Breaking




Sunday 18 February 2024

ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ PDF

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF || Hydro Electric Power Plant in India

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আশা কচ্ছি তোমরা খুব ভালো ভাবেই বিভিন্ন রকম চাকরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, তাই তোমাদের সেই চাকরীর প্রস্তুতিকে এক ধাপ আগিয়ে নিয়ে যাবার জন্য আজকে তোমাদের শেয়ার করচ্ছি, ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF এই পোস্টটি। এই পোস্টটি সমস্থ রকম পরীক্ষার ক্ষেত্রে খুবি উপযোগী। আজকের তালিকাটির মধ্যে ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্রের নাম, সেটি কোন নদীর তীরে অবস্থিত এবং প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত এই সমস্ত তথ্য গুলি খুব সুন্দর ভাবে দেওয়া আছে।
সুতরাং বন্ধু তোমরা নীচে দেওয়া তালিকাটি মনোযোগ সহকারে ভালো ভাবে পড়ো এবং PDF টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
এই টপিকটি থেকে হিরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে ? পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে উঠেছে ? এই রকমের প্রশ্ন আসে।

ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা
 
জলবিদ্যুৎ কেন্দ্র নদী রাজ্য
উকাই জলবিদ্যুৎ কেন্দ্র তাপ্তী গুজরাট
তেহরী জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী উত্তরাখন্ড
ইডুক্কি জলবিদ্যুৎ কেন্দ্র পেরিয়ার কেরল
ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র ময়ুরাক্ষী ঝাড়খন্ড
সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র সরাবতী কর্নাটক
শ্রীসাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণ অন্ধ্র্রপ্রদেশ
শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী কর্নাটক
রাঙ্গানদী জলবিদ্যুৎ কেন্দ্র রাঙালি ও ডিকরং অরুনাচলপ্রদেশ
কাদানা জলবিদ্যুৎ কেন্দ্র মাহি গুজরাট
কুন্দা জলবিদ্যুৎ কেন্দ্র কুন্দা তামিলনাড়ু
পিপলকোটি জলবিদ্যুৎ কেন্দ্র অলকানন্দা উত্তরপ্রদেশ
টাটা জলবিদ্যুৎ কেন্দ্র খোপিলি ও নিলামূল্য মহারাষ্ট্র
খাব জলবিদ্যুৎ কেন্দ্র বিপাশা হিমাচলপ্রদেশ
নিম্ন ঝিলাম জলবিদ্যুৎ কেন্দ্র বিতস্তা জম্মু-কাশ্মীর
সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা গুজরাট
ইন্দিরাসাগর জলবিদ্যুৎ কেন্দ্র নর্মদা মধ্যপ্রদেশ
মাচকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র মাচকুন্দ অন্ধ্রপ্রদেশ
বানসাগর জলবিদ্যুৎ কেন্দ্র সন মধ্যপ্রদেশ
সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র সুবর্ণরেখা ঝাড়খন্ড
কালিনদী জলবিদ্যুৎ কেন্দ্র কালিনদী কর্নাটক
জওহরসাগর জলবিদ্যুৎ কেন্দ্র চম্বল রাজস্থান
দেহার জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু হিমাচলপ্রদেশ
দালাল জলবিদ্যুৎ কেন্দ্র চন্দ্রভাগা জম্মু-কাশ্মীর
কোয়েনা জলবিদ্যুৎ কেন্দ্র কয়না মহারাষ্ট্র
মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র কাবেরী তামিলনাড়ু
যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র যমুনা উত্তরপ্রদেশ
উমিয়াম জলবিদ্যুৎ কেন্দ্র কোপিলি মেঘালয়
কোপিলি জলবিদ্যুৎ কেন্দ্র উমং অসম
নাগার্জুনসাগর জলবিদ্যুৎ কেন্দ্র কৃষ্ণা অন্ধ্র্রপ্রদেশ
লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র ***** মনিপুর
হিরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র মহানদী উড়িষ্যা
রংটং জলবিদ্যুৎ কেন্দ্র স্পীতি হিমাচলপ্রদেশ
রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র রিহান্দ উত্তরপ্রদেশ
ভাকরা জলবিদ্যুৎ কেন্দ্র শতদ্রু হিমাচলপ্রদেশ
পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র দামোদর ঝাড়খন্ড

ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  344 KB



আরও পোস্টের নাম পোস্টের লিঙ্ক
ভারতীয় নোবেল বিজয়ীদের তালিকা Click Here
ভারতের বিভিন্ন বিপ্লব সমূহ Click Here

No comments:

Post a Comment