বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা PDF - List of First Indian Woman in Various Field PDF in Bengali
নমস্কার বন্ধুরা,
আমরা সকলেই জানি পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই নারী শক্তি কতটা ভূমিকা পালন করে আসছে। আজকে আমরা সেই নারী শক্তিকে সম্মান জানিয়ে একটি পোস্ট তৈরি করেছি। আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল, বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা PDF অর্থাৎ স্বাধীনতার পর থেকে বা স্বাধীনতার আগে থেকে প্রথম পদাধিকারী মহিলা দের নামের তালিকা।
আজকের এই টপিকটি তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে রাখবে যাতে করে তোমরা যে সমস্থ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো সেই পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হয়।
সুতরাং বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে, নীচের তালিকাটি মুখস্থ করে PDF-টি সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করে নাও।
প্রথম ভারতীয় মহিলা তালিকা
📚 ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ?
➺ ইন্দিরা গান্ধী
📚 ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ?
➺ প্রতিভা প্যাটেল
📚 ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
➺ সুচেতা কৃপালিনী
📚 ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ?
➺ সরোজিনী নাইডু
📚 ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন ?
➺ মীরা কুমার
📚 ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
➺ সরোজিনী নাইডু
📚 ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন ?
➺ লেয়লা শেঠ
📚 ভারতের প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি কে ছিলেন ?
➺ আন্না চন্ডি
📚 ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন ?
➺ বিজয়লক্ষ্মী পন্ডিত
📚 ভারতের প্রথম মহিলা আই. পি. এস. অফিসার (I.P.S) কে ছিলেন ?
➺ কিরণ বেদি
📚 ভারতের প্রথম মহিলা আই. এ. এস. অফিসার (I.A.S) কে ছিলেন ?
➺ আন্না জর্জ মালহোত্রা
📚 ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে ছিলেন ?
➺ কর্নেলিয়া সোরাবজি
📚 ভারতের প্রথম মহিলা আইনজীবী কে ছিলেন ?
➺ রোজিনা গুহ
📚 ভারতের প্রথম মহিলা ভাইস এয়ার মার্শাল কে ছিলেন ?
➺ পি. বন্দ্যোপাধ্যায়
📚 ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভি অফিসার কে ছিলেন ?
➺ সোনালী ব্যানার্জি
📚 ভারতের প্রথম মহিলা রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর কে ছিলেন ?
➺ জে. কে. উদেসি
📚 ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ?
➺ রমা দেবী
📚 ভারতের প্রথম মহিলা মহিলা মন্ত্রী (কেন্দ্রীয়) কে ছিলেন ?
➺ অমৃত কাউর
📚 ভারতের প্রথম মহিলা মহিলা মন্ত্রী (রাজ্য) কে ছিলেন ?
➺ বিজয়লক্ষ্মী পন্ডিত
📚 ভারতের প্রথম মহিলা বিমানচালক কে ছিলেন ?
➺ দুর্বা ব্যানার্জি
📚 ভারতের প্রথম মহিলা ট্রেনচালক কে ছিলেন ?
➺ সুরেখা যাদব
📚 ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?
➺ কল্পনা চাওলা
📚 ভারতের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন ?
➺ কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু
📚 ভারতের প্রথম মহিলা সান্মানিক স্নাতক কে ছিলেন ?
➺ কামিনী রায়
📚 ভারতের প্রথম মহিলা বাংলা সাহিত্যে উপন্যাসিক কে ছিলেন ?
➺ স্বর্ণকুমারী দেবী
📚 ভারতের প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি কে ছিলেন ?
➺ তরু দত্ত
📚 ভারতের প্রথম মহিলা চিত্রকর কে ছিলেন ?
➺ সুনয়নী দেবী
📚 ভারতের প্রথম মহিলা চলচ্চিত্র অভিনেত্রী কে ছিলেন ?
➺ কমলাবাই গোখলে
📚 ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স কে ছিলেন ?
➺ সুস্মিতা সেন
📚 ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড কে ছিলেন ?
➺ রিতা ফারিয়া
📚 ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন ?
➺ মাদার টেরেজা
📚 ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কার বিজয়ী কে ছিলেন ?
➺ অরুন্ধতী রায়
📚 ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ছিলেন ?
➺ আশাপূর্ণা দেবী
📚 ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী প্রাপক কে ছিলেন ?
➺ নার্গিস দত্ত
📚 ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক কে ছিলেন ?
➺ ইন্দিরা গান্ধী
📚 ভারতের প্রথম মহিলা দাদাসাহেব ফলকে পুরস্কার জয়ী কে ছিলেন ?
➺ দেবিকা রানী
📚 ভারতের প্রথম মহিলা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে ছিলেন ?
➺ আরতি সাহা
📚 ভারতের প্রথম মহিলা জিব্রাল্টার অতিক্রমকারী কে ছিলেন ?
➺ আরতি প্রধান
📚 ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন ?
➺ বাচেন্দ্রী পাল
📚 ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী (প্রতিবন্ধী) কে ছিলেন ?
➺ অরুনিমা সিনহা
📚 ভারতের প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযানকারী কে ছিলেন ?
➺ মেহের মুস
📚 ভারতের প্রথম মহিলা দাবায় গ্র্যান্ড মাষ্টার কে ছিলেন ?
➺ কোনেরু হাম্পি
📚 ভারতের প্রথম মহিলা এশিয়াডে সোনাজয়ী কে ছিলেন ?
➺ কমলজিত সিং সাধু
📚 ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী(ব্রোঞ্জ) কে ছিলেন ?
➺ কর্ণম মালেশ্বরী
📚 ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী (প্রতিবন্ধী) কে ছিলেন ?
➺ অরুনিমা সিনহা
📚 ভারতের প্রথম মহিলা দ্বিশত রানের অধিকারী ক্রিকেটার কে ছিলেন ?
➺ মিতালি রাজ
ভারতীয় প্রথম মহিলা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা।
File Format: PDF
No. of Pages: 03
File Size: 239 KB
No comments:
Post a Comment