বিভিন্ন পুরস্কারের সূচনাকাল
![]() |
বিভিন্ন পুরস্কারের সূচনাকাল |
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি পুরস্কার এমন একটা জিনিস যেটা পাওয়ার পর মানুষের কাজের প্রবণতা কে বাড়িয়ে দেয়। তাই আজকের পোস্টেটি হল, বিভিন্ন পুরস্কারের সূচনাকাল। আমরা অনেকেই অনেক পুরস্কারের নাম জানি আবার অনেক পুরস্কারের সূচনাকাল সম্পর্কে জানি, কিন্তু আমরা সম্পূর্ণ পুরস্কার গুলির নাম এনং সূচনাকাল সম্পর্কে জানিনা। তাই আজকের পোস্টটির মধ্যে আমরা সম্পূর্ণ পুরস্কারের নাম এবং তার সূচনাকাল নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে।
তাই বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে, সম্পূর্ণ তালিকাটি পরে নাও এবং তালিকাটির PDF সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে নাও।
বিভিন্ন পুরস্কারের সূচনাকালের তালিকা
পুরস্কার | সূচনাকাল |
---|---|
নোবেল পুরস্কার | ১৯০১ সালে |
নোবেল (অর্থনীতি) পুরস্কার | ১৯৬৯ সালে |
অস্কার পুরস্কার | ১৬ই মে ১৯২৯ সাল |
সাহিত্য অ্যাকাডেমী | ১৯৫৪ সালে |
ভারতরত্ন পুরস্কার | ১৯৫৪ সালে |
পদ্মশ্রী পুরস্কার | ১৯৫৪ সালে |
পদ্মভূষণ পুরস্কার | ১৯৫৪ সালে |
পদ্মবিভূষণ পুরস্কার | ১৯৫৪ সালে |
অশোক চক্র পুরস্কার | ১৯৫২ সালে |
মিস ইন্ডিয়া পুরস্কার | ১৯৪৭ সালে |
অর্জুন পুরস্কার | ১৯৬১ সালে |
বীর চক্র পুরস্কার | ১৯৪৭ সালে |
পরমবীর চক্র পুরস্কার | ১৯৪৭ সালে |
জ্ঞানপীঠ পুরস্কার | ১৯৬৫ সালে |
দাদাসাহেব ফলকে পুরস্কার | ১৯৬৯ সালে |
রাজীব গান্ধী খেলারত্ন পুরস্কার | ১৯৯১-৯২ সালে |
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার | ১৯৯৫ সালে |
ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার | ১৯৮৬ সালে |
কলিঙ্গ পুরস্কার | ১৯৫২ সালে |
ভাটনগর পুরস্কার | ১৯৫৭ সালে |
জওহরলাল নেহেরু পুরস্কার | ১৯৬৫ সালে |
বুকার পুরস্কার | ১৯৬৮ সালে |
সরস্বতী সম্মান | ১৯৯১ সালে |
ব্যাস সম্মান | ১৯৯১ সালে |
বঙ্গবিভূষণ পুরস্কার | ২৫শে জুলাই ২০১১ সাল |
বঙ্গভূষণ পুরস্কার | ২০১২ সালে |
মহানায়ক পুরস্কার | ২০১২ সালে |
পুলিৎজার পুরস্কার | ১৯১৭ সালে |
মূর্তিদেবী পুরস্কার | ১৯৮৩ সালে |
রামোন ম্যাগসেসাই পুরস্কার | ১৯৫৮ সালে |
ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার | ২০০৫ সালে |
ম্যান বুকার (সাহিত্য) | ১৯৬৯ সালে |
অ্যাবেল পুরস্কার | ২০০৩ সালে |
ধ্যানচাঁদ পুরস্কার | ২০০২ সালে |
শঙ্কর পুরস্কার | ১৯৯১ সালে |
দ্রোণাচার্য পুরস্কার | ১৯৮৫ সালে |
বোরলগ পুরস্কার | ১৯৭২ সালে |
গ্র্যামি পুরস্কার | ১৯৫৯ সালে |
আনন্দ পুরস্কার | ১৯৫৮ সালে |
শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার | ১৯৫৮ সালে |
কবীর সম্মান | ১৯৮৬ সালে |
ইউনেস্কো শান্তি পুরস্কার | ১৯৮১ সালে |
তানসেন পুরস্কার | ২০০০ সালে |
সম্পূর্ণ তালিকাটি PDF আকারে পেতে নীচের লেখা Click Here to Downloa-এ ক্লিক করো।
File Details::
File Name: বিভিন্ন পুরস্কারের সূচনাকাল।
File Format: PDF
No. of Pages: 03
File Size: 245 KB
Download Link : Click Here to Download
🎯 বিভিন্ন পণ্য উৎপাদনে ভারতের স্থান
🎯 বিভিন্ন আবিস্কার , আবিস্কারক ও আবিস্কারের সাল
Sob PDF file nite chai
ReplyDelete