WBP Constable Practice Set - 02 in Bengali PDF | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট 2025 PDF
সুপ্রিয় বন্ধুগণ,
তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, তোমাদের প্রস্তুতিকে সঠিক ভাবে আগিয়ে নিয়ে যাবার জন্য নিয়ে হাজির হয়েছি, WBP Constable Practice Set - 02 PDF 2025 এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এবং বর্তমান প্রশ্নের ধরন অনুযায়ী ৮৫টি বাছাই করা প্রশ্ন উত্তর।
তাই তোমরা আর সময় নষ্ট না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও এবং নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে তোল উক্ত পরীক্ষায়।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট 2025
Part A: General Studies (25 Questions)
০১. প্রাচীন ভারতের কোন গ্রন্থে প্রথম “জাতি” শব্দের উল্লেখ পাওয়া যায়?
A) মনুস্মৃতি
B) ঋগ্বেদ
C) অর্থশাস্ত্র
D) মহাভারত
০২. কোন রাজা “সেচব্যবস্থার জনক” নামে পরিচিত?
A) চন্দ্রগুপ্ত মৌর্য
B) রাজা কণিষ্ক
C) রাজা বেনা
D) করিকাল চোল
০৩. সিভিল সার্ভিস কমিশন ভারতে প্রথম কবে গঠিত হয়?
A) ১৮৫৮
B) ১৮৬১
C) ১৮৮৬
D) ১৯১৯
০৪. গদর আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল?
A) কলকাতা
B) লন্ডন
C) সান ফ্রান্সিসকো
D) পাঞ্জাব
০৫. হরপ্পা সভ্যতায় সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু কোনটি ছিল?
A) সোনা
B) রূপা
C) ব্রোঞ্জ
D) লোহা
০৬. অশোকের শিলালিপি মূলত কোন লিপিতে পাওয়া যায়?
A) খরোষ্ঠী ও ব্রাহ্মী
B) আরবি ও পার্সি
C) দেবনাগরী
D) পালি
০৭. সুপারকম্পিউটার "পরম" কোন সংস্থার উদ্যোগে তৈরি হয়েছিল?
A) ISRO
B) DRDO
C) C-DAC
D) BARC
০৮. ১৯৩২ সালে “পুনা চুক্তি” কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
A) গান্ধীজি ও সুভাষচন্দ্র বসু
B) গান্ধীজি ও বি.আর. আম্বেদকর
C) সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহরু
D) গান্ধীজি ও আল্লা বক্স
০৯. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কী?
A) ধ্রুব
B) অপসরা
C) কাজি রাঙা
D) চক্র
১০. ভারতের কোন নদীকে “বিহারের দুঃখ” বলা হয়?
A) কোশী
B) গঙ্গা
C) মহানন্দা
D) গণ্ডক
১১. “ডিউরান্ড রেখা” কোন দুটি দেশের মধ্যে সীমানা?
A) ভারত ও নেপাল
B) ভারত ও পাকিস্তান
C) পাকিস্তান ও আফগানিস্তান
D) ভারত ও চীন
১২. বিশ্বের সবচেয়ে পুরনো কার্যকরী সংসদ কোন দেশের?
A) ইংল্যান্ড
B) আইসল্যান্ড
C) জাপান
D) ফ্রান্স
১৩. কোন রাজ্য ভারতে প্রথম “গ্রীন স্টেট” ঘোষিত হয়?
A) সিকিম
B) গোয়া
C) হিমাচল প্রদেশ
D) মেঘালয়
১৪. ‘অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক’ কার উদ্যোগে গঠিত হয়েছিল?
A) জওহরলাল নেহরু
B) সুভাষচন্দ্র বসু
C) চিত্তরঞ্জন দাশ
D) ভূপেন্দ্রনাথ দত্ত
১৫. “গির অভয়ারণ্য” কোন প্রাণীর জন্য বিখ্যাত?
A) হাতি
B) গন্ডার
C) চিতা
D) সিংহ
১৬. কোন মুঘল সম্রাটকে “জিন্দা পীর” বলা হত?
A) বাবর
B) আওরঙ্গজেব
C) আকবর
D) শাহজাহান
১৭. ‘ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট’ প্রথম কবে পাশ হয়?
A) ১৮৫৩
B) ১৮৬১
C) ১৮৯২
D) ১৯০৯
১৮. ২০২৪ সালে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কোথায় স্থাপন শুরু হয়েছে?
A) গুজরাট
B) মহারাষ্ট্র
C) কর্ণাটক
D) তেলেঙ্গানা
১৯. জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
A) জেনেভা
B) প্যারিস
C) নিউইয়র্ক
D) ব্রাসেলস
২০. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
A) সরোজিনী নাইডু
B) বিজয়া লক্ষ্মী পণ্ডিত
C) সুচেতা কৃপলানি
D) অরুণা আসফ আলি
২১. “তাশখন্দ চুক্তি” কোন যুদ্ধের পর স্বাক্ষরিত হয়েছিল?
A) ১৯৪৭
B) ১৯৬২
C) ১৯৬৫
D) ১৯৭১
২২.“জীবাশ্ম জ্বালানি” বলতে বোঝায়—
A) কাঠ
B) কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস
C) বায়ু ও সৌরশক্তি
D) পারমাণবিক শক্তি
২৩.ভারতের কোন নদীর উপত্যকাকে "ভারতের রুর" বলা হয়?
A) গঙ্গা
B) গোদাবরী
C) দামোদর
D) নর্মদা
২৪. ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন?
A) মারিয়া রেসা
B) আলেস বেলিয়াতস্কি
C) নরগেস মোহাম্মদি
D) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২৫. ভারতের সংবিধানের ৭৩তম সংশোধনী কোনটির সাথে সম্পর্কিত?
A) সংবিধানের প্রস্তাবনা
B) পঞ্চায়েত রাজ ব্যবস্থা
C) মৌলিক অধিকার
D) রাষ্ট্রপতি নির্বাচন
Part B: English (10 Questions)
২৬. Choose the correct synonym of the word "Ephemeral":
A) Temporary
B) Eternal
C) Permanent
D) Endless
২৭. Select the word which is opposite in meaning to "Obscure":
A) Vague
B) Clear
C) Hidden
D) Dark
২৮. Identify the correct indirect speech:
Direct: He said, "I am reading a book."
A) He said that he has been reading a book.
B) He said that he is reading a book.
C) He said that he was reading a book.
D) He said that he had read a book.
২৯. Fill in the blank:
The child was so tired that he could hardly ___ his eyes.
A) lift
B) open
C) close
D) raise
৩০. Choose the correct one-word substitution:
"A person who speaks many languages"
A) Philologist
B) Linguist
C) Polyglot
D) Grammarian
৩১. Select the correctly spelt word:
A) Accomodation
B) Accommadation
C) Accommodation
D) Acommodation
৩২. Choose the correct idiom:
To “burn the midnight oil” means—
A) To waste money
B) To work late at night
C) To burn lamps
D) To quarrel with someone
৩৩. Complete the analogy:
“Doctor : Patient :: Lawyer : ___”
A) Court
B) Judge
C) Client
D) Case
৩৪. Choose the grammatically correct sentence:
A) She did not went to the market yesterday.
B) She does not went to the market yesterday.
C) She did not go to the market yesterday.
D) She did not goes to the market yesterday.
৩৫. Choose the correct synonym of the word "Ubiquitous":
A) Rare
B) Unique
C) Everywhere
D) Nowhere
Part C: Mathematics (25 Questions)
৩৬. 84, 90 ও 120 এর LCM কত?
A) 1260
B) 1680
C) 2520
D) 5040
৩৭. 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত?
A) 5000
B) 5050
C) 4950
D) 5500
৩৮. একটি দ্রব্য ২৫% লাভে বিক্রি করা হল। যদি ক্রয়মূল্য হয় ₹240, তবে বিক্রয়মূল্য কত?
A) ₹280
B) ₹290
C) ₹300
D) ₹310
৩৯. 15, 25 ও 40 এর HCF কত?
A) 2
B) 3
C) 5
D) 10
৪০. একটি ট্রেন 72 কিমি/ঘণ্টা বেগে চলছে। 250 মিটার লম্বা একটি সেতু পার হতে কত সেকেন্ড লাগবে, যদি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার হয়?
A) 20 সেকেন্ড
B) 25 সেকেন্ড
C) 30 সেকেন্ড
D) 40 সেকেন্ড
৪১. 0.6 × 0.6 × 0.6 = ?
A) 0.216
B) 0.36
C) 0.2160
D) 0.26
৪২. যদি x : y = 3 : 4 হয়, তবে (2x + 3y) : (x + 2y) = ?
A) 17 : 11
B) 18 : 11
C) 17 : 10
D) 19 : 11
৪৩. একটি সংখ্যা 38 দ্বারা ভাগ করলে ভাগশেষ 30 হয়। ঐ সংখ্যাকে 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
A) 11
B) 12
C) 13
D) 14
৪৪. একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হলে তার ক্ষেত্রফল কত? (π = 22/7)
A) 142 বর্গ সেমি
B) 144 বর্গ সেমি
C) 154 বর্গ সেমি
D) 160 বর্গ সেমি
৪৫. একটি নৌকা উজানে 18 কিমি এবং ভাটিতে 24 কিমি অতিক্রম করে সমান সময়ে। যদি স্রোতের গতি 3 কিমি/ঘণ্টা হয় তবে স্থির জলে নৌকার গতি কত?
A) 10 কিমি/ঘণ্টা
B) 12 কিমি/ঘণ্টা
C) 14 কিমি/ঘণ্টা
D) 15 কিমি/ঘণ্টা
৪৬. 5% বার্ষিক হারে ২ বছরের জন্য ₹800 এর সরল সুদ কত?
A) ₹60
B) ₹70
C) ₹80
D) ₹90
৪৭. (√81 + √49) ÷ √25 = ?
A) 3
B) 4
C) 5
D) 6
৪৮. একটি কাজ 12 জন লোক 15 দিনে শেষ করে। একই কাজ 18 জন লোক কত দিনে শেষ করবে?
A) 8
B) 9
C) 10
D) 12
৪৯. 2, 6, 12, 20, ? পরবর্তী সংখ্যা কত?
A) 28
B) 30
C) 32
D) 36
৫০. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মি. এবং প্রস্থ 25 মি. হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?
A) 45 মি.
B) 47 মি.
C) 48 মি.
D) 50 মি.
৫১. একটি দ্রব্যে 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ₹480। তবে দ্রব্যের ক্রয়মূল্য কত?
A) ₹500
B) ₹560
C) ₹600
D) ₹620
৫২. (3/5 ÷ 9/25) × (5/6) = ?
A) 5/6
B) 5/9
C) 5/10
D) 25/27
৫৩. একটি আয়তক্ষেত্রাকার ট্যাঙ্কের দৈর্ঘ্য 5 মি., প্রস্থ 4 মি. এবং উচ্চতা 3 মি. হলে এর আয়তন কত ঘন মি.?
A) 50
B) 60
C) 70
D) 80
৫৪. 5, 9, 17, 33, ? এর পরবর্তী সংখ্যা কত?
A) 49
B) 57
C) 65
D) 67
৫৫. একটি ট্রেন 54 কিমি/ঘণ্টা বেগে চলছে। এর গতি মিটার/সেকেন্ডে কত?
A) 14
B) 15
C) 16
D) 18
৫৬. 7 এর বর্গ + 24 এর বর্গ = ?
A) 625
B) 650
C) 6250
D) 6500
৫৭. 15% ছাড়ে একটি দ্রব্য ₹1700 এ বিক্রি হয়। দ্রব্যের চিহ্নিত মূল্য কত?
A) ₹1800
B) ₹1900
C) ₹2000
D) ₹2100
৫৮. একটি সমবাহু ত্রিভুজের বাহু 12 সেমি হলে তার উচ্চতা কত?
A) 6√2
B) 6√3
C) 8√3
D) 12√3
৫৯. (45% of 640) – (25% of 320) = ?
A) 160
B) 180
C) 200
D) 220
৬০. (x – 3)(x – 5) = 0 হলে x এর মান কত?
A) 3 অথবা 5
B) –3 অথবা –5
C) 3 এবং –5
D) –3 এবং 5
Part D: General Intelligence (Reasoning – 25 Questions)
৬১. 2, 6, 12, 20, ? ধারাটির পরবর্তী সংখ্যা কত?
A) 28
B) 30
C) 32
D) 36
৬২. যদি A = 1, B = 2, C = 3, … তবে শব্দ CAB
এর সংখ্যামূল্য কত?
A) 6
B) 7
C) 8
D) 9
৬৩. একটি আয়নায় যদি ঘড়ির সময় 4:15 দেখা যায়, তবে প্রকৃত সময় কত হবে?
A) 7:45
B) 8:45
C) 9:45
D) 10:45
৬৪. 'Book : Read :: Pen : ?'
A) Write
B) Ink
C) Paper
D) Draw
৬৫. যদি PENCIL = 65, তবে PAPER = ?
A) 50
B) 55
C) 60
D) 65
৬৬. ধারায় অনুপস্থিত সংখ্যা খুঁজুন:
3, 9, 27, ?, 243
A) 54
B) 72
C) 81
D) 108
৬৭. সব কাক কালো। কিছু পাখি কাক। উপসংহার:
কিছু পাখি কালো।
সব পাখি কালো।
সঠিক কোনটি?
A) শুধু 1
B) শুধু 2
C) উভয়ই
D) কোনোটিই নয়
৬৮. নিম্নলিখিত শব্দগুলিকে অভিধান অনুযায়ী সাজান:
Mango
Man
Mankind
Manage
A) 2, 4, 3, 1
B) 2, 3, 4, 1
C) 4, 2, 3, 1
D) 2, 4, 1, 3
৬৯. Venn Diagram:
Teacher, Male, Father → সম্পর্ক?
A) আলাদা বৃত্ত
B) আংশিক মিল
C) Teacher ⊂ Male, Male ⊂ Father
D) Overlapping circles
৭০. ধারায় প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কী হবে?
7, 14, 28, 56, ?
A) 100
B) 108
C) 112
D) 120
৭১. যদি 2 = 6, 3 = 12, 4 = 20, তবে 5 = ?
A) 25
B) 30
C) 35
D) 40
৭২. OTEHCR → সঠিক শব্দ কোনটি?
A) TEHROC
B) ROCHET
C) CROTHE
D) ROCKET
৭৩. দুটি শব্দ দেওয়া আছে—
'CAT' ↔️ 'XZG'
তাহলে 'DOG' ↔️ ?
A) WLT
B) WLR
C) WLO
D) WLQ
৭৪. ধারায় অনুপস্থিত অক্ষর:
A, C, F, J, O, ?
A) T
B) U
C) V
D) W
৭৫. যদি 12 × 8 = 100, 15 × 6 = 111, তবে 10 × 9 = ?
A) 91
B) 92
C) 93
D) 94
৭৬. একটি ক্লাসে 45% ছাত্র মেয়ে। যদি মোট ছাত্রসংখ্যা 220 হয়, তবে ছেলেদের সংখ্যা কত?
A) 120
B) 121
C) 122
D) 123
৭৭. Odd One Out:
A) Circle
B) Triangle
C) Rectangle
D) Square
৭৮. পাঁচজন ছাত্রের উচ্চতা দেওয়া আছে:
P = 160, Q = 170, R = 150, S = 165, T = 175
তাহলে কে সবচেয়ে লম্বা?
A) P
B) Q
C) R
D) T
৭৯. ধারাবাহিক সংখ্যায় ফাঁকা পূরণ করুন:
5, 10, 20, 40, ?
A) 60
B) 70
C) 80
D) 90
৮০. যদি “RAIN” = 36 হয়, তবে “SUN” = ?
A) 48
B) 49
C) 50
D) 51
৮১. একটি বস্তুকে পূর্ব দিকে 3 কিমি, তারপর উত্তর দিকে 4 কিমি নিয়ে যাওয়া হল। শুরু থেকে কত দূরে আছে?
A) 5 কিমি
B) 6 কিমি
C) 7 কিমি
D) 8 কিমি
৮২. ধারায় অনুপস্থিত সংখ্যা:
121, 144, 169, ? , 225
A) 180
B) 182
C) 196
D) 200
৮৩. যদি “COAL” = 63 হয়, তবে “IRON” = ?
A) 64
B) 65
C) 66
D) 67
৮৪. Odd Letter Pair খুঁজুন:
A) AB – YZ
B) CD – WX
C) EF – UV
D) GH – RS
৮৫. ধারায় অনুপস্থিত সংখ্যা:
3, 6, 11, 18, 27, ?
A) 35
B) 36
C) 37
D) 38
![]() |
WBP Constable Practice Set - 02 |
WBP Constable Practice Set - 02 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
Practice Set Download Link: Click Here to Download
Answer Key Download Link: Click Here to Download
আরও পড়ুন- পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ২০২৫ PDF
No comments:
Post a Comment