Breaking




Sunday, 10 March 2024

কে কোন ঘরানার সাথে যুক্ত তালিকা PDF || Musicians & Their Gharana

কে কোন ঘরানার সাথে যুক্ত তালিকা PDF || Musicians & Their Gharana

বিভিন্ন ঘরানার সাথে যুক্ত ব্যক্তি সমূহ
বিভিন্ন ঘরানার সাথে যুক্ত ব্যক্তি সমূহ 
ডিয়ার স্টুডেন্টস,
আজ তোমাদের সঙ্গীত জগতের দারুন গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়রা করছি যে পোস্টটি পড়লে একটি অন্যরকম অভিজ্ঞতা তৈরি হবে, যেটা সাধারণ জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আগত সমস্ত চাকরির পরীক্ষা গুলিতে আশা এই টপিকের প্রশ্ন গুলির উত্তর খুব সহজে দিতে সাহায্য করবে। আমাদের আজকের পোস্ট হল, বিভিন্ন ঘরানার সাথে যুক্ত ব্যক্তি সমূহ তালিকা PDF. যে পোস্টটির মধ্যে কিছু মহান ব্যক্তিদের নাম এবং তাঁরা যে ঘরানার সঙ্গে যুক্ত এই তথ্য গুলি দেওয়া আছে। 
তাই দেরি না করে অবিলম্বে নীচের তালিকাটি দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখো।

ঘরানা বলতে সঙ্গীত, নৃত্য বা বাদ্য পরিবেশনা ও অন্যান্য শিল্পকলার ক্ষেত্রে এক-একটি বৈশিষ্ট্যময় রীতি বা শৈলীকে বোঝায়, যা এক বা একাধিক শিল্পীর শিল্পরীতির পরিচায়ক ও প্রচলিত অন্যান্য রীতি বা শৈলী থেকে পৃথক বৈশিষ্ট্যমন্ডিত।

'ঘরানা' শব্দটির উৎপত্তি "ঘর" থেকে। আদি যুগে গুরু-শিষ্য পরস্পরায় গুরুর গৃহে শিষ্যরা শিল্পরীতি শিখতেন ও তারাও গুরুর পরিবারের অংশ হয়ে যেতেন। গুরুর ঘরের শিল্পশৈলীর বিভিন্ন রীতিনীতি তারা সযত্নে আঁকড়ে ধরে রাখতেন ও মন্ত্রগুপ্তির শপথ ছাড়া কাউকে শেখাতেন না। গুরুকুলের এইসব রীতিনীতি স্বকীয় শিল্পক্ষেত্রে তাদের সগর্ব পরিচায়ক ছিল, যাকে আজকের যুগের "কপিরাইটেড স্টাইল" বা 'ব্রান্ড আইডেন্টিটি অব পারফর্মিং আর্ট' বলে বর্ণনা দেওয়া যেতে পারে।

কে কোন ঘরানার সাথে যুক্ত তালিকা

গোয়ালিয়র ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ 
  1. বিষ্ণুপন্ত চত্রে
  2. বালকৃষ্ণবুওয়া ইচলকরঞ্জিকর
  3. বিষ্ণু দিগম্বর পলুস্কর
  4. অনন্ত মনোহর জোশী
  5. দত্তাত্রেয় বিষ্ণু পলুস্কর
  6. আতেক হোসেন খান
  7. ইকবাল হোসেন খান
  8. সুনন্দা পট্টনায়েক
  9. ওস্তাদ ফতেহ আলী খান

আগ্রা ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ 
  1. ফৈয়াজ খান
  2. ওস্তাদ বিলায়ত খান
  3. খাদিম হোসেন খান
  4. শরাফত হোসেন খান
  5. শ্রীকৃষ্ণ নারায়ণ রতনজাঙ্কর
  6. জোহরাবাই
  7. ওস্তাদ ওয়াসিম আহমেদ খান
  8. সুমতি মুতাটকার

পাতিয়ালা ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. বড়ে গুলাম আলী খান
  2. আশিক আলী খান
  3. আখতার হোসেন খান
  4. বরকত আলী খান
  5. বড়ে ফতেহ আলী খান
  6. শিবদয়াল বতীশ
  7. ইমান দাস
  8. শান্তনু ভট্টাচার্য
  9. জোহর আলী খান
  10. বসন্তরাও দেশপান্ডে
  11. জগদীশ প্রসাদ
  12. শাফকাত আমানত আলী খান

মেওয়াতি ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. পণ্ডিত যশরাজ
  2. ওয়াহিদ খান
  3. পণ্ডিত মতিরাম
  4. পণ্ডিত জ্যোতিরাম
  5. পণ্ডিত প্রতাপ নারায়ণ
  6. অঙ্কিতা জোশী
  7. আসাদ খান
  8. প্রীতম ভট্টাচার্য
  9. সন্দীপ রানাডে
  10. রতন মোহন শর্মা
  11. সঞ্জীব অভ্যঙ্কর
  12. শ্বেতা ঝাভেরি
  13. আরাবিন্দ ঠাট্টে

কিরানা ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. আব্দুল করিম খান
  2. গাঙ্গুবাই হুঙ্গাল
  3. ফিরোজ দস্তুর
  4. ভীমসেন জোশী
  5. সবাই গন্ধর্ব
  6. প্রভা আত্রে
  7. সুমিত্রা গুহ
  8. পণ্ডিত প্রাণ নাথ

রামপুর-সহসওয়ান ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. হায়দার খান
  2. ইনায়েত হোসেন খান
  3. মুস্তাক হুসেইন খান
  4. অরুণ ভাদুড়ী
  5. সুলোচন ব্রহস্পতি
  6. নয়না দেবী
  7. নিসার হুসেন খান
  8. শান্নো খুরানা
  9. তুষার দত্ত

শ্যাম চৌরাসিয়া ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. সালামত আলী
  2. নাজাকাত আলী খান

আত্রৌলি ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. মেহবুব খান দারস্পিয়া
  2. পুত্তন খান
  3. আল্লাদিয়া খান
  4. ফাইয়াজ হোসেন খান

বেনারস ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. আনোখেলাল মিশ্র
  2. সামতা প্রসাদ
  3. নানকু মহারাজ
  4. আনন্দ গোপাল বন্দোপাধ্যায়
  5. কিশান মহারাজ
  6. চন্দ্র নাথ শাস্ত্রী
  7. কুমার বোস


দিল্লি ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. চাঁদ খান
  2. নাসির আহমেদ খান
  3. নাসির আহমেদ খান
  4. উসমান খান
  5. কৃষ্ণ বিস্ত

মাইহার ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. বাবা আচার্য আলাউদ্দীন খান সাহেব
  2. অন্নপূর্ণা দেবী
  3. ওস্তাদ আলী আকবর খান
  4. পণ্ডিত রবি শংকর
  5. পণ্ডিত নিখিল ব্যানার্জী
  6. পণ্ডিত পান্নালাল ঘোষ
  7. পার্থ সারথী
  8. পণ্ডিত বিষ্ণু মোহন ভাট
  9. পণ্ডিত জি. এস. সচদেব
  10. আশীষ খান
  11. জামালউদ্দিন ভারতীয়া
  12. পণ্ডিত কমল মল্লিক

ভেন্ডিবাজার ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. পণ্ডিত শিবকুমার শুক্লা
  2. রমেশ নাদকার্নি
  3. টিডি জানোরিকর
  4. আমন আলী খান
  5. অঞ্জনীবাই মালপেকার

কাওয়াল বাচ্চন ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. আমীর খসরু
  2. ঘাগে নাজির খান
  3. ওয়াহিদ খান
  4. মুন্সী রাজিউদ্দিন
  5. ওস্তাদ নাসিরুদ্দিন সামি
  6. ফররুখ ফতেহ আলী খান
  7. রাহাত ফতেহ আলী খান
  8. তানরাস খান
  9. বাহাউদ্দিন খান

পাঞ্জাব ঘরানা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ
  1. আল্লা রাখা
  2. মিয়া শওকত হোসেন
  3. আলতাফ হোসেন
  4. আব্দুল সাত্তার
  5. জাকির হোসেন
  6. যোগেশ সামশি
কে কোন ঘরানার সাথে যুক্ত তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: কে কোন ঘরানার সাথে যুক্ত

File Format:  PDF

No. of Pages:  04

File Size:  269 KB


No comments:

Post a Comment