Breaking




Tuesday 19 July 2022

বিশ্বের বৃহত্তম সবকিছু বিষয়ে প্রশ্ন উত্তর ।। List of the largest everything in the world in bengali PDF

বিশ্বের বৃহত্তম সবকিছু বিষয়ে প্রশ্ন উত্তর ।। List of the largest everything in the world PDF

বিশ্বের বৃহত্তম সবকিছু
বিশ্বের বৃহত্তম সবকিছু 
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিশ্বের বৃহত্তম সবকিছু যা তোমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিশেষ উপকারি। তোমরা অবশ্যই নিম্নের প্রশ্নউত্তর গুলি ভালোভাবে মুখস্থ করে রাখো।

বিশ্বের বৃহত্তম সবকিছু তালিকা
 
০১. বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম কি ?
Ans : এশিয়া

০২. বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কি ?
Ans : প্রশান্ত মহাসাগর

০৩. বিশ্বের বৃহত্তম দেশের (আয়তন) নাম কি ?
Ans : রাশিয়া

০৯. বিশ্বের বৃহত্তম দেশের (জনসংখ্যা) নাম কি ?
Ans : চীন 

১০. বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের (জনসংখ্যায়) নাম কি ?
Ans : ইন্দোনেশিয়া

১১. বিশ্বের বৃহত্তম মুসলিম দেশের (আয়তন) নাম কি ?
Ans : কাজাখস্তান

১২. বিশ্বের বৃহত্তম সাগরের নাম কি ?
Ans : দক্ষিণ চীন সাগর

১৩. বিশ্বের বৃহত্তম নদীর নাম কি ?
Ans : নীলনদ 

১৪. বিশ্বের বৃহত্তম উপসাগরের নাম কি ?
Ans : মেক্সিকো উপসাগর।

১৫. বিশ্বের বৃহত্তম প্রাসাদের নাম কি ?
Ans : রোমের ভ্যাটিকান প্রাসাদ

১৬. বিশ্বের বৃহত্তম রেলপথের নাম কি ?
Ans : ট্রান্স সাইবেরিয়ান রেলপথ

১৭. বিশ্বের বৃহত্তম হোটেলের নাম কি ?
Ans : ক্যাসিনো হোটেল (আমেরিকা)

১৮. বিশ্বের বৃহত্তম জলজ প্রাণীর নাম কি ?
Ans : নীল তিমি

১৯. বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণীর নাম কি ?
Ans : হাতি

২০. বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি ?
Ans : রাফলেশিয়া(Rafletia)

২১. বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি ?
Ans : সুপিরিয়র হ্রদ

২২. বিশ্বের বৃহত্তম পাখির (ওজনে) নাম কি ?
Ans : উটপাখি (০৫৫ কেজি)

২৩. বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ-এর নাম কি ?
Ans : বাংলাদেশ

২৪. বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি ?
Ans : সাহারা

২৫. বিশ্বের বৃহত্তম শহরের (আয়তনে) নাম কি ?
Ans : লন্ডন

২৬. বিশ্বের বৃহত্তম শহরের (লোকসংখ্যায়) নাম কি ?
Ans : টোকিও (জাপান)

২৭. বিশ্বের বৃহত্তম বাঁধের (উচ্চতায়) নাম কি ?
Ans : রগুন (তাজিকিস্তান)

২৮. বিশ্বের বৃহত্তম বাঁধের (আয়তনে) নাম কি ?
Ans : তারবেলা (পাকিস্তান)

২৯. বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি ?
Ans : সুন্দরবন

৩০. বিশ্বের বৃহত্তম দ্বীপ-এর নাম কি ?
Ans : গ্রিনল্যান্ড

৩১. বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি ?
Ans : মিড হ্রদ

৩২. বিশ্বের বৃহত্তম মসজিদের নাম কি ?
Ans : শাহ ফয়সাল মসজিদ (পাকিস্তান)

৩৩. বিশ্বের বৃহত্তম পর্বতমালার (উচ্চতায়) নাম কি ?
Ans : হিমালয় পবর্তমালা

৩৪. বিশ্বের বৃহত্তম পর্বতমালার (দৈর্ঘ্যে) নাম কি ?
Ans : আন্দিজ পর্বতমালা

৩৫. বিশ্বের বৃহত্তম জাদুঘর\ মিউজিয়াম-এর নাম কি ?
Ans : ব্রিটিশ মিউজিয়াম

৩৬. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখির নাম কি ?
Ans : এলবার্ট্রস

৩৭. বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির নাম কি ?
Ans : মওনা লোয়া (হাওয়াই) 

৩৮. বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের নাম কি ?
Ans : ইন্দোনেশিয়া

৩৯. বিশ্বের বৃহত্তম উপদ্বীপের নাম কি ?
Ans : ভারত

৪০. বিশ্বের বৃহত্তম জল বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ?
Ans : তুরখানাস্ক (রাশিয়া)

৪১. বিশ্বের বৃহত্তম পার্কের নাম কি ?
Ans : ইয়েলো ষ্টোন ন্যাশনাল পার্ক (যুক্তরাষ্ট্র)

৪২. বিশ্বের বৃহত্তম গির্জার নাম কি ?
Ans : সেন্ট পিটারের প্রাসাদ (ভ্যাটিকান)

৪৩. বিশ্বের বৃহত্তম হীরক খনির নাম কি ?
Ans : কিম্বার্লি (দক্ষিণ আফ্রিকা)

৪৪. বিশ্বের বৃহত্তম গিরিখাতের নাম কি ?
Ans : গ্র্যান্ড ক্যানিয়ন

৪৫. বিশ্বের বৃহত্তম ব্যাংকের নাম কি ?
Ans : সিটি ব্যাংক (যুক্তরাষ্ট্র)

৪৬. বিশ্বের বৃহত্তম জেলখানার নাম কি ?
Ans : খারকভ জেলখানা (রাশিয়া)

৪৭. বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের নাম কি ?
Ans : চীনা সোস্যালিষ্ট পার্টি

৪৮. বিশ্বের বৃহত্তম পার্লামেন্টর নাম কি ?
Ans : চায়না ন্যাশনাল কংগ্রেস

৪৯. বিশ্বের বৃহত্তম কম্পিউটার প্রতিষ্ঠানের নাম কি ?
Ans : মাইক্রোসফট লিঃ

৫০. বিশ্বের বৃহত্তম লৌহ খনির নাম কি ?
Ans : বুরুকুটুর (ব্রাজিল)

৫১. বিশ্বের বৃহত্তম তৃণাঞ্চলের নাম কি ?
Ans : প্রেইরি

৫২. বিশ্বের বৃহত্তম বন্দরের নাম কি ?
Ans : নিউইর্য়ক বন্দর

৫৩. বিশ্বের বৃহত্তম অরণ্যের নাম কি ?
Ans : তৈগা (রাশিয়া)

৫৪. বিশ্বের বৃহত্তম বনাঞ্চলের নাম কি ?
Ans : কনফোরাস বন

৫৫. বিশ্বের বৃহত্তম কোম্পানির নাম কি ?
Ans : সিটি গ্রুপ (যুক্তরাষ্ট্র)

৫৬. বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমানের  নাম কি ?
Ans : এয়ারবাস এ-৩৮০

৫৭. বিশ্বের বৃহত্তম ছাপাখানার নাম কি ?
Ans : R R Donnelly Sons

৫৮. বিশ্বের বৃহত্তম গ্রন্থাগারের নাম কি ?
Ans : লাইব্রেরি অব দি কংগ্রেস (ওযাশিংটন)

৫৯. বিশ্বের বৃহত্তম সমাধিক্ষেত্রের নাম কি ?
Ans : মিশরের পিরামিড

৬০. বিশ্বের বৃহত্তম ফোয়ারার নাম কি ?
Ans : গ্র্যান্ড পার্ক

৬১. বিশ্বের বৃহত্তম রাজ প্রাসাদের নাম কি ?
Ans : বাকিংহাম প্রাসাদ

৬২. বিশ্বের বৃহত্তম দিন (উত্তর গোলার্ধে) কোনটি ?
Ans : ২০শে জুন

৬৩. বিশ্বের বৃহত্তম রাত (উত্তর গোলার্ধে) কোনটি  ?
Ans :  ২২শে ডিসেম্বর

৬৪. বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটি ?
Ans :  ভারতের সংবিধান

৬৫. বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের নাম কি ?
Ans : মারকানা

৬৬. বিশ্বের বৃহত্তম ঘন্টা কোনটি ?
Ans : মস্কোর ঘন্টা

৬৭. বিশ্বের বৃহত্তম ঘড়ি কোনটি ?
Ans : মক্কা ক্লক (সৌদি আরব)

৬৮. বিশ্বের বৃহত্তম গাছের নাম কি ?
Ans : রেড উট

৬৯. বিশ্বের বৃহত্তম স্থন্যপায়ী প্রাণীর নাম কি ?
Ans : নীল তিমি

৭০. বিশ্বের বৃহত্তম Disco-এর নাম কি ?
Ans : Buffalo Convention Center Buffalo, NY

৭১. বিশ্বের বৃহত্তম সামুদ্রিক বন্দরের নাম কি ?
Ans : সাংহাই (চীন)

৭২. বিশ্বের বৃহত্তম নদী অববাহিকার নাম কি ?
Ans : আমাজান

৭৩. বিশ্বের বৃহত্তম পর্বত শৃঙ্গের নাম কি ?
Ans : এভারেস্ট

৭৪. বিশ্বের বৃহত্তম বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
Ans : নালন্দা বিশ্ববিদ্যালয়

৭৫. বিশ্বের বৃহত্তম হীরা কোনটি ?
Ans : Sergio 3167 carats  (ব্রাজিল)

৭৫. বিশ্বের বৃহত্তম মঠের নাম কি ?

Ans : ডুরাং বৈদ্ধ মঠ (তিব্বত)

৭৬. বিশ্বের বৃহত্তম কবরস্থানের নাম কি ?
Ans : Ohlsdorf Cemetery in Hamburg (Germany)

৭৭. বিশ্বের বৃহত্তম বিল্ডিং নাম কি ?
Ans : বুর্জ খলিফা
সম্পূর্ণ  PDF  টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন

File Details :: 

File Name: বিশ্বের বৃহত্তম সবকিছু

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  274 KB

Download Link :     Click Here to Download

 

No comments:

Post a Comment