Breaking




Thursday 7 March 2024

WBPSC Food SI Practice Set in Bengali PDF || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF

WBPSC Food SI Practice Set in Bengali PDF || ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩
নমস্কার সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের দীর্ঘ অপেক্ষা করানোর পর,আমরা হাজির হয়েছি WBPSC Food Sub Inspector Practice Set 3 এই পোস্টটির নিয়ে। আমাদের আজকের এই প্র্যাকটিস সেটটি একটি মিনি প্র্যাকটিস সেট অর্থাৎ যে প্র্যাকটিস সেটটির মধ্যে ২৫টি জেনারেল স্টাডিজ এবং ২৫টি গণিত প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্ন গুলি এই পরীক্ষার জন্য দারুন উপযোগী প্রশ্ন। 
অতএব তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করে দাও এবং নিজেকে উক্ত পরীক্ষার জন্য সঠিক প্রস্তুত করে তোল। 

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পর্ব-৩

০১. বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে যুক্ত ?
(A) ফুটবল
(B) টেনিস 
(C) ক্রিকেট
(D) বাস্কেটবল

০২. ইন্ডিকা - গ্রন্থটি কার লেখা ?
(A) মেগাস্থিনিস 
(B) হর্ষবর্ধন
(C) বানভট্ট
(D) আলবিরুনি

০৩. Google কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল ?
(A) ২০০০ সালে
(B) ১৯৯৮ সালে 
(C) ১৯৯০ সালে
(D) কোনোটিই নয়

০৪. ধাতুকে গরম করলে,তার রোধ ?
(A) কমে
(B) বাড়ে 
(C) প্রথমে কমে পরে বাড়ে
(D) একই থাকে

০৫. খানুয়ার যুদ্ধ বর্তমান কোন রাজ্যে সম্পন্ন হয়েছিল ?
(A) হরিয়ানা
(B) পাঞ্জাব
(C) রাজস্থান 
(D) জম্মু-কাশ্মীর

০৬. নিম্নের কোন ব্যাক্তি অর্থিনীতিবিদ নোবেল প্রাইজ পেয়েছেন ?
(A) জি স্বামীনাথন
(B) অমর্ত্য সেন 
(C) এম এল শেঠ
(D) আর লিঙ্গস্বামী

০৭. ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় ?
(A) ২৬শে জানুয়ারি
(B) ২৬শে ডিসেম্বর
(C) ২৬শে জুলাই
(D) ২৬শে নভেম্বর 

০৮. রাজ্য সরকার কোন ক্ষেত্র থেকে বেশিরভাগ রেভিনিউ পেয়ে থাকে ?
(A) কর্পোরেট ট্যাক্স
(B) এক্সসাইজ ডিউটি
(C) সেলস ট্যাক্স 
(D) কাস্টম ডিউটি

০৯. প্রথম ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 1000 টি ছয় মারার রেকর্ড কার ?
(A) ক্রিস গেইল 
(B) এবি ডি ভিলিয়ার্স
(C) কায়রন পোলার্ড
(D) ডেভিড ওয়ার্নার

১০. কোয়াশিওরকর রোগ কিসের অভাবে হয় ?
(A) আয়োডিন
(B) প্রোটিন 
(C) সোডিয়াম
(D) ক্যালসিয়াম

১১. পেডোলজি কোন বিষয় নিয়ে চর্চা করে ?
(A) মাটি 
(B) চর্মরোগ
(C) পক্ষী চর্চা
(D) ভূগর্ভস্থ জল

১২. ‘পশ্চিমবঙ্গের শস্যাগার’ কোন জেলাকে বলা হয় ?
(A) বর্ধমান 
(B) বাঁকুড়া
(C) বীরভূম
(D) নদীয়া

১৩. মাইথন বাঁধ কোন রাজ্যে আছে ?
(A) বিহার
(B) পশ্চিমবঙ্গ
(C) ঝাড়খণ্ড 
(D) ত্রিপুরা

১৪. সৌর প্যানালে কোন ধাতু ব্যবহৃত হয় ?
(A) সোনা (AU)
(B) রূপা (AG)
(C) সিলিকন (SI) 
(D) তামা (CU)

১৫. গুরু নানকের জন্ম কতসালে ?
(A) 1440 AD
(B) 1469 AD 
(C) 1590 AD
(D) 1539 AD

১৬. বিশ্বের উচ্চতম পোলো খেলার মাঠ - "শানদুর" কোথায় অবস্থিত ?
(A) ভারত
(B) নেপাল
(C) পাকিস্তান 
(D) শ্রীলঙ্কা

১৭. Roscosmos কোন দেশের স্পেস এজেন্সি ?
(A) আমেরিকা যুক্তরাষ্ট্র
(B) অস্ট্রেলিয়া
(C) ইন্দোনেশিয়া
(D) রাশিয়া 

১৮. নিম্নের কাকে Angel of Death বলা হয় ?
(A) সরোজিনী নাইডু
(B) জোসেফ মেঙ্গেল 
(C) বেনিটো মুসোলিনি
(D) ফ্লোরেন্স নাইটিংগেল

১৯. প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে ?
(A) রামমোহন রায়
(B) দয়ানন্দ সরস্বতী
(C) আত্মারাম পাণ্ডুরঙ্গ 
(D) জ‍্যোতিবা ফুলে

২০. "কপালকুন্ডলা" উপন্যাসটি কার লেখা ?
(A) কালী প্রসন্ন সিংহ
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

২১. "I do what I do" - বইটির লেখক কে ?
(A) প্রণব মুখার্জি
(B) রাঘুরাম রাজন 
(C) উর্জিত প্যাটেল
(D) জগদীশ প্রকাশ

২২. নিম্নের কে সকলোত্তরপথনাথ উপাধি পান ?
(A) হর্ষবর্ধন 
(B) মেগাস্থিনিস
(C) ফা-হিয়েন
(D) কনিস্ক

২৩. "সুন্দা ট্রেঞ্চ" কোন মগসাগরের গভীরতম স্থান ?
(A) প্রশান্ত মহাসাগর
(B) আটলান্টিক মহাসাগর
(C) আর্কটিক সাগর
(D) ভারত মহাসাগর 

২৪. দাঁতের শক্ত এনামেল আসলে কি ?
(A) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
(B) ক্যালসিয়াম ফসফেট 
(C) ক্যালসিয়াম অক্সাইড
(D) সোডিয়াম হাইড্রক্সাইড

২৫. সার্ক কোন দেশগুলির আঞ্চলিক সংগঠন ?
(A) দক্ষিণ আফ্রিকার দেশ
(B) দক্ষিণ আমেরিকার দেশ
(C) দক্ষিণ এশিয়ার দেশ 
(D) এশিয়া ও আমেরিকার দেশ

২৬. এক ব্যবসায়ী প্রতিটি 50টাকা দরে 80 টি ক্রিকেট ব্যাট  কিনলেন।  তার মধ্যে 20 টি ব্যাট তিনি 5% লাভে  বিক্রয় করলেন,তাহলে বাকী  ব্যাট শতকরা কত লাভে বিক্রয় করলে,সমগ্র ব্যাটের ওপর তিনি 10 % লাভ করবেন ?
(A) 3 2/11%
(B) 12 ½ % 
(C) 11 2/3% 
(D) 15 ½ %

২৭. এক  ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি 10% লাভে বিক্রয় করেন। যদি  তিনি ঐ  ঘড়িটি 2000 টাকা বেশি দামে বিক্রয় করেন,তাহলে তার 20% লাভ হয়,ঘড়িটির ক্রয়মূল্য কত ?
(A) 15000 টাকা
(B) 10000 টাকা 
(C) 20000 টাকা 
(D) 25000 টাকা

২৮. বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3 3/4% হওয়ায় অমলবাবুর আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত ?
(A) 20000 টাকা
(B) 24000 টাকা 
(C) 22000 টাকা
(D) 30000 টাকা

২৯. যদি 7550 টাকা 8 বছরে সুদ আসলে 10570 টাকা হয়,তবে একই সুদের হারে 10550 টাকা কত বছরে সুদে আসলে 16880 টাকা হবে ?
(A) 10 বছর
(B) 12 বছর 
(C) 14 বছর
(D) 16 বছর

৩০. একটি কারখানায় শ্রমিকের সংখ্যা 8 : 7 অনুপাতে  হ্রাস পায় এবং শ্রমিকদের পারিশ্রমিক 5:6 অনুপাতে বৃদ্ধি পায়। তাহলে,শ্রমিকদের মোট পারিশ্রমিকের পরিমাণ বৃদ্ধি না হ্রাস পাবে ? বৃদ্ধি বা হ্রাসের অনুপাত কত হবে ?
(A) 19:20  বৃদ্ধি
(B) 20:19  হ্রাস
(C) 20 : 21 বৃদ্ধি 
(D) 21 : 20  হ্রাস

৩১. একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের জন্য প্রত্যহ একই পরিমাণ চালের প্রয়োজন হয়। একদিন কয়েকজন ছাত্র অনুপস্থিত থাকায় সেদিন চালের খরচ 6:5 অনুপাতে কম হল। ঐ দিন কতজন  ছাত্র অনুপস্থিত ছিল ?
(A) 15 জন
(B) 10 জন
(C) 5 জন 
(D) 7 জন

৩২. কোনো একটি ক্লাসের A ও B দুটি বিভাগের মধ্যে,B বিভাগের 10 জনকে A বিভাগে স্থানান্তরিত করা হলে A বিভাগের মোট ছাত্র সংখ্যা B বিভাগের মোট ছাত্রসংখ্যার তিনগুন হবে। আবার,A বিভাগের 10 জনকে B বিভাগে স্থানান্তরিত করা হলে A ও B বিভাগের ছাত্র সংখ্যা সমান হয়। A ও B বিভাগের ছাত্রসংখ্যার অনুপাত হবে –
(A) 2:1 
(B) 5:3
(C) 3:1
(D) 9 : 4

৩৩. একটি পরীক্ষায় A,B অপেক্ষা  10% বেশী নম্বর পায় এবং B,C অপেক্ষা 5 % বেশি নম্বর পায়। যদি C 400 নম্বরের মধ্যে 300 পায়  তাহলে A –এর প্রাপ্ত নম্বর কত ?
(A) 310
(B) 325
(C) 350
(D) 360 

৩৪. 6 লিটার লবণ জলের দ্রবণে 5% লবণ আছে।  দ্রবণটি থেকে 1 লিটার জল বাস্প হয়ে উবে যাওয়ার পরে দ্রবণে শতকরা কত লবণ থাকে ?
(A) 12%
(B) 6% 
(C) 9%
(D) 7%

৩৫. X এবং Y সকাল 8 টার সময়ে  পরস্পরের দিকে যাত্রা শুরু করল। X ও Y –এর গতিবেগ যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা। যদি তারা প্রথমে 17.5 কিমি দূরে থাকে তাহলে তারা কখন মিলিত হবে ?
(A) সকাল 10:30 
(B) রাত 10:30
(C) সকাল 11 :30
(D) রাত 11:30

৩৬. এক ব্যাক্তি ঠিক করল 80 কিমি. পথ ভ্রমন করবে 8 ঘন্টায় কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাইসাইকেলে। যদি তার হাঁটার গতিবেগ 8 কিমি/ঘন্টা হয়  এবং  বাইসাইকেলের গতিবেগ 16 কিমি/ঘন্টা হয় তবে পায়ে হেঁটে ওই  ব্যাক্তি কতটা পথ অতিক্রম করবে ?
(A) 20 কিমি.
(B) 30 কিমি.
(C) 48 কিমি.
(D) 60 কিমি.

৩৭. 25 টাকা কিলো দরের কত কেজি চায়ের সঙ্গে 30 টাকা কেজি দরের 30 কেজি  চা মেশানো হল। এখন সেই মিশ্রিত চা 30 টাকা প্রতি কেজি দরে বিক্রয় করলে মোটের ওপর তার 10 % লাভ হবে।
(A) 36 কেজি 
(B) 40 কেজি
(C) 32 কেজি
(D) 42 কেজি

৩৮. দুটি পাত্রে জল ও দুধের অনুপাত যথাক্রমে 2: 1 এবং 3 : 1। যদি,এই দুটি পাত্রের সমগ্র মিশ্রণকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেটিতে দুধ ও জলের অনুপাত হবে –
(A) 17:7 
(B) 5:2
(C) 3:2
(D) 7:9

৩৯. A একটি কাজ শেষ করতে সময় নেয় 10 দিন এবং B ওই কাজটি শেষ করে 15 দিনে। তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে B চলে যায়। সমগ্র কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে ? 
(A) 10 দিন
(B) 12 দিন
(C) 8 দিন *
(D) 18 দিন  

৪০. একটি ছাত্রাবাসে 120 জন ছাত্রের জন্য 45 দিনের খাবার মজুদ ছিল।  30 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে যোগ দিলে ওই পরিমাণ খাবারে তাদের কত দিন চলবে ?
(A) 38 দিন
(B) 40 দিন
(C) 32 দিন
(D) 36 দিন 

৪১. A,B ও C একত্রে 25000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল এবং বৎসরান্তে A 5000 টাকা, B 2000 টাকা ও C 3000 টাকা লাভ পেলে B -এর মূলধন কত ?
(A) 2000 টাকা
(B) 5000 টাকা 
(C) 6000 টাকা
(D) 4000 টাকা

৪২. অজয়,মনোজ এবং অরুণ তিনজনে যৌথভাবে 3:2:5 মূলধনের অনুপাতে একটি অংশীদারি ব্যবসা শুরু করে।  বৎসরান্তে তারা 45000 টাকা মোট লাভ করে যা সমগ্র মূলধনের 15%। মনোজ ঐ ব্যবসায়ে কত টাকা নিয়ে যোগদান করেছিল ?
(A) 60,000 টাকা 
(B) 1,80,000 টাকা
(C) 30,000 টাকা
(D) 90,000 টাকা

৪৩. কোনো একটি জেলায় লোকসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি ও দ্বিতীয় বছরে 5% হ্রাস  পায়। বর্তমান লোকসংখ্যা 494000 হলে 2 বছর আগে লোকসংখ্যা  ছিল  –
(A) 475000
(B) 500000 *
(C) 525000
(D) 600000

৪৪. কোনো মূলধন চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে ও 3 বছরে সুদেমূলে যথাক্রমে 4840 টাকা ও 5324 টাকা হয়। সুদের হার কত ?
(A) 10% 
(B) 9%
(C) 11%
(D) 8%

৪৫. এক দোকানদার 100 টি পেন বিক্রয় করে যে লাভ করেন তা 40 টি পেনের  বিক্রয়মূল্যের সমান। ওই ব্যবসায়ীর কত লাভ হবে ?
(A) 4.47% 
(B) 6.67% 
(C) 8.8% 
(D) কোনোটিই নয় 

৪৬. এক ব্যাক্তি 12% সরল সুদের হারে 240000 টাকা ধার নিয়ে বাড়ি তৈরি করেন।  ধার নেওয়ার 1 মাস পর মাসিক 5200 টাকায়  ভারাটে বসান। ভারার টাকা থেকে কত বছরে সমস্ত ঋণ শোধ হবে ? 
(A) 8 বছর
(B) 9 বছর 
(C) 10 বছর
(D) 11 বছর

৪৭. A:B = 1: 3,B:C = 2:5 এবং  C:D = 2:3 হলে,A:B:C:D –এর মান –
(A) 4 : 12 : 30 : 45 
(B) 11 : 19 : 16 : 18
(C) 27 : 25 : 14 : 7
(D) 3 : 5 : 9 : 7

৪৮. একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেতে হয় পাস করার জন্য। একজন পরীক্ষার্থী 222 নম্বর পেল এবং 10% নম্বরের জন্য ফেল করল। পরীক্ষার মোট নম্বর কত ছিল ? 
(A) 830
(B) 810
(C) 780
(D) 740 

৪৯. এক ব্যাক্তি তার  অতিক্রান্ত পথের প্রথম অর্ধেক 6 কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 3 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করল। তার গড় গতিবেগ কত ?
(A) 3 কিমি/ঘন্টা 
(B) 4 কিমি/ঘণ্টা 
(C) 4.5 কিমি/ঘন্টা
(D) 9 কিমি/ঘন্টা

৫০. দুই ধরনের স্টেনলেস স্টীলে ক্রোমিয়াম ও স্টীলের অনুপাত যথাক্রমে  2 : 11 এবং 5 : 21 । কী অনুপাতে দুই প্রকার স্টেনলেস স্টীলকে মিশ্রিত করলে নতুন মিশ্রনে ক্রোমিয়াম ও স্টীলের অনুপাত হবে 7 : 32 ?
(A) 1:2 
(B) 1:3
(C) 2:3
(D) 3:4

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-৩

File Format:  PDF

No. of Pages:  09

File Size:  327 KB   


No comments:

Post a Comment