Breaking




Thursday, 21 September 2023

ভারতীয় রেলওয়ে বিভিন্ন জোন সমূহ - সদরদপ্তর || প্রতিষ্ঠাকাল || বিভাগ

ভারতীয় রেলওয়ে বিভিন্ন জোন সমূহ - সদরদপ্তর || প্রতিষ্ঠাকাল || বিভাগ - Railways Zones and Headquarters in India

ভারতীয় রেলওয়ে বিভিন্ন জোন সমূহ
ভারতীয় রেলওয়ে বিভিন্ন জোন সমূহ
Hello বন্ধুরা,
আমরা আজকে তোমাদের দিচ্ছি ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF যে পোস্টটি তোমরা যারা রেলওয়ে পরীক্ষা এবং NTPC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য বিশেষ ভাবে কাজে আসবে এবং যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্যও কাজে আসবে।

এই টপিকটি থেকে ❐ ভারতীয় পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত ?  ভারতীয় পূর্ব-মধ্য রেলওয়ে জোন কবে প্রতিষ্ঠিত হয় ?   উত্তর-মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত ? এই রকমের প্রশ্ন আসে।
সুতরাং তোমরা আর সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকাটি পড়ে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে পড়তে পারো।

ভারতীয় রেলওয়ে বিভিন্ন জোন সমূহ


❏ জোন/দপ্তর :: দক্ষিণ রেলওয়ে [SR]
❏ সদরদপ্তর :: চেন্নাই
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৫১
❏ বিভাগ সমূহ :: চেন্নাই, মাদুরাই, পলক্কড, সালেম,তিরুচিরাপল্লি,তিরুবনন্তপুরম

❏ জোন/দপ্তর :: মধ্য রেলওয়ে [CR]
❏ সদরদপ্তর :: মুম্বাই
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৫১
❏ বিভাগ সমূহ :: পুনে, সোলাপুর, ভুসাওয়াল, নাগপুর ও মুম্বাই

❏ জোন/দপ্তর :: পশ্চিম রেলওয়ে [WR]
❏ সদরদপ্তর :: চার্চ গেট, মুম্বাই
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৫১
❏ বিভাগ সমূহ :: মুম্বাই সেন্ট্রাল, বরোদা, রাতলাম,আমেদাবাদ, রাজকোট, ভাবনগর

❏ জোন/দপ্তর :: পূর্ব রেলওয়ে [ER]
❏ সদরদপ্তর :: কলকাতা
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৫২
❏ বিভাগ সমূহ :: মালদা, হাওড়া, শিয়ালদহ ও আসানসোল

❏ জোন/দপ্তর :: উত্তর রেলওয়ে [NR]
❏ সদরদপ্তর :: নিউ দিল্লী
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৫২
❏ বিভাগ সমূহ :: দিল্লি, আম্বালা, ফিরোজপুর, লখনউ, মোরাদাবাদ

❏ জোন/দপ্তর :: উত্তর-পূর্ব রেলওয়ে [NER]
❏ সদরদপ্তর :: গোরখপুর
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৫২
❏ বিভাগ সমূহ :: ইজ্জতনগর, লখনৌ, বারাণসী

❏ জোন/দপ্তর :: দক্ষিণ-পূর্ব রেলওয়ে [SER]
❏ সদরদপ্তর :: গার্ডেনরিচ, কলকাতা
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৫৫
❏ বিভাগ সমূহ :: আর্দ্রা, চক্রধরপুর, খড়গপুর, রাঁচি

❏ জোন/দপ্তর :: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে [NFR]
❏ সদরদপ্তর :: মালিগাঁও, গোয়াহাটি
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৫৮
❏ বিভাগ সমূহ :: আলিপুরদুয়ার,লামদিং, রঙ্গিয়া,তিনসুকিয়া,কাটিহার

❏ জোন/দপ্তর :: দক্ষিণ-মধ্য রেলওয়ে [SCR]
❏ সদরদপ্তর :: সেকেন্দ্রাবাদ
❏ প্রতিষ্ঠাকাল :: ১৯৬৬
❏ বিভাগ সমূহ :: সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, নন্দেদ

❏ জোন/দপ্তর :: পূর্ব-মধ্য রেলওয়ে [ECR]
❏ সদরদপ্তর :: হাজিপুর
❏ প্রতিষ্ঠাকাল :: ২০০২
❏ বিভাগ সমূহ :: দানাপুর, ধানবাদ, মুঘলসরাই,সমস্তিপুর, সোনপুর

❏ জোন/দপ্তর :: উত্তর-পশ্চিম রেলওয়ে [NWR]
❏ সদরদপ্তর :: জয়পুর
❏ প্রতিষ্ঠাকাল :: ২০০২
❏ বিভাগ সমূহ :: জয়পুর, আজমের, বিকানের, যোধপুর

❏ জোন/দপ্তর :: পূর্ব উপকূল রেলওয়ে [ECoR]
❏ সদরদপ্তর :: ভুবনেশ্বর
❏ প্রতিষ্ঠাকাল :: ২০০৩
❏ বিভাগ সমূহ :: খুরদা রোড, সম্বলপুর, বিশাখাপত্তনম

❏ জোন/দপ্তর :: পশ্চিম-মধ্য রেলওয়ে [WCR]
❏ সদরদপ্তর :: জব্বলপুর
❏ প্রতিষ্ঠাকাল :: ২০০৩
❏ বিভাগ সমূহ :: জব্বলপুর, ভোপাল, কোটা

❏ জোন/দপ্তর :: দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে [SECR]
❏ সদরদপ্তর :: বিলাসপুর
❏ প্রতিষ্ঠাকাল :: ২০০৩
❏ বিভাগ সমূহ :: বিলাসপুর, রায়পুর, নাগপুর

❏ জোন/দপ্তর :: উত্তর-মধ্য রেলওয়ে [NCR]
❏ সদরদপ্তর :: এলাহাবাদ
❏ প্রতিষ্ঠাকাল :: ২০০৩
❏ বিভাগ সমূহ :: ঝাঁসি, আগ্রা, এলাহাবাদ

❏ জোন/দপ্তর :: দক্ষিণ-পশ্চিম রেলওয়ে [SWR]
❏ সদরদপ্তর :: হুবলি
❏ প্রতিষ্ঠাকাল :: ২০০৩
❏ বিভাগ সমূহ :: হুবলি, বেঙ্গালুরু, মাইসুরু

❏ জোন/দপ্তর :: কলকাতা মেট্রো [MR]
❏ সদরদপ্তর :: কলকাতা
❏ প্রতিষ্ঠাকাল :: ২০১০
❏ বিভাগ সমূহ :: কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা

❏ জোন/দপ্তর :: দক্ষিণ উপকূল রেলওয়ে [SCoR]
❏ সদরদপ্তর :: বিশাখাপত্তনম
❏ প্রতিষ্ঠাকাল :: ২০১৯
❏ বিভাগ সমূহ :: বিজয়ওয়াদা, গুন্টুর, গুনতাকাল


ভারতীয় রেলওয়ে বিভিন্ন জোন সমূহ PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name:  ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  183 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প তালিকা Click Here
ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ Click Here

No comments:

Post a Comment