বিভিন্ন দেশের পুরানো ও নতুন নাম PDF || Old and New Names of Countries
![]() |
বিভিন্ন দেশের পুরানো ও নতুন নাম PDF || Old and New Names of Countries |
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, বিভিন্ন দেশের নতুন ও পুরানো নাম তালিকা PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটি থেকে আশা করা যায় প্রায় সমস্ত রকম চাকরির পরীক্ষা গুলিতে প্রশ্ন আশার সম্ভবনা অনেকই টাই। তাই তোমাদের এখন কাজ হবে এই পোস্টটি মনোযোগ সহকারে দেখে রাখা।
প্রথমে তোমরা নীচে দেওয়া তালিকাটি খুব ভালোভাবে মুখস্ত করবে, তারপর যদি মনে হয় PDF-টি সংগ্রহ করবে।
বিভিন্ন দেশের পুরানো ও নতুন নাম তালিকা
পুরানো নাম | নতুন নাম |
---|---|
হল্যান্ড | নেদারল্যান্ড |
পারস্য | ইরান |
ক্যাথে | চীন |
ডায়েচল্যান্ড | জার্মানি |
হেলভেটিয়া | সুইজারল্যান্ড |
উত্তর রোডেশিয়া | জাম্বিয় |
দক্ষিণ রোডেশিয়া | জিম্বাবুয়ে |
নিপ্পন | জাপান |
সিংহল | শ্রীলঙ্কা |
শ্যাম (siam) | থাইল্যান্ড |
মেসোপটেমিয়া | ইরাক |
মালয় | মালয়েশিয়া |
মালাগাছি | মাদাগাস্কার |
বার্মা | মিয়ানমার |
পূর্ব পাকিস্তান | বাংলাদেশ |
দক্ষিন-পশ্চিম আফ্রিকা | নামিবিয়া |
দাহোমি | বেনিন |
গোল্ড কোস্ট | ঘানা |
আফার্স ও ইসাস | জিবুতি |
হস্তিদন্ত উপকুল | আইভরি কোস্ট |
আবিসিনিয়া | ইথিওপিয়া |
জায়ারে/বেলজিয়ান কঙ্গো | ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো |
গিলবার্ট দ্বীপপুঞ্জ | রিপাবলিক অব কিরিবাতি |
জাঞ্জিবার ও ট্যাঙ্গানিকা | তানজানিয়া |
ডাচ গায়ানা | সুরিনাম |
ফরমোজা | তাইওয়ান |
বাসুতোল্যান্ড | লেসোথো |
বসুয়ানাল্যান্ড | বতসোয়ানা |
ব্রিটিশ গায়ানা | গায়ানা |
ব্রিটিশ হন্ডুরাস | বেলিজ |
গল | ফ্রান্স |
গিলবার্ট দ্বীপপুঞ্জ | কিরিবাতি |
এলিস দ্বীপপুঞ্জ | টুভ্যালু |
ডাচ ইস্ট ইন্ডিয়া | ইন্দোনেশিয়া |
কম্পুচিয়া | কম্বোডিয়া |
পোলাস্কা | পোল্যান্ড |
পেট্রোগ্রাদ | লেনিনাগ্রাদ |
পশ্চিম আফ্রিকা | এঙ্গোলা |
নিউ হেব্রিডিস | ভানুয়াতু |
পর্তুগিজ গিনি | গিনি বিসাউ |
লিওপোল্ডভিলে | কিনসাসা |
বিভিন্ন দেশের পুরানো ও নতুন নাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন দেশের পুরানো ও নতুন নাম
File Format: PDF
No. of Pages: 02
File Size: 219 KB
No comments:
Post a Comment