Food SI Practice Set in Bengali 2023 PDF Set-03
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ৫০টি জেনারেল স্টাডিজ এবং ৫০টি গণিত প্রশ্ন দিয়ে বানানো ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-০৩ এই পোস্টটি। যে সেটটি তোমাদের অবশ্যই কাজে আসবে বলে আশা করা যায়। আমরা আগের পর্বের যে সমস্ত সেট গুলি তোমাদের সঙ্গে শেয়ার করছে সে গুলি প্র্যাকটিস করে তোমরা অনেকটাই উপকৃত হয়েছে বলে আশা করছি।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করা শুরু করে দাও।
যদি ভাব হাতে অনেক সময় পরীক্ষার সময় পড়বে,
তাহলে আমি বলি পরের পরীক্ষায় বসার জন্য তৈরি থেকো।
অতএব কাল মানে আজ, আজ মানে এখুনি।
Food SI Practice Set in Bengali 2023 PDF Set-03
০১. মানব দেহে ইউরিয়া উৎপন্ন হয় ?
[A] ফুসফুসে
[B] বৃক্ষে
[C] যকৃত
[D] পাকস্থলীতে
০২. রাজ্য সভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
[A] ৬ বছর
[B] ৭ বছর
[C] ৪ বছর
[D] ৫ বছর
০৩. কত সালে সৎ-নামী বিদ্রোহ দেখা যায় ?
[A] ১৬৮০ সালে
[B] ১৬৫৫ সালে
[C] ১৬৯৯ সালে
[D] ১৬৭২ সালে
০৪. দহন চলচ্চিত্রের পরিচালক কে ?
[A] তরুণম জুমদার
[B] মৃণাল সেন
[C] ঋত্বিক ঘটক
[D] ঋতুপর্ণ ঘোষ
০৫. কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
[A] ক্ষণপদ
[B] সিলিয়া
[C] ফ্লাজেলা
[D] সিটা
০৬. “বর্তমান ভারত”- কে রচনা করেন ?
[A] নেতাজি সুভাষচন্দ্র বসু
[B] রাজা রামমোহন রায়
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] স্বামী বিবেকানন্দ
০৭. কোনটি- পৃথিবীর প্রথম সাহিত্য ?
[A] চরিতামৃত
[B] মনুসংহিতা
[C] চর্যাপদ
[D] ঋক-বেদ
০৮. হেপারিন নিঃসরণ করে -
[A] শ্বেত-কণিকা
[B] অনুচক্রিকা
[C] লোহিত কণিকা
[D] কোনোটি নয়
০৯. ভারতের প্রাচীন তম তেলের খনি কোনটি
[A] ডিগবয়
[B] ট্রমবে
[C] আঙ্কলস্বর
[D] কোনোটি নয়,
১০. কোনটি মুক্ত-সংবহন তন্ত্র -
[A] ধমনী
[B] জালক
[C] রক্তগহুর
[D] কোনটি নয়
১১. কোন মনীষীর ছদ্মনাম ভানু সিংহ ?
[A] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[B] আশাপূর্ণা দেবী
[C] বঙ্কিমচন্দ্রচ ট্টোপাধ্যায়
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
১২. লেবুতে কোন এসিড থাকে ?
[A] ফসফরিক এসিড
[B] টারটারিক অ্যাসিড
[C] সাইট্রিক এসিড
[D] ম্যালিক এসিড
১৩. ভেনাস হৃৎপিণ্ড থাকে কোন প্রাণীর ?
[A] মাছ
[B] ব্যাং
[C] স্তন্যপায়ী
[D] পাখি
১৪. কোন বিদ্রোহের নেতা ছিলেন “দিগম্বর বিশ্বাস” ?
[A] মহা বিদ্রোহ
[B] জাট বিদ্রোহ
[C] নীল বিদ্রোহ
[D] অসহযোগ আন্দোলন
১৫. আরব উপদ্বীপে বৃহত্তম রাষ্ট্র কোনটি ?
[A] সিরিয়া
[B] সৌদি আরব
[C] আলাকান
[D] উপরের কোনটি নয়
১৬. কোরিয়া প্রণালী কোন কোন দেশকে বিভক্ত করেছে ?
[A] তিব্ব ও চীন
[B] চীন ও জাপান
[C] জাপান ও নেপাল
[D] ভুটান ও চীন
১৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল কত -
[A] ১৮২০ সালে
[B] ১৮০৮ সালে
[C] ১৮২৪ সালে
[D] ১৮২৮ সালে
১৮. গয়নার বাক্স কার লেখা ?
[A] সমরেশ বসুর
[B] বিমল কর
[C] বিমল মিত্র
[D] শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৯. নীল-দর্পণ কমিশন কত সালে গঠিত হয় ?
[A] ১৮৫৯ সালে
[B] ১৮৫৫ সালে
[C] ১৮৬০ সালে
[D] ১৮৩৩ সালে
২০. বস্তুর কাজ করার সামর্থ্যকে কি বলে ?
[A] শক্তি
[B] তাপ
[C] আকার
[D] কোনোটিই নয়
২১. জলবিদ্যুৎ উৎপাদন জাপান পৃথিবীর কোন স্থান অধিকার করে রেখেছে ?
[A] তৃতীয়
[B] দ্বিতীয়
[C] প্রথম
[D] পঞ্চম
২২. বিশেষ কিছু দূরত্বের পর টিভি সিগন্যাল কে গ্রহণ করতে পারে না কেন ?
[A] বায়ুর মাধ্যম
[B] পৃথিবীর বক্রতা
[C] দুর্বল ক্ষমতা
[D] সিগন্যাল এর সমস্যা
২৩. সেনা-বাহিনীর কোন প্রশিক্ষণ কেন্দ্র টি পাচমাড়ি তে আছে ?
[A] ই.এন.ই স্কুল
[B] আর্মি এডুকেশন কোর্স ট্রেনিং কলেজ আন্ড সেন্টার
[C] আর্মি ক্লার্কস ট্রেনিং স্বৃল
[D] ইনস্কিটিউট অফ ন্যাশনাল ইন্টিগরেশন
২৪. সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যরা কার ইচ্ছা অনুযায়ী পদে বসেন ?
[A] রাষ্ট্রপতি
[B] রাজ্যপাল
[C] প্রধানমন্ত্রী
[D] লোকসভার অধ্যক্ষ
২৫. সালোকসংশ্লেষে হিল বিকার কোনটি ?
[A] RUDP
[B] ATP
[C] NADP
[D] ADP
২৬. আর্যদের ধর্ম বৈদিক যুগে কোন ধর্মে পরিণত হয়েছিল ?
[A] বৈষ্ণব
[B] ব্রাহ্মণ্য
[C] জৈন
[D] ঋক
২৭. উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয় ?
[A] ১৯৪৫ সালে
[B] ১৯৫৮ সালে
[C] ১৯৪৯ সালে
[D] ১৯৫১ সালে
২৮. তামা উৎপাদনে ভারতবর্ষের কোন রাজ্য প্রথম?
[A] বিহার
[B] পশ্চিমবঙ্গ
[C] মহারাষ্ট্র
[D] কোনোটি নয়
২৯. সবথেকে বেশি সড়কপথ আছে ভারতবর্ষের কোন রাজ্যে ?
[A] মহারাষ্ট্র
[B] রাজস্থান
[C] পশ্চিমবঙ্গ
[D] উত্তর প্রদেশ
৩০. দু'টি দেশকে আলাদা করেছে কোন পক প্রণালী ?
[A] ভারত ও চিন
[B] ভারত ও বাংলাদেশ
[C] ভারত ও শ্রীলঙ্কা
[D] ভারত ও পাক
৩১. কোন এসিড থাকে লেবুতে ?
[A] ফসফরিক এসিড
[B] টারটারিক অ্যাসিড
[C] সাইট্রিক এসিড
[D] ম্যালিক এসিড
৩২. ‘গুরুশিখর’ কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
[A] সিঙ্গলিলা
[B] আরাবল্লী
[C] কারা-কোরাম
[D] কোনটি নয়
৩৩. অযধ্যার বাবরি মসজিদ ভাঙার বিষয়ে তদন্তকারী কমিশন কোনটি ?
[A] জৈন কমিশন
[B] অযধ্যা কমিসন
[C] লিবারহান কমিশন
[D] কৃষ্ণকমিশন
৩৪. কোন দুটি নদীর মিলিত প্রধাছে নীল-নদের সৃষ্টি হয়েছে ?
[A] হোয়য়াইট নীল ও অ্যালবার্ট নীল
[B] অ্যালবার্ট নীল
[C] ব্লু-নীল
[D] হোয়য়াইট নীল ও ব্লু-নীল
৩৫. জাহাত আন্দোলনের সঙ্গে কার নাম জড়িত ?
[A] মাহমুদ আবাস
[B] এয়াসিন আরাফাত
[C] মাসদুর রহমান
[D] লাদেন রহমান
৩৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এর ছদ্মনাম ?
[A] কমলাকান্ত
[B] বনফুল
[C] কাল পেঁচা
[D] অবধূত
৩৭. রাষ্ট্রপতি কে শপথবাক্য কে পাঠ করান ?
[A] সুপ্রিম কোটের প্রধান বিচারপতি
[B] উপরাষ্ট্রপতি
[C] প্রধানমন্ত্রী
[D] লোকসভার অধক্ষ
৩৮. লিল্লি শহরে নীচের কোন জাদুঘর টি আছে ?
[A] ইন্ডিয়ন মিউজিয়াম
[B] প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম
[C] সালার মিউজিয়াম
[D] ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচরাল হিস্ট্রি
৩৯. ভারত উপ-মহা দেশের পাতন বলয় কোনটি ?
[A] নেপাল
[B] কাশ্মীর
[C] জম্বু ও কাশ্মীর
[D] জম্বু
৪০. কোনো নির্দিষ্ঠ পর্যায় এর বাদিক থেকে ডানদিকে গেলে পরমানুর কোন পরিবর্তন হবে ?
[A] ধাতব ধর্ম বাড়বে
[B] আকারে কমে
[C] অধাতব ধর্ম বাড়বে
[D] কোনটাই নয়
৪১. নিচের কোনটির প্রস্তাবে গণ পরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ?
[A] ক্যাবিনেট মিশন পরিকল্পনা
[B] সাইমন কমিশন
[C] ক্রিপস মিশন
[D] ওয়াভেল পরিকল্পনা
৪২. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি ?
[A] COMAU
[B] FANUC
[C] BRABO
[D] MOTOMAN
৪৩. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
[A] কৃষ্ণা
[B] গঙ্গা
[C] শিপ্রা
[D] সরস্বতী
৪৪. কোন শহরের ডাকনাম "The Big Apple" ?
[A] লন্ডন
[B] নিউইয়র্ক
[C] সিডনি
[D] জোহানেসবার্গ
৪৫. অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় কোন এসিড কে ?
[A] সালফিউরিক এসিড
[B] হাইড্রোক্লোরিক এসিড
[C] নাইট্রিক এসিড
[D] কার্বনিক এসিড
৪৬. B.C. Roy পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?
[A] সঙ্গীত
[B] সাংবাদিকতা
[C] চিকিৎসা
[D] পরিবেশ
৪৭. চতুর্যাম নীতি কে প্রবর্তন করেছিলেন ?
[A] গৌতম বুদ্ধ
[B] হজরত মহম্মদ
[C] মহাবীর
[D] গুরু নানক
৪৮. নিচের কোনটি সর্বজনীন দ্রাবক রূপে পরিচিত ?
[A] ইথার
[B] জল
[C] ক্লোরোফর্ম
[D] কোনটাই নয়
৪৯. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন ?
[A] অরবিন্দ ঘোষ
[B] যতীন দাস
[C] বিপিনচন্দ্র পাল
[D] বাদল গুপ্ত
৫০. ভারতের সর্ব প্রাচীন পর্বতমালা হল ?
[A] বিন্ধ্য
[B] আরাবল্লি
[C] হিমালয়
[D] নীলগিরি
০১. দশের থেকে ছোটো সমস্ত মৌলিক সংখ্যার গুনফল নির্ণয় করো।
[A] ২০০
[B] ২১০
[C] ৮০০
[D] ৯০০
০২. ১৭,৪৪৩ এবং ২৯,৬৫৭-এর যোগাযোগ, ১৩,৬৮৭ এবং ১৮,৫৪৮-এর যোগাযোগ থেকে কত বেশি ?
[A] ১৪.২৮৫
[B] ১৪.৬৫৮
[C] ১৪,৮৬৫
[D] ১৪,৫৮৬
০৩. অর্ধেক ভর্তি অবস্থায় কোন বালতির ওজন ৭০ কেজি। সিকি অংশ খালি অবস্থায় জলভরা বালতিটির ওজন ৮০ কেজি। দুই-পঞ্চমাংস ভর্তি অবস্থায় পাত্রটির ওজন কত হবে ?
[A] ১৬ কেজি
[B] ১০০ কেজি
[C] ৬৬ কেজি
[D] ৪৮ কেজি
০৪. দুটি পারস্পরিক মৌলিক সংখ্যার যোগফল ২০ এবং তাদের ল. সা. গু ৯৯ ; সংখ্যা দুটি কি কি ?
[A] ০ এবং ১২
[B] ১৪ এবং ৬
[C] ১৯ এবং ১
[D] ১১ এবং ৯
০৫. ৫টি সংখ্যার প্রথম চারটির গড় ২৬ ও শেষ চারটির গড় ২৫ ; প্রথম ও পঞ্চম সংখ্যাটি দুটির পার্থক্য –
[A] ১
[B] ২
[C] ৩
[D] ৪
০৬. P-এর আয় Q-এর আয়ের থেকে ২৫% বেশি। Q-এর আয় R-এর থেকে ২০% বেশি। P-এর আয় R-এর চেয়ে কত বেশি ?
[A] ৩৫ %
[B] ৪০ %
[C] ৪৫ %
[D] ৫০ %
০৭. এক ব্যক্তি ২০,০০০ টাকায় দুটি ঘোড়া বিক্রি করে। একটিতে ৫% লাভ এবং অপরটিতে ৫% ক্ষতি হল, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হল ?
[A] ১০ % লাভ
[B] ০.১০ % ক্ষতি
[C] ০.২৫ % ক্ষতি
[D] কোন লাভ বা ক্ষতি হবে না
০৮. একজন অসৎ ব্যবসায়ী ক্রয়মূল্যের উপর ২৫/৪% ক্ষতিতে পণ্য বিক্রয় করে, কিন্তু ২৫/২% ওজন কম দিতে। তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত ?
[A] ৫০/৭ % লাভ
[B] ৫০/৭ % ক্ষতি
[C] ২০/৩ % লাভ
[D] ২৫/২ % লাভ
০৯. দুটি সংখ্যার যোগাযোগ ৪৫, বিয়োগফল ২৭, সংখ্যাদুটির অনুপাত কত ?
[A] ৪ : ৩
[B] ৩ : ৫
[C] ৫ : ২
[D] ৪ : ১
১০. ৭, ০, ৯, ৮ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল নির্ণয় কর ?
[A] ২৮৭১
[B] ৯০৮১
[C] ৯০১৮
[D] ২৭৮১
১১. দুটি সংখ্যার অনুপাত ৪ : ৫, তাদের গ. সা. গু ১২, সংখ্যা দুটির ল. সা. গু কত ?
[A] ১২০
[B] ১৬০
[C] ২৪০
[D] ২৭০
১২. ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যা গুলোর গড় মান কত ?
[A] ১০
[B] ১০.৫
[C] ১১
[D] ১১.৫
১৩. ৫/৪ এবং ৪/১০ এর অন্যোন্যক এর গুনফল এর অন্যোন্যক কত হবে ?
[A] ২
[B] ২/৩
[C] ১/৩
[D] ১/২
১৪. একজন ব্যক্তি স্রোতের অনুকূলে ঘণ্টায় ৯ কিমি ও স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ৫ কিমি পর অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত ?
[A] ৪ কিমি/ঘণ্টা
[B] ৩ কিমি/ঘণ্টা
[C] ২.৫ কিমি/ঘণ্টা
[D] ২ কিমি/ঘণ্টা
১৫. একটি আয়তকার ক্ষেত্রর ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। ক্ষেত্রের দৈর্ঘ্য ৫ মিটার বাড়ানো হলে ক্ষেত্রফল ১০০ বর্গমিটার বৃদ্ধি পায়, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত ?
[A] ৪০ মিটার
[B] ৪৫ মিটার
[C] ৫০ মিটার
[D] ৫৫ মিটার
১৬. একজন ব্যাক্তি ব্যাঙ্ক থেকে ৬০০ টাকার একটি চেক ভাঙালেন। ব্যাঙ্ক থেকে তিনি ১০ টাকা এবং ৫ টাকার মোট ৭২টি নোট পেলেন। তবে সেখানে ১০ টাকার নোটের সংখ্যা কত ?
[A] ৪৪
[B] ৪৫
[C] ৪৮
[D] ৫০
১৭. তিনটি সংখ্যার সমষ্টি ১০৮, দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির ১.৫ গুন, তৃতীয় সংখ্যাটি দ্বিতীয়টির ৭/৩ গুন হলে, তৃতীয় সংখ্যাটি কত ?
[A] ১৮
[B] ২৭
[C] ৪৫
[D] ৬৩
১৮. একটি জলাধারের ৩/৪ অংশ জলপূর্ণ ছিল। সবজি বাগানের জন্য ৪৮ লিটার জল তুলে নিলে জলাধারটি অর্ধেক জল পূর্ণ রইল। জলাধারটির জল ধারন ক্ষমতা কত ?
[A] ৯৬ লিটার
[B] ১৯২ লিটার
[C] ১০৮ লিটার
[D] ১২৪ লিটার
১৯. একটি বর্গাকার ক্ষেত্রের চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে ৫.৫০ টাকা করে মোট ২২০ টাকা খরচ হয়। ওই বর্গাকার ক্ষেত্রটির মেঝে তৈরি করতে প্রতি বর্গমিটারে ৭ টাকা দরে মোট কত টাকা খরচ হবে ?
[A] ৪০০ টাকা
[B] ৭৫০ টাকা
[C] ৭০০ টাকা
[D] ৬০০ টাকা
২০. ১.৫২ × ১.৫২ × ১.৫২ + ৩০ × ১.৫২ × ৮.৪৮ + ৮.৪৮ × ৮.৪৮ × ৪.৪৮ = ?
[A] ১০
[B] ১০০
[C] ১০০০
[D] উপরের কোনটি নয়
২১. একজন ব্যক্তির ৩ মাসের আয় ৪ মাসের ব্যায় এর সমান। ওই ব্যক্তির বার্ষিক সঞ্চয় ১৪০০ টাকা হল, ব্যক্তির বার্ষিক আয় কত ?
[A] ৪৮০০ টাকা
[B] ৫২০০ টাকা
[C] ৫৬০০ টাকা
[D] ৬০০০ টাকা
২২. যদি ২x = ৩y = ৪z হয়, তাহলে x + z - 2y : 2y + z – x এর মান কত ?
[A] ১ : ২
[B] ২ : ১
[C] ১ : ৫
[D] ৫ : ১
২৩. পিতা ও জ্যেষ্ঠ পুত্রের বয়সের গড় ৩৫ বছর এবং পিতা ও কনিষ্ঠ পুত্রের বয়সের গড় ৩২ বছর । কনিষ্ঠ পুত্রের বয়স ১৬ বছর হলে, জ্যেষ্ঠ পুত্রের বয়স কত ?
[A] ১৮ বয়স
[B] ২০ বয়স
[C] ২২ বয়স
[D] ২৪ বয়স
২৪. কত টাকার ৬০%, ৯০ টাকার ২৫০/৩% এর সমান ?
[A] ১০০ টাকা
[B] ১২০ টাকা
[C] ১১৫ টাকা
[D] ১২৫ টাকা
২৫. পাঁচটি ঘণ্টা যথাক্রমে ৫, ৬, ১৫, ১৮ এবং ২৪ সেকেন্ড পর বাজে। তাহলে প্রথমবার বাদ দিয়ে এক ঘণ্টায় তারা এক সঙ্গে কতবার বাজবে ?
[A] ১০ বার
[B] ১২ বার
[C] ১৫ বার
[D] ২৩ বার
২৬. যদি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে ২০% কম হয়, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত শতাংশ বেশি ?
[A] ২৫ %
[B] ২০ %
[C] ৩৫ %
[D] ১২৫ %
২৭. ৭৫ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে, অপর একটি ১০০ মিটার লম্বা ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসা ট্রেন কে কত সময়ে অতিক্রম করবে ?
[A] ৬ সেকেন্ডে
[B] ৬.৩ সেকেন্ডে
[C] ৬.৪ সেকেন্ডে
[D] ৬.৫ সেকেন্ডে
২৮. যদি কোন বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে ?
[A] ১০০ %
[B] ২০০ %
[C] ৩০০ %
[D] ৪০০ %
২৯. একটি শহরে ৩২,৯৮০ জন পুরুষ এবং ১৬,৪৯০ জন মহিলা বাস করে। পুরুষদের ৭৫% এবং মহিলাদের ৫০% শিক্ষিত, ওই শহরে গড় শিক্ষিতের হার কত শতাংশ ?
[A] ১২৫/২ %
[B] ২০০/৩ %
[C] ২০৫/৩ %
[D] ৭০ %
৩০. যদি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ২৪ সেন্টিমিটার এবং ১০ সেন্টিমিটার হয়, তবে রম্বসের পরিধি কত ?
[A] ৬৮ সেন্টিমিটার
[B] ৬০ সেন্টিমিটার
[C] ৫২ সেন্টিমিটার
[D] ৫০ সেন্টিমিটার
৩১. ২৭৬ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ২০৪ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি মেঝেকে সর্বনিম্ন কত গুলি বর্গাকার পাথরের টুকরো দ্বারা বাঁধানো যাবে ?
[A] ৩৯০ টি
[B] ৩৮৮ টি
[C] ৩৯১ টি
[D] ৩৯৮ টি
৩২. ১০ বছর পূর্বে A এর বয়স B এর বয়সের অর্ধেক ছিল । যদি বর্তমানে তাদের বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তাহলে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত ?
[A] ২৮ বছর
[B] ৩৫ বছর
[C] ৩৬ বছর
[D] ৪০ বছর
৩৩. কোন টাকার ৩ বছরের সুদ আসল ১,৩৬০ টাকা এবং ৬ বছরের সুদ আসল ১,৭২০ টাকা। বার্ষিক সুদের হার কত ?
[A] ৬ %
[B] ১০ %
[C] ১২ %
[D] ১৫ %
৩৪. পরপর দুটি ধনাত্মক সংখ্যার বর্গের পার্থক্য ৪৭ হল, ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?
[A] ২২
[B] ২১
[C] ২৩
[D] ২৪
৩৫. A বছরের শুরুতে ২১,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর B ৩৬,০০০ টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লাভ্যাংশ পায়, কত মাস পর B ব্যবসায় যোগ দিয়েছিল ?
[A] ৩ মাস
[B] ৫ মাস
[C] ৭ মাস
[D] ৯ মাস
৩৬. কোন একটি পরীক্ষায় ৩৫% ছাত্র গণিতে এবং ৩০% ছাত্র ইংরেজিতে ফেল করে। ২০% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। ২৭৫ জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ?
[A] ৪০০ জন
[B] ৫০০ জন
[C] ৫৫৫ জন
[D] ৫৬০ জন
৩৭. একটি গ্লাসে জল ও দুধের অনুপাত ২ : ৫। গ্লাসে ৬ লিটার জল ঢাললে অনুপাত হয় ১ : ১, গ্লাসে দুধের পরিমাণ কত ছিল ?
[A] ১০ লিটার
[B] ১৫ লিটার
[C] ২০ লিটার
[D] ২৫ লিটার
৩৮. ৫ টাকায় ৬টি আম ক্রয় করে, ৬ টাকায় ৫ টি আম বিক্রয় করলে, শতকরা কত লাভ হয় ?
[A] ২০ %
[B] ২২ %
[C] ৩৩.৩৩ %
[D] ৪৪ %
৩৯. ৩ জন পুরুষ ও ৫ জন মহিলা একটি কাজ ১৮ দিনে করতে পারে। ১২ জন পুরুষ ও ১০ জন মহিলা সেই কাজটি কতদিনে করতে পারবে ?
[A] ২ দিনে
[B] ৩ দিনে
[C] ৪ দিনে
[D] ৫ দিনে
৪০. A : B = ৩ : ৪ এবং B : C = ৮ : ৯ হলে, A : B : C = এর মান কত ?
[A] ৮ : ৬ : ৯
[B] ৬ : ৮ : ৯
[C] ৯ : ৮ : ৬
[D] ৩ : ৩২ : ৯
৪১. ৭ জন লোকের গড় ওজন ৩ কিলোগ্রাম বৃদ্ধি পায়, যদি নতুন কোন ব্যক্তি যোগদান করে ৫০ কিলোগ্রাম ওজনের কোন ব্যক্তির পরিবর্তে। তবে নতুন লোকটির ওজন কত ?
[A] ৭১ কিলোগ্রাম
[B] ৮১ কিলোগ্রাম
[C] ৬১ কিলোগ্রাম
[D] ৫৩ কিলোগ্রাম
৪২. একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে ২০ মিনিটে ভর্তি হয় এবং অপর আরেকটি পাইপ দিয়ে ৬০ মিনিটে ভর্তি করা যায়। যদি দুটি পাইপ ১০ মিনিট খোলা রাখার পর, প্রথম পাইপটি বন্ধ করে দেওয়া হয়। তবে ট্যাঙ্কটি সম্পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে ?
[A] ২০ মিনিট
[B] ৩০ মিনিট
[C] ৪০ মিনিট
[D] ১০ মিনিট
৪৩. চালের দাম ১০% বৃদ্ধি পেলে একটি পরিবার চালের ব্যবহারের পরিমাণ কত কমালে মোট খরচ একই থাকবে ?
[A] ১/১১ %
[B] ১/৯ %
[C] ১০০/৯ %
[D] ১০০/১১ %
৪৪. আভি ও সানু একটি কাজ যথাক্রমে ২৫ দিনে ও ৩০ দিনে সম্পূর্ণ করে। তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার ৮ দিন পূর্বে অভি কাজটি ছেড়ে চলে যায়, সম্পূর্ণ কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে ?
[A] ১৮ দিন
[B] ১৬ দিন
[C] ১০ দিন
[D] ২০ দিন
৪৫. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বাড়ে এবং প্রস্থ ২০% বাড়ে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?
[A] ৫০ %
[B] ৬৫ %
[C] ৬০ %
[D] ১৫০ %
৪৬. একটি আয়তক্ষেত্রের প্রস্থ ১০ মিটার ও কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার হলে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে ?
[A] ৫১√৫
[B] ৫০√৫
[C] ৫২√৫
[D] ৪৮√৫
৪৭. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি ৭। সংখ্যাটি থেকে ২৭ বিয়োগ করলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে, সংখ্যা টি কত ?
[A] ৪৩
[B] ৬১
[C] ৫২
[D] কোনটি নয়
৪৮. ৬৪ সেমি উচ্চতার একটি লম্ব-বৃত্তাকার চোঙ গলিয়ে এর সমান ব্যাসার্ধের ১২ টি নিরেট গোলক তৈরি করা হলো, প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত ?
[A] ৩
[B] ৫
[C] ৪
[D] ২
৪৯. A ও B সাইকেলে চেপে যথাক্রমে ৮ মিটার/সেকেন্ড এবং ৫ মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে B, A এর থেকে ১৮০ মিটার এগিয়ে থাকে। পরবর্তী ৭০ সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
[A] ৪০ মিটার
[B] ৩০ মিটার
[C] ২৫ মিটার
[D] ৩৫ মিটার
৫০. ছয়টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল ৩৬ ; বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত ?
[A] ২৩
[B] ২৬
[C] ২৯
[D] ২৭
[D] ২৭
No comments:
Post a Comment