেশরীলালা লাজপত রায়
ভারতের রক্ষাকর্তাস্কন্দগুপ্ত
স্বামী বিবেকানন্দনরেন্দ্রনাথ দত্ত
ভারতের নিউটননাগার্জুন
মুকুটহীন রাজাসুরেন্দ্রনাথ ব্যানার্জি
অজাতশত্রু/বিহারের গান্ধীডঃ রাজেন্দ্র প্রসাদ
দ্য লিটিল মাস্টারশচীন তেন্ডুলকর

ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিদের পরিচিত নাম PDF  টি সংগ্রহ করতে নীচের Download-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের বিখ্যাত ব্যাক্তিবর্গের জনপ্রিয় নাম 

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  232 KB

Download Link: 

No comments:

Post a Comment