বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম PDF
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বা বৈজ্ঞানিক নাম PDF |
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে তোমাদের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম PDF টি দিচ্ছি। যাতে তোমাদের এই বিষয়ে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় আশা এই টপিকটি থেকে প্রশ্নের উত্তর গুলি খুবই সহজে দিতে পারো।
এই টপিকটি থেকে ● টিকটিকির বৈজ্ঞানিক নাম কি ? ● পেয়ারার বিজ্ঞানসম্মত নাম কি ? ● তুলসীর বৈজ্ঞানিক নাম কি ? এই ধরনের প্রশ্ন আশার সম্ভবনা অনেকটাই।
তাই তোমরা নীচের দেওয়া এই পোস্টটির সংক্ষিপ্ত তালিকাটি দেখে নাও এবং সম্পূর্ণ তালিকাটি সংগ্রহ করে নাও এবং তাড়াতাড়ি মুখস্থ করে নাও।
(উপরে দেওয়া প্রশ্ন গুলির উত্তর অবশ্যই Mail করে জানাবে।)
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম
প্রাণী ও উদ্ভিদ | বিজ্ঞানসম্মত নাম |
---|---|
মানুষ | Homo sapiens |
গরু | Boss indica |
ছাগল | Capra hircus |
ইঁদুর | Bandicota benglalensis |
বিড়াল | Felis catus |
সিংহ | Panthera leo |
রয়েল বেঙ্গল টাইগার | Panthera tigris |
মাছি | Musca domestica |
প্রজাপতি | Pieris brassicae |
মৌমাছি | Apis indica |
পায়রা | Columba livia |
কাঁঠাল | Artocarpus heterophyllus |
পেয়ারা | Psidium guajava |
চা | Camellia sinensis |
হলুদ | Curcuma domestica |
আদা | Zingiber officinale |
ধান | Oryza sativa |
গম | Triticum aestivum |
লিচু | Litchi chinensis |
গন্ধরাজ | Gardenia jasminodes |
পদ্মফুল | Nelumbo nucifera |
থানকুনি | Centella Asiatica |
বাকস | Adhatoda vasica |
গাঁদা | Tagetes erecta |
তুলসী | Centella asiatica Ocimum sanctum |
বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম
File Format: PDF
No. of Pages: 03
File Size: 269 KB
No comments:
Post a Comment