বিভিন্ন দেশ ও শহরের ভৌগোলিক উপনাম PDF | List of Nicknames of Cities and Countries Bengali PDF
![]() |
বিভিন্ন স্থানের ভৌগলিক উপনাম তালিকা PDF |
Hello বন্ধুরা,
আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সাধারণ জ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল, বিভিন্ন স্থানের ভৌগলিক উপনাম তালিকা PDF এই গুরুত্বপূর্ণ টপিকটি পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী। আর এই টপিকটি থেকে একটা হলেও প্রশ্ন এসে থাকে।
তাই বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে তাড়াতাড়ি নীচে দেওয়া তালিকাটি একবার পড়ে নিয়ে সম্পূর্ণ PDF টি সংগ্রহ করে নাও।
বিভিন্ন দেশ ও শহরের ভৌগলিক উপনাম
উপনাম | দেশ/শহরের নাম |
---|---|
সবুজ নগর | চেন্নাই (ভারত) |
কমলালেবুর শহর | নাগপুর (ভারত) |
নীলনদের উপহার | মিশর |
ভারতের মশলা উদ্যান | কেরল |
হাজার হাতির দেশ | লাওস |
শেষ সূর্যের দেশ | হাওয়াই |
রামধনুর দেশ | হাওয়াই দ্বীপপুঞ্জ |
অন্ধকার মহাদেশ | আফ্রিকা |
লবঙ্গ দ্বীপ | জাঞ্জিবার |
চিনের দুঃখ | হোয়াং হো নদী |
সাদা হাতির দেশ | থাইল্যান্ড |
পিঠের দেশ | স্কটল্যান্ড |
বিশ্বে রুটির ঝুড়ি | প্রেইরী |
প্রাচীরের দেশ | চীন |
বজ্রপাতের দেশ | ভুটান |
বাংলার ফুসফুস | সুন্দরবন |
মাছহীন দেশ | জর্ডান |
মার্বেলের দেশ | ইতালী |
হিমালয়ের কন্যা | পঞ্চগড় |
রুপোর শহর | আলজিয়ার্স |
ভূ-স্বর্গ | কাশ্মীর |
বাজারের শহর | কায়রো |
ম্যাপল পাতার দেশ | কানাডা |
স্বর্ণমন্দিরের শহর | অমৃতসর |
মন্দিরের শহর | বেনারস |
পোপের শহর | রোম ভ্যাটিকান সিটি |
ভারতের ম্যাঞ্চেষ্টার | আমেদাবাদ |
ভারতের রূঢ় | দুর্গাপুর |
নিষিদ্ধ শহর | তিব্বতের লাসা |
দক্ষিন ভারতের বাগান | তাঞ্জোর |
ভারতের প্রবেশদ্বার | মুম্বাই |
ভারতের উদ্যান শহর / বিজ্ঞান নগরী | ব্যাঙ্গালুরু |
এশিয়ার রোম | দিল্লি |
দক্ষিন ভারতের কাশী | মাদুরাই |
চির বসন্তের শহর | কুইটো |
অ্যাড্রিয়াটিকের বধু/রানী | ইতালির ভেনিস |
উদীয়মান ম্যানচেষ্টার | জাপানের ওসাকা |
ভারতের গ্লাসগো | হাওড়া |
প্রাসাদের শহর | কলকাতা |
পবিত্র পাহাড় | জাপানের ফুজিয়ামা |
মুক্তার দ্বীপ | বাহরাইন |
মুক্তার দেশ | কিউবা |
পান্নার দ্বীপ | আয়ারল্যান্ড |
পবিত্র ভূমি | জেরুজালেম |
পবিত্র দেশ | ফিলিস্তিন |
নিশীথ সূর্যের দেশ | নরওয়ে |
হাজার দ্বীপের দেশ | আইসল্যান্ড |
হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
আগুনের দ্বীপ | আইসল্যান্ড |
ইউরোপের প্রবেশদ্বার | ভিয়েনা |
ভৌগলিক উপনাম তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: বিভিন্ন দেশ ও শহরের ভৌগলিক উপনাম
File Format: PDF
No. of Pages: 05
File Size: 266 KB
No comments:
Post a Comment