ভারতের বিভিন্ন রাজ্যের জেলার সংখ্যা তালিকা PDF
Hello বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আজকের টপিকটি হল, ভারতের বিভিন্ন রাজ্যের জেলার সংখ্যা এই পোস্টটি অনেকেই হয়ত জানো বা অনেকে সম্পূর্ণ ভাবে জানোনা। আমরা এই পোস্টটির মধ্যে রাজ্য ভিত্তিক জেলার সংখ্যার পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জেলার সংখাও তুলে ধরলাম।
২০২০ সালের গণনা অনুযায়ী ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবং যে গুলির মধ্যে মোট ৭৩৯টি জেলা আছে।
অতএব তোমরা আর সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নাও এবং অফলাইনে পড়ার জন্য PDF টি অবশ্যই সংগ্রহ করে রেখে দাও।
ভারতের কোন রাজ্যে কত গুলি জেলা আছে ?
রাজ্যের নাম | জেলা সংখ্যা |
---|---|
পশ্চিমবঙ্গে | ২৩টি |
ওড়িশাতে | ৩০টি |
বিহারে | ৩৮টি |
ঝাড়খন্ডে | ২৪টি |
ছত্রিশগড়ে | ২৭টি |
অন্ধ্রপ্রদেশে | ১৩টি |
গোয়াতে | ২টি |
অরুণাচল প্রদেশে | ২৫টি |
গুজরাটে | ৩৩টি |
তেলঙ্গানাতে | ৩৩টি |
পাঞ্জাবে | ২২টি |
নাগাল্যান্ড | ১২টি |
হরিয়ানায় | ২২টি |
আসামে | ৩৩টি |
মধ্যপ্রদেশে | ৫২টি |
কর্নাটকে | ৩০টি |
কেরেলাতে | ১৪টি |
হিমাচল প্রদেশে | ১২টি |
মহারাষ্ট্রে | ৩৬টি |
মণিপুরে | ১৬টি |
মেঘালয় | ১১টি |
সিকিমে | ৪টি |
রাজস্থানে | ৩৩টি |
মিজোরামে | ১১টি |
উত্তরপ্রদেশে | ৭৫টি |
ত্রিপুরাতে | ৮টি |
তামিলনাড়ুতে | ৩৮টি |
উত্তরাখণ্ডে | ১৩টি |
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে কত গুলি জেলা আছে ?
কেন্দ্রশাসিত অঞ্চল | জেলা সংখ্যা |
---|---|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩টি |
চন্ডিগঢ়ে | ১টি |
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে | ৩টি |
লাক্ষাদ্বীপে | ১টি |
দিল্লিতে | ১১টি |
পুদুচেরিতে | ৪টি |
জম্মু কাশ্মীরে | ২২টি |
লাদাখে | ২টি |
ভারতের বিভিন্ন রাজ্যের জেলার সংখ্যা তালিকা PDF টি পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
No comments:
Post a Comment