ক্যালেন্ডার অঙ্ক সমাধানের নিয়ম PDF | Calendar Math Formula and Solution in Bengali PDF
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি অঙ্কের একটি খুবি গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি টপিক নিয়ে। আমরা আজকে ক্যালেন্ডার অঙ্ক সমাধানের সহজ উপায়। তোমরা অবশ্যই আমাদের দেওয়া সমাধানের সহজ উপায় গুলি একবার হলেও পড়ো। আমরা খুবি সহজ এবং সরল ভাবে তোমাদের জন্য এই রকম পোস্টটি বানিয়েছি, যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয়।
তোমারা যারা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তোমরা অবশ্যই এই পোস্টটি বারবার পড়বে কারন এই ক্যালেন্ডার অঙ্ক থেকে অনেক গুলিই প্রশ্ন থাকে।
আমরা সম্পূর্ণ সমাদের নিয়ম গুলি PDF-এ দিলাম এবং নীচে কিছু ক্যালেন্ডার অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সম্পূর্ণ নিয়ম গুলি ভালো ভাবে পড়ে নেবে তারপর নীচের অঙ্ক গুলি সমাধান করবে।
ক্যালেন্ডারের নমুনা অঙ্ক
০১. কোনো মাসের ৫ তারিখ বৃহস্পতিবার হলে, ওই মাসের ২৬ তারিখ কি বার হবে ?
০২. কোনো ব্যাক্তির জন্মতারিখ ১৯৯৮ সালের ২৮শে ফেব্রুয়ারি হলে, ওই দিন কি বার ছিল ?
০৩. ১৯৯৫ সালের ১লা জানুয়ারি সোমবার হলে, ১৯৯৭ সালের ১লা জানুয়ারি কি বার ?
ক্যালেন্ডার অঙ্ক সমাধানের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ক্যালেন্ডার অঙ্ক সমাধানের সহজ উপায়
File Format: PDF
No. of Pages: 05
File Size: 230 KB
No comments:
Post a Comment