Breaking




Sunday 28 January 2024

ভারতের বিখ্যাত মন্দির সমূহ PDF

ভারতের বিখ্যাত মন্দির সমূহ PDF || ভারতের বিখ্যাত মন্দির PDF || Indian Famous Temple in Bengali PDF 

ভারতের বিখ্যাত মন্দির সমূহ
ভারতের বিখ্যাত মন্দির সমূহ
Hello Friends
Welcome to Sohojogita.Com. আমরা আজকে  ভারতের বিখ্যাত মন্দির তালিকা PDF-টি দিচ্ছি। তোমরা অবশ্যই নীচের দেওয়া তালিকাটি মুখস্থ করে নাও। যাতে বিভিন্ন পরীক্ষায় আসা এই টপিকটির প্রশ্ন গুলির পাশাপাশি যারা একটু মন্দির ঘুরতে যেতে ভালোবাসো তাদের জন্যও কাজে আসবে। 
এই টপিকটি থাকে স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত ? লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত ? নটরাজ মন্দিরটি কোথায় অবস্থিত ? সোমনাথ মন্দির কোথায় অবস্থিত ? এই ধরনের প্রশ্ন আসে।

ভারতের বিখ্যাত মন্দির সমূহ তালিকা 

বিখাত মন্দির অবস্থান (রাজ্য)
স্বর্ণ মন্দির পাঞ্জাব
সাঁচি স্তুপ মধ্যপ্রদেশ
মহাবোধি মন্দির বিহার
সবরীমালা মন্দির কেরালা
পদ্মনাভস্বামী মন্দির কেরালা
কোনার্ক সূর্য্য মন্দির উড়িষ্যা
লিঙ্গরাজ মন্দির উড়িষ্যা
দিলওয়ারা মন্দির রাজস্থান
নটরাজ মন্দির তামিলনাড়ু
বিরূপাক্ষ মন্দির কর্নাটক
বৈষ্ণ দেবী মন্দির জম্মু-কাশ্মির
বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ড
যমুনেত্রী মন্দির উত্তরাখণ্ড
সোমনাথ মন্দির গুজরাট
দ্বারকাধীশ মন্দির গুজরাট
অক্ষরধাম মন্দির নিউ দিল্লি
মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশ
জ্বালামুখী মন্দির হিমাচলপ্রদেশ
গঙ্গোত্রী মন্দির উত্তরাখণ্ড
অমরনাথ মন্দির জম্মু-কাশ্মির
তিরুপতি মন্দির অন্ধ্রপ্রদেশ
খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশ
বৃহদিশ্বর মন্দির তামিলনাড়ু
মিনাক্ষী মন্দির তামিলনাড়ু
লোটাস টেম্পেল নিউ দিল্লি
জগন্নাথ মন্দির উড়িষ্যা
কামাক্ষা মন্দির আসাম
রঙ্গনাথস্বামী মন্দির তামিলনাড়ু
ইসকন মন্দির নিউ দিল্লি
সাই বাবা মন্দির মহারাষ্ট্র
ভেঙ্কটেশ্বরা মন্দির অন্ধ্রপ্রদেশ
সিদ্ধিবিনায়ক মন্দির মহারাষ্ট্র
কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশ
কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড
অযোধ্যা রাম মন্দির উত্তরপ্রদেশ

ভারতের বিখ্যাত মন্দির সমূহ PDF-টি বিনামূল্যে পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন


আরও পোস্টের নাম লিংকঙ্ক
ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর Click Here
ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প তালিকা Click Here

No comments:

Post a Comment