Breaking




Wednesday, 3 April 2024

ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDF

ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDF | Important Committees and Commissions in India

ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDF
ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন তালিকা PDF আজ তোমাদের দিচ্ছি। তোমরা অবশ্যই এই পোস্টটি খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে কারন এই টপিকটি থেকে প্রশ্ন আশার সম্ভবনা অনেকটাই। এই টপিকটি থেকে ম্যানফিল্ড কমিশন কিসের সঙ্গে যুক্ত ? কেলকার কমিটি কিসের সঙ্গে জড়িত ? এই ধরনের প্রশ্ন আসে।
তাই তোমরা আর সময় নষ্ট না করে নীচে দেওয়া তালিকাটি মুখস্থ করে PDF টি সংগ্রহ করে নাও সম্পূর্ণ বিনামূল্যে।

ভারতের উল্লেখ্যযোগ্য কমিটি কমিশন তালিকা
 
কমিটি ও কমিশন উদ্দেশ্য
যশপাল কমিটি শিক্ষা
হান্টার কমিশন শিক্ষা
স্যাডলার কমিশন শিক্ষা
কোঠারী কমিশন শিক্ষা
আর্কওয়ার্থ কমিশন রেল
মালহোত্রা কমিটি বীমা
ভার্মা কমিটি ব্যাঙ্কিং
আবিদ হোসেন কমিটি ক্ষুদ্র/ কুটির শিল্প
ঘোষ কমিটি ব্যাঙ্ক জালিয়াতি
ভগবতী কমিটি জনকল্যাণ
ওয়াই. ভি. রেড্ডি কমিটি সুদের হার
মীরা শেঠ কমিটি বস্ত্রশিল্প
এস. পি. গুপ্ত কমিটি বেকারত্ব
ম্যানফিল্ড কমিশন পুলিশ সার্ভিস
ওয়াংচু ও ঝা কমিটি প্রত্যক্ষ কর
চেলিয়া কমিটি কর সংস্কার
ঠক্কর কমিশন ইন্দিরা গান্ধী হত্যা তদন্ত
দ্য কংগ্রেস এগ্রিয়ান কমিটি দারিদ্র দূরীকরণ
মুখার্জি কমিশন নেতাজী অন্তর্ধান রহস্য
জিলানী কমিটি লোন সিস্টেম
নরেশচন্দ্র কমিশন বিমান চলাচল উন্নয়ন
অশোক মেহতা কমিশন পঞ্চায়েতরাজ ব্যবস্থা
দিনেশ গোস্বামী কমিটি নির্বাচন সংস্কার
ওঙ্কার গোস্বামী কমিটি শিল্পে দুর্বলতা কাটানো
সারকারিয়া কমিশন কেন্দ্র-রাজ্য সম্পর্ক
হার্সেল কমিশন প্রচলিত মুদ্রার প্রস্তাবকে গন্য করা
রাজ কমিটি কৃষি বিষয়ক কর
জৈন কমিশন রাজীব গান্ধীর মৃত্যু
কেলকার কমিটি কর কাঠামো সংস্কার
ড্রাফটিং কমিটি সংবিধানের খসড়া রচনা
মন্ডল কমিশন অনগ্রসর শ্রেনীর সংরক্ষণ
বলবন্তরাজ মেহতা কমিটি স্থানীয় স্বায়ত্ব শাসন ব্যবস্থা
জানকীরাম কমিশন স্টক এক্সচেঞ্জ সম্পর্কিত
নরসিমান কমিটি-১ ও ২ ব্যাঙ্কিং বিভাগ সংশোধন
রঙ্গরাজন কমিটি বেতনের ক্ষেত্রে সমতা
সেকিন কমিশন সৈনিকদের জন্য
অজিত কুমার কমিটি আর্মি বেতনক্রম নির্ধারণ
সাচ্চার কমিটি মুসলিমদের আর্থ-সামাজিক উন্নয়ন
ন্যাশনাল প্ল্যানিং কমিটি আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা
শ্রীকৃষ্ণ কমিশন মুম্বাইয়ে সাম্প্রদায়িক দাঙ্গা
ভারতের বিভিন্ন কমিটি ও কমিশন PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name:  ভারতের উল্লেখ্যযোগ্য কমিটি ও কমিশন

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  124 KB


No comments:

Post a Comment