বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ PDF || Famous Indian Musicians In Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি জেনারেল নলেজ টপিকের একটি উল্লেখযোগ্য পোস্ট সম্পর্কে। যে পোস্টটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও- আমাদের আজকের উল্লেখযোগ্য পোস্টটি হল, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তালিকা PDF. আমরা খুব সুন্দরভাবে PDF-টি তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তাই তোমরা অবশ্যই নীচের দেওয়া পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে যে কোন সময়ে পড়তে পারো।
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ
সানাই- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- গোলাম আলী খান
- বাগেশ্বর গামার
- ওস্তাদ বিসমিল্লাহ খান
- সাজ্জাদ হোসেন
- কৃষ্ণ রাম চৌধুরী
- রঘুনাথ প্রসন্ন
- আলী আহমদ হোসেন
তবলা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- পন্ডিত শান্তা প্রসাদ
- জ্ঞানপ্রকাশ ঘোষ
- আল্লারাখা খান
- ওস্তাদ জাকির হোসেন
- কিষাণ মহারাজ
- কুমার বোস
- বিক্রম ঘোষ
- স্বপ্না চৌধুরী
- নিখিল ঘোষ
সেতার- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- দেবী চৌধুরী
- সুজাতা খান
- পণ্ডিত রবিশঙ্কর
- মোস্তাক আলী খান
- বিলায়েত খান
- নিখিল ব্যানার্জি
- আমির খসরু
বাঁশি- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- নারায়ণ ঘোষ
- পান্নালাল ঘোষ
- সুবাস কামট
- হরিপ্রসাদ চৌরাসিয়া
বেহালা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- জুবিন মেহেতা
- জয়রাম লাল গুড়ি
- এল. শুভ্রমনিয়াম
- টি. এন. কৃষ্ণন
- ইহুদি মেনুইন
- ভি জি যোগ
সরোদ- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- আলাউদ্দিন খান
- বৃজি নারায়ন
- ওস্তাদ আলী আকবর খান
- আমজাদ আলী
- আজাদ আলী খান
- বুদ্ধদেব দাস গুপ্ত
- ওয়াজাহাত খান
সন্তুর- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ -
- রাহুল শর্মা
- শিব কুমার শর্মা
- তরুণ ভট্টাচার্য
- ভজন সপরী
- উল্লাস বপত
- অভয় সপরী
বিনা- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- বিশ্ব মোহন ভাট
- কলাপক্কাম স্বামীনাথন
- আসাদ আলী খান
- হিন্দরাজ দিবেকার
- গোপাল কৃষ্ণন
- জিয়া মহিউদ্দিন দাগার
সারেঙ্গী- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ -
- সুলতান খান
- বৃন্দা খান
- ওস্তাদ শাকুর খান
- রমেশ মিশ্র
- পণ্ডিত রাম নারায়ণ
- সাবরী খান
মৃদঙ্গ- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ -
- পাল্ঘাট মনি আইয়ার
- দক্ষিনা মূর্তি পিল্লাই
- উমায়লপুরম কে. শিবরমন
গীটার- এর সঙ্গে যুক্ত ব্যাক্তিগণ -
- ব্রিজ ভূষণ কাবড়া
- বিশ্বমোহন ভাট
- বরুন পাল
- কমলা শংকর
- দেবাশীষ ভট্টাচার্য
ঘটম- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- সুরেশ বৈদ্যনাথন
- হরিহরণ বিনয়াকরম
- বিক্রম ঘোষ
পিয়ানো- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- উৎসব লাল
- অনিল শ্রীনিবাসন
- আদনান সামি
মাওতারগান- এর সঙ্গে যুক্ত ব্যাক্তি গণ -
- সুদীপ দাস গুপ্ত
বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যাক্তি সমূহ
File Format: PDF
No. of Pages: 1
File Size: 153 KB
No comments:
Post a Comment