Breaking




Saturday, 17 February 2024

বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা তালিকা PDF || list of first Bengali woman in various fields in Bengali

বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা PDF || list of first Bengali woman in various fields in Bengali

বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা তালিকা PDF
বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা তালিকা PDF 
সুপ্রিয় বন্ধুরা,
আমরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা PDF. যা তোমাদের সমস্থ রকম পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসবে। কারন আমরা সকলেই জানি যে প্রায় সমস্থ রকম পরীক্ষায় মহিলার টপিক থেকে প্রশ্ন এসে। যেমন- ভারতের প্রথম বাঙালি রেল মন্ত্রীর নাম কি ? 
অতএব বন্ধু তোমরা অবশ্যই নীচে দেওয়া তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নাও এবং পড়ে অফলাইনে পড়ার জন্য PDF -টি সংগ্রহ করে নাও।

বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা

প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রীসুচেতা কৃপালিনি
 প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রী ➺ মমতা ব্যানার্জী
 প্রথম বাঙালি মহিলা  উপন্যাসিক ➺ স্বর্ণকুমারী দেবী
 প্রথম বাঙালি মহিলা  বিশ্ব সুন্দরী (মিস ইউনিভার্স) ➺ সুস্মিতা সেন
 প্রথম বাঙালি মহিলা মেকানিকাল ইঞ্জিনিয়ার ➺ ইলা মজুমদার
 প্রথম বাঙালি মহিলা শহীদ ➺ প্রীতিলতা অয়াদ্দেদার
 প্রথম বাঙালি মহিলা এভারেস্ট জয়ী ➺ শিপ্রা মজুমদার
 প্রথম বাঙালি ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়িকা ➺ ঝুলন গোস্বামী
 প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ➺ আশাপূর্ণা দেবী
 প্রথম বাঙালি মহিলা পুলিৎজার পুরস্কার জয়ী ➺ ঝুম্পা লাহিড়ী
 প্রথম বাঙালি মহিলা এম. এ উপাধি লাভ ➺ চন্দ্রমুখী বসু
 প্রথম বাঙালি মহিলা বি. এ অনার্স ➺ কামিনী রায়
 প্রথম বাঙালি মহিলা পি. এইচ. ডি ➺ প্রভাবতী দাশগুপ্ত
 প্রথম বাঙালি মহিলা ডি. এস. সি (ভারতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা ডক্টর অফ সায়েন্স সম্মান পান) ➺ আসীমা চ্যাটার্জী
 প্রথম বাঙালি মহিলা বেথুন কলেজের ছাত্রী ➺ ভুবন বালা ও কুন্দ বালা
 প্রথম বাঙালি মহিলা সর্ব কনিষ্ঠা গ্রাজুয়েট ➺ বানী ঘোষ
 প্রথম বাঙালি মহিলা মেরিন ইঞ্জিনিয়ার ➺ সোনালী ব্যানার্জি
 প্রথম বাঙালি মহিলা চিত্রশিল্পী ➺ সুনয়নী দেবী
 প্রথম বাঙালি মহিলা পত্রিকা সম্পাদিকা ➺ ভুবন মোহিনী দেবী
 প্রথম বাঙালি নারী হিসাবে আত্মজীবনী লিখেছিলেন ➺ রাসসুন্দরী দেবী
 প্রথম বাঙালি মহিলা মুসলিম মহিলা চিকিৎসক ➺ ডঃ জোহরা বেগম কাজী
 প্রথম বাঙালি মহিলা উপাচার্য ➺ ডঃ রমা রায়
 প্রথম বাঙালি মহিলা জিমনেশিয়াম হিসাবে অলিম্পিকে অংশগ্রহন করেন ➺ দীপা কর্মকার
 প্রথম বাঙালি মহিলা চলচ্চিত্র পরিচালক ➺ অপর্না সেন
 প্রথম বাঙালি মহিলা অ্যাম্বুলেন্স চালক ➺ সেলিনা বেগম
 প্রথম বাঙালি মহিলা মেরু অভিযাত্রী ➺ সুদিপ্তা সেনগুপ্ত
 প্রথম বাঙালি মহিলা জেলা শাসক ➺ রানু ঘোষ
 প্রথম বাঙালি মহিলা  রাজ্যের মন্ত্রী ➺ রেণুকা রায়
বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাঙালি মহিলা তালিকা

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  209 KB


No comments:

Post a Comment