Breaking




Saturday 11 September 2021

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট। West Bengal Police Constable Preliminary Practice Set-03

 পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট

বন্ধুগন,
আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যেটা তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ভাবে সাহায্য করবে।
        সুতরাং আর সময় নষ্ট না করে হাতে পেন খাতা নিয়ে শুরু করে দাও এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটটি।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট

০১.  “উত্তরপ্রদেশ” -এর প্রতিষ্ঠা কবে হয় ?

🅐 ১ নভেম্বর ১৯৫৬

🅑 ১ নভেম্বর ১৯৬৬

🅒 ২৪ জানুয়ারি ১৯৫০

🅓 ১ মে ১৯৬০

 ০২. রসায়ন বিদ্যার জনক কে ?

🅐 জেমস ওয়াট 

🅑 রবার্ট বয়েল 

🅒 প্রিস্টলে 

🅓 এরিস্টটল 


০৩. প্রার্থনা সমাজ ’ কে প্রতিষ্ঠা করেন ?

🅐 রাজা রামমোহন রায় 

🅑 দয়ানন্দ সরস্বতী

🅒 আত্মারাম পান্ডুরঙ্গ 

🅓 তুলসী রাম 


০৪. মায়ানমারের মুদ্রার নাম কী ?

🅐 ইয়েন

🅑 কিয়া 

🅒 টেঙ্গে

🅓 রিয়াল 


০৫. মানবদেহের রক্তসঞ্চালন পদ্ধতি কেআবিষ্কার করেন ?

🅐 বেস্যালিয়াস 

🅑 জেনার 

🅒 উইলিয়াম হার্ভে 

🅓 লুই পাস্তুর


 ০৬. প্রেইরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত ? 

🅐 উত্তর আমেরিকা 

🅑 দক্ষিণ আমেরিকা

🅒 আফ্রিকা 

🅓 অস্ট্রেলিয়া


০৭. ললাহিত রক্ত কণিকা কোথায় সৃষ্টি হয় ?

🅐 ফুসফুস 

🅑 হৃৎপিন্ড 

🅒 কিডনি

🅓 অস্থিমজ্জা


০৮. নিচের কোনটি খরিফ ফসল ? 

🅐 গম 

🅑 ভুট্টা 

🅒 যব 

🅓 ডাল 


০৯. কৃষিজ আয়কর কে ধার্য করেন ? 

🅐 কেন্দ্রীয় সরকার 

🅑 রাজ্য সরকার 

🅒 কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই 

🅓 কোনটিই নয়


 ১০. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে ?

 🅐 ৮ই সেপ্টেম্বর

 🅑 ১০ সেপ্টেম্বর

 🅒 ১১ই সেপ্টেম্বর

 🅓 ১৪ই সেপ্টেম্বর


১১. Back to the Roots’ শিরোনামে বই লিখলেন কোন ভারতীয় অভিনেত্রী ?

🅐 রাকুল প্রীত

🅑 উর্বশী রাউটেলা

🅒 করিনা কাপুর

🅓 তামান্না ভাটিয়া


১২. ১৩০ তম ডুরান্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে কোথায় ?

🅐 কলকাতা

🅑 দিল্লি

🅒 মুম্বাই

🅓 লক্ষনৌ


১৩. সম্প্রতি প্রয়াত Jean-Pierre Adams কোন দেশের ফুটবলার ছিলেন ?

🅐 আর্জেন্টিনা

🅑 জার্মানি

🅒 ব্রাজিল

🅓 ফ্রান্স


১৪. সম্প্রতি অনলাইন বেটিং এবং গ্যামলিং ব্যান করলো কোন রাজ্য সরকার ?

🅐 কেরালা

🅑 তামিলনাড়ু

🅒 কর্ণাটক

🅓 অন্ধ্রপ্রদেশ


১৫. কোন দেশের সাথে ‘SIMBEX-2021’ নামে নৌসেনা অনুশীলনে অংশ নিয়েছিল ভারত ?

🅐 সিরিয়া

🅑 সৌদি আরব

🅒 সিঙ্গাপুর

🅓 চীন


১৬. 2020 টোকিও প্যারালিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতেছে ?

🅐 ১৪টি

🅑 ১৮টি

🅒 ১০টি

🅓 ১৯টি


১৭. ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চল?

🅐 লাক্ষাদ্বীপ

🅑 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

🅒 লাদাখ

🅓 জম্মু-কাশ্মীর


১৮. ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটি কে ?

🅐 বিরাট কোহলি

🅑 অক্ষয় কুমার

🅒 অমিতাভ বচ্চন

🅓 শচীন টেন্ডুলকার


১৯. কোন কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হলো একশৃঙ্গ গন্ডার ?

🅐 IOCL

🅑 HPCL

🅒 BPCL

🅓 BSNL


২০. কবে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় ?

🅐 ১৮০০ খ্রীঃ ১০ই জানুয়ারি

🅑 ১৮০০ খ্রীঃ ১০ই মার্চ

🅒 ১৮০০ খ্রীঃ ১০ই এপ্রিল

🅓 ১৮০০ খ্রীঃ ১০ই নভেম্বর


২১. বেথুন সাহেবের প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম কি ?

🅐 কলকাতা আন্তর্জাতিক বিদ্যালয়

🅑 কলিকাতা বালিকা বিদ্যালয়

🅒 জুলিয়েন ডে স্কুল

🅓 বিড়লা উচ্চ বিদ্যালয়


২২. ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল–

🅐 ১৯৬২ সালে

🅑 ১৯৭১ সালে

🅒 ১৯৭৫ সালে  

🅓 ১৯৮০ সালে


২৩. নীচের কোনটি স্কেলার রাশি ?

🅐 কার্য  

🅑 বল

🅒 খাত

🅓 ত্বরণ


২৪. ময়ূর কবে জাতীয় পাখি হিসাবে গৃহীত হয়েছিল ?

🅐 ১৯৬২ সালে

🅑 ১৯৬৪ সালে

🅒 ১৯৬৬ সালে

🅓 ১৯৬৮ সালে  


২৫. টাইফয়েড কীসের কারণে হয় ?

🅐 পরিবেশ দূষণ

🅑 বায়ুদূষণ

🅒 জলদূষণ  

🅓 কোনটিই নয়


২৬. হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম রোবটের নাম কি ?

🅐 সুরাজ

🅑 মায়া

🅒 রোশনি

🅓 রশ্মি  


২৭. হরপ্পার কোথায় ধান উৎপন্ন হত ?

🅐 রোপার

🅑 কালীবঙ্গান

🅒 লোথাল

🅓 বেগড়


২৮. গ্রস্থ উপত্যকার অন্য নাম কি ?

🅐 ভোজ

🅑 হোর্স্ট

🅒 গ্রাবেন

🅓 কোনটিই নয়


২৯. ক্যালডিনি কার উপগ্রহ ?

🅐 বুধ

🅑 বৃহস্পতি  

🅒 শুক্র

🅓 পৃথিবী


৩০. ‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রের স্রষ্টা কে ?

🅐 মানিক বন্দ্যোপাধ্যায়

🅑 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়  

🅒 সতীনাথ ভাদুড়ী

🅓 বনফুল


৩১. ১৬০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ১৮ সেকেন্ডে অতিক্রম করে।  ট্রেনটির ঘণ্টায় গতিবেগ কত ?

🅐 ২৫ কিমি/ঘণ্টা

🅑 ২৮ কিমি/ঘণ্টা

🅒 ৩২ কিমি/ঘণ্টা

🅓 ৩৬ কিমি/ঘণ্টা


৩২. দুটি ট্রেন একই দিকে যাত্রাক্রমে ৫০ কিমি/ঘণ্টা এবং ৩২ কিমি/ঘণ্টা গতিতে যায়।  যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে ১০ সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত ?

🅐 ৫০ মিটার

🅑 ৭৫ মিটার

🅒 ৬০ মিটার

🅓 ৪৫ মিটার


৩৩. ২৪০ মিটার লম্বা একটি ট্রেন ১২০ মিটার লম্বা একটি সেতুকে ২৪ সেকেন্ডে অতিক্রম করে।  তবে ট্রেনটির গতিবেগ কত ?

🅐 ৩৬ কিমি/ঘণ্টা

🅑 ৪২ কিমি/ঘণ্টা

🅒 ৪৫ কিমি/ঘণ্টা

🅓 ৫৪ কিমি/ঘণ্টা


৩৪. এক ব্যক্তি স্থির জলে ৬ কিমি/ঘণ্টা বেগে সাঁতার কাটতে পারে।  যদি স্রোতের বেগ ২০ কিমি/ঘণ্টা হয়, তবে স্রোতের অনুকূলের থেকে স্রোতের প্রতিকূলে যেতে ৩ ঘণ্টা বেশি সময় লাগে।  সমগ্র পথের দূরত্ব কত ?

🅐 ২৪ কিমি

🅑 ৩০ কিমি

🅒 ২০ কিমি

🅓 ৩২ কিমি


৩৫. বাবার বয়স ৫০ বছর এবং ছেলের বয়স ২২ বছর।  কত বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে ?

🅐 ৮ বছর

🅑 ১২ বছর

🅒 ৬ বছর

🅓 ১০ বছর


৩৬. একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য ৭৪ মিটার।  পার্কের ব্যসার্ধ কত ?

🅐 ১৮ মিটার

🅑 ১৪ মিটার

🅒 ১৫ মিটার

🅓 ১৬ মিটার


৩৭. একজন ব্যক্তির প্রথম ৫ মাসের গড় ব্যয় ১২০ টাকা।  পরবর্তী ৭ মাসের গড় ব্যয় ১৩০ টাকা।  বছরে ২৯০ টাকা সঞ্চয় করলে তার মাসিক গড় আয় কত ?

🅐 ১৮০ টাকা

🅑 ১৭০ টাকা

🅒 ১৬০ টাকা

🅓 ১৫০ টাকা


৩৮. একটি প্রথমিক বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৪ : ৫, যদি ৫০ জন ছাত্রী অন্য স্কুলে চলে যায় তাহলে, ছাত্র-ছাত্রীর অনুপাত হয় ৬ : ৭।  তবে স্কুলের ছাত্র সংখ্যা কত ছিল ?

🅐 ৬০০ জন

🅑 ৭৫০ জন

🅒 ১২০০ জন

🅓 ১৭০০ জন


৩৯. এক অসাধু ব্যবসায়ী ১ কেজি ওজনের ৯০০ গ্রামের বাটখারা ব্যবহার করলে, তার লাভের শতকরা হার কত ?

🅐 ১০ %

🅑 ৯ %

🅒 ১২.১২ %

🅓 ১১.১১ %


৪০. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে ১৪ এবং ১০ হয় তবে সংখ্যা দুটির গুনফল কত ?

🅐 ১৮

🅑 ২০

🅒 ২২

🅓 ২৪


৪১. আন্দামান দ্বীপপুঞ্জ : ভারত মহাসাগর : : ফকল্যান্ড দ্বীপ : ?

🅐 প্রশান্ত মহাসাগর

🅑 আটলান্টিক মহাসাগর

🅒 সুমেরু মহাসাগর

🅓 ভারত মহাসাগর


৪২. ১৯৮৪ সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সমান ?

🅐 ২০১২

🅑 ২০০৪

🅒 ১৯৮৮

🅓 ১৯৮৭


৪৩. ভুল সংখ্যাটি নির্বাচন কর....

২, ৩, ৫, ৭, ১০, ১৩, ১৭

🅐

🅑

🅒 ১০

🅓


৪৪. অভি হল বরুনের ভাই।  স্নেহা হল সমীরের বোন। বুবাই হল পুজার ভাই।  পুজা হল রাহুলের মেয়ে।  বুবাইয়ের কাকা কে ?

🅐 বরুণ

🅑 অভি

🅒 বর্ণালী

🅓 বরুণ ও অভি


৪৫. আয়নায় যদি যদি একটি ঘড়িতে ৬ : ৩০ বাজতে দেখা যায় তাহলে আসলে ঘড়িতে কটা বাজে ?

🅐 ৪ : ৩০

🅑 ৫ : ৩০

🅒 ৬ : ৩০

🅓 ৭ : ৩০


৪৬. একটি পরিবারে একজন পুরুষ ও তার স্ত্রী আছেন। তাদের চারটি বিবাহিত ছেলে রয়েছে এবং প্রত্যকের একজন করে মেয়ে ও তিনটি করে ছেলে রয়েছে।  ঐ পরিবারে মোট কত জন পুরুষ আছে ?

🅐 ১৩ জন

🅑 ১৫ জন

🅒 ১২ জন

🅓 ১৭ জন


৪৭. চা : পাতা : : কফি : ?

🅐 বীজ

🅑 ফুল

🅒 গাছ

🅓 কাণ্ড


৪৮. নীচের কোনটি পৃথক----

🅐 পেঁচা

🅑 বাজপাখী

🅒 টিয়া

🅓 ঈগল


৪৯. কলিকে কালো বলা হয়, কালোকে আকাশ বলা হয়, আকাশ কে লাল বলা হয়, লালকে সমুদ্র বলা হয়।  তাহলে তারা কোথায় দেখতে পাওয়া যায় ?

🅐 লাল

🅑 বালি 

🅒 কালো

🅓 সমুদ্র


৫০. সবরমতী : মহাত্মা গান্ধী : : পণ্ডিচেরী : ?

🅐 গুরুনানক

🅑 ভগৎ সিং

🅒 বিরসামঙ্গল

🅓 ঋষি অরবিন্দ



প্র্যাকটিস সেটটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে


File Dateils :

PDF Name : West Bengal Police Constable Preliminary Practice Set 03
Size : 0.04 mb
No of Pages : 11
Download Link : Click Here To Download 


No comments:

Post a Comment