ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF || Riverside cities of India
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা জানবো কিছু সাধারন জ্ঞানের একটি টপিক সম্পর্কে, আমাদের দেওয়া পোস্টটি হল ভারতের নদী তীরবর্তী শহর তালিকা PDF যে পোস্টটির মধ্যে ভারতের কিছু উল্লেখযোগ্য শহর গুলির নাম দেওয়া আছে তার পাশাপাশি সেই শহর গুলি কোন নদীর তীরে অবস্থিত সেটাও দেওয়া আছে।
সুতরাং চাকরির পরীক্ষায় আশা এই টপিকের প্রশ্ন গুলির উত্তর গুলি খুব সহজে দিতে চাইলে অবশ্যই মনোযোগ সহকারে পোস্টটি পড়ে নাও-
ভারতের নদী তীরবর্তী শহর
❈ মথুরা কোন নদীর তীরে অবস্থিত ?
➺ যমুনা
❈ জম্মু কোন নদীর তীরে অবস্থিত ?
➺ তবি
❈ রৌড়কেল্লা কোন নদীর তীরে অবস্থিত ?
➺ ব্রাহ্মণী
❈ মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত ?
➺ ভাইগাই
❈ চেন্নাই কোন নদীর তীরে অবস্থিত ?
➺ কুওম,আদিয়ার
❈ কোয়েমবাটুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ নয়াল
❈ নবসরি কোন নদীর তীরে অবস্থিত ?
➺ পূর্ণ
❈ নেল্লার কোন নদীর তীরে অবস্থিত ?
➺ পেন্না
❈ হাজিপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গঙ্গা
❈ মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
➺ হুগলি
❈ পূর্ণিয়া কোন নদীর তীরে অবস্থিত ?
➺ কোশী
❈ অমরাবতী কোন নদীর তীরে অবস্থিত ?
➺ কৃষ্ণা
❈ নাগপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ করোডি
❈ শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
➺ মহানন্দা
❈ শ্রীরঙ্গপত্তম কোন নদীর তীরে অবস্থিত ?
➺ কাবেরি
❈ সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ মহানদী
❈ কুর্নুল কোন নদীর তীরে অবস্থিত ?
➺ তুঙ্গভদ্রা
❈ লে কোন নদীর তীরে অবস্থিত ?
➺ সিন্ধু
❈ গোরখপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ রাপ্তি
❈ নিজামাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গোদাবরী
❈ জব্বল্পুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ নর্মদা
❈ আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
➺ সবরমতি
❈ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ?
➺ যমুনা
❈ ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গঙ্গা
❈ কানপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গঙ্গা
❈ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত ?
➺ সরযু
❈ বারানসি কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গঙ্গা
❈ জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ সুবর্ণরেখা
❈ হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গঙ্গা
❈ কটক কোন নদীর তীরে অবস্থিত ?
➺ মহানদী
❈ হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
➺ মুসি
❈ শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ ঝিলাম
❈ আগ্রা কোন নদীর তীরে অবস্থিত ?
➺ যমুনা
❈ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
➺ হুগলি
❈ তেজপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ ব্রহ্মপুত্র
❈ উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত ?
➺ শিপ্রা
❈ নাসিক কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গোদাবরী
❈ ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গঙ্গা
❈ চম্বল কোন নদীর তীরে অবস্থিত ?
➺ কোট
❈ সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?
➺ তাপ্তি
❈ পানাজী কোন নদীর তীরে অবস্থিত ?
➺ মান্দোবি
❈ পন্ধরপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ ভিমা
❈ বিজয়ওয়াদ কোন নদীর তীরে অবস্থিত ?
➺ কৃষ্ণা
❈ ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত ?
➺ শতদ্রু
❈ কেদারনাথ কোন নদীর তীরে অবস্থিত ?
➺ গঙ্গা
ভারতের নদী তীরবর্তী শহর PDF টি সংগ্রহ করতে নীচের Download- লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 263 KB
Download Link :
No comments:
Post a Comment