Breaking




Wednesday 29 March 2023

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব PDF || List of Famous Festivals in Indian PDF

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব তালিকা PDF
ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব তালিকা PDF 
ডিয়ার ভিজিটার......
তোমাদের সাধারণ জ্ঞানের একটি টপিককে শক্তিশালী করে তোলার জন্য আমরা আজ, ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব PDF-টি শেয়ার করছি। যে তালিকা তোমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও বিশেষভাবে কাজে আসবে। কারন এই টপিকটি একটি উল্লেখযোগ্য একটি টপিক বিভিন্ন প্রকার চাকরীর পরীক্ষা গুলির ক্ষেত্রে।
আর আমরা তোমাদের প্রস্তুতিরে ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবার জন্য আমরা প্রশ্ন আকারে তালিকাটি দিছি, যাতে পরীক্ষার খেতে কোনো রকম অসুবিধায় পরতে না হয়। তাই তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি মনোযোগ সহকারে পড়া শুরু করে দাও। 

ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব সমূহ

ত্রিপুরার বিখ্যাত উৎসব সমূহঘুড়ি উৎসব, ডাণ্ডি দরবার, তারনেটরের মেলা, নবরাত্রি

❏ মেঘালয়ের বিখ্যাত উৎসব সমূহ ➺ ওয়াংগালা

❏ মহারাষ্ট্রের বিখ্যাত উৎসব সমূহ ➺ গণেশ চতুর্থী, নাগ পঞ্চমী, জামসিদ নাউরোজ

❏ পশ্চিমবঙ্গের বিখ্যাত উৎসব সমূহ ➺ দুর্গাপূজা, কালীপূজা, ভাইফোঁটা, নববর্ষ, দোল

❏ বিহারের বিখ্যাত উৎসব সমূহ ➺ ছট পূজা, করম উৎসব, পারুল

❏ উত্তরপ্রদেশের বিখ্যাত উৎসব সমূহ ➺ রামনবমী, রামলীলা

❏ মধ্যপ্রদেশের বিখ্যাত উৎসব সমূহ ➺ তানসেন সঙ্গীত উৎসব

❏ জম্মু ও কাশ্মীরের বিখ্যাত উৎসব সমূহ ➺ লোরি, আশুজ

❏ হরিয়ানার বিখ্যাত উৎসব সমূহ ➺ নাওমি, সবেবরাত, গুপ্পা, ওহিয়াদুজ

❏ লাদাখের বিখ্যাত উৎসব সমূহ ➺ হেমিস উৎসব

❏ মিজোরামের বিখ্যাত উৎসব সমূহ ➺ চাপচারকুট, মিমকুট

❏ নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব সমূহ ➺ পাখি উৎসব, অঙ্গামিদের সেক্রেনি

❏ পাঞ্জাবের বিখ্যাত উৎসব সমূহ ➺ করবাচওত, লোহরী, বৈশাখী, সাতোয়া

❏ ওড়িশার বিখ্যাত উৎসব সমূহ ➺ রথযাত্রা, কোনারক উৎসব

❏ তামিলনাড়ুর বিখ্যাত উৎসব সমূহ ➺ পোঙ্গল, জাল্লিকাট্টু

❏ অন্ধ্রপ্রদেশের বিখ্যাত উৎসব সমূহ ➺ মহাকালী যাত্রা, উগাডি মার্চ

❏ পুদুচেরির বিখ্যাত উৎসব সমূহ ➺ ফরাসি বাস্তিল দিবস

❏ দিল্লীর বিখ্যাত উৎসব সমূহ ➺ রোশেনারা, শালিমার

❏ কেরালার বিখ্যাত উৎসব সমূহ ➺ বিশু, ওনাম, তিস্ক, কুরম

❏ গোয়ার বিখ্যাত উৎসব সমূহ ➺ কার্ণিভাল, শিগমো উৎসব

❏ ঝাড়খণ্ডের বিখ্যাত উৎসব সমূহ ➺ ছট পূজা, বন্দনা, সারহুল, রহিন

❏ হিমাচল প্রদেশের বিখ্যাত উৎসব সমূহ ➺ চম্বারমিঞ্জর, হরিয়ালি, বৈশাখী, জাগরা, দুশেরা

❏ দাদরা ও নগর হাভেলির বিখ্যাত উৎসব সমূহ ➺ দিবাসোর

❏ অসমের বিখ্যাত উৎসব সমূহ ➺ বিহু,দীপান্বিতা, কামাখ্যা মেলা ,মে-ডাম-মে-ফী, অম্বুবাচী মেলা, জোনবিল মেলা

❏ উত্তরাঞ্চলের বিখ্যাত উৎসব সমূহ ➺ কুম্ভমেলা ও অর্ধ কুম্ভমেলা

❏ রাজস্থানের বিখ্যাত উৎসব সমূহ ➺ আদিবাসী কুম্ভমেলা

❏ সিকিমের বিখ্যাত উৎসব সমূহ ➺ লোসার, চাইতা, লোসাং

❏ ছত্তিশগড়ের বিখ্যাত উৎসব সমূহ ➺ পোলা নবখাই

উল্লেখযোগ্য প্রশ্ন

❏ ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব ? 
➺ কেরল

❏ রামনবমী কোন রাজ্যের বিখ্যাত উৎসব ?
➺ উত্তরপ্রদেশ

❏ বিহু কোন রাজ্যের উৎসব ?
➺ অসম

❏ জাল্লিকাট্টু কোন রাজ্যের উৎসব ?
➺ তামিলনাড়ু

❏ পোঙ্গল কোন রাজ্যের উৎসব ?
➺ তামিলনাড়ু

❏ বোনালু কোন রাজ্যের বিখ্যাত উৎসব ?
➺ তেলেঙ্গানা 

❏ ছট পূজো কোন রাজ্যের বিখ্যাত উৎসব ? 
➺ বিহার এবং ঝাড়খণ্ড

❏ গনেশ চতুর্থী কোন রাজ্যের বিখ্যাত উৎসব ? 
➺ মহারাষ্ট্র ও কর্ণাটক

❏ কুম্ভমেলা কোন রাজ্যের বিখ্যাত উৎসব ?  
➺ ছত্রিশগড়,উত্তরপ্রদেশ,উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশ

 ❏ শ্রী রাম নবমী কোন রাজ্যের বিখ্যাত উৎসব ? 
➺ অন্ধ্রপ্রদেশ

❏ গোকুল অষ্টমী কোন রাজ্যের বিখ্যাত উৎসব ?
➺ গোয়া

❏ অমরনাথ যাত্রা কোন রাজ্যের বিখ্যাত উৎসব ? 
➺ জম্মু ও কাশ্মীর  

❏ বসন্ত পঞ্চমী কোন রাজ্যের বিখ্যাত উৎসব ? 
➺ হরিয়ানা 

❏ ঘুড়ি উৎসব কোন রাজ্যের বিখ্যাত উৎসব ? 
➺ গুজরাট
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব PDF-টি বিনামূল্যে সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details  :: 

File Name:  ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  300 KB


No comments:

Post a Comment