ক্ষেত্র পরিমাপ অঙ্কের শর্টকাট টেকনিক PDF | Field Measurement Math Shortcut Technique
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ক্ষেত্র পরিমাপ অঙ্কের শর্টকাট টেকনিক এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে কিছু ক্ষেত্র পরিমাপ অঙ্কের শর্টকাট টেকনিক গুলি খুব সুন্দর এবং সহজ ভাবে দেওয়া আছে। আমরা আশা করছি তোমাদের এই শর্টকাট টেকনিক গুলি খুব ভালো লাগবে এবং মনেও থাকবে।
আর তোমাদের অবশ্যই এই শর্টকাট টেকনিক গুলি খুব ভালোভাবে দেখে রাখা উচিৎ কেনোনা এই শর্টকাট টেকনিক গুলি তোমাদের যে কোনো চাকরীর পরীক্ষা হলে দারুন ভাবে কাজে আসবে। তাই তোমরা অবশ্যই আমাদের দেওয়া এই শর্টকাট টেকনিক গুলি মনোযোগ সহকারে দেখে নাও।
ক্ষেত্র পরিমাপ অঙ্কের শর্টকাট টেকনিক
নীচের ২ সুত্রের সাহায্যে ক্ষেত্র-পরিমাপের অঙ্ক গুলি খুব সহজে করে ফেলুন -
সুত্র- ০১
দৈর্ঘ্য বৃদ্ধির হার প্রস্থের হ্রাসের চেয়ে বেশি হলে -
শর্টকাট পদ্ধতি- ক্ষেত্রফল বৃদ্ধির হার -
= [{ (১০০ + বৃদ্ধির হার) × (১০০-হ্রাসের হার) ÷ ১০০}-১০০]
উদাহরণ -
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়লে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফলে পরিবর্তন শতকরা কত হবে ?
সমাধান-
ক্ষেত্রফল বৃদ্ধির হার -
= [{ (১০০ + বৃদ্ধির হার) × (১০০-হ্রাসের হার) ÷ ১০০}-১০০]
= [{(১০০ + ২০) × (১০০ - ১০) ÷ ১০০} – ১০০]
= ১০৮ – ১০০
= ৮%
সুত্র- ০২
দৈর্ঘ্য বৃদ্ধির হার প্রস্থের হ্রাসের সমান বা কম হলে -
শর্টকাট টেকনিক - ক্ষেত্রফল হ্রাসের হার -
= [ ১০০ – (১০০ + বৃদ্ধির হার) × (১০০ – হ্রাসের হার) ÷ ১০০}]
উদাহরণ-
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়লে এবং প্রস্থ ২০% কমালে ক্ষেত্রফলে কিরুপ হ্রাস পাবে ?
সমাধান-
ক্ষেত্রফল হ্রাসের হার -
= [ ১০০ – (১০০ + বৃদ্ধির হার) × (১০০ – হ্রাসের হার) ÷ ১০০}]
= [ ১০০ – (১০০ + ২০) × (১০০ - ২০) ÷ ১০০}]
= ১০০ – ৯৬
= ৪% হ্রাস পাবে
ক্ষেত্র পরিমাপ অঙ্কের শর্টকাট টেকনিক PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ক্ষেত্র পরিমাপ অঙ্কের শর্টকাট টেকনিক
File Format: PDF
No. of Pages: 02
File Size: 185 KB
No comments:
Post a Comment