ক্যালেন্ডার অঙ্ক সমাধানের নিয়ম PDF | Calendar Math Formula and Solution in Bengali PDF
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি অঙ্কের একটি খুবি গুরুত্বপূর্ণ এবং কঠিন টপিক নিয়ে। আমরা আজকে ক্যালেন্ডার অঙ্ক সমাধান: নিয়ম, শর্টকাট এবং উদাহরণ PDF এই পোস্টটি নিয়ে হাজির হয়েছি। তোমরা অবশ্যই আমাদের দেওয়া সমাধানের সহজ উপায় গুলি একবার হলেও পড়ো। আমরা খুবি সহজ এবং সরল ভাবে তোমাদের জন্য এই রকম পোস্টটি বানিয়েছি, যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয়।
আমরা সম্পূর্ণ সমাদের নিয়ম গুলি PDF-এ দিলাম এবং নীচে কিছু ক্যালেন্ডার অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সম্পূর্ণ নিয়ম গুলি ভালো ভাবে পড়ে নেবে তারপর নীচের অঙ্ক গুলি সমাধান করবে।
ক্যালেন্ডারের নমুনা অঙ্ক
প্রশ্ন ০১:
যদি ১৫ আগস্ট ২০২৫ শুক্রবার হয়, তবে ১৫ আগস্ট ২০২৬ কোন বার হবে?
A) শনিবার
B) রবিবার
C) সোমবার
D) বৃহস্পতিবার
উত্তর: A) শনিবার
প্রশ্ন ০২:
একটি মাসে যদি ৩০ দিন থাকে এবং সেই মাস শুরু হয় বৃহস্পতিবার, তবে শেষ দিনটি হবে কোন বার?
A) শুক্রবার
B) শনিবার
C) রবিবার
D) শনিবার
উত্তর: B) শুক্রবার
প্রশ্ন ০৩:
যে বছর ১ জানুয়ারি মঙ্গলবার হয় এবং সেটি লিপ ইয়ার নয়, তাহলে ঐ বছরের ১ ডিসেম্বর কোন দিন হবে?
A) রবিবার
B) সোমবার
C) মঙ্গলবার
D) বৃহস্পতিবার
উত্তর: A) রবিবার
প্রশ্ন ০৪:
একটি শতাব্দী বছর কখন লিপ ইয়ার হয়?
A) যখন তা ৪ দ্বারা বিভাজ্য হয়
B) যখন তা ১০০ দ্বারা বিভাজ্য হয়
C) যখন তা ৪০০ দ্বারা বিভাজ্য হয়
D) সবসময় লিপ ইয়ার হয়
উত্তর: C) যখন তা ৪০০ দ্বারা বিভাজ্য হয়
প্রশ্ন ০৫:
1 জানুয়ারি 2023 রবিবার ছিল। তাহলে 1 জানুয়ারি 2024 কোন বার হবে?
A) রবিবার
B) সোমবার
C) মঙ্গলবার
D) বুধবার
উত্তর: B) সোমবার
(👉 2023 সাধারণ বছর ⇒ 1 দিন এগোয়)
প্রশ্ন ০৬:
একটি মাসে যদি ৫টি শুক্রবার, ৫টি শনিবার ও ৫টি রবিবার থাকে, তবে মাসটি কোনটি হতে পারে?
A) ফেব্রুয়ারি
B) জুলাই
C) নভেম্বর
D) এপ্রিল
উত্তর: B) জুলাই
প্রশ্ন ০৭:
2024 সালের ১লা জানুয়ারি কোন বার ছিল?
A) সোমবার
B) মঙ্গলবার
C) রবিবার
D) সোমবার
উত্তর: D) সোমবার
প্রশ্ন ০৮:
নিচের কোন সালটি লিপ ইয়ার নয়?
A) 2016
B) 2020
C) 2024
D) 2100
উত্তর: D) 2100
প্রশ্ন ০৯:
৩৬৫ দিনে বছর শুরু ও শেষ হয় –
A) একই বার দিয়ে
B) পরবর্তী দিনের বার দিয়ে
C) আগের দিনের বার দিয়ে
D) কোনো নিয়ম নেই
উত্তর: B) পরবর্তী দিনের বার দিয়ে
প্রশ্ন ১০:
৩৬৬ দিনে বছর শুরু ও শেষ হয় –
A) একই বার দিয়ে
B) আগের দিনের বার দিয়ে
C) দুই দিন পরের বার দিয়ে
D) কোনো নিয়ম নেই
উত্তর: C) দুই দিন পরের বার দিয়ে
প্রশ্ন ১১:
১২ জুলাই ২০০৯ ইংরেজি রবিবার ছিল, তাহলে ১২ জুলাই ২০১০ কোন বার হবে?
A) সোমবার
B) মঙ্গলবার
C) বুধবার
D) বৃহস্পতিবার
উত্তর: A) সোমবার
প্রশ্ন ১২:
কোন মাসে সর্বাধিক বার একই দিনে ৫ বার দেখা যায়?
A) ফেব্রুয়ারি
B) মে
C) আগস্ট
D) ডিসেম্বর
উত্তর: D) ডিসেম্বর
প্রশ্ন ১৩:
২৯ ফেব্রুয়ারি কোন বছরগুলিতে থাকে?
A) সব বছরে
B) প্রতি ১০০ বছর পর
C) প্রতি ৪ বছর পর
D) প্রতি ৫ বছর পর
উত্তর: C) প্রতি ৪ বছর পর
প্রশ্ন ১৪:
একটি বছরে সর্বাধিক কতটি শুক্রবার হতে পারে?
A) ৫২
B) ৫৩
C) ৫৪
D) ৫৫
উত্তর: B) ৫৩
প্রশ্ন ১৫:
একটি বছর শুরু হয় বুধবার দিয়ে এবং তা লিপ ইয়ার নয়, সেই বছর ৩১ ডিসেম্বর কোন বার হবে?
A) বৃহস্পতিবার
B) শুক্রবার
C) বুধবার
D) শনিবার
উত্তর: A) বৃহস্পতিবার
প্রশ্ন ১৬:
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কোন বার ছিল?
A) শনিবার
B) রবিবার
C) সোমবার
D) শুক্রবার
উত্তর: A) শনিবার
প্রশ্ন ১৭:
যদি আজ শুক্রবার হয়, তবে 45 দিন পরে কোন বার হবে?
A) সোমবার
B) শুক্রবার
C) রবিবার
D) বৃহস্পতিবার
উত্তর: B) শুক্রবার
(👉 45 ÷ 7 = 6 বাকি 3 ⇒ ৩ দিন পর = শুক্রবার)
প্রশ্ন ১৮:
কোন বছর ১৪৪ বছরে একবার লিপ ইয়ার হয় না?
A) 100
B) 400
C) 200
D) 144
উত্তর: A) 100
(👉 কিন্তু ৪০০ দ্বারা বিভাজ্য না হলে লিপ ইয়ার হয় না)
প্রশ্ন ১৯:
একটি মাসে ৩০ দিন থাকলে সর্বাধিক কতটি সোমবার থাকতে পারে?
A) ৪
B) ৫
C) ৬
D) ৭
উত্তর: B) ৫
প্রশ্ন ২০:
২০০৮ সালের ১ জানুয়ারি মঙ্গলবার ছিল। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর কোন দিন ছিল?
A) বুধবার
B) বৃহস্পতিবার
C) মঙ্গলবার
D) শুক্রবার
উত্তর: A) বুধবার
(👉 লিপ ইয়ার ⇒ ২ দিন পর ⇒ মঙ্গলবার +2 = বুধবার)
ক্যালেন্ডার অঙ্ক সমাধানের PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ক্যালেন্ডার অঙ্ক সমাধানের সহজ উপায়
File Format: PDF
No. of Pages: 05
File Size: 230 KB
No comments:
Post a Comment