Food SI Practice Set in Bengali 2023 PDF Set-02
সুপ্রিয় বন্ধুরা,
তোমরা যারা WBPSC Food SI পরীক্ষার জন্য আবেদন করেছো হয়তো তোমরা উক্ত পরীক্ষার প্রস্তুতি নেবার জন্য ইতিমধ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে নিয়েছো এবং তার পাশাপাশি অনলাইনে বিভিন্ন মক টেস্ট এবং প্র্যাকটিস সেট গুলি প্র্যাকটিস করছো। তাই আজকে আমরা তোমাদের সেই প্র্যাকটিস কে এক ধাপ আগিয়ে নিয়ে যাবার জন্য নিয়ে হাজির হয়েছি, Food SI Practice Set in Bengali 2023 PDF Set-02 এই পোস্টটি নিয়ে। যে সেটটির মধ্যে থাকছে উক্ত পরীক্ষার সিলেবাস অনুযায়ী ৫০টি জেনারেল স্টাডিজ এবং ৫০টি গণিত প্রশ্ন উত্তর।
তাই তোমাদের এখন প্রধান কাজ হবে কোন রকম সময় নষ্ট না করে অবিলম্বে আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেটটি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়া। (বিঃ দ্রঃ- প্র্যাকটিস সেটটি কেমন লাগলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের মতামত জানাবে এবং পরের প্র্যাকটিস সেটের জন্য Next লিখে দেবে।)
Food SI Practice Set in Bengali Set-02
০১. সলবাইয়ের সন্ধি কোন বছর স্বাক্ষরিত হয় ?
[A] ১৭৬১ সালে
[B] ১৭৮২ সালে
[C] ১৭৯৩ সালে
[D] ১৭৯৪ সালে
০২. তবকত-ই-নাসিরি বইটির রচয়িতা কে ?
[A] বারানি
[B] বদৌনি
[C] আমির খসরু
[D] মিনহাজ
০৩. যদুগোড়া খনি থেকে পাওয়া যায়-
[A] বক্সাইট
[B] অ্যালুমিনিয়াম
[C] ইউরেনিয়াম
[D] কয়লা
০৪. কোন শহরকে "ভারতের বিজ্ঞান নগরী" বলা হয় ?
[A] বেঙ্গালুরু
[B] পুনে
[C] হায়দ্রাবাদ
[D] চেন্নাই
০৫. ভারতের প্রথম সুতাকল কোথায় গড়ে ওঠে ?
[A] বিজয়ওয়ারা
[B] আহমেদাবাদ
[C] ঘুসুড়ি
[D] টিটাগড়
০৬. সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে আছে ?
[A] রাজস্থান
[B] গুজরাট
[C] পাঞ্জাব
[D] কর্নাটক
০৭. ২০১৮ সালের আবু ধাবি গ্রা প্রি খেতাব জিতলেন কে ?
[A] লুইস হ্যামিলটন
[B] ম্যাক্স ভার্সাস্তাপেন
[C] ড্যানিয়েল রিকার্ডো
[D] সেবেস্তিয়ান ভেত্তেল
০৮. বিশ্বের উচ্চতম হ্রদ "টিটিকাকা" কোন দেশে অবস্থিত ?
[A] রাশিয়া
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ব্রাজিল
[D] দক্ষিন আফ্রিকা
০৯. "বিশ্বের কফির পাত্র" কোন দেশকে বলা হয় ?
[A] ব্রাজিল
[B] কিউবা
[C] চিলি
[D] আর্জেন্টিনা
১০. নর্মদা নদীর উত্পত্তিস্থল কোন পাহাড় ?
[A] মহাদেব
[B] মহাকাল
[C] নীলগিরি
[D] বিন্ধ্য
১১. জাতীয় সংহতি পরিষদ কোন বছর গড়ে তোলা হয় ?
[A] ১৯৫০ সালে
[B] ১৯৮৬ সালে
[C] ১৯৫২ সালে
[D] ১৯৫৭ সালে
১২. প্রথম সরকারী ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন ?
[A] বি.জি.খের
[B] বাবু রাজেন্দ্র প্রসাদ
[C] শ্যামাপ্রসাদ মুখার্জী
[D] জওহরলাল নেহেরু
১৩. কোন বছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় ?
[A] ১৯৫৫ সালে
[B] ১৯৬৯ সালে
[C] ১৯৪৭ সালে
[D] ১৯৭০ সালে
১৪. প্রস্তর যুগের মানুষদের প্রথম গৃহপালিত পশু কোনটি ?
[A] ঘোড়া
[B] কুকুর
[C] ভেড়া
[D] গাধা
১৫. ইউজিনি বুশার্ড কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ব্যাডমিন্টন
[B] টেনিস
[C] স্কোয়াস
[D] জিমনাস্টিক
১৬. "বার" কিসের একক ?
[A] বায়ুমণ্ডলীয় চাপের
[B] তাপমাত্রা
[C] বল
[D] কার্য
১৭. কলকাতা পুরসভার মেয়র এখন কে ? [২০১৮,ডিসেম্বর]
[A] শোভন চট্টোপাধ্যায়
[B] সুব্রত মুখার্জি
[C] ফিরহাদ হাকিম
[D] অভিষেক ব্যানার্জি
১৮. গৌতম বুদ্ধ কোথায় জন্ম গ্রহণ করেন ?
[A] লুম্বিনি
[B] বৈশালী
[C] পাটলিপুত্র
[D] বোধ গোয়া
১৯. মডার্ন আর্ট ও মিউজিয়ামের প্রধান ন্যাশনাল গ্যালারি কোথায় আছে ?
[A] হায়দ্রাবাদ
[B] নিউদিল্লি
[C] কলকাতা
[D] সিমলা
২০. ক্রিপশ কোন বছর ভারতে আসেন ?
[A] ১৯৩৯ সালে
[B] ১৯৪৬ সালে
[C] ১৯২৭ সালে
[D] ১৯৪২ সালে
২১. “কাঞ্চি” কোন বংশের রাজধানী ছিল ?
[A] রাষ্ট্রকুট
[B] চোল
[C] পল্লব
[D] চালুক্য
২২. কার পরামর্শে রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন ?
[A] সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি
[B] উপ-রাষ্ট্রপতি
[C] প্রধানমন্ত্রী
[D] রাজ্যের মুখ্যমন্ত্রী
২৩. কোন শহরকে "ভারতীয় ফুটবলের মক্কা" বলা হয় ?
[A] কলকাতা
[B] মুম্বাই
[C] গোয়া
[D] চেন্নাই
২৪. অলিম্পিক বলয়ের হলুদ রং কোন মহাদেশের প্রতীক ?
[A] ইউরোপ
[B] এশিয়া
[C] অস্ট্রেলিয়া
[D] আমেরিকা
২৫. জাতীয় ডাক দিবস কত তারিখে পালিত হয় ?
[A] ১৬ নভেম্বর
[B] ৭ অগাস্ট
[C] ২৪ মার্চ
[D] ১০ অক্টোবর
২৬. নীচের কোনটি সঠিক মিল নয় ?
[A] টমেটোতে উপস্থিত অ্যাসিড - ফর্মিক অ্যাসিড
[B] কমলালেবুতে উপস্থিত অ্যাসিড- সাইট্রিক অ্যাসিড
[C] আঙ্গুরে উপস্থিত অ্যাসিড - টারটারিক অ্যাসিড
[D] র্যান্সিড মাখনে উপস্থিত অ্যাসিড - বিউটিরিক অ্যাসিড
২৭. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কী প্রয়োজন ?
[A] ক্লোরোফিল
[B] কার্বন ডাই অক্সাইড এবং জল
[C] সূর্যালোক
[D] উপরের সব গুলি
২৮. ইস্ট শ্বসনের সময় কোন গ্যাস উৎপন্ন করে ?
[A] হাইড্রোজেন
[B] নাইট্রোজেন
[C] মিথেন
[D] কার্বন-ডাই-অক্সাইড
২৯. নীচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই ?
[A] অক্টোপাস
[B] স্কুইড
[C] ক্লাউন ফিশ
[D] তিমি
৩০. নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে ?
[A] ভিটামিন A
[B] ভিটামিন D
[C] ভিটামিন K
[D] ফলিক অ্যাসিড
৩১. আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ ?
[A] তির্যক তরঙ্গ
[B] অনুদৈর্ঘ্য তরঙ্গ
[C] A এবং B উভয়ই
[D] কোনটিই নয়
৩২. কি কারনে মুত্র হলুদ বর্ণের হয় ?
[A] অ্যামোনিয়ার উপস্থিতি
[B] সালফারের উপস্থিতি
[C] লোহার উপস্থিতি
[D] ইউরোক্রোমের উপস্থিত
৩৩. কি কারণ ব্লাড ক্যান্সার হয়ে থাকে ?
[A] রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়
[B] রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়ার ফলে
[C] রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়ার ফলে
[D] রক্তে শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়ার ফলে
৩৪. বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা কত ?
[A] ৩০ জন
[B] ৩২ জন
[C] ৩৩ জন
[D] ৩৪ জন
৩৫. "কাদম্বরী" গ্রন্থের রচয়িতা কে ?
[A] আর্যভট্ট
[B] বানভট্ট
[C] কালিদাস
[D] মেঘনাদ
৩৬. জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
[A] সাহিত্য
[B] সিনেমা
[C] সাংবাদিকতা
[D] সমাজসেবা
৩৭. “শিক্ষা মানুষ তৈরি করে” – উক্তিটি কার ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] স্বামী বিবেকানন্দ
[C] বঙ্কিমচন্দ্র
[D] নেতাজী সুভাষ চন্দ্র বসু
৩৮. গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কবে ?
[A] ১৯১৬ সালে
[B] ১৯১৭ সালে
[C] ১৯১৮ সালে
[D] ১৯১৯ সালে
৩৯. আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত ?
[A] তামিলনাড়ু
[B] পশ্চিমবঙ্গ
[C] মধ্যপ্রদেশ
[D] কেরালা
৪০. পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা শেয়ার করেছেন ?
[A] ২ টি
[B] ৩ টি
[C] ৫ টি
[D] ৭ টি
৪১. ডগরা সম্প্রদায়ের মানুষেরা কোন রাজ্যে বসবাস করেন ?
[A] জম্মু কাশ্মীর
[B] তামিলনাতু
[C] উত্তর প্রদেশ
[D] হিমাচল প্রদেশ
৪২. “রাজ তরঙ্গিনী” গ্রন্থটি কে রচনা করেন ?
[A] আর্যভট্ট
[B] বানভট্ট
[C] কালিদাস
[D] কলহন
৪৩. ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত ?
[A] কাঠমান্ডু
[B] দেরাদুন
[C] নিউ দিল্লী
[D] মুম্বাই
৪৪. ভোপাল গ্যাস ট্র্যাজেডি কীসের কারণে লিকেজের ঘটেছিল ?
[A] মিথাইল আইসোসাইনেট
[B] নাইট্রোজেন ডাই অক্সাইড
[C] সালফার ডাই অক্সাইড
[D] কার্বন মনোক্সাইড
৪৫. গ্লুকোমা মানবদেহের কোন অংশকে প্রভাবিত করে ?
[A] হৃৎপিণ্ড
[B] কান
[C] নাক
[D] চোখ
৪৬. মাটির অধ্যয়নের সাথে সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয় ?
[A] পেডোলজি
[B] পেডাগোজি
[C] ইকোলজি
[D] পোমোলজি
৪৭. রাবার শক্ত করতে নিচের কোন রাসায়নিক প্রক্রিয়াটি ব্যবহার করা হয় ?
[A] ভেপোরাইজেশন
[B] ভোলাটাইলিজেশন
[C] ভলকানাইজেশন
[D] ভ্যালরিজেশন
৪৮. মানবদেহের কোন অংশকে আমাদের শরীরের ‘chemical factory’ বলা যায় ?
[A] ফুসফুস
[B] যকৃত
[C] কিডনি
[D] পাকস্থলী
৪৯. ভারতীয় সংবিধানের কোন অংশ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত ?
[A] পার্ট VI
[B] পার্ট VII
[C] পার্ট VIII
[D] পার্ট IX
৫০. অশোকের শিলালিপিতে নিচের কোন তথ্য পাওয়া যায় ?
[A] জীবন কাহিনী
[B] অভ্যন্তরীণ নীতি
[C] পররাষ্ট্রনীতি
[D] উপরের সবকটি সঠিক
০১. জলের সঙ্গে কি পরিমান দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে ?
[A] 4:1
[B] 3:4
[C] 4:3
[D] 1:4
০২. পরপর চারটি জোড় সংখ্যার গড় 27 এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত ?
[A] 33
[B] 30
[C] 24
[D] 28
০৩. 1100 জন ছেলে ও 900 জন মেয়ে কোনো একটি পরীক্ষা দিলো। সেই পরীক্ষায় 50% ছেলে ও 40% মেয়ে পাস করলো। এখন শতকরা কতজন ছেলে মেয়ে পাশ করলো ?
[A] 45.7%
[B] 45.5%
[C] 47.7%
[D] 42.5%
০৪. একটি ছাত্রকে পাশ করার জন্য 33% নম্বর পেতে হয়। একজন ছাত্র 125 নম্বর পেয়েও 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ?
[A] 610
[B] 500
[C] 450
[D] 350
০৫. এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে। আরো 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হত। টিভি এর ক্রয়মূল্য কত ?
[A] 80000
[B] 40000
[C] 50000
[D] 70000
০৬. 77, 99 এবং X এর গ.সা.গু 11 ও ল.সা.গু 3465, X এর ক্ষুদ্রতম মান হল-
[A] 11
[B] 55
[C] 45
[D] 35
০৭. দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু সমান। একটি সংখ্যা 35 হলে, অপরটি কত ?
[A] 45
[B] 35
[C] 37
[D] 72
০৮. এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 18 নাম্বারের জন্য ফেল করে ওপর পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে পাশ নম্বর থেকে 12 নম্বর বেশি পেলো। পরীক্ষায় মোট নম্বর কত ?
[A] 610
[B] 600
[C] 650
[D] 355
০৯. স্রোতের অনুকূলে নৌকার বেগ 16 কিমি/ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা হলে, স্রোতের বেগ কত ?
[A] 8 কিমি/ঘন্টা
[B] 14 কিমি/ঘন্টা
[C] 3 কিমি/ঘন্টা
[D] 10 কিমি/ঘন্টা
১০. এক ব্যক্তি 5 টাকায় 16টি চকলেট ক্রয় করে এবং 5 টাকায় 12 ট চকলেট বিক্রি করে, তবে তার লাভের পরিমান কত ?
[A] 27%
[B] 40%
[C] 100/3%
[D] 33%
১১. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু-এর সমষ্টি 680, তাদের ল.সা.গু, গ.সা.গু-এর 84 গুন। যদি একটি সংখ্যা 56 হয়, তবে অপরটি কত ?
[A] 84
[B] 12
[C] 96
[D] 8
১২. 6টি দ্রব্যের ক্রয়মূল্য 5টি দ্রব্যের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত ?
[A] 27%
[B] 20%
[C] 30%
[D] 33%
১৩. পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 75। সবচেয়ে ছোট সংখ্যাটি কত ?
[A] 11
[B] 13
[C] 15
[D] 19
১৪. একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যা 618। তাদের মূল্যের অনুপাত 13:11:17 হলে, প্রতি মুদ্রার সংখ্যা কত ?
[A] 166, 75, 405
[B] 79, 130, 408
[C] 78, 132, 408
[D] 77, 137, 403
১৫. তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং লসাগু 54, সংখ্যা তিনটির গসাগু কত ?
[A] 2
[B] 9
[C] 6
[D] 7
১৬. ছটি ক্রমিক সংখ্যার যোগফল 69, বৃহত্তম সংখ্যাটি কত ?
[A] 14
[B] 16
[C] 20
[D] 28
১৭. 5/7, 11/13, 15/27, 19/21 কোনটি বৃহত্তম ?
[A] 5/7
[B] 11/13
[C] 15/27
[D] 19/21
১৮. a/b = 2/3, b/c = 4/5 হলে (a+b)/(c+d) = ?
[A] 20/27
[B] 27/20
[C] 6/8
[D] 8/6
১৯. A একটি কাজের 1/3 অংশ 5 দিনে এবং B ওই কাজটির 2/5 অংশ 10 দিনে করতে পারে। A ও B একত্রে সম্পুর্ন কাজটি করবে কতদিনে ?
[A] 67/7
[B] 75/8
[C] 9 দিনে
[D] 7 দিনে
২০. এক শহরের জনসংখ্যা 180000 প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে ?
[A] 217800
[B] 22500
[C] 22750
[D] 33257
২১. দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে 30% ও 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ ?
[A] 98
[B] 76
[C] 98.53
[D] 92.86
২২. এক অসৎ ব্যাবসায়ী দাড়িপাল্লায় 1 কেজির বদলে 900 গ্রাম দেয় কিন্তু ক্রয় মূল্যের দামে জিনিসটি বিক্রি করে। ব্যাক্তির শতকরা লাভ কত ?
[A] 99/11 %
[B] 101/9 %
[C] 100/9 %
[D] 101/11 %
২৩. A, B, C একটি যৌথ ব্যাবসায় 6:9:10 অনুপাতে বিনিয়োগ করে, যদি তাদের লাভ্যাংশের অনুপাত 2:3:5 হয়, তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত ?
[A] 3:3:2
[B] 2:2:3
[C] 12:27:50
[D] 1:1:2
২৪. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 96% বাড়ালে তার বাহুর ক্ষেত্রফল কত % বাড়বে ?
[A] 10%
[B] 12%
[C] 32%
[D] 40%
২৫. কোনো জিনিসের দাম 10% কমিয়ে দেওয়ার পর আগের দামে ফিরে যেতে ঐ জিনিসের দাম কত বাড়াতে হবে ?
[A] 99/11 %
[B] 100/9 %
[C] 11%
[D] 10%
২৬. একটি ক্যাম্পে 300 জনের 9 দিনের খাবার মজুত ছিল। 2 দিন পর 125 জন লোক ছেড়ে অন্যত্র চলে গেল। বাকি খাদ্যে বাকি লোকের কতদিন চলবে ?
[A] 8 দিন
[B] 9 দিন
[C] 10 দিন
[D] 12 দিন
২৭. কয়লার দাম 25% বেড়েছে, একটি পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ অপরিবর্তিত রাখতে কত শতাংশ খরচ কমাতে হবে ?
[A] 133%
[B] 29%
[C] 25%
[D] 20%
২৮. 24 x 15 ÷ 12 + ? = 165
[A] 65
[B] 85
[C] 135
[D] 158
২৯. একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলে মোট 700 টি মুদ্রা আছে। যদি তাদের অনুপাত 2:3:5 হয় হলে এক টাকার মুদ্রা কটা আছে ?
[A] 50
[B] 75
[C] 80
[D] 140
৩০. একটি 200 মিটার লম্বা ট্রেন সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত ?
[A] 72 কিমি/ঘন্টা
[B] 68 কিমি/ঘন্টা
[C] 60 কিমি/ঘন্টা
[D] 64 কিমি/ঘন্টা
৩১. 6 জন পুরুষ অথবা 10 জন মহিলা একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। কাজটি 3 জন পুরুষ ও 10 জন মহিলার করতে কত সময় লাগবে ?
[A] 7 দিন
[B] 8 দিন
[C] 10 দিন
[D] 12 দিন
৩২. এক ব্যাক্তি পুরানো টেবিল 480 টাকায় কিনলেন। তিনি এর 20% টেবিলটি মেরামত করতে ব্যয় করলেন। তিনি 144 টাকা লাভ করতে চাইলে ক্রয়মূল্যের ওপর কত শতাংশ যোগ করে বিক্রয়মূল্য স্থির করবেন ?
[A] 48%
[B] 50%
[C] 96%
[D] 100%
৩৩. যদি 476**0 সংখ্যাটি 3 ও 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে ** এর স্থানে কি হবে ?
[A] 7 ও 5
[B] 8 ও 5
[C] 9 ও 6
[D] 1 ও 5
৩৪. একটি ক্লাসে 60 জন ছাত্র ছাত্রীর মধ্যে 120 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হল যাতে ছেলেরা 2.5 টাকা ও মেয়েরা 50 পয়সা করে পেল। ঐ ক্লাসে ছেলে ও মেয়ের অনুপাত কত ?
[A] 1:2
[B] 3:4
[C] 3:1
[D] 5:3
৩৫. একটি পার্কের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার, পার্কটির চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত ?
[A] 200 বর্গমিটার
[B] 208 বর্গমিটার
[C] 204 বর্গমিটার
[D] 196 বর্গমিটার
৩৬. দুটি সংখ্যার গসাগু 12, তাদের পার্থক্য 12 হলে সংখ্যা দুটি হবে -
[A] 86, 90
[B] 96,108
[C] 104.116
[D] 112, 128
৩৭. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 ও 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে 6, 14 ও 26 ভাগশেষ থাকবে ?
[A] 144
[B] 134
[C] 154
[D] 164
৩৮. 800 ÷ 8 ÷ 0.4 = ?
[A] 40.5
[B] 25.25
[C] 202.25
[D] 252.5
৩৯. যদি 4 জন পুরুষ বা 4 জন মহিলা একটি কাজ 43 দিনে করতে পারে তাহলে 7 জন পুরুষ ও 5 জন মহিলা ঐ কাজটি কত দিনে করতে পারবে ?
[A] 30
[B] 18
[C] 12
[D] 11
৪০. একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 85 রান করলে তার গড় 3 বেড়ে যায়। তাহলে এখন তার গড় কত ?
[A] 35
[B] 37
[C] 38
[D] 70
৪১. একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80 টি নোট আছে। ঐ ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত ?
[A] 50
[B] 60
[C] 40
[D] 10
৪২. একটি বইয়ের 2000 কপি ছাপাতে একজন প্রকাশকের 38750 টাকার কাগজ লেগেছে ও 33150 টাকার ছাপা খরচ লাগে। বই বাধাতে 8100 টাকা লাগে। বিক্রেতাকে 20% কমিশান দিতে হয়। তিনি বইপ্রতি 20% লাভ রাখতে চাইলে প্রত্যেক বই এর মুদ্রিত মূল্য কত টাকা রাখতে হবে ?
[A] 50
[B] 90
[C] 70
[D] 60
৪৩. 100 টাকায় 12 টি লেবু বিক্রি করে এক দোকানীর 15% ক্ষতি হয়। কতগুলি লেবু 100 টাকায় বিক্রি করলে 2% লাভ হবে ?
[A] 8
[B] 9
[C] 10
[D] 12
৪৪. 5 বছর পর সুবীর ও প্রবীরের বয়সের অনুপাত হবে 4:5, তাদের বর্তমান বয়সের যোগফল 35, সুবীরের বর্তমান বয়স কত ?
[A] 15 বছর
[B] 12 বছর
[C] 32 বছর
[D] 20 বছর
৪৫. পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:1, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:2। ছেলের বয়স এখন কত বছর ?
[A] 5
[B] 6
[C] 9
[D] 10
৪৬. 0.05 x 0.09 x 5 = ?
[A] 0.005
[B] 0.0225
[C] 0.025
[D] 0.225
৪৭. টাকায় 12 টি লেবু বিক্রি করলে এক ব্যাবসায়ীর 20% ক্ষতি হয় তবে 20% লাভ করতে হলে টাকায় কটা লেবু বিক্রি কতে হবে ?
[A] 5
[B] 6
[C] 8
[D] 10
৪৮. একটি চৌবাচ্চা ক নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়। কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে মোট 12 ঘন্টা লেগে যায়। যদি চৌবাচ্চা পূর্ণ থাকে তবে ছিদ্র দিয়ে কত ঘন্টায় চৌবাচ্চাটি খালি হবে ?
[A] 24
[B] 28
[C] 20
[D] 32
৪৯. একটি সংখ্যার 2/5 অংশের 5/8 অংশের 4/7 অংশ হল 22। তাহলে সংখ্যাটি কত ?
[A] 811
[B] 154
[C] 187
[D] 198
৫০. অজয় ও বিজয়ের এখনকার বয়সের অনুপাত 3:4। 5 বছর পর এই অনুপাত হবে 4:5। বিজয়ের এখন বয়স কত ?
[A] 15
[B] 18
[C] 20
[D] 24
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-০২ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: Food SI Practice Set in Bengali 2023 Set-02
File Format: PDF
No. of Pages: 08
File Size: 5 MB
No comments:
Post a Comment