ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা PDF
![]() |
| ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF |
ভারত একটি বিশাল দেশ যেখানে প্রতিদিন লাখো মানুষ দেশ-বিদেশে যাতায়াত করে। এই যাতায়াতকে সহজ ও দ্রুত করার জন্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলির ভূমিকা অপরিসীম। ভারতের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজ্য ও শহরে আধুনিক সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে উঠেছে, যা শুধু যাত্রী পরিবহনেই নয়, পণ্য আমদানি-রপ্তানি ও পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ভারতের সঙ্গে বিশ্বের নানা প্রান্তকে যুক্ত করেছে। আজকের এই পোস্টে আমরা ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলির তালিকা ও তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানব।
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা
| বিমানবন্দর | অবস্থিত |
|---|---|
| নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর | কলকাতা, পশ্চিমবঙ্গ |
| বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর | শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ |
| সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর | আহমেদাবাদ, গুজরাট |
| ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | পালাম, নিউ দিল্লী |
| ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর | মুম্বাই, মহারাষ্ট্র |
| ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর | নাগপুর, মহারাষ্ট্র |
| কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দর | ব্যাঙ্গালুরু, কর্ণাটক |
| চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর | লখনউ, উত্তরপ্রদেশ |
| দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর | ইন্দোর, মধ্যপ্রদেশ |
| শ্রী গুরু রামদাস জী আন্তর্জাতিক বিমানবন্দর | অমৃতসর, পাঞ্জাব |
| চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দর | চণ্ডীগড় |
| বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর | বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ |
| চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর | চেন্নাই, তামিলনাড়ু |
| মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর | মাদুরাই, তামিলনাড়ু |
| ত্রিভান্দুম আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুবনন্তপুরম, কেরালা |
| কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর | কোজিকোড, কেরালা |
| শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর |
| লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর | গুয়াহাটি, আসাম |
| সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর | সুরাট, গুজরাট |
| জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর | জয়পুর, রাজস্থান |
| পুনে আন্তর্জাতিক বিমানবন্দর | পুনে, মহারাষ্ট্র |
| ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর | ম্যাঙ্গালোর, কর্ণাটক |
| লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর | বারাণসী, উত্তরপ্রদেশ |
| বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর | ভুবনেশ্বর, ওড়িশা |
| রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
| ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দর | ইম্ফল, মণিপুর |
| বিজয়ওয়ারা আন্তর্জাতিক বিমানবন্দর | গন্নাভারাম, অন্ধ্রপ্রদেশ |
| ডাবোলিম এয়ারপোর্ট | গোয়া |
| কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর | কোয়েম্বাটুর, তামিলনাড়ু |
| তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুচিরাপল্লী, তামিলনাড়ু |
| কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর | কোচি, কেরালা |
| কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর | কান্নুর, কেরালা |
| বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর | পোর্টব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
| গয়া বিমানবন্দর | গয়া, বিহার |
প্রশ্নঃ ভারতের সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
উঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (দিল্লি)।
প্রশ্নঃ ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
উঃ ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর (কেরালা, ১৯৯১ সালে আন্তর্জাতিক মর্যাদা পায়)।
প্রশ্নঃ ভারতের কোন বিমানবন্দরকে ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’ বলা হয়?
উঃ ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (মুম্বাই)।
প্রশ্নঃ ভারতের কোন শহরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
উঃ কেরালা রাজ্যে ৪টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে – ত্রিবান্দ্রম, কোচি, কালি কাট, কান্নুর।
প্রশ্নঃ নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উঃ কলকাতা (পশ্চিমবঙ্গ)।
প্রশ্নঃ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?
উঃ বেঙ্গালুরু (কর্ণাটক)।
প্রশ্নঃ কোন আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর’ বলা হয়?
উঃ হায়দ্রাবাদ (তেলেঙ্গানা)।
প্রশ্নঃ ভারতের সবচেয়ে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
উঃ গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর (মনোহর পার্রিকর আন্তর্জাতিক বিমানবন্দর, ১১ই ডিসেম্বর ২০২২ সালে উদ্বোধন হয়)।
প্রশ্নঃ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলির সংখ্যা কত (২০২৫ অনুযায়ী)?
উঃ মোট ৩৪টি আন্তর্জাতিক বিমানবন্দর।
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা
File Format: PDF
No. of Pages: 02
File Size: 202 KB

No comments:
Post a Comment