কলকাতা বইমেলার ফোকাস থিম তালিকা ।। Kolkata Book Fair Focus Country In Bengali PDF
কলকাতা বইমেলার ফোকাস থিম তালিকা ।। Kolkata Book Fair Focus Country In Bengali PDF |
Hello বন্ধুরা,
আজকে তোমাদের কলকাতা বইমেলার ফোকাস থিম তালিকাটি শেয়ার করচ্ছি। আমরা সকলেই জানি কলকাতা বইমেলা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে কতটা প্রপুলার। এই বইমেলার একটি অন্যতম বৈশিষ্ট্য হল প্রতিবছর এই মেলার একটি থিম থাকে সেই থিমটি কোন দেশ বা রাজ্যকে উপস্থাপন করে।
আজকের টপিকটি থেকে কলকাতা বইমেলার ১৯৯৫ সালের ফোকাস থিম কি ছিল ? কলকাতা বইমেলার ২০০০ সালের ফোকাস থিম কি ছিল ? এই ধরনের প্রশ্ন এসে থাকে। তাই তোমরা নীচের তালিকাটি ভালোভাবে মুখস্থ করে নাও এবং পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য একদম বিনা মুল্যে PDF-টি সংগ্রহ করে নাও।
কলকাতা বইমেলার ফোকাস থিম তালিকা
সাল | ফোকাস দেশ/রাজ্য |
---|---|
১৯৯১ | আসাম (রাজ্য) |
১৯৯২ | ত্রিপুরা (রাজ্য) |
১৯৯৩ | উড়িষ্যা (রাজ্য) |
১৯৯৪ | জিম্বাবুয়ে (দেশ) |
১৯৯৫ | পশ্চিমবঙ্গ (রাজ্য) |
১৯৯৬ | বিহার (রাজ্য) |
১৯৯৭ | ফ্রান্স (দেশ) |
১৯৯৮ | গ্রেট ব্রিটেন (দেশ) |
১৯৯৯ | বাংলাদেশ (দেশ) |
২০০০ | ব্রাজিল (দেশ) |
২০০১ | ভারত (দেশ) |
২০০২ | নেদারল্যান্ড (দেশ) |
২০০৩ | কিউবা (দেশ) |
২০০৪ | চিলি (দেশ) |
২০০৫ | ফ্রান্স (দেশ) |
২০০৬ | স্পেন (দেশ) |
২০০৭ | অস্ট্রেলিয়া (দেশ) |
২০০৮ | মার্কিন যুক্তরাষ্ট্র (দেশ) |
২০০৯ | স্কটল্যান্ড (দেশ) |
২০১০ | মেক্সিকো (দেশ) |
২০১১ | মার্কিন যুক্তরাষ্ট্র (দেশ), মেলা স্থগিত থাকে |
২০১২ | ইতালি (দেশ) |
২০১৩ | বাংলাদেশ (দেশ) |
২০১৪ | পেরু (দেশ) |
২০১৫ | গ্রেট ব্রিটেন (দেশ) |
২০১৬ | বলিভিয়া (দেশ) |
২০১৭ | কোস্টারিকা (দেশ) |
২০১৮ | ফ্রান্স (দেশ) |
২০১৯ | গুয়েতেমালা (দেশ) |
২০২০ | রাশিয়া (দেশ) |
২০২১ | বাংলাদেশ (দেশ),করোনা পরিস্থিতির জন্য মেলা স্থগিত থাকে |
২০২২ | বাংলাদেশ (দেশ), গত বছর স্থগিত থাকার জন্য থিম পরিবর্তন করা হয়নি |
সম্পূর্ণ PDF টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
File Details::
File Name: কলকাতা বইমেলার ফোকাস থিম
File Format: PDF
No. of Pages: 02
File Size: 193 KB
Download Link : Click Here to Download
No comments:
Post a Comment