বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ তালিকা PDF|List of famous lakes in the world PDF
ডিয়ার ছাত্রছাত্রী .....
তোমাদের জন্য হাজির হয়েছি জিকে বিষয়ের একটি অন্যতম টপিক নিয়ে, আমরা আজ পৃথিবীর বিখ্যাত হ্রদ সমূহ তালিকা PDF-টি খুব সুন্দর ভাবে প্রশ্ন আকারে দিচ্ছি। আমরা প্রশ্ন আকাকে দিচ্ছি কারন যাতে তোমাদের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারনা তৈরি হয় এবং মনে রাখতে সুবিধা হয়, কিন্তু আমরা PDF-টিতে তালিকা আকারে দিয়েছি।
অতএব তোমরা আর সময় নষ্ট না করে মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে সুবিধা হয়।
বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ তালিকা
✤ ভিক্টোরিয়া হ্রদের দৈর্ঘ্য
:- ৩৩৭ কিমি
❐ ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত ?
:- তানজানিয়া,উগান্ডা,কেনিয়া,বুরুন্ডি,রুয়ান্ডা
✤ কাস্পিয়ান সাগরের দৈর্ঘ্য
:- ১০৩০ কিমি
❐ কাস্পিয়ান সাগর কোথায় অবস্থিত ?
:- কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজেরবাইজান, রাশিয়া
✤ টাঙ্গানিকা হ্রদের দৈর্ঘ্য
:- ৬৭৩ কিমি
❐ টাঙ্গানিকা হ্রদ কোথায় অবস্থিত ?
:- তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, জাম্বিয়া
✤ বৈকাল হ্রদের দৈর্ঘ্য
:- ৬৩৬ কিমি
❐ বৈকাল হ্রদ কোথায় অবস্থিত ?
:- রাশিয়া
✤ বালখাশ হ্রদের দৈর্ঘ্য
:- ৬০৫ কিমি
❐ বালখাশ হ্রদ কোথায় অবস্থিত ?
:- কাজাখস্তান
✤ মালাউই হ্রদের দৈর্ঘ্য
:- ৫৮০ কিমি
❐ মালাউই হ্রদ কোথায় অবস্থিত ?
:- মালাউই, তানজানিয়া, মোজাম্বিক
✤ সুপিরিয়র হ্রদের দৈর্ঘ্য
:- ৫৬৩ কিমি
❐ সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত ?
:- আমেরিকা-কানাডা
✤ মিচিগান হ্রদের দৈর্ঘ্য
:- ৪৯৪ কিমি
❐ মিচিগান হ্রদ কোথায় অবস্থিত ?
:- আমেরিকা
✤ গ্রেট স্লেভ হ্রদের দৈর্ঘ্য
:- ৪৮০ কিমি
❐ গ্রেট স্লেভ হ্রদ কোথায় অবস্থিত ?
:- কানাডা
✤ উইনিপেগ হ্রদের দৈর্ঘ্য
:- ৪১৬ কিমি
❐ উইনিপেগ হ্রদ কোথায় অবস্থিত ?
:- কানাডা
✤ ইরি হ্রদের দৈর্ঘ্য
:- ৩৮৮ কিমি
❐ ইরি হ্রদ কোথায় অবস্থিত ?
:- আমেরিকা
✤ হুরণ হ্রদের দৈর্ঘ্য
:- ৩৩২ কিমি
❐ হুরণ হ্রদ কোথায় অবস্থিত ?
:- আমেরিকা, কানাডা
✤ গ্রেট বিয়ার লেকের দৈর্ঘ্য
:- ৩২০ কিমি
❐ গ্রেট বিয়ার লেক কোথায় অবস্থিত ?
:- কানাডা
✤ অন্টারিও হ্রদের দৈর্ঘ্য
:- ৩১০ কিমি
❐ অন্টারিও হ্রদ কোথায় অবস্থিত ?
:- উত্তর আমেরিকা
✤ ভস্তক হ্রদের দৈর্ঘ্য
:- ২৫০ কিমি
❐ ভস্তক হ্রদ কোথায় অবস্থিত ?
:- অ্যান্টার্কটিকা
✤ লাডোগা হ্রদের দৈর্ঘ্য
:- ২১৯ কিমি
❐ লাডোগা হ্রদ কোথায় অবস্থিত ?
:- রাশিয়া
✤ টিটিকাকা হ্রদের দৈর্ঘ্য
:- ১৯০ কিমি
❐ টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত ?
:- পেরু, বলিভিয়া
✤ মৃত সাগরের দৈর্ঘ্য
:- ৫০ কিমি
❐ মৃত সাগর কোথায় অবস্থিত ?
:- জর্ডান, ইজরায়েল
✤ ক্র্যাটার লেকের দৈর্ঘ্য
:- ৯.৬ কিমি
❐ ক্র্যাটার লেক কোথায় অবস্থিত ?
:- আমেরিকা
বিশ্বের হ্রদ সমুহের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ
File Format: PDF
No. of Pages: 01
File Size: 190 KB
Download Link :
No comments:
Post a Comment