200+ জলবায়ু বিদ্যা প্রশ্ন উত্তর PDF | 200+ Climate science questions answer
![]() |
জলবায়ু বিদ্যা প্রশ্ন উত্তর PDF |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভূগোলের একটি খুবই উনিক টপিক জলবায়ু বিদ্যা নিয়ে। আজকের সেই টপিকটি হল জলবায়ুবিদ্যা সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF। আমরা এই পোস্টটির মধ্যে বাছাইকরা ২০০ টির বেশি জলবায়ু বিদ্যা সম্পর্কিত প্রশ্ন দিয়ে এই পোস্টটি তোমাদের সামনে উপস্থাপন করলাম। যাতে করে এই টপিকটি থেকে আসা যে কোনো প্রশ্ন তোমারা খুবই সহজেই উত্তর দিতে পারো।
সুতরাং বন্ধুরা তোমারা নীচের কিছু নমুনা প্রশ্ন পড়ে নিয়ে। পরবর্তী সময়ের জন্য এই পোস্টের PDF -টি সংগ্রহ করে রেখে দাও যাতে করে তোমরা অফলাইনে পড়তে পারো।
জলবায়ু বিদ্যার নমুনা প্রশ্ন উত্তর
◧ কোন গ্যাস ওজোন স্তরের সর্বাধিক বিনাশসাধন করে ?
Ans :- ক্লোরো ফ্লুরো কার্বন (CFC)
◧ ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয় ?
Ans :- ডবসন একক (DU)
◧ প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে ?
Ans :- ওজোন স্তরকে
◧ কত সালে, কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ?
Ans :- ১৯২০ সালে, ডবসন অতিবেগুনি স্পেকটোমিটার যন্ত্রের সাহায্যে
◧ কার নামানুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরন করা হয়েছে ?
Ans :- ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন
◧ ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন ?
Ans :- ডঃ ফারমেন
◧ নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত ?
Ans :- ২৫০ DU
◧ নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত ?
Ans :- ৩৫০ DU
◧ মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব কত ?
Ans :- ৪৫০ DU
জলবায়ু বিদ্যা প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: 200+ জলবায়ু বিদ্যার প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 13
File Size: 450 KB
No comments:
Post a Comment