বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গুলির সদস্য দেশ সংখ্যা PDF ||
![]() |
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গুলির সদস্য দেশ সংখ্যা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে তোমাদের দিচ্ছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য দেশ সংখ্যা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে European Union, WHO, WTO, IMF, United Nation, UNESCO United Nation, NATO এর মতো উল্লেখযোগ্য আন্তর্জাতিক সংস্থা গুলির সদস্য দেশের সংখ্যা উল্লেখ আছে। যে তথ্যটি আগত চাকরির পরীক্ষা গুলির জন্য বিশেষ ভাবে কাজে আসবে।
তাই তোমরা অবিলম্বে নীচের দেওয়া তালিকাটি ভালো ভাবে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য দেশ সংখ্যা
আন্তর্জাতিক সংস্থা | সদস্য দেশ সংখ্যা |
---|---|
WTO | ১৬৪টি |
IMF | ১৯০টি |
UNESCO | ১৯৩টি |
UNICEF | ১৯২টি |
WHO | ১৯৪টি |
United Nation | ১৯৩টি |
FIFA | ২১১টি |
FAO | ১৯৫টি |
ICC | ১০৫টি |
UNCTAD | ১৯৫টি |
NATO | ৩০টি |
SAARC | ৮টি |
IBRD | ১৮৯টি |
INTERPOL | ১৯৪টি |
IAEA | ১৭৩টি |
ILO | ১৮৭টি |
OECD | ৩৮টি |
AU | ৫৫টি |
OIC | ৫৭টি |
European Union | ২৭টি |
Commonwealth | ৫৪টি |
APEC | ২১টি |
BIMSTEC | ৭টি |
BRICS | ৫টি |
OAPEC | ১১টি |
ASEAN | ১০টি |
OPEC | ১৩টি |
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য দেশ সংখ্যা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সদস্য দেশ সংখ্যা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 231 KB
No comments:
Post a Comment