Breaking




Wednesday, 30 August 2023

বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ PDF

বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ PDF || Famous Indian Musicians In Bengali PDF

বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি জেনারেল নলেজ টপিকের একটি উল্লেখযোগ্য পোস্ট সম্পর্কে। যে পোস্টটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও- আমাদের আজকের উল্লেখযোগ্য পোস্টটি হল, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তালিকা PDF. আমরা খুব সুন্দরভাবে PDF-টি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 
তাই তোমরা অবশ্যই নীচের দেওয়া পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে যে কোন সময়ে পড়তে পারো। 

বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ


সানাই- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. গোলাম আলী খান
  2. বাগেশ্বর গামার
  3. ওস্তাদ বিসমিল্লাহ খান
  4. সাজ্জাদ হোসেন
  5. কৃষ্ণ রাম চৌধুরী
  6. রঘুনাথ প্রসন্ন
  7. আলী আহমদ হোসেন

তবলা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. পন্ডিত শান্তা প্রসাদ
  2. জ্ঞানপ্রকাশ ঘোষ
  3. আল্লারাখা খান
  4. ওস্তাদ জাকির হোসেন
  5. কিষাণ মহারাজ
  6. কুমার বোস
  7. বিক্রম ঘোষ
  8. স্বপ্না চৌধুরী
  9. নিখিল ঘোষ

সেতার- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. দেবী চৌধুরী
  2. সুজাতা খান
  3. পণ্ডিত রবিশঙ্কর
  4. মোস্তাক আলী খান
  5. বিলায়েত খান
  6. নিখিল ব্যানার্জি
  7. আমির খসরু

বাঁশি- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. নারায়ণ ঘোষ
  2. পান্নালাল ঘোষ
  3. সুবাস কামট
  4. হরিপ্রসাদ চৌরাসিয়া

বেহালা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. জুবিন মেহেতা
  2. জয়রাম লাল গুড়ি
  3. এল. শুভ্রমনিয়াম
  4. টি. এন. কৃষ্ণন
  5. ইহুদি মেনুইন
  6. ভি জি যোগ

সরোদ- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. আলাউদ্দিন খান
  2. বৃজি নারায়ন
  3. ওস্তাদ আলী আকবর খান
  4. আমজাদ আলী
  5. আজাদ আলী খান
  6. বুদ্ধদেব দাস গুপ্ত
  7. ওয়াজাহাত খান

সন্তুর- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ - 
  1. রাহুল শর্মা
  2. শিব কুমার শর্মা
  3. তরুণ ভট্টাচার্য
  4. ভজন সপরী
  5. উল্লাস বপত
  6. অভয় সপরী

বিনা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. বিশ্ব মোহন ভাট
  2. কলাপক্কাম স্বামীনাথন
  3. আসাদ আলী খান
  4. হিন্দরাজ দিবেকার
  5. গোপাল কৃষ্ণন
  6. জিয়া মহিউদ্দিন দাগার

সারেঙ্গী- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ - 
  1. সুলতান খান
  2. বৃন্দা খান
  3. ওস্তাদ শাকুর খান
  4. রমেশ মিশ্র
  5. পণ্ডিত রাম নারায়ণ
  6. সাবরী খান

মৃদঙ্গ- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ - 
  1. পাল্ঘাট মনি আইয়ার
  2. দক্ষিনা মূর্তি পিল্লাই
  3. উমায়লপুরম কে. শিবরমন

গীটার- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ - 
  1. ব্রিজ ভূষণ কাবড়া
  2. বিশ্বমোহন ভাট
  3. বরুন পাল
  4. কমলা শংকর
  5. দেবাশীষ ভট্টাচার্য

ঘটম- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. সুরেশ বৈদ্যনাথন
  2. হরিহরণ বিনয়াকরম
  3. বিক্রম ঘোষ

পিয়ানো- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. উৎসব লাল
  2. অনিল শ্রীনিবাসন
  3. আদনান সামি

মাওতারগান- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ - 
  1. সুদীপ দাস গুপ্ত
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details :: 

File Name: বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ

File Format:  PDF

No. of Pages:  1

File Size:  153 KB


No comments:

Post a Comment