Breaking




Saturday, 30 August 2025

গুরুত্বপূর্ণ দিবস ও থিম ২০২৫ PDF | Important Days and Themes 2025

২০২৫ সালের গুরুত্বপূর্ণ দিন এবং থিম PDF | Important Days With Themes 2025 PDF

গুরুত্বপূর্ণ দিবস ও থিম ২০২৫
গুরুত্বপূর্ণ দিবস ও থিম ২০২৫
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে আনার জন্য নানান আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালন করে। এই বিশেষ দিনগুলি কেবলমাত্র উদযাপনের জন্য নয়, বরং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রদান, সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি দিবসের সঙ্গে নির্দিষ্ট থিম বা মূল বার্তা যুক্ত থাকে, যা সেই বছরের বৈশ্বিক বা সামাজিক প্রেক্ষাপটকে প্রতিফলিত করে।

২০২৫ সালে পালিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস ও তাদের থিম আমাদের সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি ও মানবাধিকারের মতো নানা ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে। বিশেষ করে প্রতিটি দিবসের থিম আমাদের বুঝতে সাহায্য করে যে কোন সমস্যার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই বিষয়ে আমরা কীভাবে সচেতন হতে পারি।

তাই পরীক্ষার প্রস্তুতি, সাধারণ জ্ঞান বৃদ্ধি অথবা ব্যক্তিগত চেতনার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ দিবস ও থিম ২০২৫ তালিকা PDF এই পোস্টটি মনোযোগ সজকারে দেখে নাও-

মাস অনুযায়ী গুরুত্বপূর্ণ দিবস ও থিম ২০২৫ তালিকা

জানুয়ারি ২০২৫

তারিখ দিবস থিম
৪ঠা জানুয়ারী বিশ্ব ব্রেইল দিবস "Celebrating Accessibility and Inclusion for the Visually Impaired"
১০ই জানুয়ারী বিশ্ব হিন্দু দিবস "Hindi: A Global Voice of Unity and Cultural Pride"

ফেব্রুয়ারি ২০২৫

তারিখ দিবস থিম
২রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস "Protecting Wetlands for Our Common Future"
৪ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস "United by Unique"
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস "Languages Matter: Silver Jubilee Celebration of International Mother Language Day"
২৭শে ফেব্রুয়ারি বিশ্ব NEO দিবস “Empowering Grassroots Movements for a Sustainable Future”

মার্চ ২০২৫

তারিখ দিবস থিম
১লা মার্চ শূন্য বৈষম্য দিবস “We Stand Together”
৩রা মার্চ বিশ্ব বন্যপ্রানী দিবস “Wildlife Conservation Finance: Investing in People and Planet”
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস "For ALL Women and Girls: Rights. Equality. Empowerment"
১৫ই মার্চ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস "A Just Transition to Sustainable Lifestyles"
২১শে মার্চ বিশ্ব বন দিবস "Forests and Foods"
২২শে মার্চ বিশ্ব জল দিবস "Glacier Preservation"
২৩শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস "Closing the Early Warning Gap Together"
২৪শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস "Yes! We Can End TB: Commit, Invest, Deliver"
২৭শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস "Theatre and a Culture of Peace"

এপ্রিল ২০২৫

তারিখ দিবস থিম
৪ঠা এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা সিবস “Safe Futures Start Here”
৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস 'Healthy Beginnings, Hopeful Futures'
১০ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস 'Healthy Beginnings, Hopeful Futures'
১৮ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস "Heritage under Threat from Disasters and Conflicts: Preparedness and Learning from 60 Years of ICOMOS Actions"
১৯শে এপ্রিল বিশ্ব যকৃৎ দিবস "Food is Medicine"
২২শে এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস "Our Power, Our Planet"
২৩শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস "The role of literature in achieving the Sustainable Development Goals (SDGs)"
২৫শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস "Malaria ends with us: Reinvest, Reimagine, Reignite"
২৬শে এপ্রিল World Intellectual Property Day "IP and Music: Feel the Beat of IP"

মে ২০২৫

তারিখ দিবস থিম
৩রা মে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস "Reporting in the Brave New World: The Impact of Artificial Intelligence on Press Freedom and the Media"
৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস "Together for Thalassaemia: Uniting Communities, Prioritising Patients"
১১ই মে জাতীয় প্রযুক্তি দিবস "YANTRA - Yugantar for Advancing New Technology, Research and Acceleration"
১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস "Our Nurses. Our Future. Caring for nurses strengthens economies"
১৫ই মে আন্তর্জাতিক পরিবার দিবস "Family-Oriented Policies for Sustainable Development: Towards the Second World Summit for Social Development 2025"
১৭ই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস "Gender Equality in Digital Transformation"
১৮ই মে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস "The Future of Museums in Rapidly Changing Communities"

জুন ২০২৫

তারিখ দিবস থিম
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস "Beat Plastic Pollution"
৭ই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস "Food Safety: Science in Action"
১২ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস "Progress is clear, but there's more to do: let's speed up efforts!"
১৪ই জুন বিশ্ব রক্ত দাতা দিবস "Give blood, give hope: together we save lives"
১৫ই জুন বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস "Addressing Abuse of Older Adults in Long Term Care Facilities: Through Data and Action."
১৭ই জুন মরুকরণ ও খরা মোকাবিলা বিশ্ব দিবস "Restore the land. Unlock the opportunities"
২০শে জুন বিশ্ব শরণার্থী দিবস "Solidarity with Refugees"
২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস "Yoga for One Earth, One Health"
২৩শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস "Let’s Move?"

জুলাই ২০২৫

তারিখ দিবস থিম
১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস "Empowering young people to create the families they want in a fair and hopeful world"
১৫ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস "Youth empowerment through AI and digital skills"
১৮ই জুলাই আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস "It’s still in our hands to combat poverty and inequity"

** পরবর্তী মাসের তারিখ, দিবস, থিম গুলি মাস শেষ হবার সাথে সাথে আপডেট করে দেওয়া।

গুরুত্বপূর্ণ দিবস ও থিম ২০২৫ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: গুরুত্বপূর্ণ দিবস ও থিম ২০২৫

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  262 KB


 Download Link:   Click Here to Download



No comments:

Post a Comment