বিভিন্ন দেশের তৃণভূমির নাম PDF | famous grasslands of world
![]() |
বিভিন্ন দেশের তৃণভূমির নাম PDF |
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা PDF-এই পোস্টটি শেয়ার করলাম। আজকের টপিকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আজকের টপিকটি থেকে প্রায় সকল পরীক্ষার একটি হলেও প্রশ্ন এসেই থাকে।
আজকের টপিকটি থেকে প্রেইরী তৃণভূমি কোন দেশে দেখা যায় ? তৈগা তৃণভূমি কোন দেশের তৃণভূমি ? এই ধরনের প্রশ্ন এসে থাকে।
তাই বন্ধু তোমাদের এখন প্রধান কাজ হবে নীচের সংক্ষিপ্ত তালিকাটি একবার পড়ে নেওয়া এবং তারপর নীচে দেওয়া PDF সংগ্রহ করার জন্য যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে PDF-টি সংগ্রহ করে নাওয় এবং ভালোভাবে মুখস্থ করে নেওয়া।
বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা
তৃণভূমির নাম | দেশের নাম |
---|---|
প্রেইরী তৃণভূমি | উত্তর আমেরিকা |
ক্যান্টারবেরি তৃণভূমি | নিউজিল্যান্ড |
পম্পাস্ তৃণভূমি | দক্ষিণ আমেরিকা |
ডাউনস্ তৃণভূমি | অস্ট্রেলিয়া |
সাভানা তৃণভূমি | আফ্রিকা ও অস্ট্রেলিয়া |
ভেল্ডস্ তৃণভূমি | দক্ষিণ আফ্রিকা |
স্তেপস্ তৃণভূমি | ইউরোপ ও উত্তর এশিয়া |
পুস্তাজ তৃণভূমি | হাঙ্গেরী |
সেল্ভাস তৃণভূমি | দক্ষিণ আমেরিকা |
লিয়ানোস তৃণভূমি | ভেনেজুয়েলা |
তৈগা তৃণভূমি | ইউরোপ ও এশিয়া |
মিচেল তৃণভূমি | অস্ট্রেলিয়া ও ওশিয়ানিয়া |
ক্যাম্পোস তৃণভূমি | ব্রাজিল |
পার্কল্যান্ড তৃণভূমি | জিম্বাবুয়ে |
তুসোক তৃণভূমি | নিউজিল্যান্ড |
মন্টানা তৃণভূমি | বলিভিয়া |
আলং আলং তৃণভূমি | এশিয়া ও ইন্দোনেশিয়া |
এল গ্রান চাকো তৃণভূমি | আর্জেন্টিনা |
সেরাডোস্ তৃণভূমি | প্যারাগুয়ে |
বিভিন্ন দেশের তৃণভূমির নাম PDF টি পেতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন দেশের তৃণভূমির নাম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 152 KB
No comments:
Post a Comment