ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভার আসন সংখ্যা তালিকা PDF- List of Indian Lok Sabha seats in Bengali
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভার আসন সংখ্যা [PDF] |
ডিয়ার পরীক্ষার্থী,
আমরা আজকে একটি খুবি সহজ এবং গুরুত্বপূর্ণ পোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের পোস্টটি হল, বিভিন্ন রাজ্যের লোকসভার আসন সংখ্যা যেটা তোমাদের PDF আকারে দেওয়া হবে। যা তোমাদের আগত সকল চাকরির পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে।
এই টপিকটি থেকে, ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সংখ্যা সবথেকে বেশি ?পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ? এই ধরনের প্রশ্ন আসে।
তাই তোমরা কোনো রকম সময়ের অপচয় না করে অবিলম্বে নীচে দেওয়া তালিকাটি মুখস্থ করে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য।
ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভার আসন সংখ্যা
রাজ্য | আসন সংখ্যা |
---|---|
পশ্চিমবঙ্গ | ৪২ |
বিহার | ৪০ |
উত্তরপ্রদেশ | ৮০ |
মহারাষ্ট্র | ৪৮ |
তামিলনাড়ু | ৩৯ |
মধ্যপ্রদেশ | ২৯ |
কর্নাটক | ২৮ |
গুজরাট | ২৬ |
অন্ধ্রপ্রদেশ | ২৫ |
রাজস্থান | ২৫ |
উড়িষ্যা | ২১ |
কেরালা | ২০ |
তেলেঙ্গানা | ১৭ |
ঝাড়খন্ড | ১৪ |
আসাম | ১৪ |
পাঞ্জাব | ১৩ |
ছত্তিশগড় | ১১ |
হরিয়ানা | ১০ |
দিল্লি | ৭ |
জম্মু-কাশ্মীর | ৬ |
উত্তরাখণ্ড | ৫ |
হিমাচলপ্রদেশ | ৪ |
ত্রিপুরা | ২ |
অরুনাচলপ্রদেশ | ২ |
মনিপুর | ২ |
মেঘালয় | ২ |
গোয়া | ২ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১ |
দাদরা ও নগরহাভেলী | ১ |
মিজোরাম | ১ |
দমন ও দিউ | ১ |
লাদাখ | ১ |
নাগাল্যান্ড | ১ |
লাক্ষাদ্বীপ | ১ |
সিকিম | ১ |
চন্ডিগড় | ১ |
পুদুচেরী | ১ |
ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভার আসন সংখ্যা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভার আসন সংখ্যা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 180 KB
No comments:
Post a Comment