Breaking




Sunday, 10 March 2024

Food SI Practice Set in Bengali 2023 PDF || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট

Food SI Practice Set in Bengali 2023 PDF

Food SI Practice Set in Bengali 2023 PDF
Food SI Practice Set in Bengali 2023 PDF
ডিয়ার স্টুডেন্টস,
আমরা সকলেই জানি ইতিমধ্যে Food SI পদে আবেদন শুরু হয়ে গেছে এবং অনেক প্রার্থী আবেদন করে দিয়েছে,অনেকে করছে এবং আরও অনেকে করবে। আর আমরা এটাও খুব ভালোভাবে জানি যে সকলে ফুলদমে প্রস্তুতি নিয়ে যাচ্ছো সেই রকম সাড়া পাচ্ছি স্টুডেন্টস দের কাচ্ছ থেকে।
তাই আমরা এখন তোমাদের সেই প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য নিয়ে হাজির হয়েছি, ৫০টি জেনারেল স্টাডিজ এবং ৫০টি গণিত প্রশ্ন দিয়ে বানানো, Food SI Practice Set in Bengali 2023 PDF এই পোস্টটি নিয়ে। তোমরা অবশ্যই আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেটটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যাও। 
(বিঃ দ্রঃ - খুব শীঘ্রই পরবর্তী পর্বের প্র্যাকটিস সেটটি তোমাদের সামনে নিয়ে হাজির হব) [আর তোমাদের প্র্যাকটিস সেটটি কেমন লাগলো অবশ্যই টেলিগ্রামে জানেবে।]

Food SI Practice Set in Bengali

০১. নিম্নের কোন রশ্মির ক্ষুদ্রতম তরঙ্গদৈঘ্য বর্তমান ?
[A] রেডিও তরঙ্গ
[B] ইনফ্রারেড তরঙ্গ
[C] X রশ্মি
[D] গামা রশ্মি 

০২. 0℃ তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ হলো -
[A] 344 M/S
[B] 331 M-S
[C] 300 M/S
[D] 331 M/S 

০৩. অল ইন্ডিয়ান মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ?
[A] মৌলনা আহমেদ আলী
[B] মুহাম্মদ আলী জিন্নাহ
[C] আগা খান 
[D] হাকিম আজমল খান

০৪. কম্পিউটারের মস্তিস্ক কোনটিকে বলা হয় কাকে ?
[A] CPU 
[B] ALU
[C] মাদারবোর্ড
[D] কীবোর্ড

০৫. ইউনিফর্ম সিভিল কোডের সাথে নিম্নের কোন সাংবিধানিক ধারা সংযুক্ত ?
[A] আর্টিকেল 43
[B] আর্টিকেল 45
[C] আর্টিকেল 44 
[D] আর্টিকেল 46

০৬. ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার মেরি কম কে নিম্নের কোন সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়েছে?
[A] পদ্মশ্রী
[B] পদ্মভূষণ 
[C] পদ্মবিভূষণ
[D] ভারতরত্ন

০৭. নিম্নের কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নিকটে ইলতুতমিসের সমাধি অবস্থিত ?
[A] হুমায়ন টম্ব
[B] মহাবোধি টেম্পল কমপ্লেক্স
[C] কুতুব মিনার 
[D] রেড ফোর্ট কমপ্লেক্স

০৮. ফিসকাল পলিসির সাথে নিম্নের কোনটি যুক্ত ?
[A] INFLATION
[B] TAXATION
[C] CONSUMPTION 
[D] MONEY SUPPLY

০৯. শিল্পাঞ্চলে ব্যবহৃত ক্ষমতার একক হলো - ?
[A] কিলোওয়াট
[B] ওয়াট
[C] জুল
[D] হর্সপাওয়ার 

১০. দুধের ঘনত্ব পরিমাপে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
[A] হাইড্রোমিটার
[B] ল্যাকটোমিটার 
[C] ব্যারোমিটার
[D] থার্মোমিটার

১১. SONAR এর পূর্ণ রূপ কি ?
[A] সাউন্ড নিউট্রিলাইজেশন এন্ড রেজিং
[B] সাউন্ড নেভিগেটিং এন্ড রিচিং
[C] সাউন্ড নেভিগেশন এন্ড রেনজিং 
[D] সাউন্ড নিউট্রিলাইজেশন এন্ড রিচিং

১২. Sargasso সাগর নিম্নের কোন মহাসাগরে অবস্থিত ?
[A] আটলান্টিক মহাসাগর 
[B] প্রশান্ত মহাসাগর
[C] ভারত মহাসাগর
[D] উপরের কোনটি নয়

১৩. ত্বকের সর্ববহিঃস্থ স্তরকে কি বলা হয় ?
[A] এপিডার্মিস 
[B] ডার্মিস
[C] টিস্যু
[D] হাইপোডার্মিস

১৪. হপম্যান কাপ কিসের সাথে সম্পর্কিত ?
[A] ব্যাডমিন্টন
[B] লন টেনিস 
[C] ক্রিকেট
[D] হকি

১৫. প্রোটনের ভরের সাথে নিম্নের কোনটির ভর সমান ?
[A] নিউট্রন 
[B] ইলেকট্রন
[C] আইসোপ্রোন
[D] আলফা কণা

১৬. জল বিদ্যুৎ উৎপাদনে কোনশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে ?
[A] যান্ত্রিক শক্তি
[B] স্থিতিশক্তি
[C] তাপ শক্তি
[D] গতিশক্তি 

১৭. g এর SI একক নিম্নের কোনটির সাথে একই ?
[A] চাপ
[B] ভরবেগ
[C] বেগ
[D] ত্বরণ 

১৮. নিম্নের কোনটি সিন্থেটিক রাবার ?
[A] লিওপ্রিন
[B] মনোপ্রিন
[C] নিওপ্রিন 
[D] আইসোপ্রিন

১৯. জলের ঘনত্ব হলো - ?
[A] 1000 কেজি/কিউবিক মিটার 
[B] 10 কেজি/কিউবিক মিটার
[C] 1 কেজি/কিউবিক মিটার
[D] 2 কেজি/কিউবিক মিটার

২০. নিম্নের কোনটি সূর্য রশ্মিকে বিভিন্ন রঙে বিভক্ত করতে পারে ?
[A] প্রতিসরণ
[B] প্রতিফলন
[C] প্রিজম 
[D] বিকিরণ

২১. ইকোকার্ডিওগ্রাম এর সাথে নিম্নের কোনটির সবথেকে বেশি সাদৃশ্য রয়েছে ?
[A] ডপলার এফেক্ট 
[B] জিম্যান এফেক্ট
[C] ফটোইলেক্ট্রিক এফেক্ট
[D] ম্যাগনেটিক এফেক্ট

২২. সূর্য থেকে নির্গত কোন রশ্মি আমাদের জন্য ক্ষতিকর  ?
[A] গামা রশ্মি
[B] UV বিকিরণ 
[C] ইনফ্রারেড বিকিরণ
[D] আলফা রশ্মি

২৩. ঘাসকে আমরা সবুজ দেখি কারণ ?
[A] এটি সবুজ আলোকে আমাদের চোখে প্রতিফলিত করে 
[B] এটি সবুজ আলোকে শোষণ করে
[C] এটি সবুজ ছাড়া সমস্ত আলোকে প্রতিফলিত করে
[D] এটি আমাদের চোখে সাদা আলোকে প্রতিফলিত করে

২৪. নিম্নের কে / কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারে না ?
[A] লোকসভা সদস্যরা
[B] স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যরা 
[C] ইউনিয়ন টেরিটরি লেজিসলেচার সদস্যরা
[D] রাজ্যসভা সদস্যরা

২৫. নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
[A] কম্পাঙ্ক - হার্জ
[B] চাপ - পাসকাল
[C] ম্যাগনেটিক ফ্লাক্স - টেসলা 
[D] তড়িৎ পরিবাহিতা – সিমেন্স

২৬. কেঁচো কোন শ্রেণীর অন্তর্গত ?
[A] প্রটোজোয়া
[B] নিডারিয়া
[C] এনিলিডা 
[D] মোলাস্কা

২৭. সোডিয়াম ক্লোরাইড হলো এক ধরণের-
[A] তড়িৎযোজি যৌগ 
[B] সমযোজী যৌগ
[C] উভয়যোজি যৌগ
[D] হাইড্রোকার্বন যৌগ

২৮. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন কে ?
[A] রাজগুরু
[B] মাতঙ্গিনী হাজরা
[C] যতীন দাস
[D] সূর্য সেন 

২৯. নিম্নের কোন বিপ্লবের সাথে ভার্গিস কুরিয়েন সংযুক্ত ?
[A] নীল বিপ্লব
[B] শ্বেত বিপ্লব 
[C] ধূসর বিপ্লব
[D] সবুজ বিপ্লব


৩০. কনজিউমার প্রাইস ইনডেক্স প্রকাশিত হয় কোন সংস্থা থেকে ?
[A] ফাইন্যান্স মিনিস্ট্রি
[B] ফাইন্যান্স কমিশন
[C] পলিসি কমিটি
[D] সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অফিস 

৩১. Algebra of Infinite Justice - বইটি কার লেখা ?
[A] অরুন্ধতী রায় 
[B] বিক্রম শেঠ
[C] চেতন ভগৎ
[D] অনিতা দেশাই

৩২. মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয় ?
[A] রবার্ট হুক
[B] লিউয়েনহক 
[C] কার্ল লিনিয়াস
[D] চার্লস ডারউইন

৩৩. বল প্রয়োগ করার পরও যখন আমরা কোনো বস্তুকে নাড়াতে পারি না, তার অর্থ হলো ?
[A] সর্বোচ্চ শক্তি ব্যবহৃত হয়েছে
[B] কার্য সম্পন্ন হয়েছে
[C] সর্বনিম্ন শক্তি ব্যবহৃত হয়েছে
[D] কোনো কার্য হয় নি 

৩৪. যন্তর মন্তর নিম্নের কোথায় অবস্থিত ?
[A] নতুন দিল্লী 
[B] আসাম
[C] বিহার
[D] গুজরাট

৩৫. 1 কিলবাইটের সাথে নিম্নের কোনটি সমান ?
[A] 128 বাইট
[B] 256 বাইট
[C] 512 বাইট
[D] 1024 বাইট 

৩৬. নিম্নের কোনটির ঘনত্ব জলের ঘনত্বের থেকে বেশি ?
[A] কর্ক
[B] বরফ
[C] লোহার পেরেক 
[D] থার্মোকল

৩৭. The Argumentative Indian - বইটি কার লেখা ?
[A] অনিতা দেশাই
[B] অরুণ সৌরে
[C] অরুন্ধতী রায়
[D] অমর্ত্য সেন 

৩৮. ভোজপুরী এবং মাগহী ভাষা অঞ্চলের মধ্যে সীমারেখা সৃষ্টি করে কোন নদী ?
[A] কোসি
[B] ঘর্ঘরা
[C] গন্ডক
[D] শোন 

৩৯. অন্যতম বিখ্যাত Salzburg উৎসব কোন দেশে পালিত হয় ?
[A] ইতালি
[B] অস্ট্রিয়া 
[C] অস্ট্রেলিয়া
[D] স্পেন

৪০. একটি প্রসারিত রাবার ব্যান্ডে নিম্নের কোন শক্তি বর্তমান ?
[A] রাসায়নিক শক্তি
[B] স্থিতিশক্তি 
[C] গতিশক্তি
[D] তাপশক্তি

৪১. ভারতীয় সংসদে কয়টি কক্ষ আছে ? 
[A] ৩ টি 
[B] ২ টি  
[C] ৪ টি 
[D] ৫ টি

৪২. রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয় ? 
[A] ১৯৫০ সালে 
[B] ১৯৫২ সালে 
[C] ১৯৫৪ সালে 
[D] ১৯৫৬ সালে 

৪৩. ‘গদর’ শব্দের অর্থ কী ? 
[A] যুদ্ধ 
[B] বিপ্লব  
[C] শান্তি 
[D] বৈঠক

৪৪. পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে ? 
[A] শুক্র  
[B] বুধ 
[C] মঙ্গল 
[D] শনি

৪৫. নৌবিদ্রোহ কত সালে হয়েছিল ?
[A] ১৯৪২ সালে 
[B] ১৯৪৪ সালে 
[C] ১৯৪৬ সালে  
[D] ১৯৪৭ সালে

৪৬. মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ ? 
[A] প্রথম শ্রেণীর
[B] দ্বিতীয় শ্রেণীর
[C] তৃতীয় শ্রেণীর  
[D] কোন শ্রেণীর নয়

৪৭. ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল ?
[A] রিষড়া  
[B] উত্তরপাড়া 
[C] কন্নগর 
[D] লিলুয়া

৪৮. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? 
[A] নিউ দিল্লী 
[B] জেনেভা  
[C] লন্ডন 
[D] কাঠমান্ডু

 ৪৯. সম্প্রতি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি কে ? 
[A] মুকেশ আম্বানি 
[B] গৌতম আদানি  
[C] রতন টাটা 
[D] কেউ নন

০১. দুটি সংখ্যার যোগফল ৪৫ ও গুনফল ৫০০ হলে, দুটির গ.সা.গু কত ?
[A] ৫
[B] ৯
[C] ১০
[D] ১৫

০২. একটি বালক ২৪ কিমি একটি পথ ঘণ্টায় ৪ কিমি বেগে এবং ঘণ্টায় ৬ কিমি বেগে ফিরে এলো।  তাহলে বালকটির যাতায়াতের গড় গতিবেগ ঘণ্টায় কত ?
[A] ৪.৮ কিমি
[B] ৬ কিমি 
[C] ৪.৬ কিমি 
[D] ৫.৫ কিমি

০৩. ৬টি সংখ্যার গড় ৩০ এবং অপর ৬টি সংখ্যার গড় ৬ ; তাহলে সংখ্যাসমূহের গড় কত ?
[A] ৮
[B] ১০
[C] ১২
[D] ১৫

০৪. ৭২ লিটারের একটি মিশ্রণে সিরাপ ও জল ৭ : ২ অনুপাতে আছে। এর সঙ্গে কত পরিমাণ জল মেশালে সিরাপ ও জলের পরিমাণ  ৪ : ৩ হবে ?
[A] ২০ লিটার
[B] ২৪ লিটার
[C] ২৬ লিটার
[D] ৩০ লিটার

০৫. ৫টি ভেড়ার দাম = ৮টি ছাগলের দাম, ৩০টি ছাগলের দাম = ৩টি গরুর দাম, ৫০টি ভেড়ার বদল কয়টি গরু পাওয়া যাবে ?
[A] ৬টি
[B] ৮টি
[C] ১০টি
[D] ১২টি

০৬. প্রথম ৩১টি প্রকৃত সংখ্যার গড় কত ?
[A] ১
[B] ১৪
[C] ১৬
[D] ১৭

০৭. একজন বালক ৩ কিমি গতিতে স্কুলে যায় এবং ২ কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে।  সমগ্র যাত্রাপথে ৫ ঘণ্টা সময় লাগলে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত ছিল ?
[A] ৬ কিমি
[B] ৭ কিমি
[C] ৮ কিমি
[D] ৯ কিমি

০৮. কোন আসল বার্ষিক ৮% সরল সুদে কত বছরে সুদ আসলে ৩ গুন হবে ?
[A] ৩০ বছরে
[B] ১৫ বছরে
[C] ২০ বছরে
[D] ২৫ বছরে

০৯. একটি চৌবাচ্চার A ও B নল একত্রে ৬ ঘণ্টায়, B ও C নল একত্রে ৪ ঘণ্টায় এবং C ও A নল একত্রে ৩ ঘণ্টায় পূর্ণ করে। তবে শুধুমাত্র B নল দিয়ে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ?
[A] ১২ ঘণ্টায়
[B] ২৪ ঘণ্টায়
[C] ১৮ ঘণ্টায়
[D] ৯ ঘণ্টায়

১০. A একটি টিভি B কে ৫% ক্ষতিতে এবং B ওই টেলিভিশনটি C কে ১০% ক্ষতিতে বিক্রি করে। যদি C এর ক্রয় মূল্য ৮৫৫ টাকা হয়, তবে প্রথম ব্যবসায়ী কত টাকায় কিনে ছিল ?
[A] ১০০০ টাকা
[B] ১১০০ টাকা
[C] ৯৫৫ টাকা
[D] ১০৫০ টাকা

১১. ১ টাকায় ১২টি লজেন্স বিক্রি করে ৪% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কোটি বিক্রি করলে ৪৪% লাভ হয় ?
[A] ৮টি
[B] ৭টি
[C] ৬টি
[D] ৯টি

১২. কয়লার বাজার দাম ২৫% হ্রাস পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার ২৫% বৃদ্ধি পায়।  তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত হবে ?
[A] ৩ : ৪
[B] ৫ : ৪
[C] ১৬ : ১৫
[D] ১৫ : ১৬

১৩. ৯, ২৮, ৬৫, ১২৬, __ - ফাঁকা জায়গায় কি বসবে ?
[A] ২১৬
[B] ৩১৭
[C] ২১৭
[D] ২১৮

১৪. পিকু এবং পিউ বাড়ি থেকে দক্ষিণ দিকে রওনা হয়ে দুজনেই ৪৫ মিটার গেল।  তারপর পিকু বাম দিকে ঘুরে ২০ মিটার গেল এবং পিউ ডানদিকে ঘুরে ৭০ মিটার গেল।  এখন তাদের মধ্যে দূরত্ব কত হবে ?
[A] ৩০ মিটার
[B] ৯০ মিটার
[C] ১০০ মিটার
[D] ৭০ মিটার

১৫. পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য ৮১ হলে, বৃহত্তম সংখ্যাটি কত ?
[A] ৩৯
[B] ৪০
[C] ৪১
[D] ৪২

১৬. ১২৫ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ১৭৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ২০ সেকেন্ডে অতিক্রম করে।  ওই ট্রেনটি কত সময় ১১৫ মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে ?
[A] ১৮ সেকেন্ডে
[B] ১৫ সেকেন্ডে
[C] ১৬ সেকেন্ডে
[D] ১২ সেকেন্ডে

১৭. ১২ মিটার দৈর্ঘ্য ও ৪ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর ৪ মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত?
[A] ৯৬ বর্গমিটার
[B] ৬৪ বর্গমিটার
[C] ১২৮ বর্গমিটার
[D] ৮০ বর্গমিটার

১৮. বার্ষিক ১০% জটিল সুদে ১০,০০০ টাকায় ৩ বছরের সুদ আসল কত হবে ?
[A] ১২,৩৪০ টাকা
[B] ১৩,২১০ টাকা
[C] ১৩,৩২০ টাকা
[D] ১৩,৩১০ টাকা

১৯. বার্ষিক পরীক্ষায় A ৭০% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং B পায় A এর প্রাপ্ত নম্বর অপেক্ষা ১০% কম। দ্বিতীয় স্থানাধিকারী B এর প্রাপ্ত নম্বর ৬৩০, তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হয়ে ছিল ? 
[A] ৮৫০
[B] ৯০০
[C] ৯৫০
[D] ১০০০

২০. একটি বাসস্ট্যান্ড থেকে A, B, ও C এই ৩ রুটের বাস যথাক্রমে ৪, ১৫, ও ১৬ মিনিট অন্তর ছারে।  সকাল পাঁচটায় একসঙ্গে ছাড়ার পর পুনরায় কোন সময় তিন রুটের বাস একসঙ্গে ছারবে ?
[A] সকাল ১০ টা
[B] সকাল ৯ টা
[C] সকাল ১১ টা
[D] সকাল ৮ টা

২১. সমপরিমাণ অর্থ ১৪% ও ১৬% সরল সুদে জমা রাখার ৫ বছর পর মোট সুদ হয় ৪৫,০০০ টাকা।  জমা রাখা মোট অর্থের পরিমাণ কত ?
[A] ৪৫,০০০ টাকা
[B] ৫০,০০০ টাকা
[C] ৬০,০০০ টাকা
[D] ৮০,০০০ টাকা

২২. ২৫০টি আম ৫৫ জন বালক বালিকার মধ্যে ভাগ করা হয়।  যদি প্রত্যেক বালক ৪টি আম ও প্রত্যেক বালক ৫টি আম ভাগে পায়, তাহলে বালিকার সংখ্যা কত ?
[A] ২৫ জন
[B] ৩০ জন
[C] ৩৫ জন
[D] ২০ জন

২৩. ১০ টাকা দরে ১১টি আপেল কিনে ১১ টাকা দরে ১৬টি আপেল বিক্রি করলে লাভের শতকরা হার কত ?
[A] ১১ %
[B] ১০ %
[C] ১৫ %
[D] ২১ %

২৪. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৮৬৯ দ্বারা বিভাজ্য হবে ?
[A] ৬৮
[B] ৫৪
[C] ৬৬
[D] ৬৪

২৫. A, B এর কাছে একটি দ্রব্য ৫% লাভে বিক্রয় করে। B, C এর কাছে ২% লাভে ১০৭১ টাকায় বিক্রি করে। A কে দ্রব্যটির জন্য কত টাকা দিতে হয়েছিল ?
[A] ৮৫০ টাকা
[B] ৯০০ টাকা
[C] ৯৫০ টাকা
[D] ১০০০ টাকা

২৬. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ২৯, ৪২ ও ৬৩ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ ভাগশেষ থাকে ?
[A] ১২৪১
[B] ১২৬১
[C] ১২৫৯
[D] ১২৩৯

২৭. ৯০০ টাকার ৯০% এর ৪০% হয় –
[A] ৩০০ টাকা
[B] ৩৪২ টাকা
[C] ৩২৪ টাকা
[D] ৩২৫ টাকা

২৮. একটি খাবার ঘরে A ও B একত্রে ১৬০ টাকা খরচ করে। B ও C একত্রে ১৫০ টাকা খরচ করে এবং C এবং A একত্রে ২০০ টাকা খরচ করে। A একা খরচ করে – 
[A] ৭৫ টাকা 
[B] ১২৫ টাকা
[C] ১০০ টাকা
[D] ১২০ টাকা

২৯. চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হল।  প্রথম তিনটির গুনফল ৩৮৫ এবং শেষ তিনটির গুনফল ১০০১, শেষ সংখ্যাটি কত ?
[A] ১১
[B] ১৩
[C] ১৭
[D] ১৯

৩০. দুটি ব্যাজটির মাসিক বেতনের অনুপাত ২ : ৩ ; তাদের মাসিক খরচের অনুপাত ৫ : ৮ যদি প্রত্যেকে মাসে ৪০০ টাকা সঞ্চয় করতে পারে তবে তাদের মাসিক বেতন যথাক্রমে –
[A] ১২০০, ১৮০০
[B] ২৪০০, ৩৬০০
[C] ২০০০, ৩০০০
[D] ১৬০০, ২৪০০

৩১. একটি সংখ্যার সঙ্গে ৪ যোগ করে যোগফল কে ৩ দ্বারা গুন করা হল এবং গুণফলকে ১৫ দ্বারা ভাগ করাতে ভাগফল ২ ও অবশিষ্ট ৬ হলে। ওই সংখ্যাটি কত ?
[A] ৬২
[B] ৮
[C] ১২
[D] ১৪

৩২. একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার।  ক্ষেত্রের দৈর্ঘ্য ১৫ মিটার বাড়ালে ক্ষেত্রফল ১৫০ বর্গমিটার বাড়ে।  ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় কর – 
[A] ৯০
[B] ৮০
[C] ৮৫
[D] ৯৫


৩৩. ৩৭৮ কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুন করলে গুনফল ৩৩৬ দ্বারা বিভাজ্য হবে ?
[A] ৮
[B] ৭
[C] ৯
[D] ৬

৩৪. ১২ টি পেন্সিল এর ক্রয় মূল্য ৮টি পেন্সিল এর বিক্রয় মূল্যের সমান।  লাভের হার কত ?
[A] ৩৫ %
[B] ৪০ %
[C] ৪৫ %
[D] ৫০ %

৩৫. তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যা দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়টির দ্বিগুণ।  তিনটি সংখ্যার গড় ২১ হলে সংখ্যা তিনটি কি কি ?
[A] ১, ২, ৪
[B] ৩, ৬, ১২
[C] ৩৬, ১৮, ৩
[D] ৪, ৮, ১৬

৩৬. ১/৩ এবং ৩/৭ এর মধ্যবর্তী ভগ্নাংশ টি হল –
[A] ২/৫
[B] ৩/৫
[C] ২/৭
[D] ৩/৭

৩৭. A এবং B এর কার্পেট বুনতে সময় লাগে যথাক্রমে ১০ দিন ও ১৫ দিন। দুজনে একসাথে কাজ শুরু করলে। ২ দিন পরে B চলে গেল। A একা বাকি কাজটি কতদিনে শেষ করবে ?
[A] ৬ টি 
[B] ৫ টি 
[C] ৭ টি 
[D] ৮ টি 

৩৮. কেন জিনিস বিক্রি করে ২৫/২% ক্ষতি হলে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত ?
[A] ২ : ২৫
[B] ৭ : ৮
[C] ৮ : ৭
[D] ২৫ : ২

৩৯. A এবং B একটি কাজ ১২ দিনে করে।  সেই কাজ B এবং C করে ১৫ দিনে ও C এবং A করে ২০ দিনে।  C একা কাজটি করে – 
[A] ২০ দিনে
[B] ৩০ দিনে
[C] ৩৫ দিনে
[D] ৬০ দিনে

৪০. দুটি শ্রমিকের প্রত্যহিক মজুরির অনুপাত ৪ ; ৩, এবং একজন অপর জন এর থেকে ৯ টাকা বেশি পায়।  তাদের মজুরি কত ?
[A] ৩২ টাকা এবং ২৪ টাকা
[B] ৩৬ টাকা এবং ২৭ টাকা
[C] ৬০ টাকা এবং ৪৫ টাকা
[D] ৮০ টাকা এবং ৬০ টাকা

৪১. কোনো পরীক্ষার নুন্যতম পরীক্ষার্থীর সংখ্যা কত হলে পাশের হার ৭৫.৮% হবে ?
[A] ১২৫ জন
[B] ২৫০ জন
[C] ৫০০ জন
[D] ১০০০ জন

৪২. ৫, ০, ৪, ১ দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত ?
[A] ৪২৬৫
[B] ৪৬৬৫
[C] ৪৩৬৫
[D] ৪৪৬৫

৪৩. ক্রমিক ২০% ও ২৫% ছাড়ের পরিমাণ একক ছাড়ের পরিমাণ এর সাথে সমান হবে – 
[A] ৬০ %
[B] ৬৫ %
[C] ৫৫ %
[D] ৪০ %

৪৪. ৫ বছর পূর্বে পিতার বয়স কন্যার বয়সের ৬ গুন ছিল।  বর্তমানে তাদের বয়সের সমষ্টি ৪৫ বছর হলে কন্যার বর্তমান বয়স কত ?
[A] ৫ বছর
[B] ১০ বছর
[C] ১৫ বছর
[D] ১২ বছর

৪৫. ৬টি ক্রমিক সংখ্যার যোগফল ৬৯, বৃহত্তম সংখ্যাটি কত ?
[A] ১৫
[B] ১৪
[C] ১৩
[D] ১৬

৪৬. ৪ অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে ১২, ১৪ এবং ২৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১০, ১৬, ও ২৫ ভাগশেষ থাকবে ?
[A] ৯৯১৪
[B] ৯৯৩৪
[C] ৯৯৩৬
[D] ৯৯৩৮

৪৭. দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের গুনফল ২১৬০।  ক্ষুদ্রতম সংখ্যাটি কত ? 
[A] ৪৮
[B] ৪৫
[C] ৩৬
[D] ৩০

৪৮. একটি চৌবাচ্চা একটি নল দিয়ে ১৫ মিনিটে পূর্ণ হয় ও ২০ মিনিটে খালি হয়।  নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ?
[A] ১/২ ঘণ্টায়
[B] ১/৩ ঘণ্টায়
[C] ১ ঘণ্টায়
[D] ২ ঘণ্টায়

৪৯. এক ব্যক্তি একটি দ্রব ৩৫৬৪ টাকায় বিক্রি করেন এবং তাতে তার ক্ষতি হয় ১৯%।  দ্রব্যটির ক্রয়মুল্য কত ছিল ?
[A] ৪২৮৩ টাকা
[B] ৪৩৫০ টাকা
[C] ৪৪০০ টাকা
[D] ৪৪৫০ টাকা

৫০. ৫টি ভেড়ার দাম = ৮টি ছাগলের দাম, ৩০টি ছাগলের দাম = ৩টি গরুর দাম হলে, ৫০টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে ?
[A] ৬টি
[B] ৮টি
[C] ১০টি
[D] ৯টি

 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: Food SI Practice Set in Bengali 2023

File Format:  PDF

No. of Pages:  11

File Size:  8 MB  


No comments:

Post a Comment