Breaking




Sunday 25 September 2022

বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ তালিকা PDF

বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ তালিকা PDF || List of famous lakes in the world PDF

বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ তালিকা PDF
বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ তালিকা PDF
ডিয়ার ছাত্রছাত্রী .....
তোমাদের জন্য হাজির হয়েছি জিকে বিষয়ের একটি অন্যতম টপিক, আমরা আজ পৃথিবীর বিখ্যাত হ্রদ সমূহ তালিকা PDF-টি খুব সুন্দর ভাবে প্রশ্ন আকারে দিচ্ছি। আমরা প্রশ্ন আকাকে দিচ্ছি কারন যাতে তোমাদের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারনা তৈরি হয় এবং মনে রাখতে সুবিধা হয়, কিন্তু আমরা PDF-টিতে তালিকা আকারে দিয়েছি। 
অতএব তোমরা আর সময় নষ্ট না করে মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে সুবিধা হয়। 

বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ তালিকা

ভিক্টোরিয়া হ্রদের দৈর্ঘ্য
:- ৩৩৭ কিমি

ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত ?
:- তানজানিয়া,উগান্ডা,কেনিয়া,বুরুন্ডি,রুয়ান্ডা

 কাস্পিয়ান সাগরের দৈর্ঘ্য
:- ১০৩০ কিমি

 কাস্পিয়ান সাগর কোথায় অবস্থিত ?
:- কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজেরবাইজান, রাশিয়া

 টাঙ্গানিকা হ্রদের দৈর্ঘ্য
:- ৬৭৩ কিমি

 টাঙ্গানিকা হ্রদ কোথায় অবস্থিত ?
:- তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, জাম্বিয়া

 বৈকাল হ্রদের দৈর্ঘ্য
:- ৬৩৬ কিমি

 বৈকাল হ্রদ কোথায় অবস্থিত ?
:- রাশিয়া

 বালখাশ হ্রদের দৈর্ঘ্য
:- ৬০৫ কিমি

 বালখাশ হ্রদ কোথায় অবস্থিত ?
:- কাজাখস্তান

 মালাউই হ্রদের দৈর্ঘ্য
:- ৫৮০ কিমি

 মালাউই হ্রদ কোথায় অবস্থিত ?
:- মালাউই, তানজানিয়া, মোজাম্বিক

 সুপিরিয়র হ্রদের দৈর্ঘ্য
:- ৫৬৩ কিমি

 সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত ?
:- আমেরিকা-কানাডা

 মিচিগান হ্রদের দৈর্ঘ্য
:- ৪৯৪ কিমি

 মিচিগান হ্রদ কোথায় অবস্থিত ?
:- আমেরিকা

 গ্রেট স্লেভ হ্রদের দৈর্ঘ্য
:- ৪৮০ কিমি

 গ্রেট স্লেভ হ্রদ কোথায় অবস্থিত ?
:- কানাডা

 উইনিপেগ হ্রদের দৈর্ঘ্য
:- ৪১৬ কিমি

 উইনিপেগ হ্রদ কোথায় অবস্থিত ?
:- কানাডা

 ইরি হ্রদের দৈর্ঘ্য
:- ৩৮৮ কিমি

 ইরি হ্রদ কোথায় অবস্থিত ?
:- আমেরিকা

 হুরণ হ্রদের দৈর্ঘ্য
:- ৩৩২ কিমি

 হুরণ হ্রদ কোথায় অবস্থিত ?
:- আমেরিকা, কানাডা

 গ্রেট বিয়ার লেকের দৈর্ঘ্য
:- ৩২০ কিমি

 গ্রেট বিয়ার লেক কোথায় অবস্থিত ?
:- কানাডা

 অন্টারিও হ্রদের দৈর্ঘ্য
:- ৩১০ কিমি

 অন্টারিও হ্রদ কোথায় অবস্থিত ?
:- উত্তর আমেরিকা

 ভস্তক হ্রদের দৈর্ঘ্য
:- ২৫০ কিমি

 ভস্তক হ্রদ কোথায় অবস্থিত ?
:- অ্যান্টার্কটিকা

 লাডোগা হ্রদের দৈর্ঘ্য
:- ২১৯ কিমি

 লাডোগা হ্রদ কোথায় অবস্থিত ?
:- রাশিয়া

 টিটিকাকা হ্রদের দৈর্ঘ্য
:- ১৯০ কিমি

 টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত ?
:- পেরু, বলিভিয়া

 মৃত সাগরের দৈর্ঘ্য
:- ৫০ কিমি

 মৃত সাগর কোথায় অবস্থিত ?
:- জর্ডান, ইজরায়েল

 ক্র্যাটার লেকের দৈর্ঘ্য
:- ৯.৬ কিমি

 ক্র্যাটার লেক কোথায় অবস্থিত ?
:- আমেরিকা
 বিশ্বের হ্রদ সমুহের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details ::

File Name: বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  190 KB

Download Link :    

 


No comments:

Post a Comment