কোন ফলে কি এসিড থাকে তালিকা PDF || kon fole ki acid thake talika bengali PDF
![]() |
কোন ফলে কি এসিড থাকে |
আজকে তোমাদের সঙ্গে কোন ফলে কি অ্যাসিড থাকে তালিকাটি PDF আকারে শেয়ার করলাম। যে পোস্টটি তোমাদের বিভিন্ন ফল সম্পর্কে ধারনা তৈরি করতে এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিতে সাহায্য করবে।
তাই তোমরা আর সময় নষ্ট না করে নীচের তালিকাটি ভালোভাবে মুখস্থ করও এবং পরবর্তী সময়ে অফলাইনে পড়ার জন্য PDF টি সংগ্রহ করে নাও।
কোন ফলে কি অ্যাসিড থাকে তালিকা
ফলের নাম | অ্যাসিড |
---|---|
আপেলে | ম্যালিক অ্যাসিড |
আঙুরে | টারটারিক অ্যাসিড |
কমলালেবুতে | অ্যাসকরবিক অ্যাসিড |
পাকা কলায় | এমাইল অ্যাসিটেট |
পাকা আনারসে | ইথাইল অ্যাসিটেট |
পাকা কমলালেবুতে | অকটাইল অ্যাসিটেট |
কাঁচা আমে | সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড |
সরিষার তেলে | ইরোসিক অ্যাসিড |
তেঁতুলে | টারটারিক অ্যাসিড |
টমেটোতে | ম্যালিক অ্যাসিড |
আমলকিতে | অক্সালিক অ্যাসিড |
গাজরে | ম্যালিক অ্যাসিড |
সূর্যমুখী তেলে | লিনোলিক অ্যাসিড |
লেবুর রসে | সাইট্রিক অ্যাসিড |
কচুতে | ক্যালসিয়াম অক্সালেট |
পেঁপেতে | প্যাপেন নামক এনজাইম |
দুধে | ল্যাক্টিক অ্যাসিড |
কোন ফলে কি অ্যাসিড থাকে তালিকা PDF-টি বিনামূল্যে পেতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
কোথায় কোন মিষ্টি বিখ্যাত | Click Here |
No comments:
Post a Comment